সেরা ২০টি ছেলেদের ফেসওয়াস

সেরা ২০ টি ছেলেদের ফেসওয়াস

সেরা ২০ টি ছেলেদের ফেসওয়াস নিয়ে আলোচনা করব।ভালো ফেসওয়াশ ব্যবহারে মুখের ত্বকের ধুলাবালি পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের ব্রণের আশংকা যেমন কমে, তেমনি ত্বক স্বাভাবিক লাবণ্যময়তা ধরে রাখে।

তাই বাইরে থেকে ফিরে একটি ভাল ফেসওয়াস দিয়ে মুখের ত্বক পরিষ্কার করা উচিত।

%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be

আচ্ছা ?

ছেলেদের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াস কোনটি?

এবং ত্বক পরিষ্কার এর পাশাপাশি মূখের ব্রন দুর করবে এবং মুখের তৈলাক্ততা দূর করবে?

আজকাল কস্মেতিক্স কোম্পানি মেয়েদের পণ্য বানানোর  পাশাপাশি ছেলেদের মুখের যত্নে ছেলেদের ফেসওয়াশ, ছেলেদের মুখের ক্রিম, ছেলেদের জন্য ক্রিম বানাচ্ছে।

অনেক পাঠক জানতে চেয়েছেন, ছেলেদের ত্বক ফর্সা করার উপায়।

 

 ছেলেদের ফর্সা হওয়ার সহজ উপায়,  ছেলেদের জন্য ক্রিম এবং ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম নিয়ে আসছি পরের পর্বে।

 

আসুন দেখে নেই ছেলেদের ফেসওয়াশ এর সেরা ২০ টি ফেস ওয়াশ নিয়ে

১। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফেস ওয়াশ

Fair & Lovely Max Fairness Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6

দামঃ ১৮৫ টাকা

পরিমানঃ ৫০ গ্রাম

  • ইউভি প্রটেকশন এর সাথে ফোম এর মত ফেস ওয়াশ।
  • ত্বক ফর্সা করে এবং স্পট কমিয়ে আনে।
  • দিনে অন্তত ২ বার সমগ্র মুখ ও গলায় ব্যবহার করা।
  • পুরুষের শক্ত ত্বক এর জন্য রয়েছে ডিপ ক্লিন ইম্পুরিটিস(ছেলেদের ফেসওয়াস)।
  • দীর্ঘ সময় ফেয়ারনেস দেয়।
  • ত্বক তৈল মুক্ত ও মসৃণ করে রাখে (তৈলাক্ত ত্বকের)।

 

২। হিমালয়া ইন্টেনস অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ

Himalaya Intense Oil Clear Lemon Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae

দামঃ ১৭০ টাকা

পরিমানঃ ৫০ মিলি.

  • ভেষজ হারবাল দিয়ে প্রস্তুত, সাবান ব্যবহার করা হয় নি।
  • আলতো করে মুখ পরিষ্কার করে ও অতিরিক্ত তেল সরিয়ে ফেলে।
  • ইম্পুরিটিস ও পলুট্যান্টস দূর করতে সাহায্য করে।
  • হারবাল এবং লেবুর নির্যাশ থেকে প্রস্তুত করা হয়।

 

৩। হিমালয়া পাওয়ার গ্লো লিসোরাইস ফেস ওয়াশ

Himalaya Power Glow Licorice Face Wash

%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae

দামঃ ১৮০ টাকা

পরিমানঃ ৫০ মিলি.

