হিরো হাংক (Hero Hunk) মোটরসাইকেল মালিকানা রিভিউ

হিরো  হাংক (Hero Hunk) মোটরসাইকেল মালিকানা রিভিউ

হিরো হোন্ডা হাংক (Hero Honda Hunk)  মোটরসাইকেল  একটি মাঝামাঝি  পারফর্মেন্স রেঞ্জ এর মোটরসাইকেল যা হিরো মটো কর্প (Hero Moto corp) প্রস্তুত এবং বাজার জাত করে থাকে।

হিরো হোন্ডা হাঙ্ক বাইকটি আমি মনে করি এই দামের সকল বাইকের মাঝে মোটামুটি ভালোই আবার আপনার বাজেট কিছুটা কম থাকলে আপনি বাজাজ ডিস্কভার ১২৫ সিসি বাইকটি দেখে নিতে পারেন ।

হিরো হাংক রিভিউ Video:

 

আমার মতে হাংক সকল  তরুণদের জন্য পারফেক্ট একটা মোটরসাইকেল। এর স্টাইলিশ এবং স্পোর্ট লুক আপনাকে একটা আলাদা স্মার্টনেস এর পরিচয় দিতে পারে ।

এর পিক-আপ এবং  পারফর্মেন্স  অসাধারণ এবং সাস্পেনশন এর জন্য  বাংলাদেশের মত এমন রাস্তার মাঝে বাইক হ্যান্ডেল করতে অনেক সুবিধা জনক  তবে এটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর।

আমার মতে শহরের মাঝে এর মাইলেজ শহরের রাস্তা এবং চলাচল অনুযায়ী ঠিক আছে। এর টপ স্পীড ১১২ কিমি পর্যন্ত বাংলাদেশে পাবেন। শহরে আপনি  হিরো মটরসাইকেল এর মাইলেজ পাবেন ৩০ কিমি এবং হাইওয়েতে এর মাইলেজ পাবেন ৪০ কিমি প্রতি লিটার ।

আর একটা কথা যা না বললেই নয় হিরো মটরসাইকেল বাইকটি কিন্তু একটু ভারি তাই আমার মতে আপনারা যারা খাটো তাঁদের জন্য বাইকটি কম্ফোর্টেবল নাও হতে পারে।

চলুন তবে এবার হিরো মটরসাইকেল এর রেটিং দেখে নেই ।

 

হিরো হোন্ডা হাংক এর রেটিং-

[wp-review id=””]

 


এই বাইকটি শক্তিশালী ১৫০ সিসি এয়ারকোল্ড ইঞ্জিন দ্বারা চালিত এবং সকল ধরণের স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট দ্বারা সমৃদ্ধ যেমন ধরুনঃ

  • ডিজিটাল / এনালগ স্পিডো কনসোল
  • গ্যাস চার্জড রিয়ার শক এবজরবার
  • এলইডি টেইল ল্যাম্প
  • টিউবলেস টায়ার
  • টয়-শিফটেড গিয়ার লেভেল
  • ফ্রন্ট ডিস্ক ব্রেক ইত্যাদি

 

হিরো হোন্ডা হাংক মোটরসাইকেল এর দাম -২০১৭

 

আপনি বাংলাদেশে বর্তমানে হিরো হাংক মোটরসাইকেল কিনতে পারবেন:হিরো বাইক দাম

সিঙ্গেল ডিস্ক – ১,৯১,৯০০-১,৯২,০০ টাকা এবং

 ডাবল ডিস্ক – ২,০৪,০০০ টাকার মধ্যে ।

 

হিরো হোন্ডা হাংকঃ  ডিজাইন

 

হিরো হাংক সাধারণত তরুণদের কথা ভেবেই অনেকটা আকর্ষণীয় ভাবে বানানো হয়েছে এবং এর ডিজাইনের খেত্রেও এই ব্যাপারটি স্পস্ট রাখা হয়েছে। এর রাইডিং সিট অনেক আরামদায়ক এবং হ্যান্ডেল বার যথেষ্ট প্রশস্ত ।

আছে মিড সেট ফুট পেগ যা আপনাকে আরামদায়ক অনুভূতি দিবে বাইকটি চালনার ক্ষেত্রে।

 

