ইমামি ৭ অয়েল ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল-রিভিউ

আপনার চুল কি পড়ে যাচ্ছে? চুল কি পাতলা হয়ে যাচ্ছে? তবে আর দেরি নয়, এখনই যেনে নিন কিভাবে শুধু মাত্র তেল ব্যবহার করে মাথায় গজাবেন নতুন চুল।এবং এটা হল ইমামি ৭ অয়েল ইন ওয়ানড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল ।

EMAMI-7-OILS-IN-ONE-DAMAGE-CONTROL-review

চুলের উপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালাতে আমি খুব পছন্দ করি, আর এই জন্য আমার সকল বন্ধুবান্ধব আমাকে “চুল বিশেষজ্ঞ” উপাধি দিয়েছে। আমার বেশিরভাগ এক্সপেরিমেন্ট তেলের উপর হয়ে থাকে। বাংলাদেশের এমন কোন তেল নেই যা আমি ব্যবহার করিনি। চুলের পরিচর্যায় তেলের ব্যবহার বলে শেষ করা যাবে না, যেমনঃ

 চুল গজাতে তেল,

 চুল ঘন করার তেল,

 চুল পড়া রোধে তেল,

 চুল লম্বা করার তেল।

শপিং-এ গেলেই আমি কোন না কোন নতুন ব্র্যন্ডের তেল কিনে নিয়ে আসি। এটা অনেকটা আমার শখে পরিণত হয়েগেছে। আমার একটি নিজস্ব হেয়ার অয়েল রেসিপি আছে। আলমণ্ড তেল, আমলা তেল, ক্যাস্টর অয়েল ও নারকেল তেল একসাথে মিক্সড করে চুলে দিলে চুল অনেক সফ্ট, ঘন ও লম্বা হয়।আমি বিশ্বাস করি একেক প্রকার তেল চুলের একেক প্রকার উপকার করে। এই কথা চিন্তা করে ইমামি হেয়ার অয়েল ব্র্যন্ডটি বাজারে এনেছে ইমামি ৭ অয়েল ইন ওয়ান, ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল”। তেলটি তৈরি করা হয়েছে সাত (৭) রকমের তেল দিয়ে যা আমার তৈরি রেসিপির সাথে অনেকটাই মিলে যায়।

ফেয়ার এন্ড লাভলীর “ইয়ামি গউতাম” আমার ফেভারেট মডেল। আরযেহেতু তিনি এই তেলের বিজ্ঞাপনটি করেছে সেহেতু আমি তেলটি ব্যবহার করার সিদ্ধান্ত নেই।

এখানে আমরা আলোচনা করবো “ইমামি একের ভিতর (সাত) ৭, ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল” ব্যবহার করে নতুন চুল গজানো ও চুল ঘন করার উপায় –

তেলটির ভাল দিক

 সহজেই পাওয়া যায়।

 সুন্দরভাবে প্যাকেট করা।

 সাত (৭) রকমের তেল দিয়ে তৈরি যা চুলে সাত রকমের পুষ্টি যোগাতে সাহায্য করে।

 চুল গজানো, চুল ঘন করা, চুল পড়া রোধ, চুল লম্বা করা ইত্যাদি।

তেলটির খারাপ দিক

 ঝাঁজাল গন্ধ।

 চুল পরা রোধে তেমন উপকার করে না।

 অস্থায়ী ফলাফল।

 অধিক পরিমাণে খনিজ তেল বহন করে।

বাংলাদেশে ইমামি (সাত) ৭ তেলটি এক মূল্যে পাওয়া যাচ্ছে : 300 ml 220 taka

[wp-review id=”1263″]

