বাজারে এলো সুজুকি লেট’স ( Suzuki Let’s ) এর নতুন ডুয়েল টোন কালার স্কিম স্কুটার
বাজারে এলো সুজুকি লেট’স ( Suzuki Let’s ) এর নতুন ডুয়েল টোন কালার স্কিম স্কুটার।
সম্প্রতি ইন্ডিয়াতে বাজারজাত শুরু হয়েছে সুজুকি লেটস স্কুটার এর নতুন তিনটি কালার স্কিম । দাম নির্ধারন করা হয়েছে ৪৮,১৯৩ রুপি ।
২০১৭ সালের নতুন মডেল এবং নতুন সব কালার নিয়ে সুজুকি প্রকাশ করেছে তাঁদের সকল 2017 Suzuki let’s Scooter Motorcycle । নতুন এই মডেল এর মাঝে রয়েছে নতুন তিনটি কালারের শেড । কালারগুলো হল-
- Royal Blue / Matte Black
- Orange/ Matte Black
- Glass Sparkle Black
সুজুকি এর লেটস স্কুটার এর মাঝে রয়েছে ১১২.৮ সিসি ইঞ্জিন যা উৎপন্ন করতে পারে 8.5 PS @ 7,500 RPM ক্ষমতা এবং পিক টর্ক 8.8 Nm @ 6500 RPM ।
Features
ভালো সাসপেনশন ক্ষমতার জন্য স্কুটারটির ফ্রন্ট এ রাখা হয়েছে টেলিস্কোপিক ফর্ক সাস্পেনশন ।
আর রিয়ার সাইডে রয়েছে কয়েল স্প্রিং সাস্পেনশন ।
ব্রেকিং ফ্যাসিলিটির জন্য ফ্রন্ট ব্রেক হিসেবে দেয়া হয়েছে ১২০মিমি ড্রাম ব্রেক আর রিয়ার ব্রেকও ১২০মিমি ড্রাম ব্রেক রাখা হয়েছে ।
টায়ার সাইজ পরবে ৯০/১০০ আর ১০ ফ্রন্ট সাইডে আর রিয়ার সাইডের টায়ার সাইজ এর পরিমাপও একই রকম রাখা হয়েছে ।
সুজুকি লেটস স্কুটার এর মাঝে থাকা ফুয়েল ট্যাংক এর ধারণ ক্ষমতা ৫.২ লিটার এবং সর্বোমোট ওজন ৯৮ কেজি ।
সুজুকি লেটস এর উচ্চতা ৭৬৫ মিমি এবং যারা খাটো মোটরসাইকেল চালক তাঁদের জন্য সবচাইতে পারফেক্ট সাইজের স্কুটার এটি ।
নতুন এই ডুয়েল টোন স্কুটার এর লঞ্চিং এর সময় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর “ Satoshi Uchida” বলেন –
“ সুজুকি লেটস একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং ফুয়েল ইফিসিয়েন্ট স্কুটার , এর ডিজাইন বর্তমান সময়ের প্রেক্ষিতে আকর্ষণীয় ভাবে প্রস্তুত করা হয়েছে । নতুন তিনটি ডুয়েল টোন কালার আশা করি স্কুটার প্রেমীদের নজর কাড়তে সক্ষম হবে । বিশেষ করে যারা নারী স্কুটার চালক এবং যারা স্বল্প বয়স্ক তাঁদের জন্য স্কুটারটি বেশ জনপ্রিয় একটি মাধ্যম হতে পারে”
সুজুকি লেটস ( Suzuki Let’s ) এর দাম দিল্লীর বিভিন্ন শো রুম এর মাঝে নির্ধারন করা হয়েছে ৪৮,১৯৩ রূপি । এবং এর প্রতিযোগী হিসেবে বাজারে রয়েছে – Honda Activa I , Hero Pleasure , Scooty Zest ইত্যাদি ।
তবে, বাংলাদেশে কবে আসবে তা এখনও বলা যাচ্ছেনা। আপডেট জানতে চোখ রাখুন http://productreviewbd.com/ এ ।
ব্রেকিং নিউজঃ নুতুন সুজুকি বাইক, Suzuki Gsx 150 এখন বাংলাদেশে

Join the discussion