হুয়াওয়ে জিআর৫ জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে।

হুয়াওয়ে জিআর৫(Huawei GR5 )

১৮৯৯০/- টাকা
8.7

Design

8.9/10

Touch and Display

8.7/10

Software

8.6/10

Camera

8.4/10

Battery lIfe

9.0/10

Pros

  • নতুন ডিজাইন
  • দীর্ঘস্থায়ি ব্যাটারি
  • মাইক্রোফোন সাউন্ড

Cons

  • Wireless charging নেই ।
  • battery রিমুভ করা যায় না ।

হুয়াওয়ে জি আর৫(Huawei GR5)

হুয়াওয়ে মোবাইল এর হুয়াওয়ে জি আর৫(Huawei GR5 ) নতুন মোবাইল ফোন মোবাইল বাজার ২০১৬ তে বিক্রিতে ধুম এনেছে। হুয়াওয়ে জিআর৫ মডেল এই মোবাইল ফোন জুলাই ২০১৬ তে বাজারে আসে। হুয়াই মোবাইল বিডি ব্র্যান্ড এর এই নতুন স্মার্ট  ফোনটি ২০১৬ সালের মধ্যবর্তী সময়ে বাংলাদেশের বাজারে এসে অনেকটা জনপ্রিয়তা অর্জন করে।

চাহিদার শীর্ষে হুয়াওয়ে জিআর ফাইভ আর ওয়াল্টন, সিম্ফনি, স্যামসাং এর পর হুয়াওয়ে মোবাইল ও বাংলাদেশের জনপ্রিয় মোবাইল কোম্পানি।

huawei-gr5

বর্তমানে বাজারে চাহিদার শীর্ষে রয়েছে হুয়াওয়ে জিআর৫(Huawei GR5 )।

পড়তে ক্লিক করুনঃ হুয়াওয়ে ওয়াই ৬ প্রো স্মার্টফোন

 

হুয়াওই জিআর৫ (Huawei GR5 )এর  ভাল দিকঃ

১. নতুন ডিজাইন

২.  দীর্ঘস্থায়ি ব্যাটারি

৩. মাইক্রোফোন সাউন্ড

হুয়াওয়ে জিআর৫(Huawei GR5 ) এর খারাপ দিকঃ

Wireless charging নেই ।

battery রিমুভ করা যায় না ।

হুয়াওয়ে জিআর৫(Huawei GR5 ) Review:

[wp-review id=”2427″]

Click to read হুয়াওয়ে পি ৯ মোবাইল

Video:

 

 TVC

 

বাংলাদেশের বাজারে ছাড়ার মাত্র সাতদিনেই ২০০০ ইউনিট হুয়াওয়ে জিআর৫ বিক্রি হয়েছে। এখন বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে হুয়াওয়ে কর্তৃপক্ষ। অতি শিগ্রই বাড়তি চাহিদা মেটাতে নতুন স্টক আনছে হুয়াওয়ে।

এটি সর্বশেষ টেকনোলজি দিয়ে নির্মিত নতুন জেনারেশন এর স্মার্ট ফোন এবং উল্লেখ্য যে, এর অত্যাধুনিক ডিজাইন ও পারফমেন্স অন্য হুয়াওয়ে স্মার্ট ফোন এর মতই বৈশিষ্ট্যযুক্ত।

হুয়াওয়ে  জিআর৫ সর্বশেষ আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আন্ড্রয়েড ৫.১ (ললিপপ) এবং এটি ৪জি নেটওয়ার্ক সাপোর্টেড। এছাড়াও বিভিন্ন আন্ড্রয়েড অ্যাপ্লিকেশান সাপোর্ট ও ফিচার রয়েছে।

%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%ab-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae

 Huawei GR5 স্পেসিফিকেশনঃ

ডিসপ্লেঃ এফএইচডি ৫.৫ ইঞ্চি, ১০৮০×১৯২০ পিক্সেল।

সিপিইউঃ কুয়ালকম এমএসএম৮৯৩৯ অক্টাকোর

অপারেটিং সিস্টেমঃ  আন্ড্রয়েড ৫.১ (ললিপপ)

