বাংলাদেশের সেরা ৮ টি ব্র্যান্ড এর শ্যাম্পু
চলুন জেনে নেই বাংলাদেশের সেরা ৮ টি ব্র্যান্ড এর শ্যাম্পু সম্পর্কে
বাজারে অনেক ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়। কার্যকারীতা ভেদে শ্যাম্পুর প্রকারভেদ ও ভিন্ন। যেমন কিছু শ্যাম্পু চুল মসৃন ও উজ্জ্বল করার জন্য, আবার চুল সোজা রাখার জন্য, আদ্রতা এবং চুলের রঙ ঠিক রাখার জন্য বাজারে আলাদা আলাদা শ্যাম্পু পাওয়া যায়। যদিও ড্রাই শ্যাম্পু এবং ক্ল্যারিফাইং শ্যাম্পু অধিক কার্যকরী কিন্তু শ্যাম্পুর ভিন্নতার কারণে কোন শ্যাম্পু ভাল সেটা যাচাই করা অনেক কঠিন ব্যাপার।
শ্যাম্পু তৈরীতে এক এক কোম্পানী এক এক ধরনের উপাদান ব্যবহার করে যে কারণে সঠিক শ্যাম্পু খোজে বের করা একটু জটিল কারণ বেশির ভাগ শ্যাম্পুই সাধারনতকোকড়া, শুকনো, অথবা হালকা চুলে বিপরীত প্রতিক্রিয়া দেখায়। কাজেই শ্যাম্পু বাছাইকরার আগে নিশ্চিত হয়ে নিন যে সেটি শুকনো চুলের সাথে মানানসই কিনা।
এছাড়াও শ্যাম্পু তৈরির কিছু উপাদান এলার্জির জন্য দায়ী তাই চুলের যত্নে শ্যাম্পু হিসেবে হারবাল শ্যাম্পুই সবচেয়ে নিরাপদ ও কার্যকরী।
কর্মব্যস্তময় জীবনে স্বল্প সময়ে চুল পরিষ্কার করার জন্য ও দীর্ঘ সময় চুল সতেজ রাখার জন্য ক্ল্যারিফাইং শ্যাম্পু সবচেয়ে কার্যকরী। এই ধরনের শ্যাম্পু সাধারনত পানিবিহীন হয় এবং স্প্রে ও পাওডার আকারে বাজারে পাওয়া যায়। এছাড়া চুলের তৈলাক্ত ভাব দূর করার জন্য এবং চুল পরিষ্কার করার জন্য ড্রাই শ্যাম্পুও অনেক ভাল।
এখন প্রশ্ন হচ্ছে, আপনি কী জানতে চান সুন্দর চুলের জন্য হাজারো ব্র্যান্ডের মধ্য থেকে কোন শ্যাম্পু সবচেয়ে ভাল? তাহলে চলুন জেনে নেয়া যাক বাংলাদেশের সেরা ৮ টি ব্র্যান্ডের শ্যাম্পু সম্পর্কে।
বাংলাদেশের সেরা শ্যাম্পু ব্র্যান্ডসমূহ
বাংলাদেশের সুপরিচিত এবং সর্বাধিক ব্যবহৃত শ্যাম্পুব্র্যান্ড গুলো নিয়ে পর্যালোচনা করার পরে আমরা ৭ টি ব্র্যান্ড এর শ্যাম্পুকে সেরা শ্যাম্পু হিসেবে বাচাই করেছি যেগুলো চুলের যত্নে বহু বছর ধরে এদেশের মানুষ ব্যবহার করে আসছে।
ডাভ শ্যাম্পু Dove Shampoo
ড্রাই শ্যাম্পু হিসেবে ডাভ শ্যাম্পু খুবই জনপ্রিয়। এই শ্যাম্পু চুলের আদ্রতা বজায় রাখে এবং চুলকে রাখে সুস্থ ও পরিষ্কার। এছাড়া এই শ্যাম্পু চুল পড়া রোধ করে এবং চুলকে করে আরো মসৃন, লম্বা ও উজ্জ্বল। সেরা প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে সর্বাধিক পরিচিত ডাভ শ্যাম্পু শুষ্ক এবং স্বাভাবিক সব ধরনের চুলের জন্যই কার্যকরী।
ডাভ কন্ডিশনার এর সাথে ডাভ শ্যাম্পু ব্যবহার করে আপনি পাবেন সর্বাধিক উজ্জল চুল।
এই শ্যাম্পুতে আছে মনমাতানো সুগন্ধ।
চুলের ভাঙ্গন রোধে এতে আছে ডাভ হেয়ার কেয়ার।
চুলের উস্কোখোস্কো ভাব দূর করার জন্য ডাভ শ্যাম্পু অত্যন্ত কার্যকরী।
ডাভ শ্যাম্পু ব্যবহার করে আপনি পাবেন মোলায়েম এবং শক্তিশালী চুল।
ডাভ শ্যাম্পু সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন ডাভ শ্যাম্পু এবং কন্ডিশনার রিভিউ।
বাংলাদেশে ডাভ শ্যাম্পুর মূল্যতালিকা
ল’অরিয়াল প্যারিস টোটাল রিপেয়ার ফাইভ
