বিটল বোল্ট এলিগেটর (beetle bolt alligator) ১৫০ সিসি মোটরসাইকেলের ফিচার, দাম
বিটল বোল্ট এলিগেটর (beetle bolt alligator) ১৫০ সিসি মোটরসাইকেল
বিটল বোল্ট ( Beetle Bolt ) আমেরিকান টপ টু হুইলার প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান । বিটল বোল্ট এর আকর্ষণীয় ১৫০ সিসি সেগমেন্টের একটি মোটরসাইকেল বিটল বোল্ট এলিগেটর (Beetle Bolt Alligator) ।
বিটল বোল্ট এলিগেটর ১৫০ সিসি বাংলাদেশে এখন এভেলেইবল। আকর্ষণীয় এই বাইকের মাঝে রয়েছে ১৩.৫ পিএস ম্যাক্স পাওয়ার এবং টপ স্পীড ১২০ কিমি প্রতি ঘন্টায় ।
চলুন এক নজরে আকর্ষণীয় ১৫০ সিসি সেগমেন্টের বাইক বিটল বোল্ট ১৫০ এর রিভিউ দেখে নেই –
বাংলাদেশে বর্তমানে টু-হুইলার এর মাঝে মোটরসাইকেল সবচাইতে বেশি জনপ্রিয় এবং ধরতে গেলে এটি অতি প্রয়োজনীয় একটি যানবাহনে রূপান্তরিত হয়েছে । প্রতিদিনের বিভিন্ন কাজের জন্য মানুষ এখন মোটরসাইকেল এর ব্যবহার করে থাকে ।
বাংলাদেশে বর্তমানে সব কমন এবং ইন্ডিয়ান কিছু লোকাল ব্র্যান্ডের মোটরসাইকেল এর প্রাধান্য বেশি থাকলেও ধীরে ধীরে বেশ কিছু চায়না এবং ইটালিয়ান কোম্পানির মোটরসাইকেল এর বাজারজাত এবং বিক্রয় বেশ ভালোই চলছে এবং মানুষের ভেতর ব্র্যান্ডগুলো সাড়া জাগাতেও সক্ষম হয়েছে ।
আর এবার নতুন করে আসলো আমেরিকান কোম্পানি বিটল বোল্ট , আমেরিকার কোম্পানি হলেও তাঁদের বেশ কিছু মোটরসাইকেল এসেম্বল হচ্ছে চায়নাতে , আর তাই স্বল্প দামে বেশ ভালো ফিচার এর মোটরসাইকেল বাংলাদেশের মাঝে সাড়া জাগাতে পারবে বলে সবাই আশাবাদী ।
যাই হোক , অফিসিয়াল ভাবে বাংলাদেশে বিটল বোল্টের সর্বপ্রথম বাইক বিটল বোল্ট এলিগেটর ১৫০ সিসি লঞ্চ করা হলো বিগত মাসে ।
ডিজাইন এবং লুকঃ
ডিজাইন এবং লুক এর দিক দিয়ে বিটল বোল্ট সম্পূর্ণ এগ্রেসিভ লুক এর একটি মোটরসাইকেল । অন্যান্য চায়নিজ বাইক যেমন মেগেলি , ব্যানেট ইত্যাদির সাথে এটি তুলনা করা যায় ডিজাইনের ক্ষেত্রে । এর ফ্রন্ট লুক সত্যি অসাধারণ । এর ফ্রন্ট এবং সম্পূর্ণ ডিজাইন অনেকটাই দেখতে ইয়ামাহা আর ১৫ এর ভার্সন ৩.০ এর মতোই । এর মাঝে রয়েছে স্প্লিট সিট এবং এটি একটি ফুল ফেয়ার্ড বাইক এবং রয়েছে ব্ল্যাক কালার ইঞ্জিন গার্ড ।
ইঞ্জিন এবং পারফর্মেন্সঃ
বিটল বোল্ট এলিগেটর এর মাঝে রয়েছে ১৪৯.৫ পিএস @ ৮০০০ আরপিএম ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন । যার পিক টর্ক ১১.৫ এন এম @ ৬০০০ আর পিএম । বাইকটির টপ স্পীড ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় । এর মাঝে রয়েছে ইলেকট্রিক স্টার্ট সিস্টেম । এর ইঞ্জিন ও সম্পূর্ণ লিকুইড কোল্ড ইঞ্জিন ।
ডাইমেনশন এবং সিটিং পজিশনঃ
বিটল বোল্ট এলিগেটর এর দৈর্ঘ্য ২০৬১ মিমি এবং প্রশস্থ ৭৩০ মিমি । বাইকটির সর্বমোট উচ্চতা ১১০৬ মিমি । বাইকটির ওজন হবে ১৩৯ কেজি যা এর সকল ফিচার এবং ১৫০ সিসি সেগমেন্টের জন্য একদম পারফেক্ট ।
এর সিট স্প্লিট ফিচার সম্বলিত । কমফোর্ট রাইডিং এর জন্য এর সিটিং পজিশন এবং সকল ফিচারগুলো সত্যি অসাধারন ।
সাস্পেনশন এবং ব্রেকিংঃ
বিটল বোল্ট এলিগেটর এর মাঝে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ স্পোর্ট কোয়ালিটির সাস্পেনশন । এর ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ার সাসপেনশন দেয়া হয়েছে মনো।