রমঃ ১৬ জিবি

র‍্যামঃ ২ জিবি

ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

সিমঃ ডুয়েল সিম (একসাথে সচল)

ব্যাটারিঃ ৩০০০ এমএএইচ (লং টাইম ব্যাটারি লাইফ)

সেনসরঃ ফিঙ্গারপ্রিন্ট, এক্সেলেরমিটার, প্রক্সিমিটি, কম্পাস

জি আর৫ ফোন এর দাম:  ১৮,৯৯০/- টাকা মাত্র

রিলিজঃ জুলাই, ২০১৬

হুয়াওয়ে জিআর৫(Huawei GR5 ) রিভিউ

আমরা জানি যে, হুয়াওয়ে কোম্পানি বিভিন্ন রকমের স্মার্ট ফোন বাজারে আনছে। জিআর৫ এর ব্যাতিক্রম নয়। এর বেকবডি ব্রাশমেটাল ইউনি-বডি স্ট্রাকচার এ গঠিত। এর ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেনসর পিছনের দিকে।

জিআর৫ এর মাইক্রো সিম এবং হাইব্রিড কী বামদিকে, ভলিউম ও ওয়ার বাটন ডান দিকে। এর এন্ড্রয়েড দিক নির্নয় বাটন স্ক্রিন এর মধ্যেই। এছাড়া এটাতে শুধুমাত্র মাইক্রো সিম ব্যাবহার হয়েছে।

কারন পরীক্ষা ইউনিটের সময় ন্যানো সিম ত্রুটি পূর্ণ ছিল।

মাইক্রো সিম খুব ভালো সুবিধা দেয়।

 

 ক্লিক হুয়াই ফোন জিআর থ্রি (GR3)

 

হুয়াওয়ে কোম্পানি কঠোর পরিশ্রম করে নিজস্ব ডিজাইন বের করতে এবং হুয়াওয়ে জিআর৫ তারই প্রমাণ। জিআর৫ এর বডি মেটাল কিন্তু এর দাম অনেকটাই স্বল্প। মেটাল বডি কে ইউনি-বডি করতে অ্যালুমিনিয়াম এর সিঙ্গেল পিস থেকে কাটা হয়েছে।

এতে ফোন হাতে ব্যাবহার করতে সুবিধা পাওয়া যায় এবং বর্তমানে এত স্বল্প দামে ইউনি-বডি এর কোন পাওয়া যায় না।

হুয়াওয়ে জিআর৫ এর ডিসপ্লে ৫.৫ ইঞ্চি এলপিএস স্ক্রিন। এর রেজুলাশন ১০৮০*১৯২০ পিক্সেল। হুয়াওয়ে জিআর৫ এর মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। যা সনি আইএমএক্স২১৪ সেনসর দ্বারা 6+চালিত হয়।

%e0%a6%b9%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0%e0%a7%ab

এর  ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এর মেইন ক্যামেরার সঙ্গে এফ/২.০ ফ্ল্যাশ রয়েছে। যখন ছবি তুলা হয় তখন ভাইব্রেন্ট করে এবং ছবির সকল তথ্য প্রদর্শন হয়।

এই ফোন এর মেইন ক্যামেরা সম্পুর্ন দিনের আলোতে সঠিক কালার কারেকশন করতে পারে।

সামনের ক্যামেরাও খুব ভালো। গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে অনেক সহজ মনে হয়। এতে, বিভিন্ন ফিল্টারস রয়েছে এবং বিউটি মোড, টাইমলেপ্স মোড এ প্যানোগ্রামা, এইচডিআর, স্ল-মোশন ভিডিও করা যায়।

