নুতুন Honda LIVO 110CC মোটরসাইকেল বাজারজাত করেছে WingsBD
নুতুন Honda LIVO 110CC মোটরসাইকেল বাজারজাত করেছে WingsBD
হোন্ডা লিভো ১১০ [ Honda Livo 110সিসি] সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির নতুন মোটরসাইকেল যা হোন্ডা ড্রিম সিরিজের অন্তর্ভুক্ত । আকর্ষণীয় স্পোর্ট লুকের নতুন এই মোটরসাইকেলটির দাম তুলনা মূলক ভাবে এই ক্যাটাগরির অন্যান সকল বাইকের তুলনায় একটু বেশি ।
বাংলাদেশের মার্কেটে এর সমকক্ষ মোটরসাইকেল হিসেবে আছে [ Splendor Series ] স্প্লেন্ডর সিরিজ, [ Passion Series ]প্যাশন সিরিজ এবং অন্যান্য সকল ১০০ থেকে ১১০ সিসি মোটরসাইকেল । যদিও এর দাম অন্যান্য সকল ১২৫ সিসি মোটরসাইকেল এর সমান যেমন [ TVS Phoenix ] টিভিএস ফোনিক্স এবং [ Honda Shine ] হোন্ডা শাইন ।
এবছরের শুরুতে হোন্ডা এর আরো তিনটি মোটরসাইকেল বাংলাদেশে বাজারজাত করার কথা থাকলেও বর্তমানে শুধু লিভো ১১০ পাওয়া যাচ্ছে । আশা করা হচ্ছে অন্যান্য সকল মোটরসাইকেল গুলো অতি শীঘ্রই বাংলাদেশে পাওয়া যাবে ।
হোন্ডার সকল অথরাইজড ডিলার এর কাছেই বাইকটি পাওয়া যাবে ।
চলুন দেখে নেই বিস্তারিত হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল সম্পর্কে –
বাংলাদেশে হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল এর দামঃ
হোন্ডা লিভো এর দাম বাংলাদেশে নির্ধারন করা হয়েছে ১,৩৫,৫০০ টাকা ।
ডিজাইন এবং স্টাইল
হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেলটি সম্পূর্ণ আকর্ষণীয় ডিজাইনে বাজারজাত করা হয়েছে । সিবি টুইস্টার এর মতোই এর ফ্রন্ট লুক রাখা হয়েছে এবং সাইড থেকে দেখতে অনেকটাই সিবি ইউনিকর্ন এর মতো । ট্যাঙ্কের এখানেই হোন্ডার আইকনিক লোগো দেয়া আছে । এর সম্পূর্ণ বডির লুক অনেক শার্প ।
মাসকুল্যার ট্যাংক , স্মার্ট রিয়ার এবং এন্ট্রি লেভেল হিসেবে অসাধারণ বলতেই হবে । স্বল্প থেকে মধ্যম বয়স্ক সবার জন্যেই বাইকটির ডিজাইন এবং স্টাইল একদম মানানসই ।
এর হেডলাইট আরো আকর্ষণীয় এগ্রেসিভ লুক এর রাখা হয়েছে ।
সাস্পেনশনের কালার লাল রাখা হয়েছে । এবং আকর্ষণীয় লুক রাখার জন্য এর এক্সোস্ট রাখা হয়েছে শর্ট । এলয় হুইল সম্পূর্ণ প্রিমিয়াম ব্ল্যাক কালার । এর সিট এর মাঝেও রয়েছে দুইজন মানুষ অনায়াসে বসার জন্য পর্যাপ্ত জায়গা ।
টায়ার দেয়া হয়েছে আধুনিক টিউবলেস টায়ার । বাইকটির ফ্রেম সম্পূর্ণ ডায়ামন্ড ফ্রেম এর ।
ইন্সট্রুমেন্ট কনসোল
লিভো ১১০ এর আকর্ষণীয় নতুন একটি ফিচার হলো সম্পূর্ণ ব্যাতিক্রমধর্মী কনসোল । কনসোলের এনক্লোজিং বাউন্ডারি এর শেপ রাখা হয়েছে হেক্সাগোনাল এরেজমেন্ট এর উপরে এবং দেয়া হয়েছে মিরর ইফেক্ট ।
কনসোল সম্পূর্ণ এনালগ এবং ট্যাকোমিটারবিহীন । যা ১৫০ সিসি এর নিচে সাধারণত কোন বাইকের মাঝে থাকেনা ।
কনসোলের ডান পাশে আছে স্পিডোমিটার এবং ওডোমিটার আর লিভো ব্যাজ এবং ফুয়েল গজ ভেতরের দিকে আছে ।
এর স্পিডোমিটার এর ডিজাইন এর মাঝেও রয়েছে নতুনত্ব । ফুয়েল গজ এর মাঝে রয়েছে ওয়ার্নিং লাইট ।
ইঞ্জিন এবং পারফর্মেন্স
ইঞ্জিন অন্যান্য সকল হোন্ডা ১১০ সিসি মোটরসাইকেল এর মতই রাখা হয়েছে । ১০৯.১৯ সিসি ইঞ্জিন দ্বারা চালিত লিভো ১১০ এর ক্ষমতা 8.2 BHP @7500 RPM , 8.63NM @5500 RPM । আকর্ষণীয় এই বাইকটি ৪ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন সম্পন্ন । যার টপ স্পীড ৮৬ কিমিঃ প্রতি ঘন্টায় ।
হোন্ডা কোম্পানির মতে নতুন এই মোটরসাইকেলটি প্রায় ৭৪কিমি মাইলেজ দিতে সক্ষম । মোটরসাইকেলটির ব্যাটারি সম্পূর্ণ মেইন্টেন্যান্স ফ্রি ।
