রাইস কুকার পরিষ্কার করার সহজ চারটি ধাপ
রাইস কুকার পরিষ্কার করার সহজ চারটি ধাপ
রাইস কুকার হল এমন একটি সহজ আর মজার যন্ত্র যা আমাদের জন্য অনেকগুলি কাজ করে । এটা বেশী কার্যকর তাদের জন্য যারা দ্রুত সহজ রান্না করতে চান তাদের জন্য। বিশেষ ভাবে যারা হোস্টেল এ থাকেন -তাদের কাজে এটি অতীব প্রয়োজনীয় একটি যন্ত্র । তবে এটি ভাল ও কার্যকর রাখতে আপনাকে টি ঘন ঘন পরিস্কার করতে হবে।
আর, এজন্যই, এই আর্টিকেলটি যার মাধ্যমে আপনি রাইস কুকার পরিষ্কার করার সহজ আর কার্যকরী চারটি ধাপ সম্পর্কে জানতে পারবেন।
রাইস কুকার পরিষ্কার করার সহজ চারটি ধাপ
ধাপ ১) প্রস্তুতি ও নিরাপত্তা –
বিভিন্ন রকমের রাইস কুকার পাওয়া যায়। যাতে এটাচ বা সরানোযোগ্য লিড ষ্টীম ভেন্ট থাকে আবার কখনও কখনও বাষ্প বের হওয়ার চেম্বার থাকে । যখনই আপনি রাইস কুকার পরিষ্কার করবেন , আগে নিশ্চিত হবেন যে এটি পুরোপুরি ডাণ্ডা আছে ও এর প্লাগ সুইচ থেকে খোলা আছে। আর পরিষ্কার করার সময় অবশ্যই এর সব জন্ত্রপাতি যা যা খোলা যায় সব কিছু খুলে নিবেন।
ধাপ ২) ভিতরের পট ও প্লেট পরিষ্কার করন-
রাইস কুকার পরিষ্কার করার সময় এর ভিতরের পট বের করে ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে পানিয়ে দিয়ে ধুয়ে ভাল করে শুকিয়ে নিতে হবে । রাইস কুকারের ভিতরের ছোট ছোট যন্ত্রপাতি যেমন সচ্ছিদ্র প্লেট আগে বের করে ধুয়ে পরিষ্কার করতে হবে। ঠিকমতো শুকিয়ে আবার আবার জায়গামত বসাতে হবে।
ধাপ-৩) গরম প্লেট পরিষ্কার করন –
রাইস কুকার পরিষ্কার করার সময় ভিতরের গরম প্লেটের দিকে খেয়াল করতে হবে । যন্ত্রের ভিতরে পরিষ্কার করার সময় যেখানে গরম প্লেটটি থাকে যেখানে স্যান্ড পেপার দিয়ে পরিষ্কার করাই যথোপযুক্ত যাতে কোন খাদ্য কনা বা অন্য কোন খাবারের অবশিষ্টাংশ থাকে তা এক জায়গায় করে তুলে ফেলা যায় । এতে নিশ্চিত হবেন যে গরম প্লেট রাখার জায়গাটা মসৃণ ও পরিষ্কার থাকে। এতে গরম রাখার প্লেটটি ভিতরের পটের সাথে পুরোপুরি কন্টাক থাকবে আর তাপ সমান ভাবে চারিদিকে ছরিয়ে পড়ে খাবার ঠিকমতো গরম রাখবে।
ধাপ-৪)বাহরের দিক পরিষ্কার করন-
এক টুকরো পুরনো কাপড় ভিজিয়ে নিয়ে বাহিরের দিক সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। যদি লিড আলাদা করা যায় তবে তা বাইরে এনে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার যায়গা মতো বসাতে হবে আর যদি আলাদা করা না যায় তবে ভিজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
এটাই হল রাইস কুকার পরিষ্কার করার সহজ চারটি ধাপ । তবে মনে রাখবেন, কোন ধারাল ছুরি না অন্য কিছু পরিস্কারের কাজে ব্যবহার করবেন না এতে আপনার রাইস কুকারে দাগ পড়তে পারে। তবে শুকনো পুরনো কাপড় দিয়ে ভিতরের দিকে পরিষ্কার করবেন আর খেয়াল রাখবেন পানি যেন বিদ্যুতের সংস্পর্শে না আসে
Join the discussion