ব্রেকিং নিউজঃ নুতুন ও আকর্ষণীয় কালার এ Yamaha R15 V3 মোটরসাইকেল এখন বাংলাদেশে!!!
নুতুন ও আকর্ষণীয় কালার এ Yamaha R15 V3 মোটরসাইকেল এখন বাংলাদেশে
ইয়ামাহা মোটরসাইকেল এর নতুন ভার্সন Yamaha R15 V3 ইন্দোনেশিয়াতে প্রকাশের পর বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে । ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর মাঝে রয়েছে নতুন বডি-ওয়ার্ক এবং সম্পূর্ণ নতুন কোয়ালিটির ইঞ্জিন ।
বাংলাদেশে Yamaha R15 V3 এর আমদানীকারক ERS GLOBAL/MSLAZ BANGLADESH (লাল মাটিয়া)। ২০ তারিখ পর্যন্ত Yamaha R15 V3 এভেইলেবল হবে ২০ তারিখের পরে। এখন বুকিং নিচ্ছে!
এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে আনেভেইলেবল । কেননা, বাংলাদেশে ইয়ামাহা বাইক এর আমদানীকারক ACI Motors Ltd., the authorized distributor of Global Yamaha । ইন্ডিয়াতে ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর জন্য সকল মোটরসাইকেল প্রেমী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে ।
তবে অনেকেই ধারণা করছেন, ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এ বছরের মাঝেই ইন্ডিয়ার সর্বোত্র এটি বাজারজাত করা হবে বলে জানা যায় ।
তবে ইয়ামাহা মোটরসাইকেল কোম্পানি থেকে অফিসিয়ালি ভাবে কবে নাগাদ এটি ইন্ডিয়াতে বাজারজাত করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি ।
নতুন মাস্কুলার ডিজাইন , স্টাইলিশ বডি লুক , ইঞ্জিন পারফর্মেন্স সব মিলিয়ে আশা করা যায় এবছর ইয়ামাহা এর নতুন এই ভার্সন সকল মোটরসাইকেল প্রেমীর মাঝে সাড়া ফেলতে পারে ।
ইয়ামাহা এর আর-১৫ ১৫০ সিসি এর সকল মোটরসাইকেল এর মাঝে সবচাইতে বেশি সফল এবং ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 আপগ্রেড ভার্সন হিসেবে দাম ও রাখা হয়েছে আগের চাইতে তুলনামূলক বেশি ।
ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ এর দাম:ইয়ামাহা বাইক দাম
ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ এর দাম ৫,৫০,০০০ টাকা (রেজি সহ) ।
ইন্দোনেশিয়াতে সেনচুয়াল ইন্টারন্যাশনাল রেস ট্র্যাক এর মাঝে এটি অফিসিয়াল ভাবে উন্মুক্ত করা হয় ।
ইয়ামাহা এর নতুন এই মোটরসাইকেল নতুন ৩ টি শেড এর মাঝে বাজারজাত করা হবে ,
কালার এবং শেড গুলো হল-
- রেসিং ব্লু
- ম্যাট ব্ল্যাক
- ম্যাট রেড
২০১৭ ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর স্পেসিফিকেশনঃ
Engine Type [ ইঞ্জিনের ধরণ ] | Single-cylinder, fuel-injected |
Engine Displacement [ ইঞ্জিন ডিস্প্লেসমেন্ট ] | 155 cc |
Max. Power [ ম্যাক্স পাওয়ার ] | 19.31 PS @ 10,000 rpm |
Peak Torque [পিক টর্ক ] | 14.7 Nm @ 8,500 rpm |
Transmission [ ট্রান্সমিশন ] | 6-speed Manual |
২০১৭ সালের নতুন ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 প্রধান ফিচার হিসেবে থাকছে ১৫৫.১ সিসি VVA SOHC ইঞ্জিন ।
নতুন ইয়ামাহা এর নতুন ভার্সন এর পিক পাওয়ার ১৯.৩১ পিএস । এছাড়াও রয়েছে নতুন স্লিপার ক্ল্যাচ এবং রয়েছে আগের মতোই সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম ।
২০১৭ ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর মাইলেজঃ apprx.
