ওয়ালটন প্রিমো এইচ-৬ লাইট-আপকামিং ওয়ালটন স্মার্টফোন
ওয়ালটন প্রিমো এইচ-৬ লাইট-আপকামিং ওয়ালটন স্মার্টফোন
অসাধারণ আউটলুক এবং হাতের নাগালে দামের ভেতর প্রিমিয়াম সকল ফিচার দেবার কারনে স্মার্টফোন ব্যবহারকারীদের ভালোলাগার তালিকায় খুব স্বল্প সময়েই জায়গা করে নিতে পেরেছে ওয়ালটন মোবাইল ।
ওয়ালটন মোবাইলের সকল স্মার্টফোনের সিরিজ এর নাম শুরু হয় প্রিমো দিয়ে । ঠিক তেমন ওয়ালটন মোবাইলের আপকামিং একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এইচ -৬ লাইট (Walton Primo H6 Lite) ।
অন্যান্য সকল ওয়ালটন স্মার্টফোনের মতোই প্রিমো এইচ -৬ এর মাঝে রয়েছে আকর্ষণীয় সকল ফিচার সমূহ–
চলুন এক নজরে দেখে নেই ওয়ালটন প্রিমো এইচ -৬ (Walton Primo H6 Lite) এর ফিচারগুলো –
ওয়ালটন প্রিমো এইচ -৬ লাইট এর প্রধান ফিচার এবং স্পেসিফিকেশনঃ
এন্ড্রয়েড ৭ নোগাট ভার্সন ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর র্যাম ২ গিগাবাইট রম ১৬ গিগাবাইট ৫.৫” আইপিএস এইচডি ডিসপ্লে বিএসআই ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা এলইডি ফ্ল্যাশ লাইট ( ফ্রন্ট এবং রিয়ার উভয় পাশে ) ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ডিজাইনঃ
ওয়ালটন মোবাইলের প্রায় সকল মোবাইলের ডিজাইনের মধ্যেই রয়েছে আকর্ষণীয়তা এবং প্রিমিয়াম কোয়ালিটির ছোঁয়া আর সেই সুত্র অনুযায়ী নতুন এই প্রিমো এইচ -৬ স্মার্টফোনের ডিজাইন রাখা হয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ।
স্লিক এলিগেন্ট ফিনিশ নতুন এই স্মার্টফোনটিকে ব্যবহারকারীর হাতে সর্বোচ্চ কমফোর্ট দেবার জন্য যথেষ্ট বলে আমি মনে করছি ।
পারফর্মেন্সঃ
ওয়ালটন এর অন্যান্য সকল ফোনের পারফর্মেন্স বিভিন্ন ব্যবহারকারীদের মতামত অনুযায়ী খুব বেশি বাজে ধরণের কোন রিভিউ এখন পর্যন্ত পাওয়া যায়নি ।
নতুন এই ফোনের মাঝে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ২ গিগাবাইট র্যাম আর তাই আশা করা যায় পারফর্মেন্স এর দিকে থেকে নতুন এই স্মার্টফোন ভালো সাপোর্ট দিতে পারবে একজন ক্রেতাকে ।
এছাড়াও ফোনের মাঝে রয়েছে ১৬ গিগাবাইট রম স্পেস । কোম্পানির মতে এখন পর্যন্ত ওয়ালটন এর সবচাইতে স্মুদ স্মার্টফোন এটি ।
ডিসপ্লেঃ
ডিসপ্লে এর ক্ষেত্র অনুযায়ী বিবেচনা করলে আশানুরূপ ভালো ডিসপ্লে পারফর্মেন্স আপকামিং ওয়ালটন প্রিমো এইচ -৬ লাইট থেকে আশা করা যায় তার কারন এর মাঝে দেয়া হয়েছে ৫.৫” এইচডি আইপিএস ডিসপ্লে এবং ১৬মিলিয়ন কালার রেজুলেশন সাপোর্ট ।
তাই গেম এবং অন্যান্য সকল কাজে আশা করা যায় ভালো কোয়ালিটির গ্রাফিক্স রেজুলেশন প্রদানে স্মার্টফোনটি সক্ষম হবে ।
ক্যামেরাঃ
