VLCC Fair Skin Insta Glow Face pack রিভিউ
VLCC Fair Skin Insta Glow Face pack রিভিউ
অনেকটা পরীক্ষামূলক উদ্দ্যেশ্য নিয়েই আমি ভিএলসিসি ফেয়ার স্কিন ইন্সটা গ্লো ফেস প্যাক [ VLCC Fair Skin Insta Glow Face pack ] বাজার থেকে কিনে নিয়ে আসি । চলুন জেনে নেই, VLCC Fair Skin Insta Glow Face pack রিভিউ ।
আমার মতে হোম ট্রিটমেন্ট সবচাইতে ভালো নিজের ত্বক এর যত্ন নেবার জন্য । কিন্তু সবচাইতে সমস্যার ব্যাপার হল অনেকের সে জন্য সময় মেলানো অনেক কষ্টকর হয়ে যায় ।
তারপরেও আমাদের সকলকে নিজের ত্বক এর সুরক্ষায় সর্বোচ্চ কেয়ার নিতে হবে । আমি সব সময়ই বাজারের সবচাইতে ভালো স্কিন কেয়ার প্রোডাক্টটি নিজের ত্বক এর সুরক্ষায় ব্যবহারের চেস্টা করে থাকি ।
আজ এই প্রোডাক্ট সম্পর্কে সকল আলোচনা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তবে জেনে নেই বিস্তারিত –
VLCC Fair Skin Insta Glow Face pack এর সুবিধাসমুহঃ
- সহজেই পাওয়া যায়
- দাম হাতের নাগালে
- ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং
- মানানসই গন্ধ
- আশানুরূপ গ্লো পাওয়া যায়
- স্কিন সফট এবং স্মুদ করে
VLCC Fair Skin Insta Glow Face pack এর অসুবিধাসমুহঃ
- প্রধান সমস্যা বলতে আমার কাছে এর পরিমাণ অনেক স্বল্প মনে হয়েছে । বাইরে থেকে অনেক বড় এবং অনেক পরিমাণের আছে মনে হলেও ভেতরে অনেক স্বল্প পরিমানে বিদ্যমান ।
রেটিংঃ
VLCC
-
Price - 8.9/10
8.9/10
-
Amount - 8.1/10
8.1/10
-
Performance - 8.7/10
8.7/10
-
Formulation - 8.8/10
8.8/10
-
Availability - 9.2/10
9.2/10
প্রোডাক্ট ডেসক্রিপশনঃ ভিএলসিসি ফেয়ার স্কিন ইন্সটা গ্লো ফেস প্যাক
নমনীয় ধরনের ক্রিমি একটি ফেয়ারনেস প্যাক এটি ।
এটির কমপ্লেক্সন ত্বক এর মাঝে র্যাডিয়েন্স , সফটনেস বাড়াতে সাহায্য করে
এবং
স্কিন করে তুলনামুক গ্লো ।
ভিএলসিসি ফেয়ার স্কিন ইন্সটা গ্লো ফেস প্যাক ব্যবহারের নিয়মঃ
এই ক্রিমি প্যাক এর মাঝে ৪ থেকে ৫ ফোঁটা রিভাইটাল এম্পিউল মিশিয়ে নিতে পারেন । এটা ব্যবহারের আগে নিয়মিত আপনার ত্বক স্ক্রাব করুন এবং একটা রেগুলার রুটিন মেইন্টেন করুন । পরিমাণ মতো প্যাক আপনি আপনার মুখের ত্বক এর মাঝে নমনীয় ভাবে ব্যবহার করুন ।
ঠোঁট এবং চোখের খুব কাছে ব্যবহার থেকে দূরে থাকুন । শুকিয়ে গেলে প্রথমে পাতলা নরম কাপর দিয়ে আস্তে আস্তে মুছে ফেলুন তারপর পরিষ্কার পানি দিয়ে আস্তে আস্তে মুখ ধুয়ে ফেলুন ।
এর সাথে রিভাইটাল এম্পিউল হিসেবে কিছু না থাকায় আমি গুলাব জল ব্যবহার করেছি ।
এর মাধ্যমে আপনি সুন্দর একটা ক্রিমি ফেস প্যাক বানিয়ে নিতে পারবেন । তাহলে খুব সহজেই মুখে ত্বক এর মাঝে এটি সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন ।
VLCC Fair Skin Insta Glow Face pack এর মেয়াদঃ
তিন বছর পর্যন্ত আপনি এটি ব্যবহার করতে পারবেন এবং ঠাণ্ডা এবং সরাসরি সুর্যের আলো পরে এরকম জায়গা ব্যতিত সঠিক জায়গায় আপনাকে এটি সংরক্ষণ করে রাখতে হবে ।
VLCC Fair Skin Insta Glow Face pack এর দাম এবং পরিমাণঃ
বাংলাদেশে আপনি এটি ৫৫০ টাকার মধ্যে ৫০ গ্রাম এর একটি প্যাক কিনতে পাবেন।
কোন ধরনের স্কিন টাইপ এর জন্য প্রযোজ্য?
সকল ধরনের স্কিন এর মাঝে ব্যবহারযোগ্য এটা অনেক বেশি অয়েলি কিংবা শুষ্ক নয় ।
প্যাকেজিং এবং টেক্সচারঃ
এটা একটা টাবের মতো কৌটায় বাজারজাত হয় যা বাইরে থেকে অনেক বড় মনে হলেও প্রকৃত পক্ষে ভেতরে অনেকটাই ছোট । তবে এটি সম্পূর্ণ ট্রাভেল ফ্রেন্ডলি ।
এই প্রোডাক্টটি অনেক রকমের প্যাকেজিং এর মাঝে পাওয়া যায় আর তাই সকল সময় এর নাম এবং উপাদান গুলো দেখে কিনবেন ।
এর ঘনত্ব ব্যবহারযোগ্য এবং গন্ধও যথেস্ট মানানসই । আপনি এর সাথে গুলাব জল কিংবা দুধ , পানি না মিশিয়ে ব্যবহার কিছুটা কঠিন হতে পারে ।
প্রধান উপকরণঃ
- Kaolinum (kaolin)
- Zinc oxide
- Prunusamydalus oil (almond oil)
- Vitis vivifera (Raisin Ext)
- Triticum Vulgare (wheaterm oil)
- Corylus Avellana (hazelnut oil)
- Glycrrhiza glabera (liquorice)
- Santalum album (sandalwood)
- Crocus Sativus (saffron)
- Cream Case
VLCC Fair Skin Insta Glow Face pack ব্যবহারে আমার অভিজ্ঞতাঃ
সব দিক মিলিয়ে হিসেব করলে আমি এই প্রোডাক্ট ব্যবহারে এবং ফলাফলে সত্যি অনেক খুশি ।
আমার মতে আপনার ত্বক এর গ্লো বাড়িয়ে তুলতে এটি সক্ষম । এবং যেকোন স্কিন টাইপের মাঝেও ব্যবহার করা যায় যা এর অনেক বড় সুবিধা । ত্বক এর গ্লো বাড়িয়ে তুলতে , ত্বক নমনীয় করতে এর অবদান অনেক তাই আপনিও ব্যবহার করে দেখতে পারেন ।

Join the discussion