আইফন ৭ এর রিলিজ, দাম ,নিউজ এবং আইফোন ৭ এর ফিচার
আইফন ৭ এর রিলিজ, মূল্য, নিউজ এবং আইফোন ৭ এর ফিচার
যারা অ্যাপেল ভালোবাসেন তারা অপেক্ষা করছেন আইফোন ৭ বাজারে আসার রিলিজ আর নিউজ এর জন্য আর অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আইফোন ৭ এর দাম আর অন্যান্য ফিচার। ধারণা করা হচ্ছে, আইফোন ৭ এ বছরের একটি বিশাল বিস্ময় হবে।
আইফোন ৭ রিলিজ এর তারিখ-
গত যে আইফোনগুলি বাজারে এসেছে সবগুলি সেপ্টেম্বরে এসেছে তাই প্রচলিত কথা হল আইফোন ৭ ও ২০১৬ এর সেপ্টেম্বর এ বাজারে আসবে । ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের ভিত্তিতে গুজব আছে যে, আইফোন বাজারে আসবে ৭ ই সেপ্টেম্বর বা ১৬ ই সেপ্টেম্বর ।
আইফোন ৭ ডিজাইনঃ
আইফোন ৭ এর স্ক্রিন হবে ১০৮০ স্ক্রিন যার সাথে থাকবে এডজ টু
এডজ ডিসপ্লে আর থাকবে ও এল ই ডি প্রযুক্তি।
এই কথাও প্রচলিত যে আইফোন ৭ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি হবে পানি নিরোধক ।
এটি হবে বেজেল লেস ধাতব বডি ।
আইফোন ৭ এ এর এন্টেনা পুনরায় ডিজাইন করা হয়েছে।
আইফোন ৭ হবে ৬ মিমি থেকে ৬.৫ মিমি পাতলা যেখানে আই ফোন ৬ এস ছিল ৭.১ মিমি ।
আইফোন ৭ হেড ফোন জ্যাক ঃ
আইফোন ৭ এর জন্য কোন হেড ফোন জ্যাক থাকবে না।
৫ মিমি. এডাপ্টার থাকবে স্ট্যান্ডার্ড হেড ফোন এর জন্য এর বক্সে।
আইফোন ৭ এর ক্যামেরা ও ব্যাটারি
সিঙ্গেল লেন্স সেন্সর , ১২ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ৫ মেগা পিক্সেল ক্যামেরা। কোন ক্যামেরার বাম্পিং থাকবে না এবং অবশ্যই অধিক শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ হবে এটি।
আইফোন ৭ এর অপারেটিং সিস্টেম ও শক্তি –
হেক্সা কোর প্রসেসর ( হেক্সা -কোর অ্যাপেল এ১০ চিপ)
৩ জিবি রেম, শুধুমাত্র অপারেটিং সিস্টেম আইওএস ১০। এটা একটু কষ্টের অ্যাপলপছন্দ কারীদের জন্য যে আসুস জেনফোন ৩ আর ওয়ান প্লাস ৩ বাজারে আনছে ৬ জিবি রেম সহ।
সর্বশেষ আধুনিকতা যোগ করেছে, এর প্রেসার সংবেদনশীল বাটন যার সাথে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । আরও আছে ওয়ারলেস চারজিং এর ব্যবস্থা।
আইফোন ৭ এর দাম ঃ এখনও জানা যায়নি
আইফোন ৭ এর দাম কি হবে তা নিয়ে এ ও অনেক জল্পনা কপ্লনা আছে, তবে,আইফোন ৭ এর ইউএস মূল্য – সম্ভাব্য মূল্য – ৮০০ থেকে ৯০০ ডলার।
বাংলাদেশ আইফোন ৭ এর সম্ভাব্য দাম হতে পারে ৮০,০০০ টাকার মধ্যে।
শেষ তবে সর্ব শেষ নয়-
অ্যাপেল বিশ্লেষক জন গ্রুবার ও মার্ক গুরমান Bloomberg এর সুত্রে বলছেন যে , অ্যাপেল একটি অনুষ্ঠান করবে সেপ্টেম্বরে আইফোন ৭ বাজারে ছাড়া উপলক্ষ্যে । টুইট করা হয়েছে যে জুলাই ২৮ এ অ্যাপেল আইফোন ৭ এর অর্ডার নেয়া শেষ করেছে।
অ্যাপল এর প্রথম আইফোন বাজারে এসেছিলো ২০০৭ এ । এরপর এসেছে আইফোন ৩ জি, ৩ জি এস, আইফোন ৪, আইফোন ৪ এস, আইফোন ৫, আইফোন ৫ এস ও ৫ সি, আইফোন ৬ , ৬ প্লাস এবং ৬ এস।
সুত্র: Bloomberg reports
আমরাও অতি দ্রুত অ্যাপল এর আইফোন ৭ এর বৈশিষ্ট্য এবং ফিচার নিয়ে আসব।
আমরা বিস্তারিত আলোচনা করব এই দুটা বিষয়ে, আমাদের সাথেই থাকুন।
আইফোন টিপস
আইফোন টিপস এন্ড ট্রিকস
Join the discussion