হুয়াওয়ে পি ১০ (HUAWEI P10) রিভিউ
হুয়াওয়ে পি ১০ (HUAWEI P10) রিভিউ
হুয়াওয়ে পি ১০ (HUAWEI P10) রিভিউ নিয়ে আজকের আলোচনা। হুয়াওয়ে গত কয়েক বছর ধরেই একের পর এক আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ ফোন ক্রেতা সাধারণের মাঝে দিয়ে আসছে ।
আর এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে পি ৯ এর পর এবার তাঁদের নতুন ফ্ল্যাগশিপ ফোন হুয়াওয়ে পি ১০ ও এসে গেছে এবং বাংলাদেশেও পাওয়া যাবে এবং প্রি ওর্ডার চলছে বিভিন্ন ব্র্যান্ড শপ এর মাঝে এবং এছাড়াও সিম অপারেটর সার্ভিস রবি দিচ্ছে আকর্ষণীয় ১৫ জিবি ফ্রি অফার হুয়াওয়ে পি ১০ এর ক্রেতাদের জন্য ।
সুবিধাসমুহঃ
- সলিড ডিজাইন
- এক্সপান্ডেবল স্টোরেজ
- অল ডে ব্যাটারি লাইফ
- ডিসেন্ট পারফর্মেন্স
অসুবিধাসমুহঃ
- ইমোশন ইউআই অনেক বেশি এডভারটাইজমেন্ট সম্পন্ন
- লো ক্যামেরা এপার্চার
- গুগল ডে ড্রিম ফিচার নেই
- দাম বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যম দামের উপরে
- অন্যান্য সকল ফোনের সাথে তুলনামূলক এই দামে ব্যাটারি লাইফ কম
রিভিউ স্কোরঃ
[wp-review id=”4787″]
যাই হোক চলুন তবে নতুন আকর্ষণীয় এই ফোনটির সকল তথ্য এক পলকে দেখে নেই –
হুয়াওয়ে পি১০ [ HUAWEI P10 ]এর ফিচারসমুহঃ
- ৫.১” ১০৮০পিক্সেল ডিসপ্লে [ পি-১০]
- ৫.৫” -২কে ডিসপ্লে [ পি-১০ প্লাস]
- ২০ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আরজিবি সেন্সর
- এফ/২.২ লেন্স
- ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৩,২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি
- ইএমইউআই ৫.১
- ৪ জিবি র্যাম
হুয়াওয়ে পি১০ এর প্রধান ফিচারঃ
হুয়াওয়ে পি১০ এর মাঝে কি-ফিচার হিসেবে থাকছে নতুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেভিগেশন সিস্টেম । এছাড়াও রয়েছে নতুন ক্যামেরা ফিচার ল্যান্ডস্ক্যাপ এবং পোট্রেট মুড এ ছবি তোলার জন্য ।
তবে সবচাইতে বেশি কোম্পানির পক্ষ থেকে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার ফিচারকেই হাইলাইট করা হচ্ছে ।
ইন্টারফেস এর মাঝে নেভিগেট করার জন্য আপনার প্রয়োজন পরবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর মাঝে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখা । প্রথম কয়েকদিন নতুন অবস্থায় আপনার কাছে এর ফিচার একটু জটিল মনে হলেও এক সপ্তাহ পর আপনি এর ফিচার গুলো সহজেই বুঝে যাবেন ।
এডভান্স অপশন গুলোর মাঝে আছে হোমস্ক্রিনের মাঝে কিছু নতুন ফিচার ।
স্ক্যানার এর মাঝে আপনি যদি একবার প্রেস করেন তবে এটি স্ট্যান্ডার্ড ব্যাক বাটনের কাজ করবে আর লং প্রেস আপনাকে হোম স্ক্রিনে নিয়ে যাবে ।
