সুজুকি লেটস স্কুটার(Suzuki Lets) এর আকর্ষণীয় সব ফিচার,দাম ২০১৭,শোরুম
বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের একমাত্র পরিবেশক র্যাংকন মোটরবাইকস লিমিটেড। আর, সুজুকির স্কুটার স্টাইল মোটরসাইকেল সুজুকি লেটস (Suzuki Lets)। আপনার পার্সোনালিটি আরো দ্বিগুণ ভাবে প্রকাশ করতে স্কুটারটির মাঝে আছে আকর্ষণীয় সব ফিচার।
কালার আর গ্রাফিক্স অনন্য সুন্দর বললেই চলে।
Suzuki Lets স্পেশালভাবে কমফোর্ট এবং পাওয়ার এর জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য আমার মনে হয় এটি পারফেক্ট।
আবার যারা ঢাকা শহরে জ্যামের মাঝে অশান্তিতে ভুগে থাকেন তারাও এই কম্প্যাক্ট সাইজের মোটরসাইকেলটি চালিয়ে অনায়াসে প্রতিদিনের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক করে তুলতে পারেন।
সম্পূর্ণ ফোর স্ট্রোক পাওয়ারড ইঞ্জিন এর সাথে ১১২ সিসি হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন মাইলেজ আপনাকে দিতে পারে এক রোমাঞ্চকর অনুভূতি।
সুজুকি মোটরসাইকেল সুজুকি লেটস (স্কুটার) এর দাম ২০১৭
১,৫৯,৯৫০/-
সুজুকি লেটস এর ফিচারঃ
- ডায়ানামিক ডুয়েল টোন স্টাইলিং
- ট্রেন্ডি গ্রাফিক্স ডিজাইন
- টিউবলেস টায়ার এবং টেলিস্কপিক সাস্পেনশন
- কাট এওয়ে ফ্লোরবোর্ড
- স্ট্রাইকিং ডুয়েল কালার মিটার কনসোল
এক্সট্রা স্টোরেজ এবং আকর্ষণীয় মোবাইল চার্জার স্পেস
Suzuki Lets Price in Bangladesh
Engine Displacement: 112CC Price: 1,59,950 BDT
আকর্ষণীয় ডুয়েল টোন স্টাইলিংইঞ্জিন
Type | 4-stroke, 1-cylinder, air-cooled, SOHC, 2 valve |
Displacement | 112.8 cm3 |
Max. Power | 6.3 KW@7,500rpm (8.4 hp@7,500rpm) |
Max. Torque | 8.8Nm@6,500rpm |
Transmission | CVT |
Starter System | Self & Kick |
স্বাধীনভাবে মোটরসাইকেল চালানোর এক নতুন অভিজ্ঞতা পেতে পারেন আপনি সুজুকি লেটস চালিয়ে ।
এটি সম্পূর্ণ লাইট ওয়েট এবং বাস্তবিকভাবেই অনেক ফাস্ট। আপনি প্রতি লিটার তেল এ মাইলেজ পাবেন ৬৩ কিলোমিটার পর্যন্ত যা সত্যি অভূতপূর্ব। এর লুক অসাধারণ এক পার্সোনালিটি আপনাকে প্রদান করবে ।
লেটস এর ৫ টি আকর্ষণীয় কালারে আপনি বাংলাদেশে এটি পাবেন। যেমন পার্ল মাইরেজ হোয়াইট ,মেটালিক ট্রাইটন ব্লু , গ্লাস স্পার্কল ব্ল্যাক , পার্ল মিরা রেড এবং মেটালিক সনিক সিলভার ।
এর মাঝে আরো পাবেন সিভিটি স্টারটার সিস্টেম এবং সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট উভয় সিস্টেম ইনেবল করা আছে ।
