Oppo F1s সেলফি এক্সপার্ট এর দাম, স্পেসিফিকেসান ও রিলিজ নিউজ

Oppo F1s সেলফি এক্সপার্ট  এর দাম, স্পেসিফিকেসান ও রিলিজ নিউজ

 

Oppo F1s কে সেলফি এক্সপার্ট (Oppo F1s selife expert) হিসেবে বিবেচনা করা হয় । Oppo F1s কে সেলফি এক্সপার্ট বলা হয়, কারণ Oppo তে আছে  সামনের দিকে ১৬ মেগা পিক্সেল  ক্যামেরা ( যদিও কোন এলইডি ফ্ল্যাশ নেই )।

oppo-f1s-productreviewbd

বাংলাদেশে অপ্প এফ১ আসছে, আর আগাস্ট এ প্রথম বাজারে আসবে । Oppo F1s এর মূল্য এখনও জানা যায়নি ভারতে এর মূল্য ১৫,৭০০ রুপি। অল্প কয়েক মাসের মধ্যে অপ্পো বাজারে এনেছে Oppo F1sআর Oppo F1s প্লাস । প্রথম Oppo F1 প্লাস বাজারে এসেছে ২০১৬ এর মার্চ মাসে।

 

Oppo F1s প্লাস সেলফি এক্সপার্ট স্মার্ট ফোন ((Oppo F1s selife expert))

অপ্পো এর ক্যামেরা প্রযুক্তি অনেক বেশী উন্নত।

  •       Oppo F1s এ আছে সামনের দিকে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা।
  •       পিছনের দিকে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা।
  •       এই স্মার্ট ফোনে আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

 

কেন এটাকে বলা হয়(Oppo F1s selife expert) সেলফি এক্সপার্টঃ অপ্পো স্মার্ট ফোন

Oppo F1sফোনে সামনের দিকে রয়েছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা আর ১/৩ ইঞ্চি সেন্সর এবং এফ/২.০ এপেচার। পিছনের ক্যামেরা ১৩ মেগা  পিক্সেল সমৃদ্ধ।

Oppo F1s স্মার্ট ফোনকে সেলফি এক্সপার্ট (Oppo F1s selife expert) বলা হয়, কারণ এতে একটি বিশেষ সফটওয়ার দেয়া হয়েছে যার নাম অপ্পোস বিউটিফাই ৪.০ (Oppo’s Beautify 4.0 feature) সেলফি এডিট  করার জন্য। সেলফি পেনোরমা একসাথে ৩ টি সেলফি তুলতে পারে আরও আছে স্ক্রিন ফ্লাস। আরও রয়েছে সেলফি ক্যামেরার বিশেষ  বৈশিস্ট্যের সফটওয়ার সেলফি পেনোরমা এবং ফিল্টার। অপ্পো স্মার্ট ফোন দিয়ে আপনি ১০৮০ পি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

এক নজরে Oppo F1s এর বৈশিষ্ট্যঃ স্পেসিফিকেসান

ডিসস্প্লে- ৫.৫ ইঞ্চি, হাই ডেফিনেসান স্ক্রিন।
সামনের সেন্সর- ১৬ মেগাপিক্সেল সাথে স্ক্রিন ফ্ল্যাশ

প্রধান সেন্সর- ১৩ মেগা পিক্সেল সাথে এলইডি ফ্ল্যাশ
প্রসেসর- এলটি ৭৫০ অক্টা কোর
রেম- ৩ জিবি

রম- ৩২ জিবি

ব্যাটারি- ৩০৭৫ এম এ এইচ(সাধারন) লিও পো ব্যাটারি যা সরানো যোগ্য নয়।

অপেরেটিং সিস্টেম – কালার ওএস, এন্ড্রয়েড ৫.১

স্টোরেজ- ৩২ জিবি (মাইক্রো এসডি কার্ড ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। )
সিম কার্ড টাইপ – ডুয়াল ন্যানো- সিম , সতন্ত্র মাইক্রো এসডি কার্ড।

 

Oppo F1sএর বৈশিষ্ট্য-(Oppo F1s selife expert)

