এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য ১০ টি সেরা মিউজিক ও মুভি স্ট্রিমিং এপস

এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য ১০ টি সেরা  মিউজিক ও মুভি  স্ট্রিমিং এপস

 

Bannar pic

বর্তমান আধুনিক বিশ্বে নিজেদের ব্যবহার এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য ১০ টি সেরা  মিউজিক ও মুভি  স্ট্রিমিং এপসকরা এন্ড্রয়েড স্মার্টফোনের মাঝেই আমরা পুরো বিশ্বটাকে বন্ধী করে নিতে সক্ষম হয়েছি । যেকোন প্রয়োজনে এবং বিভিন্ন চাহিদা মেটাতে বিজ্ঞানের এই অবদানের গুরুত্ব অপরিসীম। চাইলেই আমরা  পারছি যোগাযোগ রক্ষা থেকে শুরু করে বিনোদনের বিভিন্ন মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই কানেক্টেড হতে ।

অবসর সময়ে গান শোনা , মুভি দেখা , ঘুরে বেড়ানো থেকে শুরু করে বিভিন্ন কাজে আমাদের স্মার্টফোন এবং এসবের বিভিন্ন ফিচারগুলো  আমাদের কে দিচ্ছে অনেক অনেক সুবিধা ।

আজ আমরা এন্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যায় এমন ১০ টি সেরা মিউজিক ও মুভি স্ট্রিমিং এপস নিয়ে আলোচনা করবো যেগুলো অবসর সময়ে হতে পারে আপনার জন্য গুরুত্তপুর্ন বিনোদনের মাধ্যম । চলুন তবে জেনে নেই আমাদের আজকের এপস লিস্ট এ কি কি এপস থাকছে ।

 

১।  নেটফ্লিক্স

 

1. Netflix

বর্তমান সময়ে নেটফ্লিক্স হলো সবচাইতে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং এপস এবং ওয়েবসাইট । চলুন দেখে নেই এর ফিচার গুলো কি কি ।

ফিচারসমুহঃ

  • মুভি স্ট্রিমিং করা যায় সহজে
  • ভিডিও এবং টিভি সিরিয়াল স্ট্রিম করা যায়
  • প্রিমিয়াম প্ল্যান ব্যাতিত কোন ফ্রি প্ল্যান নেই
  • মাত্র ৮ ডলার দিয়ে এক মাসের সাবস্ক্রিপশন গ্রহণ করা যায়
  • নিখুঁত এবং হাই কোয়ালিটি স্ট্রিমিং সাইট এবং এপস

ডাউনলোড করুন এখান থেকে –GOOGLE PLAY

 

২। হুলু

 

2. Hulu

নেটফ্লিক্স এর মতো হুলু তেও আপনি পারবেন মুভি কিংবা ভিডিও স্ট্রিম করতে । এর মাঝেও রয়েছে হাজারো নতুন নতুন মুভি এবং টিভি সিরিয়ালের লেটেস্ট আপডেট ।

ফিচারসমুহঃ

  • অসংখ্য টিভি সিরিয়াল এবং মুভি আপডেট
  • সকল লেটেস্ট টিভি এপিসোড এর স্ট্রিমিং
  • মাত্র ৮ ডলার থেকে সাবস্ক্রিপশন শুরু
  • ১২ ডলার পেমেন্ট এ কোন রকম বিজ্ঞাপন ছাড়াই মুভি স্ট্রিমিং সুবিধা

ডাউলোড করুন এখান থেকে- GOOGLE PLAY

৩। ইউটিউব

 

3. YouTube

ইউটিউব কে না চেনে এখন বলুন । আপডেট সব ট্রেইলার এর রিলিজ থেকে শুরু করে গুরুত্তপুর্ণ অনেক কিছুই আপনি পাবেন  ইউটিউবের মাঝে ।

ফিচারসমুহঃ

  • মুভি ট্রেইলার সহ অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও স্ট্রিম করা যায়
  • গান ডাউনলোড থেকে শুরু করে সকল কিছুই ফ্রি
  • আপনি চাইলে যেকোন সামাজিক মাধ্যমে নিজের ক্রিয়েটিভ ভিডিও গুলো আপলোড করে শেয়ার করতে পারবেন
  • ফ্রি এর পাশাপাশি এর মাঝে রয়েছে প্রিমিয়াম কনটেন্ট
  • স্পেশাল ফিচার হিসেবে রয়েছে স্ক্রিন অফ অডিও প্লে ব্যাক

 

ডাউনলোড করুন এখান থেকে-GOOGLE PLAY

৪। ইউটিউব টিভি

4. YouTube TV

ইউটিউব নিজের ভিডিও আপলোড এর জন্য পরিচিত হলেও সম্প্রতি এটি এর নতুন সার্ভিস ইউটিউব টিভি চালু করেছে চলুন এর ফিচারগুলো দেখে নেই।

