ক্যামেলিয়া দুরন্ত বাইসাইকেল ২০ ইঞ্চি -রিভিউ

প্রান আর এফএল এর ক্যামেলিয়া দুরুন্ত বাইসাইকেলটির ফ্রেমে চকমকে উজ্জ্বল বেগুনি রঙ এর মধ্যে ফুলেল হলুদ রঙের নকশা করা। চেইনটি সাদা স্টিল দিয়ে কভার করা যাতে সুরক্ষিত থাকে। এটির চেইন গার্ডটি খুব ভাল । দুরুন্ত ক্যামেলিয়া বাইসাইকেল ২০ ইঞ্চি (মডেল -৮৫৪৭৭ (মেয়েদের জন্য) টি বাচ্চা মেয়েদের জন্য খুবই সুন্দর একটি বাইক।এটির হ্যান্ডলটি এত সুন্দর আর উপযুক্ত ডিজাইন যে বাচ্চা মেয়েরা এটিকে ভালোভাবে ধরতে পারবে।

duranta-bicycle-camellia_girls_20''-productreviewbd

দুরন্ত প্রান আরএফএল গ্রুপের এর একটি জনপ্রিয় ব্র্যান্ড বাইসাইকেল। দুরুন্ত নামের আর এফএল গ্রুপের আরও বাইসাইকেলের মডেল রয়েছে যেমন -দুরন্ত গ্ল্যাডিয়েটর ,দুরন্ত ডেইজী, দুরন্ত এক্সট্রিম , দুরন্ত ক্যামেলিয়া , দুরন্ত ক্যামেলিয়া গার্লস , দুরন্ত ডেইজী গার্লস ২০ ইঞ্চি বাইসাইকেল -এটি বিশেষভাবে মেয়েদের জন্য তৈরি ।

আরএফএল ছেলেদের জন্যও বাইসাইকেল নিয়ে এসেছে। ছেলেদের জন্য রয়েছে -দুরন্ত এক্সট্রিম ২০ ইঞ্চি, দুরন্ত রায়ান বয়েজ ২০ ইঞ্চি, দুরন্ত এভেঞ্জার জেন্তস ২৬ ইঞ্চি, দুরন্ত নাইট ২৬ ইঞ্চি বাইসাইকেল, দুরন্ত রাইডার ২৬ ইঞ্চি বাইসাইকেল ।

আপনি আমাদের অন্যান্য দুরন্ত সাইকেল রিভিউ পড়তে পারেন এখানে –

 Duranta Ryan boys 20” bicycle review .

ক্যামেলিয়া ২০ ইঞ্চি বাইসাইকেলের ভাল দিক

 চেইনের উপরে গার্ড আছে ।

 বাচ্চাদের সুবিধার জন্য আলাদা অতিরিক্ত চাকা আছে ।

 অনেক সুন্দর সাজানো ডিজাইন আর উজ্জ্বল লাল রঙ্গ সব বাচ্চাকেই আকৃষ্ট করে।

ক্যামেলিয়া ২০ ইঞ্চি বাইসাইকেলের খারাপ দিক

 দুরন্ত ক্যামেলিয়া ২০ ইঞ্চি বাইসাইকেলের কোন হ্যান্ড ব্রেক নাই।

 আর ডিজাইনে আপনি খুশি নাও হতে পারেন ।

ব্যবহারকারীরা এটিকে এর ডিজাইন, নিরাপত্তা, মূল্যের আর পারফরমেন্স এর উপর ভিত্তি করে রেটিং করেছেন । আমি আমার বাচ্চা মেয়েটি যার বয়স ৭ বছর ওকে একটি কিনে দিয়েছি । আমার বিবেচনায় আমি নিম্নরুপ রেটিং করেছি –

 

এটি বয়স 7-10 বছর বাচ্চা মেয়েদের বাইক

ক্যামেলিয়া নামটি থেকেই বোঝা যায় এটি মেয়েদের বাইক। আরএফএল মেয়েদের কথা মাথায় রেখেই এর নামকরণ করেছে ।

আরএফএল বাইসাইকেল ক্যামেলিয়া পণ্যের বিবরন –

দুরন্ত ক্যামেলিয়া বাইসাইকেলটি আরএফএল ব্রান্ডের পণ্য । দুরন্ত ২০ ইঞ্চি গার্লস ক্যামেলিয়া বাইসাইকেলটি রাস্তার জন্য উপযুক্ত ।

