ঈদের গরম অফারঃ(Zongshen) জংশেন মোটরসাইকেল এ ডিসকাউন্ট
ঈদের গরম অফারঃ(Zongshen) জংশেন মোটরসাইকেল এ ডিসকাউন্ট
জংশেন এবং হুন্দাই মোটরসাইকেল এর ক্রয়ের উপর পাচ্ছেন সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার । আসন্ন ঈদ এর মাঝে এবার থাকছে জংশেন মোটরসাইকেল এবং হুন্দাই মোটরসাইকেল এর আকর্ষণীয় ডিসকাউন্ট অফার।
এছাড়াও রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন অফার বিভিন্ন নির্দিস্ট মডেল এর উপর । সারপ্রাইজ ঈদ অফারটি চলবে ষ্টক থাকাকালীন সময় পর্যন্ত ।
জংশেন মোটরসাইকেল এ ডিসকাউন্ট
Hundai GL 150 Premio [ 150 CC ]
14BHP ক্ষমতাসম্পন্ন ফোর স্ট্রোক এয়ার কোল্ড ইঞ্জিন সম্পন্ন Hundai GL 150 Premio [ 150 CC ] মোটরসাইকেলটির দাম বাংলাদেশে ১,২০,০০০ টাকা এবং গ্রাহক পাচ্ছেন ঈদ অফার হিসেবে ফ্রি রেজিস্ট্রেশন ।
বর্তমানে তাঁদের যেসব প্রোডাক্ট বাজারে চলছে সেগুলোর মাঝে রয়েছে Hundai GL 150 Premio [ 150 CC ] যা ফ্রন্ট হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম সম্পন্ন এবং রয়েছে , ডিজিটাল স্পিডোমিটার , টপ ১১০ কিমি প্রতিঘন্টা স্পীড , ৪৫ কিমি মাইলেজ ।
ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা এবং ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট অফার এর মাঝে রয়েছে আরেকটি মোটরসাইকেল যার মডেল হল Zongshen CG125-4 ।
এর বর্তমান অফার এর দাম চলছে ৯০,০০০ টাকা যার মাঝে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন এবং ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট।
এর ফুয়েল ইফিয়েন্সি অনেক ভালো ।
মাইলেজ ৪৫ কিলোমিটার কোম্পানির মতে ।
টপ স্পীড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ।
Zongshen ZS100-4A এবং Hundai GL-100 Unique
১২,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এর মাঝ আরেকটি ১০০ সিসি মোটরসাইকেল হল Zongshen ZS100-4A এবং Hundai GL-100 Unique । হুন্দাই জিএল ১০০ এর মাঝে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সিস্টেম । দুটি বাইকের মাইলেজ কোম্পানির দেয়া তথ্য মতে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় । ক্যাশ ডিসকাউন্ট সহ বাইক দুটির দাম বাংলাদেশে –
- Zongshen ZS100-4A = ৮৩,০০০ টাকা
- Hundai GL-100 Unique = ৮৪,০০০ টাকা
এছাড়াও ঈদ অফারের আওতাভুক্ত আরেকটি মডেল Zongshen ZS125-70 যার মাঝে রয়েছে ফ্রন্ট হাইড্রোলিক ব্রেক সিস্টেম এবং টপ স্পীড ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা । মাইলেজ পাবেন ৫৫ কিলোমিটার এবং এর দাম বাংলাদেশে ১,১৭,৫০০ টাকা রাখা হয়েছে ।
বাংলাদেশের রাস্তা অনুযায়ী দুটি ব্র্যান্ডের মোটরসাইকেলই যথেষ্ট ভালো বলে আমি মনে করি । তাই আপনি ক্রয়ের আগে বিস্তারিত সকল কিছু ভালোভাবে যাচাই করে নিতে পারেন যেকোন সময় শো রুম থেকে ।
এবার ঈদে তাই যাচাই করে কিনে নিতে পারেন আপনার পছন্দের জংশেন কিংবা হুন্দাই ব্র্যান্ডের যেকোন একটি মোটরসাইকেল সাধ্যের ভেতরেই আর পেয়ে যেতে পারেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার এবং ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা ।
বাংলাদেশের রাস্তা অনুযায়ী দুটি ব্র্যান্ডের মোটরসাইকেলই যথেষ্ট ভালো বলে আমি মনে করি । তাই আপনি ক্রয়ের আগে বিস্তারিত সকল কিছু ভালোভাবে যাচাই করে নিতে পারেন যেকোন সময় শো রুম থেকে ।
জংশেন মোটরসাইকেল এর ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশে আছে রূপসা ট্রেডিং কর্পোরেশন । এছাড়াও প্রতিষ্ঠানটি হুন্দাই মোটরসাইকেলেরও শেল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে ।
রূপসা ট্রেডিং ১৯৯০ সাল থেকে বাংলাদেশে তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছে । এবং শুরু থেকেই কোম্পানিটি হুন্দাই এবং জংশেন মোটরসাইকেল ডিস্ট্রিবিউট করে আসছে ।

Join the discussion