চুল ভাঙ্গা, অনুজ্জ্বলতা, শুষ্কতা, চুল পড়া, এবং রুক্ষতা এই ৫ টি সমস্যার সমাধানে ল’অরিয়াল শ্যাম্পু অত্যন্ত কার্যকরী। পেটেন্টেড সিরামাইড, কেসনিক পলিমার এবং এমিনো এসিডের সমন্বয়ে তৈরী এই শ্যাম্পু চুলে পুষ্টি বাড়িয়ে চুলের ভাঙ্গন রোধ করেএবং চুলকে করে আরো শক্তিশালী। ল’অরিয়াল শ্যাম্পু চুলের সব সমস্যার সমাধান করে এবং গোড়া থেকে নতুন চুল গজায়। চুলের যত্নে এটি এশিয়ার মধ্যে সর্বাধিক জনপ্রিয় শ্যাম্পু।
প্রথম ব্যবহারেই চুলে দ্যূতি ছড়ায় এবং উজ্জলতা বাড়ায়।
কন্ডিশনার ছাড়াই এই শ্যাম্পু ভাল কাজ করে।
মাথার ত্বকের শুষ্কতা দূর করে।
চুলকে করে মসৃন এবং স্বাস্থ্যবান।
মনকাড়া সুগন্ধ।
আরো বিস্তারিত জানতে পড়ুন ল’অরিয়াল সালফেট ফ্রী শ্যাম্পু রিভিউ।
বাংলাদেশে ল’অরিয়াল শ্যাম্পুর মূল্য
ল’অরিয়াল প্যারিস টোটাল রিপেয়ার ফাইভ রিপেয়ারিং শ্যাম্পু | ৩৭০ মিলি | ৬২৪ টাকা |
ট্রিসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু
শুষ্ক, রুক্ষ এবং উস্কোখুস্কো চুলের জন্য ট্রিসেমি কেরাটিন স্মুথ অনেক ভাল শ্যাম্পু। এটি চুলের উজ্জলতা বাড়ায় এবং চুলকে করে নরম এবং মসৃন। এতে ব্যবহৃত উপাদানগুলোর কারণে এটি কেরাটিন শ্যাম্পু হিসেবেও পরিচিত। রূক্ষ চুলের রঙ ফিরিয়ে আনার জন্য এবং চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য এই শ্যাম্পু অত্যন্ত কার্যকরী। এই শ্যাম্পু তৈরী হয়েছে লো সালফেট ফর্মূলায় যা চুলের ক্ষতি অনেক কম করে। তবে দামের দিক থেকে ট্রীসেমি তুলনামূলক ব্যয়বহুল।
বিস্তারিত জানতে পড়ুন ট্রীসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু রিভিউ।
ট্রীসেমি শ্যাম্পুর মূল্য তালিকা
ট্রীসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু | ৫৮০ মিলি | ৬৭৫ টাকা |
ট্রীসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু | ২০০ মিলি | ২৭০ টাকা |
সানসিল্ক শ্যাম্পু
অন্যান্য সানসিল্ক শ্যাম্পুর তুলনায় সানসিল্ক কো-ক্রিয়েশন ব্ল্যাক শাইন শ্যাম্পু অধিক কার্যকরী। এই শ্যাম্পু চুলের আরো গভীরে প্রবেশ করে গোড়া থেকে চুলকে সোজা রাখে এবং চুলকে করে আরো মসৃন।
প্রচুর ফেনা তৈরী করে।
দীর্ঘস্থায়ী এবং মনমুগ্ধকর সগন্ধ।
চুলের প্রাকৃতিক উজ্জলতা ফিরিয়ে আনে তাই এটি প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে সমধিক পরিচিত কারন।
যাদের চুল স্বাভাবিক ভাবে সোজা তাদের জন্য এই সানসিল্ক শ্যাম্পু অধিক কার্যকরী।
লম্বা চুলে ব্যবহারের জন্য অত্যন্ত ভাল শ্যাম্পু এবং ব্যবহারের কারণে চুলে জট পাকায় না।
শুষ্ক চুলে এবং চুলের শুষ্কতা রোধের জন্য অনন্য সমাধান।
বিস্তারিত জানতে পড়ুন সানসিল্ক শ্যাম্পু রিভিউ।
বাংলাদেশে সানসিল্ক শ্যাম্পুর মূল্য
সানসিল্ক শ্যাম্পু থিক এন্ড লং | ১৮০ মিলি | ৭৫ টাকা |
সানসিল্ক শ্যাম্পু ব্ল্যাক | ২০০ মিলি | ২৭৫ টাকা |
সানসিল্ক হেয়ারফল সলুশন শ্যাম্পু | ৩৭৫ মিলি | ২৭০ টাকা |
সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু | ৯০ মিলি | ৭৫ টাকা |
সানসিল্ক শ্যাম্পু ব্ল্যাক | ৩৭৫ মিলি | ২৭০ টাকা |
প্যান্টিন প্রো-ভি ন্যাচার ফিউশন শ্যাম্পু