স্টাইলিশ ফ্রন্ট বডি প্যানেল একটা সম্পূর্ণ ইউনিক এবং ক্লিন লুক দিতে সক্ষম। ইন্সট্রুমেন্ট কনসোল এর মাঝে আছে স্পিডোমিটার অ্যানালগ ফুয়েল গজ এবং অডোমিটার ।
যদি আপনি এর টায়ার এর এবং ব্রেকিং সিস্টেম এর মাঝে আসেন তবে এখানেও আপনি আকর্ষণীয় সব ফিচার লক্ষ্য করতে পারবেন ।
সামনের এবং পিছনের উভয় চাকা সম্পূর্ণ টিউবলেস এবং এর হুইল বেস ১২৫০ মিমি। এর ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ ড্রাম সিস্টেম এবং এটি সম্পূর্ণ টেলিস্কপিক সাস্পেনশন এর সাথে বাজারজাত করা হয়েছে।
এর লাইটওয়েট ওজন এর জন্য মহিলাদের এটি ব্যবহারে সবচাইতে বেশি সুবিধা হবে বলে আমি মনে করি ।
এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ৭৬৫ মিমি ফলে একজন মিহিলা অনায়াসে এর প্যাডেল এর এখানে আরামে পা রাখতে পারবে এবং ব্যাথা হবেনা অনেক্ষন চালনার ফলেও ।
যারা টু হুইলারের মাঝে আকর্ষণীয় এমন ফিচার খুঁজছেন এবং সত্যি মোটরসাইকেল চালনা ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট বলে আমি মনে করি যা আপনার প্রতিদিনের যাতায়াত করে তুলবে মজার এবং সহজ ।
সুজুকি মোটরসাইকেল এর দাম ২০১৭
মডেল | পুর্বের দাম | নতুন দাম |
সুজুকি হায়তে | ১,৩৯,৯৫০/- | ১,২৪,৯৫০/- |
সুজুকি লেটস (স্কুটার) | ১,৫৯,৯৫০/- | ১,৫৯,৯৫০/- |
সুজুকি স্লিং শট | ১,৬৪,৯৫০/- | ১,৪৯,৯৫০/- |
সুজুকি এক্সেস (স্কুটার) | ১,৭৯,৯৫০/- | ১,৭৯,৯৫০/- |
সুজুকি জিএস১৫০আর | ২,১৫,৯৫০/- | ১,৯৯,৯৫০/- |
সুজুকি গিক্সার | ২,৪৯,৯৫০/- | ২,২৪,৯৫০/- |
সুজুকি গিক্সার ডুয়েল টোন | সিঙ্গেল ডিস্ক- ২,৫৪,৯৫০/-ডাবল ডিস্ক- ২,৬৪,৯৫০/- | সিঙ্গেল ডিস্ক- ২,২৯,৯৫০/-ডাবল ডিস্ক- ২,৩৯,৯৫০/- |
সুজুকি গিক্সার এসএফ | ২,৭৯,৯৫০/-ডাবল ডিস্ক- ২,৮৯,৯৫০/- | ২,৬৪,৯৫০/-ডাবল ডিস্ক- ২,৭৪,৯৫০/- |
সুজুকি গিক্সার এসএফ মটো জিপি ইডিশন | সিঙ্গেল ডিস্ক- ২,৮৯,৯৫০/-ডাবল ডিস্ক- ২,৯৯,৯৫০/- | সিঙ্গেল ডিস্ক- ২,৭৪,৯৫০/-ডাবল ডিস্ক- ২,৮৪,৯৫০/- |
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭
Suzuki Motorcycle Showroom in Bangladesh
Dhaka
Head Office : 387, Tejgaon I/A, Dhaka-1208,
E-mail: suzuki@rangs.com
Manufacturing Unit: Bhabanipur, Kashimpur, Gazipur
Customer Service: +8801789 333 111, 04470030010
Savar
Jahangir Motor’s
A-49, Bazar Road, Savar-1340, Dhaka,Phone:01682665445,

Join the discussion