মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি-২০১৭

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি-২০১৭

আজকের আয়োজন মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি-২০১ সম্পর্কে।

%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ab%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7

ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স পেতে হলে গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

 

  • ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানা ও আবশ্যক।

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর

 

ড্রাইভিং লাইসেন্স চেকঃ

মোটর ড্রাইভিং লাইসেন্স কয়েক শ্রেণীর হয়ে থাকে। যেমন- 1. শিক্ষানবিশ লাইসেন্স 2. পেশাদার লাইসেন্স 3. অপেশাদার লাইসেন্স 4. পিএসভি লাইসেন্স, 5. ইনস্ট্রাকটর লাইসেন্স।

লার্নার ড্রাইভিং লাইসেন্স ফিঃ

১। ক্যাটাগরি একঃ- ৩৪৫ টাকা (শুধু মোটরসাইকেল লাইসেন্স অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোন এক ধরনের মোটরযান)।

২। ক্যাটাগরি দুইঃ- ৫১৮ টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোন এক ধরনের মোটরযান) ।

 

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফিঃ

১। পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি – ১৬৮০ টাকা (৫ বছরের নবায়ন ফি সহ)

২। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি – ২৫৪২ টাকা (১০ বছরের নবায়ন ফি সহ)

 

 

ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফিঃ

১। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি – মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫ টাকা।

২। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি – মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭ টাকা।

৩। পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ২৩০/- টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।

 

ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি ফিঃ

১। হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/- টাকা প্রদান করতে হবে।

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সব তথ্য পাবেন নিচের লিংক এ কিম্বা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে

 

http://www.brta.gov.bd

ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম চয়েস করুন নিচের লিংক থেকে

http://www.brta.gov.bd/index.php/forms-fees?id=42

 

অথবা সরাসরি নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

Latest%20Bangla%20DL%20form.pdf

]ফরম যেভাবে পূরণ করবেন[/আন্ডার

1. পেশাদার বা অপেশাদার আপনি যে লাইসেন্স পেতে চান সেটাতেই চিহ্নিত করুন।

2. মোটরযানের শ্রেণী অনুসারে মোটর ড্রাইভিং লাইসেন্সের কয়েকটি শ্রেণী আছে- মোটরসাইকেল, মোটরকার, মোটরক্যাব, হালকামানের মোটরযান, মাঝারিমানের মোটরযান, ভারিমানের মোটরযান, ট্রাক্টরের যেটি আপনি চান, তাতে দাগ দিন।

3. তারপর আবেদনকারীর নাম, ঠিকানাসহ পূর্বের শিক্ষানবিশ লাইসেন্সের বিবরণ, প্রশিক্ষকের নাম ও ঠিকানা, প্রশিক্ষকের ড্রাইভিং লাইসেন্স নম্বর ও তারিখ লিখুন।

4. মেডিকেল ফরমের অংশটুকু একজন রেজিস্টার্ড ডাক্তার কতর্ৃক পূরণ করাতে হবে। ডাক্তার প্রাথর্ীর মেডিকেল চেকআপ করে ফরমে উলিস্নখিত প্রশ্নের বরাবর খালি জায়গায় উত্তরগুলো লিখে নিচে নির্ধারিত স্থানে ডাক্তারের স্বাক্ষর, নাম, রেজিঃ নম্বর বসাবেন।

[আন্ডার]লাইসেন্স যেভাবে পাবেন[/আন্ডার]

0 জমা রসিদের তিন কপিসহ নির্ধারিত ডাকঘরে গিয়ে শিক্ষানবিশ লাইসেন্স ফি 100 টাকা ও দক্ষতা যাচাই ফি 100 টাকা, মোট 200 টাকা জমা দিন। তারপর কতর্ৃপক্ষ 1 কপি রসিদ রেখে বাকি দুই কপি আপনাকে ফেরত দেবে।

0 এই দুই কপি জমা রসিদ নিয়ে আপনি আবার বিআরটিএর সংশিস্নষ্ট শাখায় জমা দিন। কতর্ৃপক্ষ আপনাকে 1 কপি রসিদ ফেরত দেবে আর এক কপি জমা রাখবে।

0 ফেরত কপির মধ্যে শিক্ষানবিশ লাইসেন্স নেওয়ার তারিখ দেয়া থাকবে এবং ওই নির্ধারিত তারিখে শিক্ষানবিশ লাইসেন্স এসে বুঝে নিন।

0 শিক্ষানবিশ লাইসেন্স লেখা থাকবে কোন দিন লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেই নির্ধারিত দিনে 15 মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে একই দিনে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার জন্য তারিখ জানিয়ে দেবে। নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নিন।

0 ব্যবহারিক পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে। এ সম্পর্কে কিছু তথ্য- জিগজ্যাগ, র্যাম্প টেস্ট ও রোড টেস্ট।

0 প্রাকটিক্যাল তিনটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী নির্ধারিত ডাকঘরে অপেশাদার লাইসেন্সের জন্য 1 হাজার 150 টাকা, পেশাদার লাইসেন্সের জন্য 650 টাকা জমা দিয়ে জমা রসিদ গ্রহণ করবেন।

0 জমা রসিদ নিয়ে পস্নাস্টিক লাইসেন্সের জন্য নতুন আবেদন ফরম পূরণ করে সংশিস্নষ্ট শাখায় জমা দিন এবং প্রাপ্তি স্বীকার রসিদ গ্রহণ করেন। নির্ধারিত তারিখে প্রাপ্তি স্বীকার রসিদ জমা দিয়ে মূল ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করুন।

Source: collected from https://goo.gl/WcuOu8

সুত্র- বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন

ড্রাইভিং শিক্ষা বই pdf

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর

ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন pdf

ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন

ড্রাইভিং লাইসেন্স ফি

ট্রাফিক সাইন

 

Join the discussion

41 thoughts on “মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি-২০১৭

  1. Fantastic blog! Do you have any hints for aspiring writers? I’m hoping to start my own blog soon but I’m a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many options out there that I’m completely overwhelmed .. Any tips? Bless you!

  2. There are actually loads of particulars like that to take into consideration. That is a great point to convey up. I offer the thoughts above as normal inspiration but clearly there are questions just like the one you carry up the place an important thing will likely be working in honest good faith. I don?t know if greatest practices have emerged around issues like that, however I am sure that your job is clearly identified as a fair game. Each girls and boys feel the affect of just a moment’s pleasure, for the rest of their lives.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।