বাইকটির উচ্চতা –

ক্যামেলিয়া বাইকটির উচ্চতা ২০ ইঞ্চি । এটির বডি এলোয় ষ্টীল দিয়ে তৈরি যা মজবুত ও টেকসই । উচ্চতার সাথে এর সিটের উচ্চতার সামাঞ্জস্য করা সহজ ও দ্রুত করা যায় ।

 হ্যান্ডল বারটি ডেকরেট করা এবং সুরক্ষার জন্য প্যাড আছে ।

 এটিতে রিং আছে ।

 Y ফ্রেমের মজবুত ষ্টীল এর তৈরি

 বাচ্চাদের উপযুক্ত কালো রঙের সিট ।

 বাচ্চাদের সুবিধার জন্য একটি মাত্র স্পিডের বৈশিষ্ট্যযুক্ত।

ক্যামেলিয়া বাই সাইকেলের ওজন

ক্যামেলিয়া বাই সাইকেলের ওজন ১৪ কেজি

ক্যামেলিয়া বাই সাইকেলের মূল্য

ক্যামেলিয়া বাই সাইকেলের মূল্য ৫৪৩৫ টাকা । সর্বশেষ আপডেট – ২০১৬-০৪- 2৫। প্রকৃত মূল্য আদালা হতে পারে ।

ক্যামেলিয়া বাই সাইকেল টি ৭ থেকে ১০ বছরের মেয়ে বাচ্চাদের জন্য উপযুক্ত ।

আপনার বাচ্চার সাইকেলিং এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস

 সাইকেল চালানোর সময় আপনার বাচ্চকে অবশ্যই হেলমেট পরাবেন। এটি আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবে ।

 বাসাইকেল কেনার আগে নিশ্চিত হন যে ,বাইকটি আপনার বাচ্চার শারীরিক আকার ও আকৃতির জন্য উপযুক্ত। আপনি মেয়েদের বাই সাইকেল কেনার বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে জানতে পারবেন মেয়েদের বাইক কেনার দিক নির্দেশনা

 বাইকের সিটটি আরাদায়ক কিনা পরীক্ষা করুন। শক্ত এবং সরু সিট কিন্তু বসার জন্য আরামদায়ক না একদমই ।

 আপনার বাচ্চা যদি একটু ভারী হয় তবে তাকে আস্তে চালাতে পরামর্শ দিন। ধীরে ধীরে তার গতি বাড়ানোর ব্যবস্থা নিন।

 রাতের বেলা সাইকেলিং না করাই ভাল । যদি একান্তই চালাতে চায় তবে উজ্জ্বল হেড লাইট রাখবেন যাতে পরিষ্কার সবকিছু দেখা যায় ।

 অনেক ট্রাফিক জ্যামের মধ্যে বা সরু লেনে সাইকেল চালাতে দিবেন না। লেনে সাইকেলিং এর অভ্যাস করুন । প্রথমদিকে যাতে উচ্চ গিয়ারে না চালায় সেদিকে খেয়াল রাখুন এবং তাকে বলুন। প্রথম দিকে হাই গিয়ারে চালালে তার পায়ের হাঁটুতে চাপ পড়বে।

আপনার মেয়েবাচ্চার সাইকেল কেনার সব বেয়ে গুরুত্বপূর্ণ বিসয় হলে তার সাথে সাইকেলটি ফিট হওয়া ।

কোন সাইজের বাইসাইকেল আপনার দরকার বিষয় সম্পর্কে এখানে জানতে পারবেন

দেখুন আপনার বাচ্চার পায়ের পাতা সমান ভাবে মাটিতে রাখতে পারে কিনা সাইকেলে বসা অবস্থায় । আরও লক্ষ্য করুন তার হাত হ্যান্ডেল বারে ব্রেক ঠিকমতো ধরতে পারে কিনা।

আপনার কাছের কোন দোকান থেকে দুরন্ত বাইকেল কিনতে এখানে খোঁজ করুন-rfl bicycle website .

Join the discussion

24 thoughts on “ক্যামেলিয়া দুরন্ত বাইসাইকেল ২০ ইঞ্চি -রিভিউ

  1. What i do not understood is actually how you are not really much more neatly-liked than you may be right now. You’re very intelligent. You recognize thus significantly when it comes to this matter, made me individually consider it from a lot of varied angles. Its like women and men are not interested unless it’s one thing to accomplish with Lady gaga! Your individual stuffs outstanding. All the time take care of it up!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।