  • সাবান বিহীন ফেস ওয়াশ।
  • আলতো করে মুখ পরিষ্কার করে ও ত্বকের মৃত কোষ গুলো নতুন করে তোলে।
  • একটিভ বুস্ট টেকনোলজি এর পাওয়ার।
  • দেয় ঠান্ডা অনুভুতি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য বিদ্যমান।
  • স্কিন এর উজ্জলতা বৃদ্ধি করে ও মৃত কোষ জীবিত করে।
  • ত্বক এর সঠিক যত্ন নেয়।
  • লাইসোরাইস, আলফালফা ও কাঠের গুঁড়ো পাউডার দিয়ে প্রস্তুত করা হয়।

 

৪। ভেসলিন ম্যান হোয়াটেনিং ফেস ওয়াশ

Vaseline Men Whitening Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae

দামঃ ১২০ টাকা

পরিমানঃ ৫০ মিলি.

  • ময়লা দূর করে এবং ত্বকের মৃত কোষ গুলো সরিয়ে ফেলে।
  • ত্বকের পুষ্টি ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে।
  • ত্বকের উজ্জলতা ঠিক রাখে।
  • মুখ পরিষ্কার করে এবং দীপ্তিময় করে।
  • মুখের বিভিন্ন স্পট এর দাগ মুছে ফেলে।
  • এর মধ্যে রয়েছে ভিটামিন বি৩ এবং অ্যান্টিঅক্সিডেন্টস।

 

৫। পন্ডস ম্যান এনার্জি চার্জ ফেস ওয়াশ

Pond’s Men Energy Charge Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae

দামঃ ১২০ টাকা

পরিমানঃ ৫০ গ্রাম

  • স্কিন এর সঠিক যত্ন নেয়।
  • মৃত কোষ কে জাগিয়ে তুলে।
  • তাৎক্ষণিক স্কিন পরিস্কার করে এবং উজ্জলতা বৃদ্ধি করে।
  • স্কিন এর জন্য দেয় শিতল অনুভূতি।

 

৬। পন্ড’স ম্যান অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ

Pond’s Men Oil Control Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89

দামঃ ১৪০ টাকা

পরিমানঃ ৫০ গ্রাম

  • স্কিন এর অতিরিক্ত তেল শোষণ করে।
  • সাইক্লিক এসিড এর মত কাজ করে।
  • মুখের বিভিন্ন দাগ ও ব্রণ এর হাত থেকে রক্ষা করে।
  • মুখ পরিস্কার করে।
  • স্কিন এর ছিদ্র ছিদ্র দাগ গুলু মুছে ফেলতে সাহায্য করে।
  • হাজেল নির্যাশ ও খনিজ কলের মিশ্রণে প্রস্তুত করা হয়।

 

৭। ছেলেদের জন্য Oxy Perfect ফেসওয়াসঃ

OXY Perfect Wash-এর দাম পরবে ৩২০ টাকা ।

oxy-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8

১.OXY ACTIVE WITH SCRUBBING
GRANULES FACE WASH(50 GM ২১০টাকা।
২. OXY DEEP FACE WASH(50 G) ১৭০টাকা।

পরিমানঃ ৫০ গ্রাম

  • এটি অ্যান্টি-একনি ও ব্রণ এর দূর করার ফেস ওয়াশ।
  • স্কিন এর নষ্ট চামড়া ও ময়লা দূর করে।
  • স্কিন এর কাল দাগ গুলোর উজ্জলতা বৃদ্ধি করে।
  • ঘাম জনিত ময়লা দূর করে ও স্কিন এর সঠিক যত্ন নেয়।
  • এটি অ্যান্টি-ব্যাকটেরিয়া, সুতরাং এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে।
  • ওলেয়া ইউরোপিয়া ফলের তেল, সাল্ভিয়া অফিসিনালিস পাতা ও মেনথল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

 

৮। এভারইয়ুথ ম্যানজ পলুশন ডিফেন্স ফেস ওয়াশ

Everyuth Menz Pollution Defence Face Wash

%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae

দামঃ ৮০ টাকা

পরিমানঃ ১০০ গ্রাম

  • স্কিন এর ছিদ্র এর ময়লা দুর করে।
  • উজ্জলতা বৃদ্ধি করে।
  • স্কিন এর তৈলাক্ত ভাব দূর করে।
  • পরিস্কার ও ফ্রেশ স্কিন প্রদান করে।

