শীঘ্রই বাংলাদেশের বাজারে আসছে লিফান কেপিএস ১৫০ এবং লিফান কেপিটি ১৫০
শীঘ্রই বাংলাদেশে আসছে লিফান কেপিএস ১৫০ Lifan KPS 150 এবং লিফান কেপিটি ১৫০ Lifan KPT 150
বাংলাদেশের রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার লঞ্চ করতে যাচ্ছে লিফান মোটরসাইকেল এর নতুন দুটি আকর্ষণীয় ভার্শন । মডেল গুলো হল লিফান কেপিএস ১৫০ Lifan KPS 150 এবং লিফান কেপিটি ১৫০ Lifan KPT 150 ।
এবার এই দুটি নতুন মোটরসাইকেল তাঁরা স্যাম্পল হিসেবে বাংলাদেশে টেস্ট করবে এবং সফল টেস্টিং এর পর বিক্রয়ের উদ্যেশে লিফান মোটরসাইকেল এর এই দুটি নতুন মডেল বাজারজাত করা হবে । আশা করা হচ্ছে নতুন এই দুটি বাইকের মাঝে লিফান কেপিআর ১৫০ ইঞ্জিন এর মতই শক্তিশালী ইঞ্জিন এবং গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।
চলুন তবে দেখে নেই, লিফান মোটরসাইকেল এর আগত নতুন দুটি মোটরসাইকেল কিছু ফিচার সম্পর্কে –
লিফান কেপিএস ১৫০ Lifan KPS 150 এর ফিচার সমুহঃ
- ১৫০ সিসি ওয়াটার কোল্ড ইঞ্জিন
- ১৪.৮ বিএইচপি ১৪ এনএম টর্ক এ এবং ৬ স্পীড গিয়ারবক্স
- এলইডি প্রজেকশন হেডলাইট
- আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেন্সন
- সেন্ট্রাল ইন্ডিপেনডেন্ট শক এবজর্বার
- এলয় রিম [ নতুন ]
- ট্যাংক সাইড এয়ার স্কুপ [ এক্সটেন্ডেড ]
- টিউবলেস টায়ার
- ডিজিটাল স্পিডোমিটার [ ফুল ]
- ১৪৫ কেজি ওজন
- ১৪ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ফুয়েল ট্যাংক ইত্যাদি ।
যদিও এর আগে লিফান কেপিআর ১৫০ নিয়ে মানুষের মাঝে অনেক ধরণের সমস্যার কথা শোনা গিয়েছে তাই এবার সবাই আশা করছে নতুন বাইক গুলোর সকল ফিচার এবং পার্টস গুলো আগের চাইতে আপগ্রেড থাকবে।
আকর্ষণীয় নতুন মোটরসাইকেল দুটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশে আছে বেনেলি টিএন্ডটি ১৫০ এবং রেস ফিয়েরো ১৫০ এফআর।
লিফান কেপিটি ১৫০ Lifan KPT 150 এর ফিচার সমুহঃ
Image source:mot-o.com
ফিচার
- ১৫০ সিসি ওয়াটার কোল্ড ইঞ্জিন
- মনো শক সাস্পেন্সন
- এলয় হুইলস, টিউবলেস টায়ার এবং ডিস্ক ব্রেক উভয় চাকার মাঝেই
- রিয়ার মাড গার্ড
- স্প্লিট সিট
- এলইডি হেডল্যাম্প
- ইএফআই ইঞ্জিন প্রযুক্তি থাকতে পারে
- ডিজিটাল স্পিডোমিটার
Brand: Lifan
Bike Type: Standard Bikes
Average Mileage: 40+ KM Per Litter Fuel
Top Speed: 110+ KM Per Hour
Capacity: 150cc Motorbikes
তবে লিফান মোটরসাইকেল এর নতুন এই দুটি মোটরসাইকেল এর দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। Range (115,000.00 to 1,50000 taka Approx.) এবং ঈদ এর আগেই হয়তো মোটরসাইকেল দুটি বাংলাদেশে বাজারজাত করা হবে।
RASEL INDUSTRIES: dealer
Head Office: House-8/3, |
Block-D, Lalmatia |
Dhaka-1207, Bangladesh |
Phone: +88-02-8130318 |
Fax: +88-02-9141844 |

Join the discussion