প্যান্টিন প্রো-ভি ন্যাচার ফিউশন শ্যাম্পু চুলের আদ্রতা বাড়ায় এবং চুলকে করে তোলে নরম এবং মসৃন। স্বল্পমূল্য এবং ভাল মানের কারণে প্যান্টিন শ্যাম্পু অত্যন্ত জনপ্রিয়। ড্যামেজ ডিটক্স ডীপ ক্লীন্স পিউরিফাইং শ্যাম্পু নামে প্যান্টিন এর একটি ক্ল্যারিফাইং শ্যাম্পু বাজারে পাওয়া যায়। চুলের শ্যাম্পু এবং উজ্জলতা ফিরিয়ে আনার জন্য ক্ল্যারিফাইং শ্যাম্পু অত্যন্ত কার্যকরী।
বাংলাদেশে প্যান্টিন শ্যাম্পুর মূল্য
প্যান্টিন আইস শাইন শ্যাম্পু | ৮৬৫ মিলি | ৯০০ টাকা |
প্যান্টিন প্রো-ভি শ্যাম্পু | ৪০০ শ্যাম্পু | ৬২০ টাকা |
প্যান্টিন প্রো-ভি এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু | 350 শ্যাম্পু | ৪৬০ টাকা |
ক্লিনিক প্লাস স্ট্রং এন্ড লং হেলথ শ্যাম্পু
খুশকির শ্যাম্পু হিসেবে এটি ছেলেদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি শ্যাম্পু।
চুলকে করে তোলে আরো মসৃন।
নিয়মিত ব্যবহারে চুল পড়া রোধ করে।
এই শ্যাম্পুতে আছে দীর্ঘস্থায়ী এবং মনকাড়া সুগন্ধ।
বাংলাদেশে ক্লিনিক প্লাস শ্যাম্পুর মূল্য
ক্লিনিক প্লাস স্ট্রং এন্ড লং ন্যাচারাল শ্যাম্পু | ৩৪০ মিলি | ৩৯৯ টাকা |
ক্লিনিক প্লাস স্ট্রং এন্ড লং শ্যাম্পু | ১৭৫ মিলি | ১৯০ টাকা |
হেড এন্ড শোল্ডার শ্যাম্পু
হেড এন্ড শোলডার শ্যাম্পু একটি আমেরিকান ব্র্যান্ড এবং খুশকি দূর করার জন্য এটি অনেক ভাল শ্যাম্পু। আপনার চুলের গোড়া যদি যথেষ্ট শক্ত হয় তাহলে খুশকির শ্যাম্পু হিসেবে এটি ব্যবহার করে আপনি ভাল ফল পাবেন। নন ড্যান্ড্রাফ এবং এন্টি ড্যান্ড্রাফ এই দুই প্রকারে হেড এন্ড শোলডার শ্যাম্পু বাজারে পাওয়া যাচ্ছে। চুলের অধিক যত্নের জন্য গবেষকরা এই শ্যাম্পুতে যোগ করেছেন নতুন পাইরিথিয়ন জিঙ্ক ফর্মূলা।
যদিও হেড এন্ড শোলডার খুশকির শ্যাম্পু কিন্তু কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে যে ডাই করা এবং রঙ করা চুলেও এই শ্যাম্পু নিরাপদে ব্যবহার করা যাবে।
তৈলাক্ত চুলেও হেড এন্ড শোলডার শ্যাম্পু অনেক ভাল কাজ করে।
মাথার শুষ্ক ত্বকে আদ্রতা ফিরিয়ে আনে।
শুষ্ক চুলকে মসৃন এবং মোলায়েম করে।
ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই ব্যবহার উপযোগী।
বাংলাদেশে হেড এন্ড শোল্ডার শ্যাম্পুর মূল্য
হেড এন্ড শোল্ডার শ্যাম্পু | ২০০ মিলি | ৪১১ টাকা |
হেড এন্ড শোল্ডার টু ইন ওয়ান ক্লাসিক ক্লিন | ৪০০ মিলি | ৪২৫ টাকা |
হেড এন্ড শোল্ডার এন্টি ডেনড্রাফ এন্ড শ্যাম্পু | 175 mili | ৩৫০ টাকা |
রিভাইভ শ্যাম্পু
রিভাইভ এনহ্যান্স এন্ড রিপেয়ার শ্যাম্পু তৈরী করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। স্বাভাবিক এবং প্রাকৃতিক চুলের জন্য এই শ্যাম্পু অত্যন্ত কার্যকরী। এছাড়া এই শ্যাম্পুতে আছে ফলের মিষ্টি ঘ্রান।
বাংলাদেশে রিভাইভ শ্যাম্পুর মূল্য
রিভাইভ এনহ্যান্স এন্ড রিপেয়ার শ্যাম্পু | ২০০ মিলি | ১৪৫ টাকা |
রিভাইভ এনহ্যান্স এন্ড রিপেয়ার শ্যাম্পু | ১০০ মিলি | ৭৫ টাকা |
আপনি এই পন্যগুলো আমাদের বাংলাদেশী অনলাইন শপ থেকে কিনতে পারবেন।