 

৯। এভারইয়ুথ ম্যানজ স্কিন ব্যালেন্সিং ফেস ওয়াশ

Everyuth Menz Skin Balancing Face Wash

%e0%a6%ab%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae

দামঃ ১৬০ টাকা

পরিমানঃ ১০০ গ্রাম

  • জেল সমৃদ্ধ ফেস ওয়াশ
  • স্কিন গভীরে পরিস্কার করতে সক্ষম।
  • স্কিন এর কোন ক্ষতি হয় না।
  • সঠিক ময়েশ্চারাইজ ও রিফ্রেশড স্কিন প্রদান করে।

১০। গার্নিয়ার ম্যান ইনটেন্স ফ্রেশ ফেস ওয়াশ

Garnier Men Intense Fresh Face Wash

%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc

দামঃ ২২০ টাকা

পরিমানঃ ১০০ গ্রাম

  • জেল ভিত্তিক ফেস ওয়াশ।
  • মৃত কোষ ও চামড়া পরিস্কার করে।
  • স্কিন অনেক সফট করে তুলে।
  • স্কিন এ এক্সট্রা বুস্ট প্রয়োগ করে, এতে স্কিন ক্ষমতা বৃদ্ধি পায়।
  • সারাদিন স্কিন পরিস্কার ও ফ্রেশ করে রাখে।
  • ময়লা ও স্কিনের অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে।
  • জিংসেন ও সবুজ চা এর মিশ্রণে এটি প্রস্তুত করা হয়।

 

১১। নিভিয়া এডভান্স হোয়াটেনিং ডার্ক স্পট রিডাকশন ১০ ইন ১ ফেস ওয়াশ

Nivea Advanced Whitening Dark Spot Reduction 10 in 1 Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95

দামঃ ২২০ টাকা

পরিমানঃ ১০০ মিলি.

  • মুখের দাগ দূর করে ও ব্রণ এর হাত থেকে রক্ষা করে।
  • স্কিন এর গভীরে পরিস্কার করে, তেল থেকে টানা ১২ ঘণ্টা সুরক্ষা দেয়।
  • এটি ডেরম্যাটোলজিক্যালি পরীক্ষিত।
  • ১০ গুন বেশি ফেয়ারনেস প্রদান করে।
  • ত্বক কে করে মসৃণ ও উজ্জ্বল।
  • সকল ধরনের স্কিনের জন্য উপযোগী।

 

১২। গার্নিয়ার পাওয়ারলাইট ইন্টেন্সিভ ফেয়ারনেস ফেস ওয়াশ

Garnier PowerLight Intensive Fairness Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0

দামঃ ২৬০ টাকা

গার্ণীয়ার মেন পাওয়ারলাইট ওয়েল কন্ট্রোল ফেয়ারনেস ক্রিম রিভিউ

পরিমানঃ ১০০ গ্রাম

  • তেল, ময়লা ও নষ্ট চামড়া তুলে স্কিন পরিস্কার করে।
  • মৃত কোষে মাইক্রো-পলিশিং এর দ্বারা ক্লিন করে।
  • স্কিন এর উজ্জলতা বৃদ্ধি করে।
  • আঙ্গুর এর রস ও লেবু এর মিশ্রণে প্রস্তুত করা হয়।

 

১৩। ভি এল সি সি ম্যান একটিভ লাইট ফেস ওয়াশ

VLCC Men Active Light Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae

দামঃ ২৬০ টাকা

পরিমানঃ ১০০ মিলি.

