ব্রেকিং নিউজঃ নুতুন Hero Splendor iSmart 110CC লঞ্চ করেছে হিরো বাংলাদেশ
হিরো মটোকর্প তাঁদের নতুন ফুয়েল ইফিসিয়েন্ট মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার আই স্মার্ট ১১০ সিসি বাংলাদেশে বাজারজাত শুরু করেছে । নতুন এই মোটরসাইকেল এর মাঝে ব্যবহার করা হয়েছে আধুনিক আই স্মার্ট টেকনোলজি আর তাই এর নাম ও রাখা হয়েছে “ হিরো আই-স্মার্ট ১১০” ।
ভারতের হিরো ব্র্যান্ডের নতুন মডেলের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে এনেছে নিলয় মোটরস।
হিরো স্প্লেন্ডার আই স্মার্ট ১১:[ Hero Splendar ismart 110 ] পরিচিতিঃ
স্প্লেন্ডার আই স্মার্ট হিরো মোটরসাইকেল কোম্পানির প্রথম ফুয়েল ইফিসিয়েন্ট মোটরসাইকেল এবং হোন্ডা কোম্পানী ব্যতিত শুধু মাত্র হিরো মটোকর্প এর নিজস্ব প্রযুক্তি দ্বারা তৈরি । এর মাঝে রয়েছে সম্পূর্ণ নতুন ইঞ্জিন এবং ফিচারসমূহ ।
মাইলেজ এর জন্য নিশ্চয়ই আপনারা জানেন স্প্লেন্ডার অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল সিরিজ । বাংলাদেশের রাস্তায় স্প্লেন্ডার সিরিজের বাইক , বিশেষ করে যারা কর্মজিবী এবং প্রতিদিন যাতায়াত করে তাঁদের জন্য এই স্প্লেন্ডার মোটরসাইকেল বিশেষ ভাবে কার্যকরী ।
নতুন এই স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ এর টর্ক আগের স্প্লেডর সিরিজের মতোই । ছোটখাটো সাইজের এই বাইকের সকল কিছুই রাখা হয়েছে খুব কমপ্যাক্ট এবং লং-রাইড এর কথা ভেবেও এর ডিজাইন এর মাঝে অনেক নতুনত্ব রাখা হয়েছে ।
কোম্পানির মতে, মোটরসাইকেলটি কম তেল খরচে অনেক বেশি মাইলেজ দেবে বলে জানানো হয় । এছাড়াও ইঞ্জিনের মাঝে রয়েছে নতুন BS-IV কমপ্লায়েন্ট এবং ফোর স্পীড গিয়ার বক্স ।
হিরো স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ এর ডিজাইন এবং লুকঃ
ডাবল ক্রেডল ফ্রেম এর উপর নির্মিত মোটরসাইকেলটির ডিজাইন আকর্ষণীয় করার সকল চেষ্টাই হিরো মোটরসাইকেল কোম্পানি করেছে । বর্তমানের সকল স্প্লেন্ডর সিরিজের মোটরসাইকেল এর মতই অনেকটা এর ডিজাইন এবং লুক রাখা হয়েছে ।
তবে এর মাঝে নতুন হিসেবে এলয় হুইল , নতুন ডিজাইনের হেডল্যাম্প এবং অটোম্যাটিক হেড ল্যাম্প ফিচারগুলো যুক্ত করা হয়েছে । এছাড়াও দেয়া হয়েছে টিউবলেস টায়ার , নতুন টেইল ল্যাম্প , স্প্লিট গ্র্যাব ব্রেইল ।
বাংলাদেশে হিরো আই স্মার্ট ১১০ সিসি মোটরসাইকেল এর দামঃ
বাংলাদেশে নতুন হিরো আই স্মার্ট ১১০ সিসি মোটরসাইকেল এর দাম ১,২১,১০০ টাকা এবং পাবেন সকল হিরো মটোকর্প অথরাইজড ডিলার এর কাছে ।
হিরো আই স্মার্ট ১১০ এর ফিচার সমুহঃ
- i3s technology
- Idle Start-Stop System
- Alloy wheels
- Tubeless Tyres
- Headlamp [NEW ]
- AHO [ AUTOMATIC HEADLAMP ON ]
- TAIL LAMP [ NEW ]
- SpliT Grab Rail
- Large Seat
- 110 cc BS-IV ENGINE
- Speedometer [ NEW ]
- Dual Indicator
এর স্পিট গ্র্যাব রেইল , অটোম্যাটিক হেড ল্যাম্প অন টেকনোলজি এবং এনালগ স্পিডোমিটার সব কিছুই নতুন ভাবে সাজানো হয়েছে । সিট রাখা হয়েছে বড় যেন দুইজন অনায়াসে বসা যায় সমান দূরত্ব বজায় রেখে । এর এনালগ স্পিডোমিটার এবং ফুয়েল গজ এর ডিজাইনেও রয়েছে নতুনত্ব ।