এর ফ্রন্ট হুইলের মাঝে রয়েছে ডাবল পিস্টন হাইড্রোলিক ডিস্ক ব্রেক যা হাই স্পীড ড্রাইভিং এর ক্ষেত্রে সম্পূর্ণ সেফটি দিতে সক্ষম । রিয়ার ব্রেক এর মাঝে ডাবল পিস্টন দেয়া না হলেও রাখা হয়েছে সিঙ্গেল পিস্টন ।
মাইলেজঃ
বাংলাদেশ এর রাস্তা অনুযায়ী এর মাইলেজ কেমন হবে তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা তবে আনুমানিক এর মাইলেজ হতে পারে ৪০ থেকে ৪৫ কিলোমিটার প্রতি লিটার ।
ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ফিচারঃ
বিটল বোল্ট এলিগেটর এর মাঝে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল , প্যানেলের মাঝে রয়েছে ডিজিটাল ক্লক , স্পিডোমিটার , ফুয়েল গজ , ওডোমিটার , ট্রিপ মিটার , লো ফুয়েল ইনডিকেটর । হ্যান্ডেল বার এর পাশে রয়েছে বিভিন্ন সুইচ ।
কালার এবং দামঃ
বর্তমানে বিটল বোল্ট এলিগেটর এর রয়েছে একটি কালার , বর্তমানে এটি শুধু মাত্র ডার্ক ব্লু কালারের মাঝে প্রস্তুত হচ্ছে ।
দামঃ ২,২০,০০০.০০-২,৫০,০০০.০০ টাকা ।
চলুন এক নজরে এর স্পেসিফিকেশন এবং ফিচার গুলো দেখে নেই –
Key Specifications
Engine |
Single cylinder 4 stroke Air cooled |
Top Speed |
120 kmph |
Maximum Power |
13.5ps @8000rpm |
Weight |
139 kg |
Mileage |
45 KM/L |
Status |
Coming soon |
Cooling |
Air cooled |
|
|
Engine performance & Transmission |
Engine type | Single cylinder 4 stroke Air cooled |
Displacement | 149.5 cc |
Compression Ratio | 9.3:1 |
Bore x Stroke | 62 x 49.5 |
Starting system | Electric |
Clutch
|
Wet type multi plate |
No. of Cylinders | 1 |
Maximum Power | 13.5ps @8000rpm |
Maximum Torque | 11.5Nm @600rpm |
Body Dimensions |
Length | 2061 mm |
Width | 1106 mm |
Height | 730 mm |
Kerb Weight | 139 kg |
Wheelbase | 1384 mm |
Seat Height | 800 mm |
Fuel Capacity | 12 L |
Fuel Type | 20W50 |
No. of Seats | 2 |
Brakes |
Front Brake | Double disc |
Rear Brake | Disc |
Suspension |
Suspension Front | Telescopic |
Suspension Rear | Mono |
Tyres & Wheels |
Front Tyre | 110-70-17 |
Rear Tyre | 150-70-17 |
Wheel Type | Alloy |
Tubeless Tyres | ✓ |
Alloy Wheels | ✓ |
Electricals & Features |
Headlight | Twin |
Battery | 12 V |
Clock | ✓ |
Low Fuel Indicator | ✓ |
Low Oil Indicator | ✓ |
Speedometer | ✓ |
Trun Lamp | ✓ |
Tail Lamp | ✓ |
Projector Head Light | ✕ |
সর্বশেষ বলা যায় , ১৫০ সিসি মোটরসাইকেল এর মাঝে বাংলাদেশে এটি হয়তোবা সাড়া জাগাতে পারবে । ১৫০ সিসি একটি মোটরসাইকেল হিসেবে এর ডিজাইন এর রয়েছে আকর্ষণীয়তা এবং ভালো সেফটি কনট্রোল হাই স্পীড ড্রাইভিং এর ক্ষেত্রে । তরুণ দের ভালো লাগার জন্য রয়েছে আকর্ষণীয় স্পোর্টি লুক এবং ফিচার সমুহ । হয়তোবা বাংলাদেশে বিটল বোল্ট এলিগেটর ১৫০ সিসি মোটরসাইকেল সেগমেন্টের মাঝে সাফল্য লাভ করতে সক্ষম হবে ।
BEETLE BOLT motorcycle showroom
Address : 35 Sonargaon Janapath Road, Uttara.
Dhaka, Bangladesh
BEETLE BOLT VERSION 2.0 matte black Alligator is now at showroom (Uttara Diyabari, Eskaton, Chittagong) Uttara showroom contact no: 01730376656 Eskaton showroom contact no: 01797321126 Chittagong showroom contact no: 01747555565

Join the discussion