ডান পাশে এবং বাম পাশে সোয়াইপ করলে আপনি এপস ওভারভিউ স্ক্রিন লক্ষ্য করতে পারবেন ।
হুয়াওয়ে পি–১০ এবং হুয়াওয়ে পি–১০ প্লাস এর দাম বাংলাদেশে-
হুওয়াওয়ে পি১০ = ৫৬,৯৯০ টাকা হুয়াওয়ে পি১০ প্লাস= ৬৬,৯০০ টাকা
হুয়াওয়ে পি–১০ [ HUAWEI P10 ] এর ডিজাইন এবং লুক–
অনেকটা আইফোন সিক্স এস এর মতোই হুয়াওয়ে পি-১০ রাউন্ড শেপ এর এবং দেখতে অনেক আকর্ষণীয় মেটালিক লুক । অন্যান্য সকল হুয়াওয়ে ফোনের থেকে এটি হ্যান্ডেল করা সহজ ।
এবং এবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সামনের দিকে হবার ফলে আপনার ফোন হাতে ধরে রাখার অনুভুতিই হতে পারে অন্যরকম।
এই প্রথম হুয়াওয়ে তাঁদের সিকিউরিটি স্ক্যানার সিস্টেম ফোনের সাম্নের দিকে ডিসপ্লের নিচে দিয়েছে যা স্যামসাং এর হোম কি এর মতোই অনেকটা দেখা যায় ।
আপনি যদি একজন অ্যাপল এর আইফোনের ডিজাইন প্রেমী হয়ে থাকেন কিন্তু আইওএস বাদে একইরকম ডিজাইনের মাঝে এন্ড্রয়েড ফোন এর খোঁজে থাকেন তবে আপনি হুয়াওয়ে পি-১০ অনায়াসে কিনে নিতে পারেন ।
তাছাড়া ভালো ডিসপ্লে প্রোটেকশনের জন্য এর এর মাঝে রাখা হয়েছে গরিলা গ্লাস ভার্সন ৫ যা সম্পূর্ণ স্ক্র্যাচ রেজিস্টেন্স ।
মাত্র ৭ মিমি থিকনেস এবং 145 গ্রাম ওজনের আকর্ষণীয় একটি স্মার্টফোন হিসেবে শুরুতেই অনেকের মন জয় করে নিতে সক্ষম হয়েছে হুয়াওয়ে এর নতুন পি-১০ ।
মুল্যবান সকল তথ্য স্টোর করে রাখার জন্য আছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ এবং ২৫৬ জিবি পর্যন্ত সাপোর্টেড স্টোরেজ সুবিধা ।
হুয়াওয়ে পি–১০ ডিসপ্লেঃ
ফুল এইচডি ৫.১” ইঞ্চি ডিসপ্লে থাকছে নতুন হুয়াওয়ে পি-১০ এর মাঝে যা সম্পূর্ণ ব্রাইট এবং কালারফুল । আর আপনি যদি আরো অনেক বেশি হাই রেজুলেশনের কিছু খুঁজে থাকেন তবে অবশ্যই পি ১০ প্লাস এর কথা ভুলে যাবেন না ।
এলজি এবং স্যামসাং এর সাথে তুলনার দৌড়ে দেখা যায় স্যামসাং এর মাঝে রয়েছে কিউএচডি প্যানেল কিন্তু হুয়াওয়ে এর পি ১০ আসার পর পরই সনি তাঁদের ফোনের মাঝে 4K ৪কে প্যানেল দেবার কথা জানিয়েছে ।
যা অবশ্যই পি ১০ থেকে বেশি ভালো হবে । তবে, কেন পি ১০ এর মাঝে ডিসপ্লে আপডেট করা হয়নি এ ব্যাপারে কিছু জানা যায়নি যদিও পি ১০ প্লাস এর মাঝে রয়েছে QHD কিঊচডি ডিসপ্লে।
৫.১” ডিসপ্লের মাঝে আপনি পাচ্ছেন ১০৮০পিক্সেল রেজুলেশন এবং পি ১০ প্লাস এর মাঝে আপনি পাচ্ছেন 2K রেজুলেশন ।
এর প্রতি ইঞ্চি পিক্সেল রেট ৪৩২ পিপিআই এবং টেক্সট ও আইকন সম্পূর্ণ শার্প দেখা যায় ।