ইমামি ৭ অয়েল ইন ওয়ান হেয়ার অয়েল রিভিউ ও আমার এক্সপেরিয়েন্স-

প্যাকেটিং-

ইমামি ৭ অয়েল ইন ওয়ান, ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক বোতলে পাওয়া যাচ্ছে। বোতলটি হাল্কা সোনালি রঙের কেপ দিয়ে আটকান। কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে কেপটি ভাল করে আটকান আছে কিনা।

emami-oil-review-productreviewbd

বোতলটির সামনে ব্র্যান্ডের নাম, প্রোডাক্ট নাম একটি ইস্টিকারের উপর সোনালি রঙের হাইলাইট ফন্টে প্রিন্ট করা। বোতলটি দেখতে আসলেই অনেক কিউট। পাতলা, বহনযোগ্য হওয়াতে সহজেই আপনার পার্সের মধ্যে এটে যাবে। সুতরাং বোতলটিকে ট্রাভেল ফ্রেন্ডলি বলা যায়।

ঘনত্ব ও ঘ্রান-

তেলটি অনেক স্বচ্ছ ও পরিষ্কার। পাতলা ঘনত্বের তেলটি চটচটে না। ঝাঁঝালো গন্ধের হওয়াতে নাকে লাগে। তেলটির কড়া গন্ধতে আমার কিছুটা মাথা ব্যথা করে। শুধুমাত্র এই কারণে তেলটি আমার অপছন্দের। যেহেতু তেলটি চটচটে নয় সেহেতু খুব সহজেই শ্যাম্পু দিয়ে এটি ধুয়ে ফেলা যায় এবং আমার চুল আবার আগের মতো নর্মাল হয়ে যায়।

emami-hair-oil-color-review

 

চুল শ্যাম্পুর পর আমার চুল হয়ে ওঠে সিল্কি, সফট, সাইনি যা আমার কনফিডেন্স বাড়িয়ে দেয়। চুল এত সিল্কি আর সফট হয় যে অনেক সহজেই কন্ট্রোল করা যায়। আমিতো তেলটি ব্যবহারের পর চুল থেকে হাত সরাতেই পারি না।

তেলটি ব্যবহারের ২ দিন পর্যন্ত আমার চুল স্বাস্থ্যবান ও সুন্দর থাকে।

নিয়মিত ব্যবহারে চুল হয়ে উঠবে স্বাস্থ্যবান ও ঘন। তবে তেলটি ব্যবহার করা বন্ধ করে দিলে চুল আগের জায়গায় ফিরে যাবে। তাই তেলটি ক্ষণস্থায়ীভাবে চুলের উপকার করে। আমি যখন তেলটি ব্যবহার করা শুরু করি তখন আমার চুল পড়ে যাচ্ছিল, তেলটি ব্যবহারে চুল পড়া কমে গেছে। তাই একে চুল পড়া রোধের তেল বলা যায়। তেলটি চুলের জন্য ভাল তবে এটা দীর্ঘ স্থায়ী নয়।

যতদিন তেল ব্যবহার করবেন ততোদিন চুল ভাল থাকবে ব্যবহার বন্ধ করে দিলে আবার আগের মতো হয়ে যাবে। তেলটি চুলের ড্যামেজ কনট্রোল করে পুষ্টি ফিরিয়ে আনে। সাতটি (৭) তেলের কম্বিনেশনে তৈরি বলে একই সাথে আপনি পাচ্ছেন সাত রকমের পুষ্টি।

এর উপাদান কি কি-

ইমামি ৭ অয়েল ইন ওয়ান, ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল সাত (৭) প্রকারের অসাদ কমপ্লেক্স টিএম, যেমনঃ জবা পুষ্প, ব্রাহ্মি, ভ্রিঙ্গারাজ, মেহেন্দি, আরনিচা, লতা কাস্তুরি, মেথি ইত্যাদির সমন্বয়ে তৈরি।

imami-7-oils-in-one-productreviewbd

ইমামি ৭ অয়েল ইন ওয়ান, ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল হেয়ার এক্সপার্টদের তৈরি অনেক গবেষণার পূর্ণরূপ।

Emami-7-Oils-In-One-Damage-Control-Hair-Oil-Review1

“ইমামি একের ভিতর (সাত) ৭, ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল”-এর ইতি কথা