  • ব্লেমিশেস এর বিরুদ্ধে ফাইট করে।
  • মৃত চামড়া সরিয়ে ফেলে।
  • মুখের ছিদ্র দূর করে।
  • তৈলাক্ত ভাব দূর করে।
  • যে কোন ধরনের স্কিন এর জন্য উপযোগী।
  • তুত সার ও পুদিনা পাতা এর মিশ্রণ করে প্রস্তুত করা হয়।

 

১৪। গার্নিয়ার ম্যান অয়েল ক্লিয়ার ডিপ ক্লিন্সিং ফেস ওয়াশ

Garnier Men Oil Clear Deep Cleansing Face Wash

%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8

দামঃ ২৮০ টাকা

পরিমানঃ ১০০ গ্রাম

  • খনিজ মাটি সমৃদ্ধ ফেস ওয়াশ।
  • সকল ময়লা থেকে স্কিন কে পরিস্কার রাখে।
  • স্কিন কে রাখে ফ্রেশ।
  • ক্রিও মেন্থল পাতা দ্বারা ঠান্ডা অনুভুতির সৃষ্টি করে।
  • তৈলাক্ত ভাব দূর করে।
  • ত্বকের প্রয়োজনীয় হাইড্রেশন প্রদান করে।

 

১৫। গার্নিয়ার একনো ফাইট ৬ ইন ১ পিম্পল ক্লিয়ারিং ফেস ওয়াশ

Garnier Acno Fight 6 in 1 Pimple Clearing Face Wash

%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae

দামঃ ৩২০ টাকা

পরিমানঃ ১০০ গ্রাম

  • ত্বকের লাল ভাব দূর করে এবং ব্রণ এর হাত থেকে রক্ষা করে।
  • ত্বকের ছিদ্র মুছে ফেলে।
  • মুখের কালো দাগ দূর করে এবং উজ্জলতা বৃদ্ধি করে।
  • স্কিন এর অতিরিক্ত তেল অপসারন করে।
  • ব্রণ প্রবণ ত্বকের জন্য এটি খুব উপকারি।
  • লেবু, মেনথল, গ্লিসারিন ও সিন্থেরিক ওয়াক্স এর মিশ্রণে প্রস্তুত করা হয়।

 

১৬। নিভিয়া এডভান্স হোয়াটেনিং অয়েল কন্ট্রোল ১০ ইন ১ ফেস ওয়াশ

Nivea Advanced Whitening Oil Control 10 in 1 Face Wash

%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%94%e0%a6%b7%e0%a6%a7

দামঃ ৩৫০ টাকা

পরিমানঃ ১০০ গ্রাম

  • ত্বকের গভীরে পরিস্কার করে।
  • ব্যাকটেরিয়া থেকে দেয় ৯৯% সুরক্ষা।
  • মুখের কালো দাগ দূর করে ও উজ্জলতা বৃদ্ধি করে।
  • সর্বোচ্চ ১২ ঘন্টা পর্যন্ত তৈলাক্ত ভাব থেকে দূরে রাখে।

 

১৭। ও+ ম্যান টি ট্রি মেলা ড্যারম ক্লিনসিং জেল ফেস ওয়াশ

O3+ Men Tea Tree Mela Derm Cleansing Gel Face Wash

%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b

দামঃ ৩৮০ টাকা

পরিমানঃ ৫০ মিলি.

  • চেহারা ও স্কিন এর সঠিক যত্ন নেয়।
  • স্কিন এর উজ্জলতা বৃদ্ধি করে। শুষ্ক চামড়ার স্কিন এর জন্য খুব উপকারি।
  • ত্বকের কোন ক্ষতি না করে সর্বোচ্চ ক্লিন করে।
  • ত্বকের বিভিন্ন ময়লা, ব্রন এর হাত থেকে স্কিন কে পরিস্কার রাখে। মুখের ছিদ্র গুলোতে ডিপ ক্লিন করে থাকে।
  • চা পাতা ও এলোভেরা সমৃদ্ধ এই ফেস ওয়াশ।

 

১৮। অরিফ্লেম নর্থ ফর ম্যান এক্টিভ ফেয়ারনেস ফেস ওয়াশ

Oriflame North For Men Active Fairness Face Wash

%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8

দামঃ ৫৮০ টাকা

পরিমানঃ ১৫০ মিলি.

