ব্রেকিং নিউজ : নুতুন হিরো প্লেজার স্কুটার-২০১৭ লঞ্চ করেছে নিলয় মোটরস
ব্রেকিং নিউজ : নুতুন হিরো প্লেজার স্কুটার-২০১৭ লঞ্চ করেছে নিলয় মোটরস
২০১৭ সালের এপ্রিল থেকেই সকল দুই চাকার যানবাহনগুলো বিশেষ করে মোটরসাইকেল এর মাঝে পরিবেশ বান্ধব BS4 টেকনোলজি সমৃদ্ধ ইঞ্জিন ব্যবহার করার নির্দেশ থাকায় সকল মোটরসাইকেল কোম্পানি তাঁদের মোটরসাইকেল এর মাঝে বিভিন্ন পরিবর্তন আনার চেস্টা অব্যাহত রেখেছে । এবং মডেল লাইন আপেও এনেছে নতুনত্ব ।
তারই সুত্র ধরে হিরো মটোকর্প বাজারে এনেছে, BS4 প্রযুক্তি সম্পন্ন নতুন স্কুটার হিরো প্লেজার ২০১৭ Hero Pleasure 2017
নতুন এর স্কুটার এর বডি পেইন্ট সম্পূর্ণ নতুন শেড এর মাঝে বাজারজাত করা হয়েছে এবং এর মাঝে BS4 কমপ্লায়েন্স সহ রয়েছে AHO [ Automatic Headlamp On ] টেকনোলজি ।
BS-IV কমপ্লায়েন্ট ইঞ্জিন , অটোম্যাটিক হেড ল্যাম্প অন ফিচার , ডুয়েল টোন বডি গ্রাফিক্স ছাড়াও নতুন এই আকর্ষণীয় স্কুটার এর মাঝে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম যা ব্রেকিং ডিসটেন্স ১৫ শতাংশ কমিয়ে এনেছে । এবং ফ্রন্ট কম্পার্টমেন্ট এর মাঝে রয়েছে চার্জিং সকেট ।
বুট লাইট সিট এর নিচে লাগেজ বক্স এর মাঝে রাখা হয়েছে , রয়েছে সিক্স স্পোক আকয় হুইল এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর । হিরো প্লেজার স্কুটার ১০২ সিসি ইঞ্জিন দ্বারা পরিচালিত যা ৭০০০ আরপিএম এ 7PS ক্ষমতা প্রদানে সক্ষম । ভালো ব্রেকিং ক্ষমতার জন্য রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক ফ্রন্ট এবং রিয়ার উভয় সাইডেই ।
বাংলাদেশে [ Hero Pleasure 2017 ] হিরো প্লেজার ২০১৭ স্কুটার এর দাম:
বাংলাদেশে হিরো প্লেজার ২০১৭ এর আমদানিকারক নিলয় মোটরসাইকেল এবং বাংলাদেশে এটি অনেক গ্রাহকের মন জয় করে নিয়েছে । আপনি জানেন কিনা জানিনা , বাংলাদেশে এই স্কুটার সর্বপ্রথম BS4 টেকনোলজি সমৃদ্ধ স্কুটার ।
হিরো প্লেজার স্কুটার ২০১৭ এর দাম বাংলাদেশে যথাক্রমে-
-
১,৩০,০০০ টাকা [ Sheet Metal Wheels ]
-
১,৩৫,০০০ টাকা [ Cast Wheel ]
হিরো প্লেজার ২০১৭ এর ফিচারসমুহঃ
- সম্পূর্ণ ইলেকট্রিক স্টার্ট সিস্টেম
- ডুয়েল টোন বডি পেইন্ট
- ডুয়েল টোন কালার শেড
- মোবাইল ফোন চার্জিং সকেট
- হাই কোয়ালিটি ব্রেকিং ক্যাপাবিলিটি
- টিউবলেস টায়ার
- সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর
- স্টোরেজ কম্পার্টমেন্ট লাইট
- BS IV টেকনোলজি
- AHO টেকনোলজি
- স্পোর্ট লুক
Hero Pleasure 2017 হিরো প্লেজার ২০১৭ কালার ভেরিয়েশনঃ
বাংলাদেশে হিরো প্লেজার এর ৭ টি কালার পাওয়া যাচ্ছে । আপনার পছন্দমত কালারটি বেছে নিতে যেকোন হিরো মোটরসাইকেল এর ডিলারশিপ প্রাপ্ত শো রুম ভিজিট করতে পারেন যেকোন সময় ।
হিরো প্লেজার এর এভেইলেবল কালারগুলো হল –
- পার্ল হোয়াইট
- ম্যাট গ্রে এন্ড ইয়েলো
- ফায়ারি রেড
- ম্যাট গ্রে এবং হোয়াইট
- বোল্ড ব্ল্যাক
- ম্যাট গ্রে
[ Hero Pleasure 2017 ] হিরো প্লেজার ২০১৭ এর স্পেসিফিকেশনঃ
শুধু মাত্র নতুন BS-IV টেকনোলজি ব্যাতিত আকর্ষণীয় এই স্কুটার এর মাঝে তেমন আর কোন পরিবর্তন আনা হয়নি । ইঞ্জিন রয়েছে ১০২ সিসি সিঙ্গেল সিলিন্ডার যা আপনাকে ৭ BHP ম্যাক্স পাওয়ার দিতে সক্ষম । চলুন এক নজরে হিরো প্লেজার ২০১৭ এর সকল স্পেসিফিকেশনগুলো দেখে নেই –
Engine | 102 cc, single-cylinder |
Maximum Power | 6.9 BHP @ 7000 RPM |
Peak Torque | 8.1 Nm @ 5000 RPM |
Transmission | CVT |
Suspension | Bottom Link with Spring-loaded Hydraulic Damper (Front)
Unit Swing with Spring-loaded Hydraulic Damper (rear) |
Brakes | Drum (Front 130 mm), Drum (Rear 130 mm) |
Clutch | Centrifugal Clutch [ Automatic ] |
Starter System | Full Electric Self Start |
MAX SPEED | 77 Kmph |
Battery | 12V [ Maintenance Free ] |
Ground Clearance | 125mm |
Height | 1120mm |
Weight | 100kg [ DRY ] |
Overall Length | 1750 mm |
Overall Width | 705 mm |
Overall Height | 1115 mm |
Ground Clearance | 125 mm |
Seat Height | -NA- |
Wheelbase | 1240 mm |
Kerb Weight | 101 kg |
Fuel Tank Capacity | 5.0 litres |
Under-seat Storage | -NA- |
হিরো প্লেজার ২০১৭ এর মাইলেজ কেমন ?
নতুন হিরো প্লেজার এর মাইলেজ হাইওয়ে এর মাঝে পাবেন ৬৩ কিমি প্রতি ঘন্টা এবং শহরের রাস্তায় ৫৭ কিমি প্রতি ঘণ্টা ।
Highway (estimated) | 63 KMPL |
City (estimated) | 57 KMPL |
হিরো প্লেজার ২০১৭ জনপ্রিয় জাপানি কারমেকার কোম্পানির আকর্ষণীয় স্কুটারটি আপনি এখন বাংলাদেশে পাবেন নতুন BS4 টেকনোলজি দ্বারা সমৃদ্ধ এবং AHO ফিচার এর সাথে ।
আগের মডেল থেকে নতুন এই মডেল সম্পূর্ণ আকর্ষণীয় ফ্রেশ লুক এবং ডুয়েল টোন কালার আপনার নজর কাড়তে হয়তোবা সক্ষম হবে ।
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭ – Product Review BD

Join the discussion