বাংলাদেশের সেরা অনলাইন শপ daraz.com.bd, bagdoom.com, bdhaat.com, aponzone.com,এবং shoppersbd.com এও এই পন্যগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া www.branoo.com, www.priyoshop.com, এবং www.bdcost.com থেকেও আপনি অনেক নামিদামী ব্র্যান্ডের শ্যাম্পু কিনতে পারবেন।
বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই চুল পড়া একটি বিশাল সমস্যা। চুল পড়ার জন্য অনেকগুলো কারণ জড়িত এবং এদের মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে পুষ্টির অভাব, বয়স, অসুখ, গর্ভাবস্থা, জিনগত সমস্যা, পানি এবং ধুলোবালির প্রভাব প্রভৃতি। এক্ষেত্রে আপনি সেনসেশন হেয়ার অরগানিক শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
যদিও সঠিক মানের অরগানিক শ্যাম্পু খুজে পাওয়া অনেক কঠিন তবুও সঠিক পুষ্টি পাওয়ার জন্য আপনি ভাল মানের কন্ডিশনার এবং শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন।
Wow that was strange. I just wrote an incredibly long comment but after I clicked submit my comment didn’t show up. Grrrr… well I’m not writing all that over again. Anyhow, just wanted to say fantastic blog!
Hi I am so grateful I found your site, I really found you by mistake, while I was researching on Bing for something else, Anyhow I am here now and would just like to say thanks a lot for a incredible post and a all round exciting blog (I also love the theme/design), I don’t have time to read through it all at the moment but I have book-marked it and also added your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the superb job.
Lovely just what I was searching for.Thanks to the author for taking his time on this one.
You are my intake, I own few blogs and very sporadically run out from to brand.
Hello there! I know this is somewhat off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!
I’ve been surfing online greater than three hours as of late, but I never discovered any interesting article like yours. It is lovely price sufficient for me. Personally, if all site owners and bloggers made just right content as you did, the web shall be much more helpful than ever before.
Good info. Lucky me I reach on your website by accident, I bookmarked it.
Right now it seems like Movable Type is the top blogging platform out there right now. (from what I’ve read) Is that what you are using on your blog?
yow wassup do you play casino? and you still loosing? 슬롯머신 here’s the tips and tricks with hacks and you will always win in casino so stay quiet before update casino
Good day!! I know this is somewhat off topic but I was “밤부트위터” wondering which blog platform that allow posting nudes and videos? because in other website can’t post pics and vids. if you want to see my pics kindly visit my timeline and webpage 😉