বর্তমানের সকল আইপিএস ডিসপ্লে এর বদলে এর মাঝে ব্যবহার করা হয়েছে আইপিএস NEO স্ক্রিন । যা তুলনামূলক ভাবে আইপিএস ডিসপ্লের চাইতে অধিক ভালো । ফোনটির ডিসপ্লে ভিউ এঙ্গেল তুলনামূলক ভালো ।
ম্যাক্সিমাম ব্রাইটনেস ক্যাপাসিটি অনেক বেশি আপনি ৩০% থেকে ৪০% ব্রাইটনেস ব্যবহারেই সকল কাজ করতে পারবেন ।
হুয়াওয়ে পি–১০ [ HUAWEI P10 ] এর এন্ড্রয়েড ভার্সন ও সফটওয়্যারঃ
পি ১০ এন্ড্রয়েড নোগাট ৭.০ প্ল্যাটফর্ম এর সাথে বাজারজাত করা হয়েছে । ইউজার ইন্টারফেস হিসেবে রাখা হয়েছে হুয়াওয়ে ইমোশন ৫.১ । ওএস এর মাঝে রয়েছে নতুন কিছু ফিচার যেমন আলট্রা মেমোরি যা একটি ব্যাকগ্রাউন্ড ফিচার ।
এই ফিচার এর ফলে ফোন অনেক স্মুদ ভাবে চলে এবং মেমোরি রিসাইকেল এর কাজ ও হয় দ্রুত । তবে নতুন এন্ড্রয়েড ৭ সফটওয়্যার এর মাঝে ফোনটি বাজারজাত করা হলেও এর মাঝে এখন আর গুগল ডে ড্রিম এবং গুগল এসিস্ট্যান্ট ফিচার নেই ।
হুয়াওয়ে পি–১০ [ HUAWEI P10 ] এর পারফর্মেন্স/ক্যামেরা/ব্যাটারিঃ
হুয়াওয়ে পি–১০ [ HUAWEI P10 ] পারফর্মেন্স
- Kirin 960 Chipset
- 4 GB RAM
- 64 GB STORAGE
- Pre Installed APPs
- Better Headphone Jack
- Better Bluetooth Transfer
- Smooth Gaming Experiences
হাওয়াই ম্যাট ৯ ফ্যাবলেট এর মতো এর মাঝেও ব্যবহার করা হয়েছে কিরিন ৯৬০ চিপসেট এবং রয়েছে ম্যালি এমপি ৮ জিপিইউ , ৪ গিগাবাইট র্যাম । ৬৪ গিগাবাইট মেমোরি স্টোরেজ ক্ষমতা যা সত্যি অসাধারণ ।
হুয়াওয়ে পি১০ ক্যামেরাঃ
১২ মেগাপিক্সেল কালার সেন্সর ২০ মেগাপিক্সেল মনোক্রম
পি ১০ এর মাঝে আপনি পাচ্ছেন ডুয়েল লেন্স ক্যামেরা । ১২ মেগাপিক্সেল কালার সেন্সর ক্যামেরার সাথে রয়েছে ২০ মেগাপিক্সেল মনক্রোম সেন্সর ক্যামেরার ফিচার এবং আপনি যেকোন সেন্সর ব্যবহার করে ইমেজ ক্যাপচার করতে পারবেন ।
তবে পি ১০ এর ক্যামেরা লো লাইট অর্থাৎ স্বল্প আলোতে তেমন ভালো কাজ করেনা বললেই চলে ।
তবে স্বল্প আলোতে একদম বাজে ক্যামেরা আমি বলছিনা কিন্তু এই দামের মাঝে ক্যামেরা ফিচার অন্যান্য মোবাইলের এর চাইতে ভালো ।
হুয়াওয়ে পি–১০ [ HUAWEI P10 ] ব্যাটারিঃ
-
৩২০০ মিলিঅ্যাম্পিয়ার নন রিমোভেবল ব্যাটারি
ব্যাটারি সাইজ এই ফোনের ৫ ইঞ্চির ডিসপ্লে এর তুলনায় অর্থাৎ ফোনের সাইজের তুলনায় অনেক বড় এবং তুলনা করলে অন্যান্য স্মার্টফোনের মাঝে গুগল পিক্সেল ২,৭৭০ মিলিএম্পিয়ার ব্যাটারি সম্পন্ন ।
ব্যাটারি লাইফ এর তুলনা করলেও অন্যান্য মোবাইল ফোনের চাইতে কম এবং ভিডিও প্লে ব্যাক এর সময় অনেক সমস্যা হয় ।
দিনের শেষে মোবাইলফোনটিকে ব্যাটারি চার্জের অভাবে মৃত অবস্থায় পকেটে পাই , এই দামের মাঝে আরো ভালো ব্যাটারি লাইফ অবশ্যই দেয়া উচিৎ ছিলো ।
আমি কি হুয়াওয়ে পি ১০ কিনতে পারি ?
