দামের তুলনায় ফিচার কি কিছু কম হয়ে গেল না আইফোন ৮ এ?
দামের তুলনায় ফিচার কি কিছু কম হয়ে গেল না আইফোন ৮ এ?
আই ফোন ৮ বাজারে আসে এবছরের সেপ্টেম্বরে। এ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এর বডি মজবুত। এর রেজুলেশন ৭৫০ বাই ১৩৩৪ পিক্সেল। অপারেটিং সিস্টেম আছে আইওএস ১১ যা ১১.১ এ আপগ্রেড করা যাবে।
২জিবি র্যাম ও ৬৪/২৫৬ জিবি রোম রয়েছে এ সেটে। আইফোন ৭, ৭ প্লাস এর মত প্রাইমারী ক্যামেরা ১২এমপি ও সেকেন্ডারী রয়েছে ৭এমপি যা বাজারের অন্যান্য সেটের সেল্ফির থেকে অনেক ভালো ছবি উপহার দেবে।
ফিঙ্গার প্রিন্ট, এক্সেলেরোমিটার, জিরো, প্রক্সিমিটি, ইত্যাদি সেন্সরগুলো আইফোন ৬, ৬প্লাস, ৭, ৭ প্লাস এর অনুরুপ।
আরো আছে ফাষ্ট চার্জিং যা ৩০ মিনিটেই ৫০% চার্জ হবে। এর ব্যাটারী নন-মুভ্যাবল লাই-অন ১৮২১ এমএএইচ।
এটি সিল্ভার, স্পেস গ্রে ও গোল্ড এ তিনটি রঙের পাওয়া যাবে।
বাংলাদেশের বাজারে ৩২জিবি রোমের সেটের দাম ৫৭ হাজার টাকার উপরে পড়বে।
স্মার্ট ফোনের দুনিয়াই রাজত্ব করা আইফোনের এ সেটটি আপনার হতে পারে নতুন পছন্দ ।
Join the discussion