১০ টি সেরা বিনোদনের এপস ইন্সটল করে নিন আপনার স্মার্টফোনে
১০ টি সেরা বিনোদনের এপস ইন্সটল করে নিন আপনার স্মার্টফোনে
আপনি কি জানেন প্লে ষ্টোরের মাঝে কতগুলো এপস রয়েছে ? বর্তমানে প্লে ষ্টোরের মাঝে প্রায় তিন মিলিয়নের উপরে এপস রয়েছে । এছাড়াও প্রতিদিন নতুন নতুন সব এপস এর মাধ্যমে আপডেট হচ্ছে প্লে স্টোর । তবে সব এপস কিন্তু তেমন প্রয়োজনীয় নয় , অনেক এপস আছে যেগুলো কোন কাজেই আসেনা ।
তাহলে কিভাবে আপনি জানবেন কোন এপস গুলো আপনার জন্য হতে পারে অত্যান্ত প্রয়োজনীয় এবং কোন এপস গুলো আপনার কোন কাজেই আসবেনা ? তার জন্য আমরা আজ আলোচনা করবো সেরা ১০ টি বিনোদনের এপস নিয়ে এবং পরবর্তী অন্যান্য সকল প্রয়োজনীয় এপস নিয়েও আলোচনা করবো যেন আপনি সহজেই বেছে নিতে পারেন আপনার প্রয়োজনের সকল এপস খুব সহজেই ।
স্মার্টফোন সহজলভ্য হবার পর থেকে আমাদের জীবন যাত্রার মানে এসেছে অনেক পরিবর্তন আর তাই এখন অনেক কিছুই আপনি আপনার স্মার্টফোন এর মাঝেই উপভোগ করতে পারেন । মানুষের বিরক্তিকর সময় দূর করে বিনোদন প্রদানের জন্য প্লে ষ্টোরের মাঝে রয়েছে অসংখ্য এপস আমরা সেখান থেকে আজ সেরা ১০ টি এপস নিয়ে আলোচনা করবো । চলুন দেখি কি থাকছে আমাদের আজকের সেরা ১০ টি বিনোদনের এপস এর লিস্টে ।
১। এমাজন কিন্ডল
এমাজন কিন্ডল একটি ই বুক সিস্টেম । যারা বই পড়তে ভালোবাসেন এবং বিনোদনের একটি মাধ্যম হিসেবে বইপড়া বেছে নিয়েছেন তাঁদের জন্য এটি একটি অন্যন্য মাধ্যম । আপনি যদি একজন কিন্ডল ব্যবহারকারী নাও হয়ে থাকেন এই এপস এর মাধ্যমে আপনি অন্যান্য কিন্ডল ব্যবহারকারীর কাছ থেকে বই ধার করতে পারবেন ।
এপস এর মাধ্যমে আপনি কিন্ডল ডিভাইস , আপনার এপস এবং অন্যান্য সকল ডিভাইসের মাঝে একই পেজ নির্ধারন করে রাখতে পারবেন পড়ার সুবিধার জন্য ।
ডাউনলোড লিংক – ( https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle )
২. ইএসপিএন
স্পোর্টস পাগল সকল মানুষের কাছে ইএসপিএন একটি পরিচিত নাম । সারা বিশ্বের সকল খেলার খবর যারা রাখতে চায় তাঁদের জন্য এর থেকে ভালো কিছু হয়তো আর হতে পারেনা । যদিও বর্তমানে ইএসপিএন তাঁদের পুরোনো ঐতিহ্য থেকে ধিরে ধিরে নিচে চলে যাচ্ছে তারপরেও এখনো এর এপসটি অসাধারণ সকল ধরণের খেলার খবর রাখার জন্য ।
ডাউনলোড লিংক – (https://play.google.com/store/apps/details?id=com.espn.score_center )
৩। হেডস্পেস
প্রতিদিন পৃথিবীতে মানসিক যাপ বেড়েই চলেছে আর মানসিক চাপ থেকে দূরে থাকতে কিছুটা হলেও এই এপস আপনাকে সাহায্য করবে । এর মাঝে বিভিন্ন ধরণের গাইডেন্স ছাড়াও রয়েছে মেডিটেশন এর সিস্টেম ও প্রক্রিয়া ।
স্ট্রেস থেকে দূরে থাকতে এবং মানসিক ভারসাম্যতা ঠিক রাখার জন্য এই এপসটি হয়তোবা আপনার কাজে লাগতে পারে । তাই ডাউনলোড করতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=com.getsomeheadspace.android )
৪। নেটফ্লিক্স
নেটফ্লিক্স বর্তমানে আমার মনে হয় কারো কাছেই অপরিচিত একটি নাম নয় । বয়স্ক থেকে শুরু করে তরুণ সবাই নেটফ্লিক্স কমবেশি চিনে । মুভি দেখা থেকে শুরু করে মুভি ডাউনলোড এবং সকল ধরণের নতুন সিরিয়াল সকল কিছুই আপনি পাবেন এই নেটফ্লিক্স এর মাঝে ।
এপসটির মাঝে রয়েছে ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরণের অপশন তবে এর প্রিমিয়াম অপশনের মাঝেই ফিচার গুলো বেশি এবং বর্তমানে এর ফ্রি অপশন গুলো নেই ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=com.netflix.mediaclient )
৫। পকেট
অনেক আগে থেকেই পকেট একটি জনপ্রিয় এপস । এর মাধ্যমে আপনি সারা ইন্টারনেট এর সকল আর্টিকেল গুলো জমা করে রাখতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো অবসর সময়ে বসে বসে পড়তে পারবেন ।
প্রায় প্রতিদিন এটি আপডেট হয় এবং এর ইন্টারফেস ব্যবহার অনেক সোজা বললেই চলে । যারা সবসময় আপডেট সকল নিউজ পড়তে এবং সংরক্ষণ করতে পছন্দ করেন তাঁদের জন্য এটি একটি অনন্য এপস বললেই চলে ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=com.ideashower.readitlater.pro )
৬। স্পোটিফাই