রয়েছে ডিজিটাল এলসিডি স্ক্রিন ওডোমিটার এবং ট্রিপ মিটার সাথে সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটর । আর আকর্ষণীয় লুক এর জন্য রয়েছে ব্লু ব্যাকলাইট।
আর আইথ্রিএস টেকনোলজি আপনাকে খরচ বাঁচাতে সাহায্য করবে ।
ইঞ্জিন ১০ সেকেন্ডের জন্য বিরতিতে নিজে থেকেই বন্ধ হয়ে যায় বিশেষ করে জ্যামের মাঝে এইফিচার বেশ কার্যকরী ভুমিকা রাখবে এবং আপনি চাইলেই আবার ক্ল্যাচ পুল করে ইঞ্জিন যখন তখন স্টার্ট করে নিতে পারবেন ।
হিরো স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ এর ব্রেকিং এবং হ্যান্ডেলিংঃ
নতুন এলয় হুইলের সাথে রয়েছে টিউবলেস টায়ার ।
হিরো স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ এর প্রতিযোগীঃ
এরকম ফিচার সম্পন্ন এবং দামের অন্যান্য সকল বাইকের মাঝে এর স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ এর প্রতিযোগী হিসেবে বাজারে রয়েছে Honda Livo, Yamaha Saluto RX ইত্যাদি ।
স্পেসিফিকেশনঃ
Specifications | Hero Splendor iSmart 110 | Honda Livo | |
Engine Capacity | 109.2cc | 109.2cc | |
Power | 9bhp@7,500rpm | 8.20bhp@7,500rpm | |
Torque | 9Nm@5,500rpm | 8.63Nm@5,500rpm | |
Transmission | 4-speed Manual | 4-speed Manual | |
Claimed Efficiency | 75Km/l | 74Km/l | |
Kerb Weight | 115kg | 110kg |
ENGINE
Type | Air Cooled, 4 Stroke Single Cylinder , OHC |
Displacement | 109.15cc |
Max. Power | 7 Kw @ 7500 RPM |
Max. Torque | 9 Nm @ 5500 RPM |
Compression Ratio | 10:01 |
TRANSMISSION & CHASSIS
Clutch | Multi-Plate, Wet Type |
Frame | Tubular Double Cradle |
SUSPENSION
Front | Telescopic Hydraulic Shock Absorbers |
Rear | Swing Arm with Adjustable Hydraulic Shock Absorbers |
BRAKES
Front Brake Drum | 130mm |
Rear Brake Drum | 110mm |
DIMENSIONS
Length | 2015mm |
Width | 770mm |
Height | 1055mm |
Wheelbase | 1245mm |
Ground Clearance | 165mm |
Fuel Tank Capacity | 8.5 Litre |
Reserve | 2 Litre |
Kerb Weight | 115 Kg |
Max Payload | 130 Kg |
সঠিক রাইডিং কমফোর্ট প্রদানের জন্য মোটরসাইকেলটির মাঝে যথেষ্ট ডিজাইন এবং ফিচারের পরিবর্তন আনা হয়েছে । বড় ফুয়েল ট্যাংক সাথে আকর্ষণীয় ডিজাইন সকল কিছুই রাখা হয়েছে একদম নিখুঁত ভাবে ।
মাইলেজ পাবেন ৬৮.৮১ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং শহর কিংবা মফস্বল এলাকার রাস্তার মাঝে চলাচলের জন্য পারফেক্ট ।
সব মিলিয়ে হিরো মোটরসাইকেল কোম্পানির নতুন এই হিরো স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ সিসি মোটরসাইকেলটি যারা চাকুরীজীবী কিংবা প্রতিদিন কোন না কোন কাজে লং ড্রাইভ প্রয়োজন পরে তাঁদের জন্য উপযোগী একটি ফুয়েল ইফিসিয়েন্ট মোটরসাইকেল ।হিরো বাইক দাম ও কম।
হিরো বাইক এর দাম এর আগের তুলনায় অনেক ছাড় দেওয়া হয়েছে।
ব্রেকিং নিউজঃ অবিশ্বাস্য দাম কমাল Hero মোটরসাইকেল- ঈদ উপহার
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭ – Product Review BD
হিরো মটরসাইকেলের দাম ২০১৬ – Product Review BD
বাংলাদেশে হিরো মোটরসাইকেল শো-রুম
হিরো স্প্লেন্ডার প্রোঃ, ১,৩৩,৯৯০/-, ১,১৮,৯৯০/-.

Join the discussion