ক্যামেরা স্পেসিফিকেশন অনুযায়ী বলা যেতে পারে অসম্ভব ভালো কিছু ফিচার নিয়ে বাজারে আসছে Walton Primo H6 Lite । এর ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরার সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট সুবিধা ।
ফলে স্বল্প আলোতে সেলফি এবং অন্যান্য সকল ইমেজ ক্যাপচার করা যাবে অত্যন্ত সুন্দর ভাবে । এর ক্যামেরার রেজুলেশন ফ্রন্ট সাইডে রাখা হয়েছে ৮ মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেল ।
আকর্ষণীয় ফিচারঃ
অন্যান্য সকল ফিচারের পাশাপাশি Walton Primo H6 Lite এর মাঝে থাকা আকর্ষণীয় ফিচার গুলো হচ্ছে নতুন এন্ড্রয়েড ৭.০ নোগাট ভার্সন ।
ফ্রন্ট রিয়ার উভয় পাশে ফ্ল্যাশ লাইট ।
নতুন ব্যাটারি সেভার অপশন , এইচডি আইপিএস ডিসপ্লে এবং মাল্টি উইন্ডো ওয়ার্কিং ফ্যাসিলিটি । যদিও এখন পর্যন্ত আকর্ষণীয় এই স্মার্টফোন এর দাম সম্পর্কে জানা যায়নি তবে খুব স্বল্প সময়ের মাঝেই এটি ক্রেতাদের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারজাত করা হবে ।
নিজেদের অবস্থান শীর্ষে রাখার প্রচেষ্টায় ওয়ালটন সবসময় ক্রেতাদের জন্য স্বল্প মুল্যে সবচাইতে আকর্ষণীয় ফিচার দেবার চেস্টা করে যাচ্ছে । এবং তাঁদের মোবাইলের দাম কম থাকার এটাই প্রধানতম কারণ ।
ওয়ালটন মোবাইল:
ওয়ালটন বাংলাদেশি একটি স্বনামধন্য ইলেকট্রনিক্স পন্য উৎপাদন এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান । বর্তমানে বাংলাদেশে অন্যান্য সকল স্মার্টফোনের পাশাপাশি ওয়ালটন মোবাইলের চাহিদা ও জনপ্রিয়তাও রয়েছে শীর্ষে ।’
মোবাইল বাজার এ সক্রিয় অবস্থান টিকিয়ে রাখতে ওয়ালটন মোবাইল ফোনের দাম তুলনামূলক কম রেখে চলেছে। ওয়ালটন কোম্পানি ওয়ালটন প্রিমো নামেই মোবাইল প্রস্তুত করে থাকে এবং তা স্মার্টফোন নামে অবহিত করা হয় ।
ওয়ালটন প্রিমো আরএক্স ৫ (Walton Primo RX5)/ – Product Review BD
ওয়ালটন নতুন মোবাইল ও ওয়ালটন মোবাইল 2017 List:
ওয়াল্টন মোবাইল এর দাম ২০১৭ – Product Review BD
ওয়ালটন প্রিমো gh6 :
ওয়াল্টন প্রিমো জিএইচ৬ (walton primo GH6) মোবাইলটির বাজার মূল্য ৬,২৯০ টাকা মাত্র।
ওয়াল্টন প্রিমো জিএইচ৬ : ওয়াল্টনের নতুন মোবাইল – Product Review BD
ওয়ালটন প্রিমো ZX2 -রিভিউ
ওয়ালটন gf4 :
ওয়ালটন GF4 ফোনের দাম ৬১৯০ টাকা।
ওয়ালটন নতুন মোবাইল খবর জানতে চোখ রাখুন http://productreviewbd.com/ তে।
ওয়ালটন মোবাইল কিস্তি জানতে যোগাযোগ করুন : Contact www.waltonbd.com
ওয়ালটন মোবাইল(ইংরেজি: Walton Mobile) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাতা: এম.এম নজরুল ইসলাম
প্রতিষ্ঠাকাল: ২০০৬
স্লোগান: আমাদের পণ্য
ওয়ালটন মোবাইল dhaka Showroom এর লিস্ট পাবেন এখানে :www.waltonbd.com
ওয়ালটন কাস্টমার কেয়ারঃ
SUJONHERA.COM – ওয়ালটন এর সকল কাস্টমার কেয়ার এর ঠিকানা

Join the discussion