হুয়াওয়ে জিআর৫ এ রয়েছে ৩০০০ এমএএইচ এর ব্যাটারি। কিন্তু, এটি বডি এর সাথে সংযুক্ত করা, তাই রিমুভ করা যায় না। এটি দীর্ঘ সময় চার্জ প্রদান করে।

এর রয়েছে, আটটি কোর বিশিষ্ট অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর। এর স্পীড ১.৫ গিগাহার্টজ এর সাথে এড্রেনো ৪০৫ জিপিইউ রয়েছে। এর আরও রয়েছে ২জিবি র‍্যাম ও ১৬ জিবি মেমোরি।

ইমোশন ইউআই ৩.১ স্কিন এর উপর ভিত্তি করে এন্ড্রয়েড ৫.১.১ ভার্শন। এটাতে টাচ স্ক্রিন ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এ কিছুটা ডিলে রয়েছে। এটাতে আরও সাবওয়ে সাফার ও অ্যাসফাল্ট ৮- এয়ারবর্ন গেমস খেলতে সমস্যা হয়।

এই ফোন মিডিয়াম সেটিং এর এবং খুব স্মুথলি ব্যাবহার করতে হয়। নাহলে আনুমানিক প্রায় ৫ মিনিটের মধ্যেই গরম হয়ে যায়।

বর্তমানে মোবাইল বাজারে হুয়াওয়ে মোবাইল ব্র্যান্ড এর মোবাইল ফোন এর চাহিদা ব্যাপক। হুয়াওয়ে জিআর৫ বাজারের সেরা চাহিদায় পরিনত। হুয়াওয়ে মোবাইল দাম মোটামুটি কম।

জি আর৫ ফোন এর দাম মাত্র ১৮,৯৯০ টাকা।

গ্রামীনফোন কোম্পানি এর মোবাইল মেলায় হুয়াওয়ে জি আর৫ স্মার্ট ফোনটির উদ্ভোধন করে হাওয়াই মোবাইল।

আপনি এই পারফমেন্স এর মোবাইল ফোনগুলির মধ্যে অল্প দামে হুয়াওয়ে জিআর৫ ই সেরা ফোন হিসেবে কিনতে পারেন। হুয়াই মোবাইল কেমন

বিভিন্ন মোবাইল অপারেটর এর হুয়াওয়ে জিআর৫ এর অফারঃ

Grameen phone offer: https://www.grameenphone.com/shop/phones/product/huawei-gr5#tab-package-specification1

https://www.robi.com.bd/current-offers/robi-huawei-bonus-offer-huawei-gr5-mini-huawei-gr5-huawei-y6-ii?lang=eng

Summary
Review Date
Author Rating
41star1star1star1stargray

Join the discussion

40 thoughts on “হুয়াওয়ে জিআর৫ জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে।

  1. Thank you for sharing excellent informations. Your website is so cool. I am impressed by the details that you have on this site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my pal, ROCK! I found simply the info I already searched all over the place and simply couldn’t come across. What a great web-site.

  2. I enjoy you because of your entire effort on this web page. Gloria really loves working on investigations and it’s really obvious why. Many of us know all relating to the dynamic tactic you provide worthwhile strategies by means of this web blog and in addition recommend contribution from others on the subject matter then our child is truly learning so much. Enjoy the remaining portion of the new year. You’re the one performing a pretty cool job.

  3. Undeniably believe that that you stated. Your favourite justification appeared to be on the internet the simplest factor to understand of. I say to you, I certainly get irked whilst other folks consider concerns that they plainly don’t recognise about. You controlled to hit the nail upon the highest and also defined out the whole thing without having side-effects , other folks can take a signal. Will probably be again to get more. Thank you

  4. I simply wanted to say thanks all over again. I do not know what I could possibly have achieved in the absence of the type of tricks contributed by you concerning such a industry. It seemed to be the daunting problem for me, but taking a look at a new specialized strategy you treated it took me to jump with contentment. I’m just happy for your guidance and believe you comprehend what an amazing job that you are doing teaching the others through your blog. Probably you have never come across any of us.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।