ইমামির এই নতুন উদ্ভাবনটি ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল এক্সপার্টদের অনেক পরীক্ষালব্ধ গবেষণার ফলস্বরূপ আমাদের চুলের উপকার সাধন করে। “ইমামি একের ভিতর সাত (৭)” একটি হারবাল তেল যা চুল গজানোর তেল, চুল ঘন করার তেল, চুল পড়া রোধের তেল, চুল লম্বা করার তেল, চুলের পুষ্টি ফিরিয়ে আনার তেল, চুলের মসৃণতা বৃদ্ধির তেল ও চুল মজবুত করার তেল নামে আখ্যায়িত করা যেতে পারে।

 এটি চুল পড়া ৯৬% কমিয়ে দিতে পারে বলে একে চুল পড়া রোধের তেল বলা হয়ে থাকে।

 এটি চুলকে ২০গুন বেশী মজবুত করে।

ইমামি ৭ অয়েল ইন ওয়ান, ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল তেল সম্পর্কে কিছু মতামত

ইমামি একের ভিতর সাত (৭) তেল সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটি চলে আসে তা হল তেলটি আপনার সাত (৭) প্রকারের উপকার করে আপনার চুলকে আগের থেকে আরও সুন্দর ও স্বাস্থ্যবান করে তুলবে। সুতরাং, আমি বলবো যে চুলের যত্নে এই তেলটি ব্যবহার করা যেতে পারে। শুধু মাত্র দুই (২) টি বিষয়- নিয়মিত ব্যবহার ও তেলটির ঝাঁঝালো ঘ্রাণে অভ্যস্ত হয়ে পরলে খুব তারাতারি আপনার চুল হয়ে উঠবে মজবুত ও ঘন।

আমি মনে করি আমি আপনাদের “ইমামই একের ভিতর সাত (৭)” তেলটি সম্পর্কে কিছুটা হলেও ধারনা দিতে পেরেছি। তেলটি ব্যবহারের পর আপনাদের মতামত আমাদের জানাবেন।

Join the discussion

27 thoughts on “ইমামি ৭ অয়েল ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল-রিভিউ

  1. Тушь для ресниц Еще ты можешь использовать черную тушь как базу, прокрасив ресницы по всей длине от корней до самых кончиков. И только на кончики ресниц нанести тушь яркого цвета. За кулисами показа Dries Van Noten осенью 2018 года визажист Питер Филипс украсил ресницы моделей яркими оттенками туши Dior Diorshow Pump ‘n’ Volume, включая этот потрясающий коралловый цвет, чтобы создать незабываемые бьюти-образы с неоновыми акцентами. Он сохранил естественность их кожи лица и губ, сместив весь фокус на глаза, и это отличный пример для подражания. Ориентировочная цена $30. +7 (495) 540-47-15 Цвет туши для ресниц бывает совершенно разный — он может подчеркивать глубину глаз как в ярких вечерних или арт-образах, так и для повседневного мейкапа. Не стоит бояться пользоваться разноцветной тушью — главное правильно ее подобрать. Сохранить безупречный макияж даже в непредвиденных ситуациях поможет водостойкая тушь Ив Роше. Легкая обволакивающая текстура равномерно прокрашивает и удлиняет реснички, раскрывая взгляд. https://dailynaijaupdates.com/community/profile/elviamolineux13/ Красивая палетка с сероватыми оттенками, которых так не хватает в индустрии — очень часто средства для бровей оказываются рыжеватыми. Помимо удачной кисти (это честная мини-версия оригинальной кисти для бровей), в палетку входит хороший пинцет. Отдельно мы попробовали водостойкий гель для укладки бровей — он хорошо фиксирует волоски, не склеивая их. Гелевый корректор и тушь используется для укладки, окрашивания, придания дополнительного объема волоскам. Для подчеркивания границ можно использовать карандаш. Карандашный вариант позволяет: Гелевый корректор и тушь используется для укладки, окрашивания, придания дополнительного объема волоскам. Для подчеркивания границ можно использовать карандаш. Карандашный вариант позволяет: Все эти сложности вызывают негодование не от самой туши, а от количества положительных отзывов. Ну не могли все три купленные туши оказаться с бракованной кисточкой и жидкой консистенцией геля. Водянистая текстура создаёт проблемы с распределением туши, чего быть не должно.