হুয়াওয়ে এর আগের হুয়াওয়ে পি ৯ দিয়ে অনেক মানুষের মন জয় করেছে আর তাঁদের নতুন এই পি ১০ ও এখন পর্যন্ত অনেক সাড়া জাগিয়েছে ।
ব্যাটারি লাইফ , গেমিং এক্সপিরিয়েন্স সব মিলিয়ে অন্যান্য ফোনের থেকে ভালো মানের ফিচার এটা অনেকেই বলেছেন ।
এছারাও দেখতে কমপ্যাক্ট এবং আকর্ষণীয় অবশ্যই আর ক্যামেরা ফিচারগুলো অসাধারন ভাবে আপনার জন্য কাজ করতে পারে ।
তাই অনায়াসেই আপনি একটি হুয়াওয়ে পি ১০ কিনে নিতে পারেন আপনার প্রয়োজনে ।
Huawei P10 Full specifications
Network & Platforms
SIM Card Support | : | Dual, (Optional Single Sim) |
---|---|---|
Network Band | : | GSM |
GSM 2G Bands | : | GSM 850, GSM 900, GSM 1800, GSM 1900 |
GSM 3G Bands | : | HSDPA 850, HSDPA 900, HSDPA 1900, HSDPA 2100 |
GSM 4G Bands | : | LTE 700, LTE 1900, LTE 900, LTE 1700, LTE 850, LTE 2600, LTE 1800, LTE 800, LTE 2100, LTE 2300 |
Operating System | : | Android |
OS Version | : | Android 7.0 (Nougat), (Emotion UI 5.1) |
Chipset | : | HiSilicon, Kirin 960 (Hi 3660) |
Processor | : | Octa Core Processor, (2.4 GHz 4-Core Cortex-A73 + 1.8 GHz 4-Core Cortex-A53) |
Processor Speed | : | 2.3 GHz |
GPU | : | Mali G71 |
Memory
Internal Memory | : | 32 GB, 64 GB, 128 GB |
---|---|---|
RAM Size | : | 4 GB |
Memory Card Slot | : | MicroSD, (Use Sim 2 Slot) |
Memory Support | : | Up to 512 GB |
Body & Design
Form Factor | : | Full touch Bar |
---|---|---|
Dimensions | : | 145 x 70 x 7 mm, Exactly 145.3 x 69.3 x 6.98 mm |
Slim/Thin | : | 7 mm, (6.98 mm Thin) |
Weight | : | 145g |
Sensors | : | Proximity Sensor, Accelerometer, Compass, Ambient Light, G-Sensor, Gyro, Fingerprint, Hall Effect |
Torch Light | : | Yes |
Dedicated Keys | : | Volume, Power, Fingerprint Key |
Device Security | : | Device Password Lock, Device Pattern Lock, Slide Lock, PIN code Lock, Face Unlock, Voice Unlock, Fingerprint Unlock |
Screen & Display
Display Type | : | IPS LCD Capacitive TouchScreen, (IPS-NEO) |
---|---|---|
Screen Protection | : | Corning Gorilla Glass, (Version 5, 2.5D Curved Glass) |
Display | : | 16.7M Colors |
Pixel density range | : | 400 to 500 ppi, (~432 ppi Pixel Density) |
Screen Size | : | 1080 x 1920 pixels |
Display Size | : | 5.1 Inch |
Screen To Body Ratio | : | 71 to 80 Percent, (~71.2% screen-to-body-ratio) |
Multi Touch Support | : | Yes |
Call Management
Voice Recognition | : | Yes |
---|---|---|
Ringtone or Alert Type | : | Vibration, MP3 ringtones, WAV |
Camera & Features
Primary Camera | : | 20 MP, (Monochrome) + 12MP (RGB) (Dual Camera) |
---|---|---|