মিউজিক স্ট্রিমিং এর জন্য স্পোটিফাই অতি পরিচিত একটি নাম । গান শুনতে ভালোবাসেন অথচ আপডেট এলবাম সম্পর্কে কোন তথ্য পাচ্ছেন না ? তবে আজই ডাউনলোড করে নিন স্পোটিফাই এপসটি আপনার স্মার্টফোনের মাঝে । এর মাধ্যমে আপনি মিউজিক স্ট্রিমিং করে নিতে পারবেন অনেক সহজেই ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=com.spotify.music )
৭। ইউটিউব
ইউটিউব এখন সবার কাছেই অতি পরিচিত একটি এপস এবং বিনোদন মাধ্যম এর নাম । গান শোনা , মুভি দেখা , প্রয়োজনীয় যেকোন জিনিস ভিডিও কিংবা অডিও আকারে পাওয়া যায় ইউটিউবে আর তাই এটি বর্তমানে জনপ্রিয় একটি বিনোদন মাধ্যম ।
তবে ইউটিউব এখনো ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কিছু পাবার জন্য সবচাইতে ভালো মাধ্যম হিসেবেই পরিচিত । কোন বিষয়ে সরাসরি জানতে গুগল এর পরেই এর অবস্থান রয়েছে সক্রিয় ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=com.yummly.android)
৮ ইয়ামলি
যাদের শখ রান্না করা প্রতিদিন নতুন নতুন কিছু তাঁদের জন্য এই এপসটি হতে পারে একদম আদর্শ একটি এপ। আপনি এর মাধ্যমে পাবেন নতুন নতুন সব খাবারের রেসিপি এবং খাবার এর মান কিংবা ডায়েটের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ।
এছাড়াও পারবেন বিভিন্ন রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে এবং অবশ্যই বিনোদনের একটি অংশ হিসেবে নিজের রান্নাকে অন্যজনের সামনে উপস্থাপন করতে ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=com.google.android.youtube)
৯। ইয়েল্প
ইয়েল্প একটি ডিরেক্টরি ভিত্তিক এপস হলেও যারা বিনোদনের জন্য ভ্রমণ কে বেছে নিয়েছেন নিত্যসঙ্গী হিসেবে তারা কিন্তু এটা থেকে বেশ উপকৃত হয় । এর মাঝে আপনি যেকোন অবস্থানের কোথায় ভালো হোটেল আছে , খাবার এর ব্যবস্থা কি এবং যেকোন তথ্য সার্চ করে জানতে পারবেন কারণ এটি অনেক বড় একটি বিজনেস ডিরেক্টরি এপস । তাই কোথাও ভ্রমণ করতে গেলে ইয়েল্প থেকে ভালো তথ্য প্রদানকারী এপস আর দ্বিতীয়টি নেই ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=com.yelp.android)
১০। রিলে রেডিট
রেডিট একটি সামাজিক যোগাযোগ সাইট এবং এপস । পাশাপাশি এর মাঝে রয়েছে বিনোদনের জন্য হাজারো অপশন আর সেই রেডিট পরিচালনা আর সহজতর করতে প্লে ষ্টোরের মাঝে রয়েছে অনেক এপস ।
সেখান থেকে আমাদের কাছে সবচাইতে ভালো মনে হয় এই রিলে এপসটিকেই । এর সহজ ইন্টারফেস এর কারণে যে কেও এটি সহজেই ব্যবহার করতে পারে । আর তাই এটিও সেরা ১০ টি বিনোদনের এপস এর মাঝে একটি এপস হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে ।
ডাউনলোড লিংক- (https://play.google.com/store/apps/details?id=free.reddit.news)
অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। আবার এই অ্যান্ড্রয়েড ফোন এর জন্য আন্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয়। অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা অনেক ধারনা প্রয়োজন। এন্ড্রয়েড টিউটোরিয়াল দেখে আপনি এন্ড্রয়েড সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড সাজেশন তৈরি করতে পারবেন।
অ্যান্ড্রয়েড সাজেশন কিম্বা android tips and tricks bangla বা মোবাইল টিপস এন্ড ট্রিকস (android tips)পেতে হলে আমদের সাথেই থাকুন। এন্ড্রয়েড সফটওয়্যার ও এন্ড্রয়েড টিউটোরিয়াল (android in bangla),অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড রুট নিয়ে ও আমরা শীঘ্রই আসছি। সাথে নুতুন পর্বে আছে সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল টিপস।
এন্ড্রয়েড মোবাইলের টিপস দিয়ে আপনি এন্ড্রয়েড স্মার্টফোন এর উপযুক্ত ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড রুট এর মাধ্যমে আপনার ডিভাইস এর প্যানেল ব্রেক করতে পারবেন। এন্ড্রয়েড সমস্যার জন্য আপনি অ্যান্ড্রয়েড টিপস ফলো করতে পারেন। অ্যান্ড্রয়েড সাজেশন (android suggestions) বা এন্ড্রয়েড মোবাইল টিপস্ কিম্বা এন্ড্রয়েড এপস এর আপডেট এর খবরাখবর জানতে productreviewbd.com/ এর সাথেই থাকুন।

Join the discussion