  2. Schemat wypłat podsumowuje tabelę wypłat gry. Więcej wiadomości o 10 bezpłatnych spinach od Wazamba Kasyno znajdziesz przy naszym artykule o tym bonusie. Powinno się wiedzieć, że gracz otrzymuje gwarancję spokoju dzięki szyfrowaniu SSL. Polityka Wazamba w tej dziedzinie jest przejrzysta i dostępna w języku polskim, a kadra służy pomocą w razie pojawienia się problemów. Kasyno Wazamba wydaje się bezpiecznym miejscem do uprawiania hazardu, bez względu na preferowanej gry kasynowej. Użytkownicy na różnorodnych forach dzielą się opiniami na idea tej firmy jak i również większości przypadków, będą to same dobre wrażenia. Jeżeli pochodzisz z Polski, a do Austrii wyjechałeś w celach zarobkowych lub po prostu ze względu na gusta, możesz mieć ograniczone możliwości, jeżeli chodzi o korzystanie z operatorów, którzy świadczą swoje usługi w Polsce. Aby pomóc Ci znaleźć odpowiednie miejsce, poniżej zaprezentowaliśmy kilka kasyno online, które są legalne w Austrii. https://www.fitday.com/fitness/forums/members/t4drjzp886.html BF Codzienne Jackpoty: każdego dnia kasyno wybiera określoną liczbę jackpotów, w których można liczyć na częstsze wygrane.  Jedną z głównych korzyści płynących z gry w wirtualnych kasynach są bonusy i promocje. Niemal wszystkie kasyna oferują nagrody w takiej czy innej formie, od darmowych spinów w kasynach online po bonusy powitalne, bonusy do gier, cashback i różne korzyści dla stałych klientów. Oprócz bonusów bez depozytu, kasyna online witają nowych klientów bonusami z darmowymi spinami. Ten rodzaj bonusu kasynowy może być oferowany jako opcja bez depozytu, opcja darmowych obrotów bez depozytu lub jako część bonusu powitalnego. Nowa licencja Europejskie kasyno z dużym wyborem kryptowalut: BTC, ETH, BCH, LTC, DOGE, USDT. + 100% bonus od pierwszego depozytu i 100 darmowych spinów jako prezent!

  3. Unlike a handful of other “magic” mushroom species, including those that grow in the Pacific Northwest, Psilocybe cubensis isn’t associated with wood-lover’s paralysis, according to Uehling. With this story in mind, one can’t help but wonder why a mushroom would evolve psychedelic toxins in the first place, especially considering that these organisms had existed for millions of years already when humans first appeared on Earth. There’s a new mushroom cultivation technique in town that’s simple, discreet, scalable, can fruit almost any mushroom species, requires practically no maintenance until harvest, and Dose and effects can vary considerably depending upon mushroom type, method of preparation, and tolerance of the individual. It can be difficult to determine the exact species of mushroom or how much hallucinogen each mushroom contains. Initial smaller doses and a longer period of time to determine the effects may be a safer option if you choose to use psilocybin for recreational purposes.  http://go.bubbl.us/ccd5c5/28f5?/Bookmark The internet is the best place to buy some blue meanie magic mushrooms because, unlike the magic mushrooms that you can buy on some streets in Canada, your safety and identity are 100% secured when you order magic mushrooms online. These websites are also better than buying on the streets because you won’t have to go out of your house and risk yourself from getting seen buying these magic mushrooms. Online Canadian websites offer door-to-door services, which are great for your safety. However, the PDEA has conducted arrest of illegal drug peddlers who also sold psilocybin mushrooms alongside other illegal substances in the past. Henkel (not his real name) is a customer of Earth Resonance, a Dutch company that sells one-month programmes of low-dose psilocybe truffles (the part of so-called “magic mushrooms” that grows under ground), promising benefits ranging from improved motivation and productivity, to spiritual awakenings and connection with the divine.