City [ শহরে ] | 39 KMPL |
Highway [ হাইওয়ে ] | 42 KMPL |
২০১৭ ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর টপ স্পিডঃ
Top Speed [ টপ স্পীড ] | 144 KMPH |
২০১৭ ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3.০ এর নতুন কালারঃ
- রেসিং ব্লু
- ম্যাট ব্ল্যাক
- ম্যাট রেড
২০১৭ এর ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর ফিচারসমূহঃ
- Split-Dual LED headlamps
- Racy New Look
- New Digital Instrument Cluster
- Upside-down Front Forks
- Clip-on Handlebar
- Tank Protector
- Body Decals
- Aircraft-type Fuel Filler Cap
- Split Seats
- Rear Mono-suspension
- Alloy Foot-pegs
- New Rear View Mirrors
- LED Taillamp
Split-Dual LED headlamps
বর্তমান সময় অনুযায়ী মোটরসাইকেল এর বাজারে প্রতিযোগিতার ভিড়ে Honda CBR150R এর সাথে পাল্লা দিতে গিয়ে নতুন এই মোটরসাইকেল এর মাঝে ব্যাপক পরিবর্তন রাখার সকল চেস্টাই করা হয়েছে ।
এছাড়াও ইন্ডিয়াতে এর প্রতিযোগি হিসেবে রয়েছে বাজাজ এর Pulsar RS200 । এবং দাম ও প্রায় একই ধরণের । নুতন ইয়ামাহা এর আর-১৫ এর মাঝে হেড ল্যাম্প এর ডিজাইন রাখা হয়েছে অনেকটাই ইয়ামাহা এর ভার্সন Yamaha R6 এর মতো ।
চলুন দেখে নেই নতুন ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর সকল ফিচার এবং স্পেসিফিকেশন এর বিস্তারিত-
ডিজাইন এবং স্টাইলঃ
ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 অন্যান্য সকল ১৫০ সিসি রেঞ্জের বাইকের সাথে প্রতিযোগী হিসেবে বাজারে বাজারজাত হচ্ছে । এর হেড লাইট সম্পূর্ণ ইয়ামাহা আর ৬ (yamaha R6) এর মতো হলেও অনেক কিছুই রয়েছে সম্পূর্ণ নতুন ভাবে তৈরি ।
এর নতুন মাস্কুলার লুক মোটরসাইকেল প্রেমীদের মন কাড়তে সক্ষম হতে পারে ।
সম্পূর্ণ স্পোর্ট কোয়ালিটি এবং লুক এর মোটরসাইকেলটির টেইল এবং ফুয়েল ট্যাংক এর ডিজাইন এর মাঝেও রয়েছে Yamaha R1 এবং Yamaha R6 এর ছোঁয়া ।
রয়েছে সম্পূর্ণ নতুন রাউন্ডেড ভিসর এরোডাইনামিক মাস্কুলার বডি এবং ফিল । নতুন এলইডি হেডল্যাম্প এর ডিজাইন বাইকটির মাঝে এনে দিয়েছে এগ্রেসিভ বিস্ট লুক ।
সব মিলিয়ে বাজারের অন্যান্য সকল মোটরসাইকেল এর সাথে পাল্লা দেবার মতন ডিজাইন এবং স্টাইল রয়েছে মোটরসাইকেলটির মাঝে ।
ইঞ্জিন এবং গিয়ারবক্সঃ
শুধু মাত্র ডিজাইন নয় , ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর ইঞ্জিনের মাঝেও আনা হয়েছে পরিবর্তন । আপগ্রেড হিসেবে রয়েছে নতুন ১৫৫.১ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার এবং টর্ক 19.04BHP @ 10,000 RPM / 14.7NM @ 8500 RPM প্রদানে সক্ষম ।
এছাড়াও রয়েছে সিক্স স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স ।
এক্সেলারেশন এবং পারফর্মেন্সঃ
নতুন ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 আগের সকল ভার্সনের চাইতে ভালো পারফর্মেন্স এর কথা মাথায় রেখেই বাজারজাত করা হয়েছে । চালক কে সর্বোচ্চ রাইডিং কমফোর্ট দিতে সক্ষম আকর্ষণীয় নতুন এই স্পোর্ট বাইক ।
ইন্সট্রুমেন্ট কনসোলঃ
নতুন ২০১৭ ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর কনসোল এর ডিজাইন রাখা হয়েছে হেক্সগনাল শেপ এর এবং রাখা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল কনসোল মনিটরিং সিস্টেম ।
কনসোলের মাঝে বিদ্যমান আছে ট্যাকোমিটার , ওডোমিটার , স্পীডোমিটার , ফুয়েল গজ ।
মাইলেজ এবং সেফটিঃ
