সুজুকি মোটরসাইকেল জিএসএক্স-আর১৫০ (Suzuki GSX R150) বাইক রিভিউ : Video
সুজুকি মোটরসাইকেল জিএসএক্স-আর১৫০ (Suzuki GSX R150) রিভিউ
কিছুদিন আগেই বাংলাদেশে এসেছে Suzuki GSX-R150 । সুজকি জিএসএক্স আর ১৫০ এই বাইকটি এশিয়ান দেশগুলির মধ্যে একটি সবচেয়ে বেশী বিক্রিত ব্র্যান্ড। এটাতে রয়েছে ফুয়েল লাগানো ওয়াটার কুলড মোটর আর এর ওজন মাত্র ১৩১ কেজি-ফুয়েল বাদে। এর এক্রোডায়নামিক ডিজাইন জিএসএক্স -আর১২৫ এর মতো।
Suzuki GSX-R150 বর্তমানে সুজুকি এর টপ স্পোর্টস বাইক। এটি ১৫০ সিসি স্পোর্টস বাইক যা ১৮.৯০ বিএইচপি সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে সক্ষম।
ইউটিউব বাইক রিভিউ ভিডিও দেখুন এখানে –
সুজকি জিএসএক্স আর ১৫০এর ডিজাইনটি বড় বাইকের ডিজাইন থেকে নেয়ে যা GSX-R125 এবং GSX-R250 এর ডিজাইনের মতো ।
সুজুকি দাবী করেছে এটা সবচেয়ে ভাল শক্তি ও ওজনের অনুপাতের মোটর বাইক এবং ভাল মাইলেজ এর মোটর।
এই মোটরবাইকে তিনটি উন্নত ফিচার রয়েছে। সাথে এলিভেটেড ট্যাঙ্ক। এতে ল্যান্ডস্কেপ ডিসপ্লে এর জন্য একটি নুতন ইন্সট্রুমেন্ট রয়েছে । ডিস্ক ব্রেক পাওয়ার অফ করেসামনের ও পিছনের উভয় টি দিয়ে যা আছে Bangladesh Gixxer twins এ।
Suzuki GSX-R150 ও সুজুকি জিএসএক্স এস১৫০-এই মোটর সাইকেল দুইটি অনেক বেশী শক্তিশালী ইঞ্জিন দিয়ে তৈরি এবং এতে রয়েছে এডভান্স ৬ স্পীড গিয়ার বক্স।
Suzuki GSX-R150 এর দাম বাংলাদেশে কত ?
বাংলাদেশের মার্কেটপ্লেস এর দাম ,
- ৪,৩০,০০০ টাকা ।
সুজুকি জিএসএক্স-আর১৫০ (Suzuki GSX-R150) এর ফিচারঃ
সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 এর ফিচারের মাঝে রয়েছে LED Headlight এবং ফুয়েল ট্যাংক যা অনেকটা দেখতে Suzuki GSXR1000 এর মতোই ।
মোটরসাইকেলটির মাঝে আরো আছে ১৪৮ সিসি DOHC ইঞ্জিন যা সম্পূর্ণ ওয়াটার কোল্ড এবং ফুয়েল ইনজেক্ট সুবিধা দ্বারা নির্মিত ।এর গিয়ার বক্স পাচ্ছেন সিক্স স্পীড 6 SPEED সম্পন্ন ।
এর ইঞ্জিন ক্ষমতা সম্পর্কে বলতে গেলে বলতে হবে বাংলাদেশের মাঝে এখন পর্যন্ত অরিজিনাল পেপার অর্থাৎলাইসেন্সকৃত ৪ স্ট্রোক মোটরসাইকেল এর মাঝে সবচাইতে বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের বাইক এটিই ।
যা আপনাকে দিবে 19 BHP এবং 14 NM TORQUE শক্তি সম্পন্ন এক নতুন অভিজ্ঞতা ।
বাইকটি ওজনের দিক দিয়েও অনেক সুবিধা আছে , এর ওজন মাত্র ১৩১ কেজি তাই বলে এর ক্ষমতা নিয়ে আপনাকে ভাবতে হবেনা ।
আকর্ষণীয় লুক এবং স্বল্প ওজন সম্পন্ন হলেও এর ক্ষমতা অন্যান্য মোটরসাইকেল এর প্রতি আকর্ষণ কেড়ে নিতে যথেষ্ট ।
ফিচার
- কি লেস ইগনিশন KEY LESS IGNITION
- এলইডি স্পীডোমিটার LED SPEEDOMETER
- প্যাটাল ডিস্ক ব্রেক PETAL DISC BRAKE
- ডুয়েল ইএমআইটি DUEL EMIT EXHUST
- ডুয়েল ডিস্ক ব্রেক DUEL DISC BRAKE
- টিউবলেস টায়ার TUBELESS TIRES
· Engine | 147.3 cc, single-cylinder |
Max. Power | 19.17 PS @ 11,000 RPM |
Peak Torque | 14 Nm @ 8,500 RPM |
Fuel Injection | Yes |
Front Suspension | Telescopic Front Forks |
Rear Suspension | Mono-suspension |
আশা করি, আপনারা সুজুকি জিএসএক্স-আর১৫০ Suzuki GSX-R150 মোটরসাইকেল সম্পর্কে সকল প্রয়োজনীয় রিভিউ পেয়েছেন ।
সুজুকি মোটরসাইকেল দাম :সুজুকি বাইক দাম কত
Join the discussion