হোম বাটনে চমক নিয়ে এবার আইফোন ৭ এর আবির্ভাব
হোম বাটনে চমক নিয়ে এবার আইফোন ৭ এর আবির্ভাব
১৩৮ গ্রাম ওজনের আইফোন ৭ দেখতে অনেকটায় আইফোন ৬ প্লাস এর মতই তবে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার।
৪.৭ ইঞ্চি ডিসপ্লের ফোনটি আইপি৬৭ সারটিফাইড, আইফোন ৭ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট।
রিয়ার ১২ এবং ফ্রন্ট ৭ মেগা পিক্সেল ক্যামেরার সাথে অন্যান্য আইফোনের মতই থাকছে অটো ফেস রিকগনিশন, রেটিনা ফ্ল্যাশ, ইমেজ স্ট্যাবিলাইজ ইত্যাদি।
চিপসেট থাকছে অ্যাপল এ১০ ফিউশন।অক্টা কোর প্রসেসর এর সাথে র্যাম মাত্র ২জিবি।
রম এর ৩টি ভেরিয়েন্ট ৩২/১২৮/২৫৬ তবে মেমরি কার্ড স্লট নেই।
ন্যনো সিঙ্গেল সিমের সাথে আইফোনের অন্যান্য রেগুলার ফিচারের সাথে হোম বাটনেও পাচ্ছেন চমক।
বিস্তারিত পাবেন রিভিউয়ের সাথে।
১৯৬০ মিলি এম্পায়ার এর নন রিমুভেবল ব্যাটারি টানা ১৪ ঘন্টা টক-টাইম দিতে পারবে। বাংলাদেশে ৩২ জিবির আইফোন ৭ পাবেন ৭৬,০০০ টাকায়।
Join the discussion