ক্যামেরা এবং ব্যাটারিতে আইফোন ৭ এর থেকে এগিয়ে আইফোন ৭ প্লাস
ক্যামেরা এবং ব্যাটারিতে আইফোন ৭ এর থেকে এগিয়ে আইফোন ৭ প্লাস
আইফোন ৭ প্লাস আইফোন ৭ এর মতই হোম বাটন এবং জ্যাক লেস হেডফোন নিয়ে আসলেও সঙ্গে থাকছে নতুনত্ব।
১৮৮ গ্রাম ওজনের ফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির রেটিলা ফুল আইচডি, আইপি৬৭ সারটিফাইড, অর্থাৎ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট।
৭ এর মতই হোম বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
১২ পিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা কিছুটা আপডেট, এফ/১.৮, ২২এমএম, ফেজ ডিটেকশন, অটোফোকাস ইত্যাদি, এই ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও ঢারন করা সম্ভব।
৭মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথেও আছে অটো ফেস রিকগনিশন, এফ/২.২ এপেচার, প্যারানোমা। চিপসেট আইফোন ৭ এর মতই অ্যাপল এ১০ ফিউশন। র্যাম ৩ জিবি এবংঅক্টা কোর ২.২৩ গিগা হার্জ প্রসেসর।
২৯০০মিলি এম্পায়ার এর নন রিমুভেবল ব্যাটারি টানা ২১ ঘন্টা টক-টাইম দিতে পারবে। বাংলাদেশে ৩২ জিবির আইফোন ৭ প্লাস পাবেন ৮৯,৯৫০ টাকায়।
Join the discussion