অন্যান্য ফোনকে মাত দিতে বাজারে আসছে হুয়াওয়ে অনার ভি১০(Huawei Honor V10)
বাজারে আসছে হুয়াওয়ে অনার ভি১০(Huawei Honor V10)
৫ ডিসেম্বার বাজারে আসতে চলেছে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হুয়াওয়ে অনার ভি১০(Huawei Honor V10)। ১৮:৯ এস্পেক্ট রেশিও এর সাথে ৬ ইঞ্চির বেজেল-লেস ডিসপ্লে আছে হুওয়ায়ে অনার ভি১০ এর।
শোনা যাচ্ছে ফোনটি এন্ড্রয়েড ৮.০ অরিও ওপারেটিং সিস্টেমে চলবে এবং চিপসেট থাকবে কিরিন ৯৭০।
অক্টা কোর প্রসেসরের সাথে র্যাম থাকবে ৮জিবি। ডুয়াল ২০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দারুন ছবি তুলতে পারবে বলেই মনে হচ্ছে কারন,জনশ্রুতি হচ্ছে এর ক্যামেরা ফেজ ডিটেকশন এবং লেজার অটোফোকাস করতে পারবে।
৪০০০ মিলি আম্পায়ার এর নন রিমুভেবল ব্যাটারি ফার্স্ট চারজিং সুবিধা দেবে বলে জানা যায় এবং
জনশ্রুতি যদি সত্যি হয় তাহলে বলতে হয় হুয়াওয়ে হনার ভি১০ এর ডিজাইন এবং ফিচার হবে অসাধারন মানের।
Join the discussion