হিরো হোন্ডা হাংক মোটরসাইকেল এর ইঞ্জিন এবং গিয়ার বক্সঃ

 

হিরো হাঙ্ক ১৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত যা ১৪.৪ বিএইচপি শক্তি এবং ১২.৮ এনএম টর্ক ক্ষমতাসম্পন্ন। হোন্ডা বাইক ৫ স্পীড গিয়ার বক্স সমৃদ্ধ একটি মোটরসাইকেল এবং ওজন  ১৪৩ কেজি । হোন্ডা বাইক এর ফুয়েল ট্যাংক এর ক্যাপাসিটি ১২.৫ লিটার । হিরো হোন্ডা  প্রতিষ্ঠানের মতে এর ফুয়েল  ইকোনমি প্রায় ৫২ কিমি ।

হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেল এর ফিচার এবং স্পেসিফিকেশনঃ

হোন্ডা বাইক ফিচারঃ

  • স্পোর্ট ফেয়ার্ড হেডল্যাম্প
  • ট্যাংক এক্সটেনশন
  • সুইট আপ ইন্ড ক্যান
  • বড় এবং আরামদায়ক সিট
Engine Transmission & Chassis
Type  :  Air cooled, 4 – stroke single cylinder
Displacement :  149.2 c.c Clutch :Multiplate wet
Max. Power   :  10.6 kW (14.4 Ps) @ 8500rpm Gear box      :   5 Speed constant mesh
Max. Torque :   12.80 N – m @ 6500 rpm Chassis Type :  Tubular, diamond type
Carburettor  :    C.V Type Suspension
Compression Ratio   :   9.1 : 1 Front :   Telescopic hydraulic shock absorbers
Starting   :         Self Start Rear  :  Swing arm with nitrox GRS (Gas reservoir suspension)
Ignition       :     AMI – Advanced Microprocessor Ignition System Transmission & Chassis
Engine oil capacity  :    1.2 Litres Clutch :Multiplate wet
Suspension Gear box      :   5 Speed constant mesh
Front :   Telescopic hydraulic shock absorbers Chassis Type :  Tubular, diamond type
Rear  :  Swing arm with nitrox GRS (Gas reservoir suspension) Brakes

Front Brake :    Dia 240 mm Disc

Rear Brake Disc   :       Dia 220 mm

   
 

 

বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭ – Product Review BD

হিরো হোন্ডার দাম

হিরো বাইক দাম ২০১৭ঃ হিরো মটরসাইকেলের দাম ২০১৬ – Product Review BD

বাংলাদেশে ১০০ সিসির ৩টি হোন্ডা  বাইক হিরো স্প্লেন্ডার প্রো এবং হিরো প্যাশন প্রো; আগস্ট : হিরো স্প্লেন্ডার প্লাস (সেলফ ভার্সন)  দেখতে পারেন। বাংলাদেশে হিরো মোটরসাইকেলের একমাত্র পরিবেশক নিলয় মটরস লিমিটেড

Summary
হিরো  হাংক (Hero Hunk) মোটরসাইকেল মালিকানা রিভিউ
Article Name
হিরো হাংক (Hero Hunk) মোটরসাইকেল মালিকানা রিভিউ
Description
হিরো হোন্ডা হাংক (Hero Honda Hunk) মোটরসাইকেল একটি মাঝামাঝি পারফর্মেন্স রেঞ্জ এর মোটরসাইকেল যা হিরো মটো কর্প (Hero Moto corp) প্রস্তুত এবং বাজার জাত করে থাকে। হিরো হোন্ডা হাঙ্ক বাইকটি আমি মনে করি এই দামের সকল বাইকের মাঝে মোটামুটি ভালোই আবার আপনার বাজেট কিছুটা কম থাকলে আপনি বাজাজ ডিস্কভার ১২৫ সিসি বাইকটি দেখে নিতে পারেন ।
Author
Publisher Name
http://productreviewbd.com/

Join the discussion

6 thoughts on “হিরো হাংক (Hero Hunk) মোটরসাইকেল মালিকানা রিভিউ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।