টিভিএস থান্ডার অফারঃ টিভিএস মোটরসাইকেল এর দাম ২০১৭
টিভিএস থান্ডার অফারঃ টিভিএস মোটরসাইকেল এর দাম ২০১৭
টিভিএস অটো বাংলাদেশ লি. টিভিএস মোটরসাইকেল এর উপর ক্যাশ ডিস্কাউন্ট “টিভিএস থান্ডার অফার” দিয়েছে। এটি ২০১৭ সালের টিভিএস মোটরসাইকেল এর দামের সর্বশেষ খবর। এই “থান্ডার অফার” গত ১৫ জানুয়ারী ২০১৭ থেকে শুরু হয়েছে।
নতুন টিভিএস এপাচি আরটি আর টিভিএস মটরস
টিভিএস গত ২ বছরে অনেক গুলো মোটরসাইকেল বাজারে এনেছে। এর মধ্যে এপ্যাচি আরটিআর১৫০ সিসি. সেরা বিক্রির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান মার্কেটে বাজাজ পালসার এর পরেই এর স্থান রয়েছে ।
কারন, এটি অন্যতম ফাস্টেস্ট মোটরসাইকেল এবং ফুয়েল মাইলেজ দেয় অনেক বেশি। অন্যান্য বাইক যেমন- টিভিএস মেট্রো, ফনিক্স মোটরসাইকেল এর ভালো রেপুটেশন রয়েছে বর্তমান মার্কেট এ।
টিভিএস মোটরসাইকেল মার্কেট এ স্কুটার সেলিং এর তালিকায় শীর্ষে রয়েছে। ফ্ল্যাগশিপ স্কুটার ওয়েগো এর পাশাপাশি টিভিএস জেস্ট এবং স্কুটি পেপ+ মার্কেট এ দারুন সুনাম অর্জন করেছে।
টিভিএস কোম্পানি টিভিএস আপ্যাচি আরটিআর এ ২০,০০০/- টাকা ক্যাশ ডিস্কাউন্ট দিয়েছে। কিন্তু কোন স্কুটারে এই অফারে কোন ডিস্কাউন্ট নেই। উল্লেখ্য যে, ১৫ জানুয়ারী থেকে টিভিএস এর থান্ডার অফার এর নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭
টিভিএস মোটরসাইকেল এর দাম ২০১৭
মডেল |
পুর্বের দাম |
নতুন দাম (থান্ডার অফার অন্তর্ভুক্ত) |
আপ্যাচি আরটিআর (সিঙ্গেল ডিস্ক ) |
১,৯৯,৫০০/- টাকা |
১,৭৯,৯০০/- টাকা |
আপ্যাচি আরটিআর (ডুয়েল ডিস্ক) |
২,১৭,৫০০/- টাকা |
১,৯৮,৯০০/- টাকা |
আপ্যাচি আরটিআর (ম্যাট ব্লু) |
২,০৪,৯০০/- টাকা |
১,৮৪,৯০০/- টাকা |
ফনিক্স |
১,৬৬,৯০০/- টাকা |
১৪৮,৯০০/- টাকা |
স্ট্রাইকার |
১,৪৯,৯০০/- টাকা |
১,৩৭,৯০০/- টাকা |
মেট্রো প্লাস |
১,৩৭,৯০০/- টাকা |
১,২৩,৯০০/- টাকা |
মেট্রো প্লাস (ডিস্ক) |
১,৩২,৯০০/- টাকা |
১,৩২,৯০০/- টাকা |
মেট্রো ইএস |
১,২৩,৯০০/- টাকা |
১,০৯,৯০০/- টাকা |
মেট্রো কেএস |
১,১২,৯০০/- টাকা |
৯৯,৯০০/- টাকা |
টিভিএস মোটরসাইকেল এর দাম কমাতে টিভিএস এর অনেক ফ্যান টিভিএস বাইক কেনার জন্য বসে আছেন। টিভিএস কোম্পানি সরাসরি দাম কমায় নি।
থান্ডার অফার এর মাধ্যমে ডিস্কাউন্ট দিয়েছে এবং এটি কতদিন পর্যন্ত চলবে, সে সম্পর্কে জানা যায় নি। এই থান্ডার অফার ডিস্কাউন্ট টিভিএস মোটরসাইকেল এর দাম ২০১৭ টিভিএস ফ্যানদের জন্য অনেক আনন্দের হবে।
আরও পড়ুনঃ
-
নুতন মোটরবাইক কেনার ১0 টি অত্যাবশ্যক টিপস
-
বাংলাদেশে জনপ্রিয় ১০ টি ১০০ সিসি মোটর বাইক
-
মোটর বাইক চালানোর সময় আপনার কি কি পরিধান করা উচিৎ
-
ইয়ামাহা বাজারে এনেছে ছয়টি blue কোর মোটর বাইক
-
ইয়ামাহা ওয়াই জেড এফ- আর ১৫ ভারসান ২.০ রিভিউ
-
কিভাবে আপনার বাইকটিকে আরও দ্রুততর করে তুলবেন
Join the discussion