আইফোন ৮ প্লাস, নতুন মোড়কে পুরোনো কিছু কি?

আইফোন ৮ প্লাস, নতুন মোড়কে পুরোনো কিছু কি?

 

এবছরের বাজারে আসা আইফোন ৮ এর মতই এ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বডি। এর ওজন ২০২গ্রাম আর রেজুলেশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল।

অপারেটিং সিস্টেম কোন পরিবর্তন আনা হয় নি  ৮ এর মত আছে আইওএস ১১ যা ১১.১ এ আপগ্রেড করা যাবে।

আইফোন ৮ প্লাস, নতুন মোড়কে পুরোনো কিছু কি

চিপসেট এপল এ১১, ও র্যাম ৩জিবি। আইফোন ৭, ৭ প্লাস এবং ৮ এর মত ক্যামেরাতে ব্যতিক্রম নেই কোন, এখানেও ১২ মেগাপিক্সেল রিয়ার এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সেন্সরগুলোতেও নতুনত্ব নেই, আইফোনের রেগুলার সেন্সরগুলোই আছে। এর ব্যাটারী ফাষ্ট চার্জিং নন-মুভ্যাবল লাই-অন ২৬৯১ এমএএইচ।

বাংলাদেশের বাজারে ৩২জিবি রোমের সেটের দাম ৬২ হাজার টাকার উপরে পড়বে।

যারা দৈনন্দিন কাজে স্মার্ট ফোনের ব্যবহার বেশি করেন তাদের জন্য পছন্দসই একটি ফোন হতে পারে এটি।

Join the discussion

10 thoughts on “আইফোন ৮ প্লাস, নতুন মোড়কে পুরোনো কিছু কি?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।