এই ফোনটির সাথে আছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন ও উপরে ২পয়েন্ট ৫  ডি গ্লাস যা আপনাকে একটি অন্য অনুভুতি দেবে।

এই ফোনটি  এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমৃদ্ধ সঙ্গে ভি ৫ পয়েন্ট ১ (ললিপপ ) সফটওয়ার।

Oppo F1s ও Oppo F1s প্লাস আসলে অপ্প মোবাইলের এফ সিরিজের ফোন।  কিন্তু এখানে Oppo F1s ও Oppo F1s প্লাস এর হার্ডওয়ার এর কার্যকারিতায়  বিশাল পার্থক্য রয়েছে।  Oppo F1s প্লাস বেশী উন্নত, উন্নততর সিপিইউ , বেশি রেম, বড় এমোলেড স্ক্রিন  ও Oppo F1s প্লাস এর মূল্যও বেশী Oppo F1s এর তুলনায়।সবচেয়ে গুরুত্ব পূর্ণ হল এর সামনের ক্যামেরায় আছে ১৬ মেগা পিক্সেল ।

Oppo F1s স্মার্ট ফোনের পরিমাপ হল 154.5x76x7.38 মিমি আর ওজন ১৬০ গ্রাম। এদিকে Oppo F1s   হল 1.5 গিগা হার্ডজ অক্টা কোর প্রসেসর সমৃদ্ধ। এর আছে ৩ জিবি রেম। ও ৩২ জিবি স্টোরেজ যা আপনি চাইলে ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন মাইক্রো এসডি এর মাধ্যমে।

যেহেতু সবাই ক্যামেরা নিয়ে অনেক বেশী সচেতন , Oppo F1s প্লাস এর আছে ১৩ মেগা পিক্সেল এর প্রধান ক্যামেরা আর সামনে ১৬ মেগা পিক্সেল এর ফ্রন্ট সুটার সেলফি তোলার জন্য। ব্যাটারি সরানো যাবে নয়া  যা ৩০৭৫ এমএএইচ শক্তি সম্পন্ন । আর এর ডিসপ্লে হল বড় সম্পূর্ণ  হাই ডেফিনেসান এমোলেড ডিসপ্লে ।

বাংলাদেশ অপ্প মোবাইলের মূল্য –

Oppo F1s প্লাস এর দাম অনেক বেশি যা সাধারন জনগনের হাতের নাগালের বাইরে । বাংলাদেশে এর মূল্য ৩৫,৯০০ টাকা  যা Oppo F1s এর দামের তুলনায় দ্বিগুণ ।

Oppo F1s স্মার্ট ফোনের  মূল্য- ১৯,৯০০ টাকা।

Oppo F1s প্লাস সেলফি এক্সপার্ট এর মূল্য বাংলাদেশে ২০,০০০ টাকার মধ্যে হবে বলে ধারনা করছি যা আমরা খুব শিঘ্র ই জানাব।

 

With the ‪#‎SelfieExpert‪#‎OPPOF1s, clicked an amazing selfie.

Oppo Facebook : Facebook link

Oppo-showroom-in-bangladesh: oppobangladesh

 

অপ্পো সম্পর্কে

অপ্প ইলেকট্রনিক  কর্পোরেশান একটি চীন ভিত্তিক ইলেকট্রনিক প্রস্তুতকারক কোম্পানি । এই কোম্পানি স্মার্ট ফোন তৈরির পাশাপাশি এম পি ৩ প্লেয়ার, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, এলসিডি টিভি, ডিভিডি/ ব্লু রে প্লেয়ার প্রস্তুত করে।  অপ্প ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় । অপ্প এর স্মার্ট ফোন এন্ড্রয়েড সমৃদ্ধ।

 

 

Join the discussion

15 thoughts on “Oppo F1s সেলফি এক্সপার্ট এর দাম, স্পেসিফিকেসান ও রিলিজ নিউজ

  1. An impressive share, I just given this onto a colleague who was doing a little analysis on this. And he in fact bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love reading more on this topic. If possible, as you become expertise, would you mind updating your blog with more details? It is highly helpful for me. Big thumb up for this blog post!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।