নতুন স্পোর্ট কোয়ালিটির এই বাইক আপনাকে সর্বোচ্চ মাইলেজ দিতে পারবে ৩৫-৪০ কিলোমিটার প্রতি লিটার ফুয়েল এ । ১৫০ সিসি সেগমেন্টের মোটরসাইকেল এর জন্য আশা করা যায় এটা অনেক ভালো মাইলেজ হবে ।
রাতের বেলায় নিরাপদে মোটরসাইকেল চালনার জন্য রয়েছে ডুয়েল এলইডি হেডল্যাম্প ।
তবে সতর্কতার জন্য মোটরসাইকেলটির মাঝে আগের মতো এন্টি –লক ব্রেকিং সিস্টেম আর রাখা হয়নি ।
ব্রেকিং এবং সাসপেনশনঃ
ভালো মানের ব্রেকিং ক্ষমতার জন্য নতুন এই মোটরসাইকেল এর মাঝে রাখা হয়েছে USD Telescopic Forks, Rear Mono-Shock Suspension .। এছাড়াও ডিস্ক ব্রেকের মাঝেও আনা হয়েছে নতুনত্ব এবং অধিক কার্যকরী ক্ষমতা ।
ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে বর্তমানে ২৮২ মিমি এবং রিয়ার ডিস্ক এর মাপ রাখা হয়েছে ২৪০ ইমি । তাই আগের চাইতে নতুন ভার্সন এর সেফটি সত্যি অনেক আপগ্রেড করা হয়েছে ।
আগের ভার্সনের মাঝে ডিস্ক ব্রেক গুলোর পরিমাপ ছিলো যথাক্রমে –
ফ্রন্ট- ২৬৭ মিমি / রিয়ার – ২২০ মিমি
হ্যান্ডেলিং / কালার / শেড/ টায়ারঃ
বাইকটির চাকা আগের চাইতে আরো ভালো গ্রিপিং ক্ষমতাসম্পন্ন রাখা হয়েছে চালককে সবচাইতে ভালো হ্যান্ডেলিং কমফোর্ট দেবার জন্য । আর এর নতুন কালার গুলোও অসাধারণ সুন্দর এবং নজর কাড়ার মতো ।
নতুন ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর হুইলবেজ এর মাঝে রাখা হয়েছে 100/80-17M/c 52P [ Front Wheel ] 140/70-17M/c 66S [ Rear Wheel ] রেসিং কোয়ালিটি হুইল ।
মতামতঃ
সকল দিক মিলিয়ে নতুন এই ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 মোটরসাইকেল অনেক দিনের কাঙ্ক্ষিত একটি ভার্সন । এবং এর নতুন আপগ্রেড এবং পারফর্মেন্স আশানুরূপ ভালোই মনে হচ্ছে ।
যদিও এন্টি লক ব্রেকিং সিস্টেম না থাকায় অনেকটাই অসুবিধা হতে পারে আবার অন্যান্য সকল দিক বিবেচনা করলে ১৫০ সিসি বাইকের সেগমেন্টে নতুন সকল আপগ্রেড ফিচার গুলো অসাধারণ এবং ডিজাইন কালার কিংবা শেড ও অন্যান্য বাইকের সাথে তুলনামূলক ভাবে ঠিক আছে ।
অসুবিধাঃ
- এন্টি লক ব্রেকিং সিস্টেম নেই
২০১৭ সালের নতুন ইয়ামাহা আর-১৫ ভার্সন-৩ Yamaha R15 V3 এর সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ
Displacement | 155.1 cc |
Maximum Power | 19.04 Bhp @ 10000 rpm |
Maximum Torque | 14.7 NM @ 8500 rpm |
No. of Cylinders | 1 |
No. of Gears | 6 |
Seat Height | 815 mm |
Ground Clearance | 155 mm |
Kerb/Wet Weight | 137 kg |
Fuel Tank Capacity | 11 litres |
Top Speed | 144 kmph |
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭ – Product Review BD
ইয়ামাহা মোটর সাইকেল এর দাম – Product Review BD
২০১৭ সালের নতুন ইয়ামাহা বাইক, ইয়ামাহা এফ জেড এস,এফজেড এফআই
নতুন ইয়ামাহা বাইক, Yamaha Vixion 2017 Edition লঞ্চ হয়েছে
ইয়ামাহা বাইক, ইয়ামাহা এফজেড-এস হ্যারিকেন গ্রে ভার্সন ২.০ (Yamaha FZ-S Hurricane Grey V2.0) নূতন এডভান্সড ব্লু কোর এবং ইকো ফ্রেন্ডলি ফিচার সহ বাইক রাইডিং এর মাঝে আকর্ষণীয় চমক দেবার জন্য রেডি।বর্তমান সময়ের প্রেক্ষাপটে,ইয়ামাহা ফেজার ভার্সন ২ , ইয়ামাহা এফ জেড এস এর আকর্ষণীয় ডিজাইনের জন্য এটি অনেক পপুলারিটি অর্জন করতে সক্ষম হয়েছে । এছাড়াও মোটরসাইকেলটির পারফর্মেন্স অসাধারণ ।ফেজার বাইক দাম ও তাদের ইয়ামাহা এফ জেড এস রেঞ্জের মধ্যে ।
নুতুন ও আকর্ষণীয় কালার এ পাওয়া যাচ্ছে ইয়ামাহা এফ জেড এস Hurricane Grey V2.0 মোটরসাইকেল
Join the discussion