Camera Flash LED | : | Dual-LED Flash, (Dual Color Flash) |
Front Camera | : | 8.0 MP, (F1.9 Aperture) |
Front Camera Flash | : | Yes |
Geo-Tagging | : | Yes |
Hd Video-Recording | : | With 2160p (4K) |
Camera Zoom | : | Digital Zoom, (2x Hybrid Zoom) |
TV Output | : | With Wireless Connection |
Video Quality | : | 2160p 30 FPS |
Panorama | : | Yes |
Camera Features | : | Touch focus, PDAF Sensor, Gesture Shot, Laser Auto Focus, Voice Capture, Face Beauty, Burst Mode, HDR, Video Stabilisation, Smile detection, Face Detection, Self timer, Low Light Mode, PDAF+CAF+Laser+Depth AF,Leica Camera 2.0,F2.2 Aperture,OIS Sensor,3D Facial Detection |
Multimedia (Audio / Video)
Loudspeaker | : | Yes |
---|---|---|
Audio Format | : | ASF, AAC+, OGG, FLAC, MIDI, WMA, M4A, MP3, AMR, AAC, WAV, eAAC+ |
Video Format | : | 3GP, H.263, H.264, MKV, MOV, AVI, xVID, WMV, FLV, MP4, H.265, 4K Video |
3.5mm Headphone Jack | : | Yes |
FM Radio | : | Yes |
Data Connectivity & Internet
GPRS | : | With GPRS |
---|---|---|
EDGE | : | With EDGE |
Data Speed | : | HSPA plus, LTE |
Browser Name | : | Google Chrome Browser |
Browsing Support | : | HTML, HTML5 |
WiFi Support | : | Wi-Fi 802.11 a/b/g/n/ac, DLNA,Dual Band (2.4GHz + 5GHz) |
Hot Spot | : | Yes |
Map Support | : | Google Maps |
Bluetooth Support | : | Bluetooth 4.2, With BLE, EDR |
USB-Support | : | Type-C USB, Reversible Connector, OTG |
NFC (Near Field Communication) | : | Yes |
Application Support
Office Tool Support | : | Document Editor |
---|---|---|
inbuilt applications | : | Calculator, Notes, To-do list, Google Apps, Tools, App Center |
Communication & Tracking
Messaging | : | SMS, MMS, Email, Push Mail, IM, Hangouts |
---|---|---|
GPS Tracking | : | with A-GPS support, GLONASS, Galileo, BDS |
Battery & Power Usage
Battery Model | : | Li-Po 3200 mAh, (Non-Removable Battery) |
---|---|---|
Quick Charge | : | Yes, (Super Charge) |
Wireless Charging | : | No |
Stand-by Time | : | 320 Hrs, Unofficial |
Talk Time | : | 15 Hrs, Unofficial |
Music Playback | : | Up to 48 Hrs |
Video Playback | : | Up to 9 Hrs |
হুয়াওয়ে মোবাইল এর দাম ২০১৭ – Product Review BD হাওয়াই মোবাইল এর দাম,হাওয়াই মোবাইল ফোন
হুয়াওয়ে ওয়াই ৬ প্রো স্মার্টফোন : অধিক শক্তিশালী সম্পন্ন ব্যাটারি
হুয়াওয়ে পি১০ এবং হুয়াওয়ে পি১০ প্লাস স্মার্টফোন রিলিজ-২০১৭
হুয়াওয়ে জিআর৫ জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে। – Product Review BD
দেশে এল হুয়াওয়ে পি৯ – bdnews24.com

Join the discussion