  • শোষণ মুক্ত ফেস ওয়াশ।
  • স্কিন এর অতিরিক্ত তেল ও ময়লা দূর করে।
  • স্কিন এর ভারসাম্য ধরে রাখে।
  • সবসময় স্কিন কে রাখে পরিস্কার, ফ্রেশ।
  • আর্কটিক প্রো ডিফেন্স সমৃদ্ধ।

 

১৯। লোরিয়েল ম্যান এক্সপার্ট হায়েড্রা এনার্জিক স্কিন এওয়াকেনিং আইসি ক্লিনসিং জেল

L’Oreal Men Expert Hydra Energetic Skin Awakening Icy Cleansing Gel

ছেলেদের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াস কোনটি?

দামঃ ৬২০ টাকা

পরিমানঃ ১০০ মিলি.

  • সতেজ ও মসৃণ ত্বক প্রদান করে।
  • ত্বকের ছিদ্র দূর করে।
  • ত্বকে প্রাকৃতিক উপাদান নিশ্চিত করে।
  • ত্বকের গভীরে পরিস্কার করে ও সঠিক যত্ন নেয়।
  • স্কিন এর ময়েশ্চারাইজ ঠিকরাখে।

 

২০। নিউট্রেজেনা ম্যান স্কিন ক্লিয়ারিং একনি ওয়াশ ফেস ওয়াশ

Neutrogena Men Skin Clearing Acne Wash Face

ছেলেদের মুখের ব্রণ ও তেল দূর করবে কি ক্রিম

দামঃ ৯৬০ টাকা

পরিমানঃ ১৫০ মিলি.

  • ব্রণ ও ব্রণ জনিত দাগ দূর করে।
  • স্কিন এর গভীরে ক্লিন করে।
  • ত্বকের রুক্ষতা দূর করে।
  • স্কিন এর তৈলাক্ত ভাব দূর করে।
  • ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও সঠিক ফেয়ারনেস প্রদান করে।

এর মধ্যে ২% সালিসাইলিক আসিড ব্যবহার করা হয়েছে।

জেনে নিন ফেসওয়াস ব্যবহারে কিছু সতর্কতা

১) ছেলেদের ফেসওয়াস কেনার আগে দেখুন আপনার ত্বক কি শুষ্ক না তেলতেলে নাকি সাধারণ; সেই হিসেবে ফেসওয়াস কিনুন।

২) আমাদের মুখের ত্বকের পিএইচ (ph) মান হচ্ছে ৫.৫। ফেসওয়াস কেনার আগে দেখে নিবেন ফেসওয়াসের পিএইচ মান কত।

৫) একইসাথে কয়েকটি ফেসওয়াস ইউজ করবেন না। এতে আপনার মুখের ত্বকের মারাত্মক ক্ষতি হবে।

ফেসওয়াস ব্যবহারে একটু সতর্কতা আপনাকে এনে দিতে পারে সুন্দর ত্বক। সুস্থ-উজ্জ্বল ত্বক কে না চায়? উজ্জ্বল ত্বক পেতে আপনি এতটুকু সতর্কতা অবলম্বন করতেই পারেন।

ছেলেদের ত্বক ফর্সা করার উপায়

http://www.somewhereinblog.net/blog/real_hasnain/29977738

ছেলেদের জন্য সময়ের সেরা ৬টি ফেসওয়াশ

http://www.beshto.com/contentid/668664

Join the discussion

30 thoughts on “সেরা ২০টি ছেলেদের ফেসওয়াস

  1. Hey! I know this is kinda off topic but I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog post or vice-versa? My site goes over a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you’re interested feel free to send me an email. I look forward to hearing from you! Awesome blog by the way!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।