শক্তিশালী ব্যাটারি ও ৮ জিবি র্যাম ফোন আনছে ZTE A0620
শক্তিশালী ব্যাটারির ফোন আনছে ZTE A0620( জেডটিই এ০৬২০)। এতে ৪ হাজার ৮৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি করা হয়েছে। এছাড়াও ফোনটি ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে।
ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে ১.৪ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
৩, ৪ ও ৮ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। দুইটি স্টোরেজে ফোনটি বিক্রি করবে জেডটিই। একটি ৩২ জিবির অন্যটি ৬৪ জিবির।
ছবির জন্য ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাকআপের জন্য আছে ৪৮৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি বেশ কয়েকটি রঙে (black, gold, and silver color)পাওয়া যাবে।
Join the discussion