ব্রেকিং নিউজঃবাংলাদেশের রাস্তায় ১৬৫ সিসি ডিসপ্লেসমেন্ট মোটরসাইকেল চলাচল পারমিট দিয়েছে সরকার!
ব্রেকিং নিউজঃবাংলাদেশের রাস্তায় ১৬৫ সিসি ডিসপ্লেসমেন্ট মোটরসাইকেল চলাচল পারমিট দিয়েছে সরকার!
অবাক হচ্ছেন ? অবাক হবার কিছুই নেই…।
খুব শিগ্রই বাংলাদেশের রাস্তায় ১৬৫ সিসি ডিসপ্লেসমেন্টের মোটরসাইকেল এর চলাচল পারমিট হতে চলেছে । খবরটি অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অন্যান্য ওয়েবসাইটের মাঝে প্রকাশ হতে দেখা গিয়েছে ।
বাংলাদেশ সরকার বাংলাদেশের রাস্তায় ১৬৫ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল চলাচলের পারমিশন অর্থাৎ বৈধতা ঘোষণা করাতে মোটরসাইকেল প্রেমীদের জন্য এর চাইতে সুখবর আর কিছুই হতে পারেনা ।
তাই, দেশে এখন থেকে ১৬৫ সিসির মোটরসাইকেল আমদানি করা যাবে। এত দিন সর্বোচ্চ ১৫০ সিসির মোটরসাইকেল আমদানি করা যেত। সম্প্রতি আমদানি নীতি (২০১৫-১৮) সংশোধন করে বাণিজ্য মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।
২০১৫ থেকে ২০১৮ সালের জন্য যে আমদানি নীতি করা হয়েছে; তাতে ১৫০ সিসির বেশি মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ ছিল।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশে আরও বলা হয়েছে, এখন থেকে তিন বছরের বেশি পুরোনো মোটরসাইকেল আমদানি করা যাবে না। মোটরসাইকেল উৎপাদনের তারিখের পরদিন থেকে এই হিসাব করা হবে। এদিকে নিজেদের মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে পুলিশ বিভাগ অবশ্য ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানি করার সুযোগ পাবে।
১৬৫ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন বাইকের রোড পারমিট হাতে পাওয়া মানে অনেকের জন্য আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই ।
বাংলাদেশে যেসকল আকর্ষণীয় ১৬৫ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল বিক্রয়ের উদ্যেশে বাজারজাত করা হতে পারে।
আশা করা যায় হয়তো এ বছরের শেষের দিকেই বাংলাদেশে সকল ১৬৫ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল বাজারজাত করা হবে এবং রাস্তায় চলাচল ও সরকারী ভাবে বৈধ ঘোষণা করা হবে ।
মার্কেট রিসার্চ নামের বেসরকারি এক সংস্থার সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে এখন বছরে গড়ে দুই লাখ মোটরসাইকেল বিক্রি হয়। আর্থিক হিসাবে বাজারের আকার প্রায় তিন হাজার কোটি টাকার। এই বাজারে ১১০ সিসির মোটরসাইকেলের বাজার হিস্যা (মূল্যের দিক দিয়ে) প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে ১২৫ থেকে ১৩৫ সিসির মোটরসাইকেল প্রায় ১৭ শতাংশ এবং এরপর ১৫০ সিসির মোটরসাইকেলের বাজার অংশ প্রায় ৩৩ শতাংশ।
সুত্র ঃপ্রথম আলো
চলুন তবে দেখে নেই সম্ভাব্য আপকামিং সকল ১৬০ সিসি মোটরসাইকেল গুলো
বাংলাদেশে আগত সকল ১৬৫ সিসি মোটরসাইকেল ( সম্ভাব্য )
-
হোন্ডা সিবি হরনেট ১৬০ আর
-
বাজাজ পালসার এনএস ১৬০
-
হোন্ডা সিবি ইউনিকর্ন ১৬০
-
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০
মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় পরামর্শ,নূতনদের জন্য
বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল বাজারে এনেছে
বাংলাদেশে পাওয়া যায় এমন সব মোটরসাইকেল এর দাম । হোন্ডা, সুজুকি, হিরো, ইয়ামাহা, টিভিএস এবং বাজাজ
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭ – Product Review BD
২০১৭ সালের সবচাইতে সেরা এবং শক্তিশালী ১৫০ সিসি মোটরসাইকেল

imitrex uk – imitrex 25mg usa order sumatriptan 25mg pills