ব্রেক এবং সাস্পেনশন
মোটরসাইকেলটির ফ্রন্ট হুইল এর মাঝে রয়েছে ২৪০ মিমি এর একটি অপশনাল ডিস্ক ব্রেক । রিয়ার ব্রেক সিস্টেম হিসেবে রয়েছে ড্রাম ব্রেক যার পরিমাপ ১৩০মিমি। রয়েছে ফুল হাইড্রোলিক লোডেড ফ্রন্ট স্প্রিং , টেস্কপিক ফর্ক সাস্পেনশন ।
বাইকের ব্রেকিং পাওয়ার এভারেজ বললেই চলে এবং রাইডিং কমফোর্ট ভালো । খাটো ব্যাক্তিদের জন্যও সুবিধাজনক উচ্চতার সিট । রিয়ার সাস্পেনশন ৫ স্টেপ এডজাস্টেবল সাস্পেনশন ।
কালার এবং শেড
হোন্ডা লিভো বাংলাদেশে তিনটি ভিন্ন কালার এ পাওয়া যাবে । কালার গুলো হল লাল,নীল এবং কালো ।এছারাও হোন্ডা লিভো এর দাম বাংলাদেশে নির্ধারন করা হয়েছে ১,৩৫,৫০০ টাকা এবং এটি বর্তমানে বাংলাদেশে হোন্ডা এর শো রুম থেকে ক্রয় করতে পারবেন ।
Displacement | 109.19 cc |
Maximum Power | 8.25 Bhp @ 7500 rpm |
Maximum Torque | 8.63 Nm @ 5500 rpm |
No. of Cylinders | 1 |
No. of Gears | 4 |
Seat Height | 800 mm |
Ground Clearance | 180 mm |
Kerb/Wet Weight | 111 kg |
Fuel Tank Capacity | 8.5 litres |
Top Speed | 86 kmph |
Honda Livo Dimension
Length – 2020mm
Width – 746mm
Height – 1099mm
Wheelbase – 1285mm
Ground Clearance – 180mm
Kerb Weight – 111kg
Fuel Tank Capacity – 8.5-litre
Suspension
Front – Telescopic fork
Rear – Spring loaded hydraulic
Tyre Size & Type
Front –80/100-18 (Tubeless)
Rear – 80/100-18 (Tubeless)
Brake Type & Size
Front – Drum 130mm/ Disc 240mm
Rear – Drum 130mm



ইয়ামাহা আর ১৫ ( Yamaha R15) নাকি হোন্ডা সিবিআর(Honda CBR) ?
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭ – Product Review BD
বাইক হোন্ডা সিবি সাইন এর রিভিউ নিয়ে

Very good blog article.Much thanks again. Want more.
Thanks a lot for the blog post.Really looking forward to read more. Cool.
A big thank you for your article post.Thanks Again. Really Great.
Major thanks for the post.Much thanks again. Really Cool.
I appreciate you sharing this article post. Will read on…
Thanks so much for the blog.Really thank you! Will read on…
This is one awesome blog.
I really liked your blog.Really looking forward to read more. Much obliged.
When some one searches for his essential thing, so he/she desires to be available that in detail, therefore that thing is maintained over here.
Hello there, just became alert to your blog via Google, and located that it is really informative. I’m going to be careful for brussels. I will appreciate if you happen to proceed this in future. Numerous folks will be benefited out of your writing. Cheers!
মবিল ককটুকু লাগে
I really love your website.. Pleasant colors & theme.
Did you make this amazing site yourself? Please reply back
as I’m attempting to create my very own website and would love to
know where you got this from or what the theme is named. Thanks!
Also visit my site: tracfone coupon
If some one wants to be updated with most up-to-date technologies then he must be go to see this website and
be up to date every day.
Feel free to surf to my site :: special