কিভাবে আপনার রান্নাঘরের চিমনি পরিষ্কার করবেন

কিভাবে আপনার রান্নাঘরের চিমনি পরিষ্কার করবেন-জেনে নিন কিছু সহজ আর সাধারণ উপায়

আমরা তো রোজ রোজ হরহামেশাই মজার মজার সব খাবার চোখের পলকে রান্না করে ফেলছি । আমার আমাদের এসব খাবার তৈরিতে আমরা ব্যবহার করছি ভিনেগার, মসলা আরও কত কি যা থেকে ধোঁয়া উৎপন্ন হয় । আর এসব ধোঁয়া আর এর দুর্গন্ধ থেকে আপনার ঘরকে সুরক্ষিত রাখছে আপনার রান্নাঘরের চিমনি। চিমনি শুধু তাই করে না, এটা আমার ঘরকে তেল চিটচিটে হতে দেয় না, রান্নার তেল , মসলা, ধুলা এগুলিকে চিমনি নিজের দিকে টেনে নিয়ে আপনার রান্না ঘর ও ঘরেকে ধোঁয়া, তেল এসবের গন্ধ থেকে রক্ষা করছে। তাই এখনই আপনার মনে হবে –কিভাবে আপনার রান্নাঘরের চিমনি পরিষ্কার করবেন ? 

তাহলে চিমনি পরিষ্কার করার উপায় কি?

কিভাবে আপনার রান্নাঘরের চিমনি পরিষ্কার করবেন

আমার আপনার দুশ্চিন্তা বুঝি আর তাই এখানে আমরা আপনাদেরকেকে বলব কিভাবে আপনার রান্নাঘরের চিমনি বা চিমনি ফিল্টার পরিষ্কার করবেন ।

১) আমাদের উপমহাদেশে সাধারণত জালের মতো ফিল্টার থাকে আমাদের চিমনিগুলিতে। এগুলিকে বেফেল ফিল্টার ও মেশ বা জাল ফিল্টার বলে। বেফেল ফিল্টার হলে প্রতি ২-৩ সপ্তাহ পর পর আপনাকে পরিষ্কার করতে হবে। হালকা গরম পানি নিতে এতে ডিটারজেন্ট নিয়ে ফিল্টার পরিষ্কার করতে পারেন । এতে তেল জাতীয় পদার্থ উঠে যাবে।

জাল জাতীয় ফিল্টারগুলি তে ছোট ছোট ছিদ্র থাকে যা দিয়ে ছোট কোন বস্তু কনা ঢুকে এই ছিন্দ্র গুলো বন্ধ করে দিতে পারে। তাই এই জাল ফিল্টার ৮-১০ দিন পর পরই পরিষ্কার করতে হবে। চিমনি পরিষ্কার করার আগে সাবান জল দিয়ে এটি একটু ভিজিয়ে রাখবেন যাতে তেল, ময়লা নরম হয়ে যায় । তবে খুব শক্তিশালী ডিটারকজেন্ট ব্যবহার করবেন না এতে আপনার ফিলটারের সারফেসের ক্ষতি হতে পারে।

২) কখনও কখনও হালকা ডিটারজেন্ট আর গরম পানি আপনার ফিল্টার পরিষ্কার করার জন্য যথেষ্ট নয়। তাই তখন সোডিয়াম হাইড্রঅক্সাইড বা কাস্টিক সোডা ব্যবহার করে ফিল্টার পরিষ্কার করুন। এই পদ্ধতিটি একটু বিপদজনক। তাই যারা একটু ভিরু চিত্তের তাদেরকে এই কাজ করা থেকে দুরে রাখবেন।  এই রাসায়নিক অত্যন্ত ক্ষতিকর এবং দাহ্য । তাই, অবশ্যই গ্লোভ ব্যবহার করবেন আর সুরক্ষিত কাপড় পরিধান করে নিবেন।

খুব জোরে জোরে নিঃশ্বাস নিবেন না। আপনার রেফেল ফিল্টারটি সরিয়ে একটি ধাতব বা কাচের ট্রেতে রেখে বাথরুমে পানির কলের বা ট্যাপ এর নীচে রাখবেন। কাস্টিক সোডা চিমনির উপরে ছড়িয়ে দিয়ে গরম পানি এর উপর দিবেন।

একটু দূর থেকে কাজটি করবেন আর ধোঁয়া হলে জোরে নিঃশ্বাস নিবেন না। আপনার ফিল্টার এর ময়লার স্তরের উপর নির্ভর করে এক ঘন্টার মত এটি রাখবেন।এবার পানির ট্যাপ খুলে দিয়ে বেশী পানি দিয়ে ধুয়ে ফেলুন। । আপনি এটি ধোয়ার সময় এই পানি থেকেও দূরে থাকবেন। অনেক পানি দিয়ে ধোয়ার পর দেখবেন যে আপনার বেফেল ফিল্টার একদম ঝকঝকে পরিষ্কার।

