বহুল প্রতীক্ষিত মোটরসাইকেল Suzuki GSX-R150 আসছে বাংলাদেশে!!
বহুল প্রতীক্ষিত মোটরসাইকেল Suzuki GSX-R150 আসছে বাংলাদেশে!!
সকল মোটরবাইক প্রেমিদের জন্য এটা একটা দারুণ সুখবর যে, এশিয়ার মাঝে সবচাইতে বেশি বিক্রয় সীমায় অবস্থানকারী মোটরসাইকেল সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে ।
আরেকটি ব্যাপার জানেন কি ?
এবার কিন্তু সুজুকি ব্র্যান্ড এর এই বাইকটি র্যাঙ্কুন মোটরস ইমপোর্ট করেনি …।
বাংলাদেশেরই অন্য একটি প্রতিষ্ঠান এবার প্রথম বাংলাদেশে এই ধরণের স্পোর্টস বাইক আমদানি করেছে ।
এখনের সময়ের সকল মডার্ন মোটরসাইকেল প্রেমীদের জন্য এটি একটি আনন্দের খবর বলে আমি মনে করি।
তবে, বাইকটির বাহ্যিক দিক অনেকটাই দেখতে কিন্তু Yamaha YZF-R15 এর মতই ।
ইয়ামাহা ব্র্যান্ডের Yamaha R15 V2.0 এবং নতুন হোন্ডা ব্র্যান্ড এর
Honda CBR150R 2016 এর মাঝেও সুজুকির এই বাইকের মাঝে বিদ্যমান সকল ফিচার গুলো রয়েছে ।
Suzuki GSX-R150 এর দাম বাংলাদেশে কত ?
বাংলাদেশের মার্কেটপ্লেস এর মাঝে এখনো সঠিক ভাবে জানা যায়নি যদিও তবে সবাই আশা করছে এর দাম হবে,
- ৪,৩০,০০০ টাকা থেকে- ৪,৬০,০০০ টাকা এর মধ্যে ।
সুজুকি জিএসএক্স-আর১৫০ (Suzuki GSX-R150) এর ফিচারঃ
সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 এর ফিচারের মাঝে রয়েছে LED Headlight এবং ফুয়েল ট্যাংক যা অনেকটা দেখতে Suzuki GSXR1000 এর মতোই ।
মোটরসাইকেলটির মাঝে আরো আছে ১৪৮ সিসি DOHC ইঞ্জিন যা সম্পূর্ণ ওয়াটার কোল্ড এবং ফুয়েল ইনজেক্ট সুবিধা দ্বারা নির্মিত ।এর গিয়ার বক্স পাচ্ছেন সিক্স স্পীড 6 SPEED সম্পন্ন ।
এর ইঞ্জিন ক্ষমতা সম্পর্কে বলতে গেলে বলতে হবে বাংলাদেশের মাঝে এখন পর্যন্ত অরিজিনাল পেপার অর্থাৎলাইসেন্সকৃত ৪ স্ট্রোক মোটরসাইকেল এর মাঝে সবচাইতে বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের বাইক এটিই ।
যা আপনাকে দিবে 19 BHP এবং 14 NM TORQUE শক্তি সম্পন্ন এক নতুন অভিজ্ঞতা ।
বাইকটি ওজনের দিক দিয়েও অনেক সুবিধা আছে , এর ওজন মাত্র ১৩১ কেজি তাই বলে এর ক্ষমতা নিয়ে আপনাকে ভাবতে হবেনা ।
আকর্ষণীয় লুক এবং স্বল্প ওজন সম্পন্ন হলেও এর ক্ষমতা অন্যান্য মোটরসাইকেল এর প্রতি আকর্ষণ কেড়ে নিতে যথেষ্ট ।
ফিচার
- কি লেস ইগনিশন KEY LESS IGNITION
- এলইডি স্পীডোমিটার LED SPEEDOMETER
- প্যাটাল ডিস্ক ব্রেক PETAL DISC BRAKE
- ডুয়েল ইএমআইটি DUEL EMIT EXHUST
- ডুয়েল ডিস্ক ব্রেক DUEL DISC BRAKE
- টিউবলেস টায়ার TUBELESS TIRES
চলুন দেখে নেই আরো বিস্তারিত সকল তথ্য সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 সম্পর্কে ।
সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 মাইলেজ কেমন ?
Average Mileage | 49 KMPL |
সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 মাইলেজ পরীক্ষিত ভাবে ৪৯ কিঃমি পার লিটার পাওয়া গেছে ।
বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক ভালো অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেল এর সাথে তুলনা করতে গেলে ।
সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 টপ স্পীড কত ?
True Top Speed | 137 KMPH |
সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 টপ স্পীড পাওয়া গেছে ১৩৭ কিমি প্রতি ঘন্টা ।
সুজুকির এই ধরণের সকল মোটরসাইকেল এর মাঝে এটাই সবচাইতে বেশি গতির মোটরসাইকেল ।
আপনি বাংলাদেশে বাইকটি বেশ কয়েকটি কালার এর মাঝে পাবেন তবে সবগুলো কালার এখনো বাংলাদেশেএভেইলেবল হয়নি ।
তবে আশা করা যায় কিছুদিনের মাঝেই আমরা সবগুলো কালার বাংলাদেশে দেখতে পাবো ।
এখন পর্যন্ত সুজুকি ৫ টি রং এর মাঝে এই বাইকটি উৎপাদন করেছে ।
কালারগুলো হলঃ
- Metallic Triton Blue
- Titan Black
- Matt Black
- Brilliant White
- Stronger Red with Titan Black
Engine | 147.3 cc, single-cylinder |
Max. Power | 19.17 PS @ 11,000 RPM |
Peak Torque | 14 Nm @ 8,500 RPM |
Fuel Injection | Yes |
Front Suspension | Telescopic Front Forks |
Rear Suspension | Mono-suspension |
আশা করি আপনারা সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 মোটরসাইকেল সম্পর্কে সকল প্রয়োজনীয় তথ্য পেয়েছেন ।
Join the discussion