ইয়ামাহা নুতুন বাইক ২০১৭ Yamaha YS125 নিয়ে আসছে আকর্ষণীয় সব ফিচার।

ইয়ামাহা নুতুন বাইক ২০১৭ Yamaha YS125  নিয়ে আসছে আকর্ষণীয় সব ফিচার।

ইয়ামাহা এফ জেড

ইয়ামাহা  মোটরসাইকেল কোম্পানির, ইয়ামাহা বাইক, Yamaha YBR-125   ওয়াইবিআর-১২৫ মডেল এর মোটরসাইকেল ব্যাপক ভাবে সাড়া জাগাতে পেরেছে  এবং ব্যবসায়িক সাফল্য লাভ করেছে  , শুধু মাত্র ইউরোপ এর মাঝেই  গত ১০ বছরে এটি বিক্রি হয়েছে ১৫,০০০০ ইউনিট।

yamaha-ys125-product-reviewbd

এছাড়াও বলা হয়েছে ইয়ামাহা বাইকটির মান এমন যে অনেকে ৬০,০০০  মেইল চালানোর পরেও বাইকটির ইঞ্জিনের মান থেকে অক্ষুণ্ণ।

কিন্তু সম্প্রতি ইয়ামাহা এর রিপ্লেস্মেন্ট হিসেবে নিয়ে আসছে নতুন মোটরসাইকেল Yamaha YS125 ওয়াইএস ১২৫।

ওয়াই এস ১২৫ এ আছে ১২৫ সিসি ইঞ্জিন যা ১০.৫ বি পি এইচ ও ১০.৮ এন এম শক্তি উৎপাদন করে। নুতন ওয়াই এস ১২৫ এ ওয়াই বি আর ১২৫ এর মতোই গিয়ার আছে যা অনেক ফ্রেস ও স্পোর্টস স্টাইল সম্পন্ন। এর নুতন ডিজাইন করা ইঞ্জিনে কম ফুয়েল কনজিউম করে এবং ফুয়েল ট্যাঙ্ক ১৪ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন।

এটা ইউরো ৪ এমিশান মেনে চলে ও এর সাথে আছে ইউনিফায়েড ব্রেকিং সিস্টেম। যা কিছুটা হোন্ডা কম্বি ব্রেক সিস্টেম এর মতো যা হুইল বা ব্রেক প্যাডেল যেকোনো টা দিয়েই চালু করা যায়। ইয়ামাহা ওয়াই এস ১২৫ স্পোর্টস স্টাইল ও এর হেড লাইট নুতন ভাবে ডিজাইন করা যার চারিদিকে আছে কমপ্যাক্ট কোল।

খুব শক্তিশালী ট্যাঙ্ক সাথে এয়ার স্কুপ এবং এর আপসুয়েফট মাফ্লার একে দিয়েছে একটি সম্পূর্ণ লুক। এর ৭৯৫ উচ্চতার সিট বসার জন্য ভাল এবং ইয়ামাহা বলছে যে এই সিট আরোহীকে বাড়তি আরাম দেবে ।

2017 Yamaha YS125 Price and Specifications ভিডিও ঃ

 

ইয়ামাহা কোম্পানির ভাষ্যমতে, 2017 Yamaha YS ১২৫ এমন ভাবে তৈরি হচ্ছে যা সত্যি অসাধারণ থাকবে এবং এর স্পেসিফিকেশন ফিচার বাইকটিকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হবে।

জানানো হয়েছে, বাইকটি থাকবে লো-ফুয়েল কনজাম্পশন ক্ষমতা সম্পন্ন। সহজেই হ্যান্ডেল করা যাবে এবং চালাতেও বেশ আরামদায়ক লাগবে।

yamaha-ys125-motorbike-in-bangladesh

সবচাইতে বড় পরিবর্তন আনা হবে ইঞ্জিনের মাঝে । টু-ভাল্ব এয়ার কোল্ড এসওএইচসি Two Vulbed SOHC 125  ইঞ্জিন থাকবে এর মাঝে।

স্ট্রোক এর আয়তন হবে ৫৭.৯ মিমি এবং সম্পূর্ণ নতুন সিলিন্ডার হেড এবং সরু ভাল্ব এঙ্গেল। সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট উভয় বিদ্যমান থাকবে।

থাকবে সিঙ্গেল শ্যাফট ব্যালেন্সার।  এর ফ্রন্ট ডিজাইন আগের মডেল থেকে আরো বেশি স্পোর্ট লুক এর থাকবে।

এবং অনেক  অসাধারণ প্রিমিয়াম ফিচার থাকবে বলে জানানো হয় যেগুলো কোম্পানির  স্বার্থে বাজারজাত  করনের আগে ভালো ভাবে প্রকাশ করা হয়নি।

কিছু প্রিমিয়াম ফিচার থাকবে যেগুলো জানানো হয়েছে তার মাঝে  Clear Indicator Lenses , Upswept Black Exhaust  থাকছে । থাকছে ১৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ১৫ মিমি উঁচু সিট ।

এর দাম কিংবা বাংলাদেশে কবে আসবে এ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নাই ।

 

=================================

২০১৭ সালের নতুন ইয়ামাহা বাইক, ইয়ামাহা এফ জেড এস,এফজেড এফআই

ইয়ামাহা বাজারে এনেছে ছয়টি blue কোর মোটর বাইক/ – Product Review BD

সূত্র ঃ ndtv/ ওয়েব পোর্টাল।

 

Summary
ইয়ামাহা নুতুন বাইক Yamaha YS125  নিয়ে আসছে আকর্ষণীয় সব ফিচার।
Article Name
ইয়ামাহা নুতুন বাইক Yamaha YS125 নিয়ে আসছে আকর্ষণীয় সব ফিচার।
Description
ইয়ামাহা কোম্পানির ভাষ্যমতে, 2017 Yamaha YS ১২৫ এমন ভাবে তৈরি হচ্ছে যা সত্যি অসাধারণ থাকবে এবং এর স্পেসিফিকেশন ফিচার বাইকটিকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হবে। জানানো হয়েছে, বাইকটি থাকবে লো-ফুয়েল কনজাম্পশন ক্ষমতা সম্পন্ন। সহজেই হ্যান্ডেল করা যাবে এবং চালাতেও বেশ আরামদায়ক লাগবে।
Author
Publisher Name
http://productreviewbd.com/
Publisher Logo

Join the discussion

14 thoughts on “ইয়ামাহা নুতুন বাইক ২০১৭ Yamaha YS125 নিয়ে আসছে আকর্ষণীয় সব ফিচার।

  1. Great V I should certainly pronounce, impressed with your site. I had no trouble navigating through all tabs and related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your customer to communicate. Excellent task..

  2. I was just seeking this information for some time. After 6 hours of continuous Googleing, finally I got it in your web site. I wonder what’s the lack of Google strategy that do not rank this type of informative web sites in top of the list. Usually the top sites are full of garbage.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।