৩) চারকল ফিল্টার পরিষ্কার করা যায় না। প্রতি ৪-৫ মাস পর পর এগুলি পাল্টে ফেলতে হয়।

৪ ডাক্ট টেপ চিমনি স্ক্রাব আর সাবান দিয়ে মাসে একবার পরিস্কার করলেই হবে। এগুলি বেফেল বা জাল ফিল্টারের তুলনায় পরিষ্কার করা সহজ।

এই সহজ, কিন্তু কার্যকরী, পরিস্কারের পন্থাগুলি মনে রাখুন আর চেষ্টা করেই দেখুন আপনার রান্নাঘরের চিমনি কেমন ঝক ঝক করে। তবে আপনাকে চিমনি পরিস্কারের জন্য সময় দিতে হবে আর নিখুঁত ভাবে কাজটি করতে হবে। তাড়াহুড়া করে, আপনি চিমনি পরিষ্কার করতে পারবেন না।

আমাদের দেয়া এই টিপস গুলি মনে রেখে কাজ করুন -আশা করি এখন থেকে আপনার চিম পরিষ্কার করা আর কোন ঝামেলাই হবে না।

 

Join the discussion

60 thoughts on “কিভাবে আপনার রান্নাঘরের চিমনি পরিষ্কার করবেন

  1. Thanks for sharing superb informations. Your site is so cool. I am impressed by the details that you¦ve on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found just the info I already searched all over the place and just couldn’t come across. What an ideal website.

  2. Good post. I study something tougher on different blogs everyday. It’s going to all the time be stimulating to read content material from other writers and observe a little something from their store. I’d choose to make use of some with the content on my weblog whether or not you don’t mind. Natually I’ll offer you a link on your internet blog. Thanks for sharing.

  3. I precisely had to thank you so much once again. I do not know what I would have tried in the absence of the solutions revealed by you concerning such industry. Entirely was a very daunting situation for me personally, nevertheless witnessing the very specialized approach you processed it took me to jump for delight. I am thankful for the support and thus believe you really know what an amazing job you are doing training some other people all through a web site. I’m certain you’ve never encountered any of us.

  4. Таня Стрелова, бьюти-блогер: Лично я больше склоняюсь к подводке в виде карандаша. Ей намного проще рисовать стрелки. Благодаря заострённому наконечнику можно легко сделать аккуратный хвостик и задать правильное направление. К тому же, если такой подводкой стрелка получилась неровной — хватит быстрой корректировки без удаления основного макияжа с глаз. ПО КАТЕГОРИЯМ Забыли пароль? Сегодня цветные стрелки и контуры продолжают оставаться на пике популярности. Наравне с классическими черными, коричневыми и серыми оттенками в макияже используют синие, белые, зеленые и многие другие цвета. Золотистые и серебристые глиттерные подводки — яркая альтернатива матовому аналогу. Подводка для глаз Нажимая на кнопку “Подписаться”, вы соглашаетесь с политикой конфиденциальности Сегодня цветные стрелки и контуры продолжают оставаться на пике популярности. Наравне с классическими черными, коричневыми и серыми оттенками в макияже используют синие, белые, зеленые и многие другие цвета. Золотистые и серебристые глиттерные подводки — яркая альтернатива матовому аналогу.
    https://magic-wiki.win/index.php?title=Туши_для_бровей_с_фиброй
    Неверный логин или пароль. Внимание! Отгрузка заказов по Украине временно приостановлена. Оставьте ваш email и мы напишем, когда цена товара снизится Рецепт идеальных стрелок прост: нужно найти “свою” подводку – по цене, бренду, качеству, цвету, текстуре и удобству применения. Подводки для век различаются по составу, текстуре, форме выпуска. Не спешите купить подводку для глаз, не разобравшись в её видах. Зная особенности каждой, будет легче сделать выбор. Ширина линий зависит от интенсивности надавливания аппликатора на кожу. При их формировании важно ориентироваться на природную форму глаз — стрелка должна быть своеобразным продолжением верхнего века, направлена четко горизонтально либо немного вверх относительно вешнего уголка. Именно с этой подводкой у меня начали получаться хоть сколько-нибудь приличные стрелки. Самая манёвренная и стойкая. Аппликатор состоит из искусственных ворсинок разной длины, которые вместе складываются в кисть с тонким кончиком. Практически инструмент для каллиграфии. Хочешь — рисуй тонкую линию, хочешь — толстую.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।