ফিচারসমুহঃ

  • লাইভ টিভি ব্রডক্যাস্ট করা যায়
  • নতুন চালু হবার ফলে কিছু কিছু শহর বাদে অন্যান্য জায়গায় এটি এভেইলেবল নয়
  • ফিচারগুলো ব্যবহারের জন্য সার্ভিস চার্জ মাত্র ৩৫ ডলার প্রতি মাসে

ডাউনলোড করুন এখান থেকে- GOOGLE PLAY

 

৫। এইচবিও নাও / এইচবিও গো

5. HBO Now

মুভি পাগলদের জন্য এইচবিও একটি অতি পরিচিত নাম । এখন এইচবিও এর রয়েছে নিজস্ব এন্ড্রয়েড এপস আপনার স্মার্টফোনের মাঝে বিনোদনের এক নতুন সম্ভাবনা হিসেবে ।

ফিচারসমুহঃ

  • ১৫ ডলার প্রতি মাসে সার্ভিস চার্জ
  • সরাসরি সকল এইচবিও কনটেন্ট গুলো মোবাইল এর মাধ্যমে হাই কোয়ালিটি স্ট্রিম করা যায়
  • ফ্রি অপশন নেই
  • সহজ ইউজার ইন্টারফেস
  • এইচবিও ক্যাবল গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ বিশেষ সুবিধা

ডাউনলোড করুন এখান থেকে-HBO NOW HBO GO

৬। স্পোটিফাই

6. Sportify

অডিও স্ট্রিম এর জন্য বর্তমানে স্পোটিফাই , ডিজার এগুলো অনেক জনপ্রিয় নাম , চলুন দেখি অডিও স্ট্রিমিং সাইট হিসেবে  শির্ষে থাকা স্পোটিফাই ওয়েবসাইট এবং এপস এর কিছু ফিচার।

ফিচারসমুহঃ

  • যেকোন ডিভাইসে সাপোর্টেড
  • যেকোন অডিও স্ট্রিমিং করা যায়
  • নিজস্ব প্লে লিস্ট বানানো যায়
  • আর্টিস্ট দের ফলো করা যায়
  • অফলাইনেও মিডিয়া প্লে করা যায়

ডাউনলোড করুন এখান থেকে-GOOGLE PLA

৭। সাউন্ডক্লাউড

 

7. Sound CLoud

সকল মিউজিক প্রেমী এবং মিউজিসিয়ানদের জন্য এটি সবচাইতে বেস্ট একটি এপস বলে আমি মনে করি । চলুন তবে দেখে নেই বেস্ট অডিও স্ট্রিমিং এপস সাউন্ডক্লাউড এর কিছু ফিচার

ফিচারসমুহঃ

  • হাই কোয়ালিটি অডিও স্ট্রিমিং করা যায়
  • কোন প্রকার সাবস্ক্রিপশন চার্জ লাগেনা
  • এড শো করেনা ফলে স্ট্রিমিং করতে পারবেন বিজ্ঞাপন বিহীন ভাবে
  • তবে এটি স্পোটিফাই এর মতো কিন্তু নয় কিংবা তার বিকল্প কিছুও কিন্তু নয়

ডাউনলোড করুন এখান থেকে-GOOGLE PLAY

৮। ব্যান্ডক্যাম্প

 

8. Badcamp

ব্যান্ডক্যাম্প ও অত্যান্ত জনপ্রিয় একটি মিউজিক স্ট্রিমিং সাইট হিসেবে বিশ্বে পরিচিত। আপনি যেকোন আর্টিস্টের গান পাবেন এই এপসের মাঝে ।

ফিচারসমুহঃ

  • সরাসরি আর্টিস্ট কালেকশন থেকে মিউজিক স্ট্রিমিং করা যায়
  • আর্টিস্ট ফলো করতে পারবেন এবং গান ডাউনলোড কিংবা এলবাম ক্রয় করতে পারবেন
  • আর্টিস্ট কিংবা লেভেল থেকে সরাসরি আপনি গান ক্রয় করতে পারবেন
  • আপডেট মিউজিক দ্বারা পরিপূর্ণ

ডাউনলোড করুন এখান থেকে-GOOGLE PLAY

৯। গুগল প্লে মিউজিক

 

9. google play music

গুগল প্লে ষ্টোরের মাঝে এটা গুগল এর নিজস্ব অফিসিয়াল মিউজিক স্ট্রিমিং এপস হিসেবে পরিচিত এবং বেশ জনপ্রিয়ও বলা চলে , চলুন এর ফিচার গুলো কি তা সম্পর্কে জেনে নেই ।

