উন্মোচন হল বেজেলবিহীন ৬ ইঞ্চি ওয়ানপ্লাস ৫টি (OnePlus 5T) স্মার্টফোন
উন্মোচন হল বেজেলবিহীন ৬ ইঞ্চি ওয়ানপ্লাস ৫টি (OnePlus 5T) স্মার্টফোন
বহু আকাঙ্ক্ষিত ওয়ান প্লাস ৫টি (OnePlus 5T) ফ্লাগশিপ স্মার্টফোন ২১ নভেম্বার ২০১৭ আসতে চলেছ বাজারে। ওয়ানপ্লাস ৫ এর পর মাত্র পাঁচ মাসের ব্যবধানে বাজারে আসল নতুন ওয়ান প্লাস ৫টি .
বেজেলবিহীন ৬ ইঞ্চি ডিসপ্লে অপটিক এমুলেড ফুল এইচডি স্ক্রিন ডীসপ্লের ফোনটির এস্পেক্ট রেশিও ১৮:৯।ওয়ান প্লাস ৫ এর সাথে অনেকটায় সিমিলার দেখতে ফোনটির ফ্রন্টে সুরক্ষার জন্য রয়েছে করনিং গোরিলা গ্লাস।
অল্প আলো এবং পোট্রেট ফোটোগ্রাফির জন্য খুব ভাল ১৬+২০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটি ক্রিষ্টাল ক্লিয়ার শট নিতে সক্ষম।
ওয়ানপ্লাস ৫টি (OnePlus 5T) এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ জেটাকে বেশ উচ্চ মানের চিপসেট বলা যায়।
ওয়ান প্লাস ৫টি ফোনের ড্যাস চার্জ এর মাধ্যমে আধা ঘন্টা চার্জ দিয়ে পুরো এক দিন চালানো সম্ভব, এর ৩৩০০ এমএএইচ ব্যাটারি সুপার ফাস্ট চার্জ দিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।
সুতরাং স্লিম বডির হালকা ওজনের এই ফোনটি হতে পারে আপনার বেস্ট চয়েস।
Summary

Article Name
উন্মোচন হল বেজেলবিহীন ৬ ইঞ্চি ওয়ানপ্লাস ৫টি (OnePlus 5T) স্মার্টফোন
Description
বহু আকাঙ্ক্ষিত ওয়ান প্লাস ৫টি (OnePlus 5T) ফ্লাগশিপ স্মার্টফোন ২১ নভেম্বার ২০১৭ আসতে চলেছ বাজারে। ওয়ানপ্লাস ৫ এর পর মাত্র পাঁচ মাসের ব্যবধানে বাজারে আসল নতুন ওয়ান প্লাস ৫টি .
Author
http://productreviewbd.com/
Publisher Name
http://productreviewbd.com/
Join the discussion