আসছে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ওয়াই ১ (Redmi Y1) এবং রেডমি ওয়াই ১ লাইট (Redmi Y1 Lite)
আসছে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ওয়াই ১ এবং রেডমি ওয়াই ১ লাইট
বিশ্বখ্যাত চায়না স্মার্টফোন ব্র্যান্ড শাওমি বাজারে নিয়ে আসছে তাঁদের আকর্ষণীয় স্মার্টফোন শাওমি রেডমি ওয়াই ১ (Xiaomi Redmi Y1) এবং শাওমি রেডমি ওয়াই ১ লাইট (Xiaomi Redmi Y1 Lite)। আকর্ষণীয় দুটি স্মার্টফোনের মাঝেই থাকছে ডুয়েল সিম সাপোর্ট এর সুবিধা এবং সাথে রয়েছে একটি ন্যানো সিম সাপোর্ট এর সুবিধা ।
শাওমি রেডমি ওয়াই ১ (Xiaomi Redmi Y1) এর মাঝে থাকছে MUIU বেজড এন্ড্রয়েড ওএস এবং ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে । ডিসপ্লে রেজুলেশন থাকছে ৭২০x১২৮০ মেগাপিক্সেল । ডিসপ্লে প্রোটেকশন শতভাগ নিশ্চিত করার জন্য স্মার্টফোনটির মাঝে থাকছে করনিং গরিলা গ্লাস প্রোটেকশন সিস্টেম ।
পারফর্মেন্স এর ক্ষেত্রে সবচাইতে ভালো সাপোর্ট দেবার জন্য স্মার্টফোনটির মাঝে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ সিরিয়ালের সুপার ফাস্ট প্রসেসর ।
স্মার্টফোনটির মাঝে আরো থাকছে ৩ গিগাবাইট র্যাম এবং গ্রাফিক্স এর জন্য এন্ড্রুইনো ৫০৫ গ্রাফিক্স ইউনিট সাপোর্ট ।
স্টোরেজ এর কথা নিয়েও আপনাকে দুশ্চিন্তা করতে হবেনা, কারন, আকর্ষণীয় শাওমির নতুন দুটি শাওমি মোবাইল সেট স্মার্টফোনের মাঝে রয়েছে ৩২/৬৪ গিগাবাইট এর ইনবিল্ট মেমোরি স্টোরেজ সিস্টেম । শাওমি ফোনের দাম বাংলাদেশে কত হবে তা এখনও জানা যায়নি।
আপনি ইচ্ছে করলে আলাদা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন । যারা সেলফি তুলতে অনেক ভালোবাসেন তাঁদের জন্য আকর্ষণীয় এই হ্যান্ডসেট গুলোর মাঝে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ফিচার হিসেবে থাকবে f/2.0 Aperture এবং 76.4 ডিগ্রী এঙ্গেল ওয়াইড লেন্স সেন্সর ।
শাওমি রেডমি নোট ৪ (Xiaomi Redmi Note 4) স্মার্টফোন রিভিউ
বিউটিফাই ফিচারের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ফ্ল্যাশ লাইট সাপোর্ট । রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা সাপোর্ট ।
শাওমি ফোন , শাওমি রেডমি ওয়াই ১ লাইট (Xiaomi Redmi Y1 Lite) এর ডিসপ্লে এর আয়তন এবং শাওমি রেডমি ওয়াই ১ এর ডিসপ্লে এর আয়তন থাকছে একই রকম । রেডমি ওয়াই ১ লাইট এর মাঝে থাকছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ সিরিয়ালের সুপার ফাস্ট প্রসেসর। ২ গিগাবাইট এর ফাস্ট র্যাম সাপোর্ট । ১৬ গিগাবাইট এর স্টোরেজ থাকছে বিল্ট ইন অপশন হিসেবে ।
মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে দুটি স্মার্টফোনের মাঝেই সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত । ক্যামেরা থাকছে ওয়াই ওয়ান লাইট এর মাঝে ১৩ মেগাপিক্সেল ।
দুটি স্মার্টফোনের মাঝেই আছে এন্ড্রয়েড ৭.০ নোগ্যাট ভার্সন । কোম্পানির মতে দুটি স্মার্টফোনই কাস্টমারকে সর্বোচ্চ সাপোর্ট দিতে সক্ষম হবে ।
শাওমি মোবাইল দাম ও হাতের নাগালের মধ্যে থাকবে।
শাওমি রেডমি নোট ৩ প্রো ১৬ জিবি ১৭৯৯৯ টাকা শাওমি রেডমি নোট ৩ ৩২ জিবি ১৮৪৯৯ টাকা শাওমি Mi 4S ৬৪ জিবি ২৭৯৯৯ শাওমি মি প্যাড ১৬ জিবি ১৯৯৯৯ টাকা
Join the discussion