ফিচারসমুহঃ

  • স্পোটিফাই এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়
  • হাজারো গানের বিশাল সাজানো লাইব্রেরী
  • ৫০ হাজার পর্যন্ত গান আপনি আপলোড করতে পারবেন
  • যেকোন সময় অনলাইন কিংবা অফলাইনে আপনি মিউজিক প্লে করতে পারবেন

ডাউনলোড করুন এখান থেকে-GOOGLE PLAY

১০। এপল মিউজিক

 

10. Apple music

ম্যাক কিংবা অ্যাপল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি একটি অফিসিয়াল এপল এর মিউজিক স্ট্রিমিং সাইট এবং এপস হিসেবে পরিচিত।

ফিচারসমুহঃ

  • এপল কিংবা এন্ড্রয়েড যেকোন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়
  • রয়েছে রেডিও স্ট্রিমিং সুবিধা
  • প্রচুর গান সমৃদ্ধ বিশাল লাইব্রেরী
  • আপডেট সকল গানের প্লে ব্যাক অপশন

ডাউলোড করুন এখান থেকে-GOOGLE PLAY

অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। আবার এই অ্যান্ড্রয়েড ফোন এর জন্য আন্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয়। অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা অনেক ধারনা প্রয়োজন। এন্ড্রয়েড টিউটোরিয়াল দেখে আপনি এন্ড্রয়েড সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড সাজেশন তৈরি করতে পারবেন।

অ্যান্ড্রয়েড সাজেশন কিম্বা android tips and tricks bangla বা মোবাইল টিপস এন্ড ট্রিকস (android tips)পেতে হলে আমদের সাথেই থাকুন। এন্ড্রয়েড সফটওয়্যার ও এন্ড্রয়েড টিউটোরিয়াল (android in bangla),অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড রুট নিয়ে ও আমরা শীঘ্রই আসছি। সাথে নুতুন পর্বে আছে সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল টিপস।

এন্ড্রয়েড মোবাইলের টিপস দিয়ে আপনি এন্ড্রয়েড স্মার্টফোন এর উপযুক্ত ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড রুট এর মাধ্যমে আপনার ডিভাইস এর প্যানেল ব্রেক করতে পারবেন। এন্ড্রয়েড সমস্যার জন্য আপনি অ্যান্ড্রয়েড টিপস ফলো করতে পারেন। অ্যান্ড্রয়েড সাজেশন (android suggestions) বা এন্ড্রয়েড মোবাইল টিপস্ কিম্বা এন্ড্রয়েড এপস এর আপডেট এর খবরাখবর জানতে productreviewbd.com/ এর সাথেই থাকুন।

Summary
এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য ১০ টি সেরা  মিউজিক ও মুভি  স্ট্রিমিং এপস
Article Name
এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য ১০ টি সেরা মিউজিক ও মুভি স্ট্রিমিং এপস
Description
বর্তমান আধুনিক বিশ্বে নিজেদের ব্যবহার করা এন্ড্রয়েড স্মার্টফোনের মাঝেই আমরা পুরো বিশ্বটাকে বন্ধী করে নিতে সক্ষম হয়েছি । যেকোন প্রয়োজনে এবং বিভিন্ন চাহিদা মেটাতে বিজ্ঞানের এই অবদানের গুরুত্ব অপরিসীম। চাইলেই আমরা পারছি যোগাযোগ রক্ষা থেকে শুরু করে বিনোদনের বিভিন্ন মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই কানেক্টেড হতে ।অবসর সময়ে গান শোনা , মুভি দেখা , ঘুরে বেড়ানো থেকে শুরু করে বিভিন্ন কাজে আমাদের স্মার্টফোন এবং এসবের বিভিন্ন ফিচারগুলো আমাদের কে দিচ্ছে অনেক অনেক সুবিধা ।আজ আমরা এন্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যায় এমন ১০ টি সেরা মিউজিক ও মুভি স্ট্রিমিং এপস নিয়ে আলোচনা করবো যেগুলো অবসর সময়ে হতে পারে আপনার জন্য গুরুত্তপুর্ন বিনোদনের মাধ্যম ।

Join the discussion

38 thoughts on “এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য ১০ টি সেরা মিউজিক ও মুভি স্ট্রিমিং এপস

  1. A lot of thanks for all your valuable efforts on this site. Debby takes pleasure in engaging in investigations and it’s really easy to see why. Almost all know all relating to the compelling means you produce effective suggestions on the website and even improve response from some other people on the situation plus our favorite girl is in fact understanding a lot of things. Have fun with the rest of the new year. You’re conducting a really great job.

  2. Hello would you mind sharing which blog platform you’re using? I’m going to start my own blog in the near future but I’m having a tough time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something unique. P.S Apologies for getting off-topic but I had to ask!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।