খুব শীঘ্রই বাজারে আসছে ওয়ান প্লাস -৫(One Plus-5)
খুব শীঘ্রই বাজারে আসছে ওয়ান প্লাস -৫(One Plus-5)
সম্প্রতি অনলাইনে প্রকাশ হল স্মার্টফোন ব্র্যান্ডের মাঝে স্বল্প সময়ে সুনাম অর্জনকারী ওয়ান প্লাস ৫ এর ব্যাকসাইড ইমেজ । অনেকেই বলছে নতুন ওয়ান প্লাস ৫ এর মাঝে থাকবে ৮ জিবি র্যাম । এছাড়াও অফিসিয়ালি বের হওয়া ব্যাকসাইড ইমেজ এর মাঝে আরো লক্ষ্য করা যায় এই স্মার্টফোনের মাঝে আরো থাকবে ডুয়েল ল্যান্স ক্যামেরা ।
ওয়ান প্লাস স্মার্টফোন ব্র্যান্ডের এটি হবে নতুন চায়নিজ ফ্ল্যাগশিপ স্মার্টফোন । এবং আশা করা যাচ্ছে এটি জুন এর ২০ তারিখের মধ্যে বাজারজাত করা হবে ।
এর আগে ওয়ান প্লাস ৩ এর মাঝে ৬ জিবি র্যাম ছিলো এবং যা ছিলো মোবাইল ফোনটির সবচাইতে আকর্ষণীয় ফিচার ।
এখন পর্যন্ত যদিও অফিসিয়ালি এর বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি এবং এর ফিচার কিংবা স্পেসিফিকেশন সম্পর্কেও অফিসিয়ালি তেমন কিছু প্রকাশ হয়নি । তার পরেও অনেক অনলাইন সামাজিক মাধ্যমে এর বিভিন্ন ফিচার এবং স্পেস্ফিকেশন ভাইরাল হিসেবে প্রকাশ হতে দেখা গেছে ।
Image Source: androidauthority
নতুন ওয়ান প্লাস ৫ এর ফিচার সমুহঃ
-
ওয়ান প্লাস ৫ এর ডিসপ্লে হতে পারে ৫.৩” থেকে ৫.৫” QHD Display
-
স্ক্রীন রেজুলেশন থাকতে পারে ১৪৪০ x ২৫৬০
-
সম্পূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি সাপোর্টেড ডিসপ্লে
-
অসাধারন ফাস্ট গেমিং এক্সপিরিয়েন্স
-
এমোলেড ব্যাক এলসিডি
ওয়ান প্লাস ৫ এর ডিজাইনঃ
অনলাইনে এবং ওয়ান প্লাস এর অফিসিয়াল ইমেজ অনুযায়ী দেখা যায় এর বডি সম্পূর্ণ কার্ভড মেটাল ফিনিশ হবে । টপ এজ এর মাঝে কোন বাটন থাকবেনা । ডান সাইডের এজ এর মাঝে পাওয়ার বাটন এবং সিম স্লট থাকবে ।
বর্তমানের নতুন স্যামসাং এর স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি ৮ এর বডি সম্পূর্ণ পাতলা এবং স্ক্রিন ৫.৮” আর তাই ওয়ান প্লাস ৫ এর বাজারে নিজেদের বিশেষত্ব আলাদা করতে অবশ্যই আকর্ষণীয় স্লিম বডির মাঝে মেটাল ফিনিশিং রাখতে হবে ।
ওয়ান প্লাস ৫ ক্যামেরাঃ
এখন পর্যন্ত ওয়ান প্লাস ৫ এর নতুন অফিসিয়াল ইমেজ অনুযায়ী এটা নিশ্চিত হওয়া গেছে এর মাঝে থাকবে ডুয়েল লেন্স ক্যামেরা । যদিও ক্যামেরা মেগাপিক্সেল ধারণা করা যায় ব্যাক ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ৮ মেগাপিক্সেল হতে পারে । অফিসিয়ালি ওয়ান প্লাস জানায় তারা নতুন স্মার্টফোনের মাঝে ক্যামেরা ফিচার আগের চাইতে আরো ভালো করার জন্য চেস্টা করে যাচ্ছে ।
ওয়ান প্লাস ব্যাটারিঃ
ভালো স্মার্টফোনের সার্ভিস পেতে প্রয়োজন ভালো ব্যাটারি আর তাই অবশ্যই ওয়ান প্লাস ওয়ানের মাঝে ৪০০০ mAh ব্যাটারি থাকবে । এছারাও থাকবে সিরিয়াস ফাস্ট চার্জিং ফিচার । অনেকেই ধারণা করছেন এর মাঝে ড্যাশ চার্জ ফিচার ও দেয়া হতে পারে ।
ওয়ান প্লাস ওয়ানের মাঝেও এছাড়া সঠিক পাওয়া তথ্য ভিত্তিতে আরো কিছু স্পেসিফিকেশন জানা গেছে যেমন-
- ৮ জিবি র্যাম
- স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট
- প্রসেসর স্পীড ২.৩৫ গিগাহার্টজ
- ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট
- টু স্পিকার গ্রিলস
- হেডফোন পোর্ট বিহীন
ওয়ান প্লাস ৫ এর দামঃ
যেহেতু এখনো অফিসিয়ালি ওয়ান প্লাস ৫ বাজারজাত করা হয়নি তাই দাম সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি তবে আমেরিকাতে এটি ৪৩৯ ডলার এবং ৩৯৯ অস্ট্রেলিয়ান ডলার হতে পারে অস্ট্রেলিয়াতে ।
বাংলাদেশে এটি কবে আসবে তা এখনো জানা যায়নি ।

Join the discussion