  4. Knossi erlebt zwar seit einiger Zeit einen Riesen-Hype, musste aber auch Kritik einstecken. Auf seinem Twitch-Kanal zockt er unter anderem in Online-Casinos. Eine Reportage von Frontal21 auf dem ZDF und auch Satire-Moderator Jan Böhmermann werfen ihm vor, indirekt Werbung für Glücksspiele zu machen und junge Menschen dadurch zu gefährden. Als Live Casino-Streamer auf Twitch und YouTube wurde Jens Knossalla alias Knossi bundesweit berühmt. Im Januar war mit dem Zocken plötzlich Schluss, denn der selbsternannte König des Internets wechselte zu RTL, um dort die Late Night Show Täglich frisch geröstet zu moderieren. Jetzt heißt es für den 34-jährigen Entertainer abermals Game Over: Nach nur einer Staffel hat RTL die von Stefan Raab produzierte Sendung abgesetzt. Was sind die Gründe für das Aus? https://siamesesweeties.com/community/profile/iveyoswald37041/ Spielen Sie Spielautomaten gratis, bevor Sie Ihr eigenes Geld einsetzen. Auf diese Weise können Sie sich ganz in Ruhe mit den verschiedenen Typen von Spielautomaten vertraut machen. Künftig erhalten Sie auch Neuigkeiten und Updates rund um Ihre Stammfiliale oder Filialen in Ihrer Nähe, beispielsweise bei Umbauten, Revitalisierungen, neuen Automaten oder Spielen. Und genau da möchte ich dir meine Hilfe anbieten! Mein Name ist Mike Friedman und ich bin Chefredakteur von AustriaWin24. Als Casino Experte werde ich dir im nachfolgenden Text zeigen, wie du Spiele in einem online Casino besser kontrollieren und somit häufiger einen Gewinn umsetzen kannst. Spielen Sie Spielautomaten gratis, bevor Sie Ihr eigenes Geld einsetzen. Auf diese Weise können Sie sich ganz in Ruhe mit den verschiedenen Typen von Spielautomaten vertraut machen.

  5. В этот период запрещено: Вы можете отписаться в любой момент. Для этого воспользуйтесь нашими контактными данными в юридическом уведомлении. Тропарёво+7 (985) 762-78-52 1. Узкие брови2. Вьющиеся волоски3. Ассиметрия бровей4. Растущие вниз волоски5. Неаккуратные, стриженые волоски. Хочешь звездные брови – сделай долговременную укладку бровей! Для ламинирования вам потребуется три средства: Долговременная укладка бровей — процедура изменения положения волосков с фиксацией их в заданной позиции на несколько недель. В среднем эффект сохраняется около месяца, лучшие профессиональные составы при грамотном подходе увеличивают его почти вдвое. Еще имеет значение соблюдение правил ухода. Повторно процедуру рекомендуется проходить спустя 2-2,5 месяца. Длительная биофиксация создает изящный вид даже для непослушных бровей, делая взгляд притягательным. Повторную долговременную укладку бровей можно делать через 2 месяца, когда эффект от процедуры станет менее заметным.
    https://messiahxcza952967.blogzet.com/-32314207
    Отзыв: Официальный сайт Toplash Cosmetics. Гарантия результата 90 дней. Сыворотка потрясающая после родов и неудачных наращиваний наконец-то восстанавливаются! Наношу так же на брови с гелем для укладки бровей Toplash, после перещипываний так же стали возвращаться волоски, ура! На фото месяц использования)) Анна Отзыв: Жена довольна, благодарна за подарочек этот Пользователям нравится: Читать больше Сыворотка для роста ресниц ОТЗОВИК ОТЗЫВЫ Подчеркнуть густоту ресниц поможет тушь Топлаш. Наносите только у основания ресниц или на кончиках для естественного эффекта. Для выразительного взгляда выбирайте двустороннею подводку. Тонкий аппликатор обеспечит симметричные стрелки, а штамп – аккуратный кончик. Подчеркнуть густоту ресниц поможет тушь Топлаш. Наносите только у основания ресниц или на кончиках для естественного эффекта. Для выразительного взгляда выбирайте двустороннею подводку. Тонкий аппликатор обеспечит симметричные стрелки, а штамп – аккуратный кончик.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।