২০১৭ সালের সেরা ১০ টি গাড়ি এবং ব্র্যান্ড
২০১৭ সালের সেরা ১০ টি গাড়ি এবং ব্র্যান্ড
আজ আমরা আলোচনা করবো ২০১৭ সালের সেরা ১০ টি গাড়ি এবং ব্র্যান্ড নিয়ে । আমাদের আলোচনার মাঝে উঠে আসা সেরা ১০ টি গাড়ি নির্বাচন করা হয়েছে দাম , ক্রয় এর পরিমাণ , পারফর্মেন্স , রিভিউ ইত্যাদি বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে ,বর্তমান বিশ্বের মাঝে আধুনিকতার ছোঁয়া দিন দিন প্রসারিত হচ্ছে ।
কয়েকদশক আগে থেকে বর্তমান শতাব্দীর মাঝে আমুল পরিবর্তন এসেছে ট্রান্সপোর্ট ব্যবস্থার মাঝে । মানুষ এখন চাইলেই অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন মোটরসাইকেল এবং গাড়ি ব্যবহার করতে পারছে চলাচলের সর্বোচ্চ সুবিধার জন্য । প্রায় সকলের জন্যই রয়েছে বাজেটের ভেতর সর্বোচ্চ সুবিধা লাভের এক নিশ্চয়তা ।
তবে চলুন দেখে নেই আমাদের আজকের সেরা ১০ টি গাড়ি সম্পর্কে –
১। Subcompact Car: Toyota Yaris iA টয়োটা ইয়ারিস আইএ
সাব-কম্প্যাক্ট কার টয়োটা ইয়ারিস ডেভলপ করা হয়েছে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাজডা দ্বারা এবং লঞ্চ করা হয়েছে Scion কোম্পানির মাধ্যমে । গাড়িটি বর্তমানে মার্কেটিং করা হচ্ছে টয়োটা কোম্পানির নিজস্বতায় ।
টয়োটা ইয়ারিস আই এ এমন একটি গাড়ি যা কিনা প্রমাণ করতে সক্ষম যে , সাব কমপ্যাক্ট গাড়ি ও হতে পারে যথেস্ট ডিলাইট । গাড়িটি সম্পূর্ণ ফার্স্ট ক্লাস সেডান গাড়ির সমমান ।
এর মাঝে রয়েছে ফোর সিলিন্ডার ইঞ্জিন , স্লিক সিক্স স্পীড অটোম্যাটিক ট্রান্সমিশন সিস্টেম , রিলেটিভলি কমপ্লায়েন্ট রাইড । স্টিয়ারিং টিউন করা হয়েছে সম্পূর্ণ মাজডা এর মতোই । রয়েছে ফুল ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং লো স্পীড অটোম্যাটিক ইমারজেন্সি ব্রেকিং সিস্টেম । গাড়িটির মাইলেজ 35 mpg ( Overall ) ।
২। কমপ্যাক্ট কারঃ শেভ্রলেট ক্রুজ Compact Car: Chevrolet Cruze
টপ ক্লাস রিডিজাইন সেডান কার এর মাঝে রয়েছে , Stalwarts , Honda Civic , Toyota Corolla এবং এই গাড়ি গুলো ওভারঅল ভালো স্কোর এর মাঝে রয়েছে । শেভ্রলেট এর এই কমপ্যাক্ট কারটি সত্যি অসাধারণ এবং ফার্স্ট ক্লাস একটি গাড়ি ।
এর ভেতর পর্যাপ্ত জায়গা যেমন দেয়া হয়েছে তেমনি আকর্ষণীয় স্মুদ ড্রাইভিং অনুভূতি দিতেও গাড়িটি সম্পূর্ণ সক্ষম ।
এর মাইলেজ 30mpg এবং বাজেট ফ্রেন্ডলি । এর মাঝে ইঞ্জিন এর ক্ষমতা রয়েছে ১৫৩ হর্স পাওয়ার এবং সম্পূর্ণ টার্বোচার্জড ফোর সিলিন্ডার ইঞ্জিন । এর হাইওয়ে মাইলেজ ৪৭ এম্পিইজি ।
৩। কমপ্যাক্ট হাইব্রিডঃ টয়োটা প্রিয়াস Compact Hybrid: Toyota Prius
হাইব্রিড কোয়ালিটির সকল কার এর মাঝে এটি সবার চাইতে এগিয়ে । এর আকর্ষণীয় ফুয়েল ইফিসিয়েন্সি ফিচার গাড়িটিকে ক্রেতার পছন্দের একটি গাড়ি হতে বাধ্য করেছে । এর মাইলেজ ৫২ এমপিজি ।
এর ক্যাবিন নয়েজ অত্যান্ত কম , এবং গাড়িটির নতুন ডিজাইন নজরকাড়ার মতো ।
লাক্সারি সিট এবং মুভমেন্ট । এছাড়াও ভেতরে পর্যাপ্ত জায়গা রয়েছে এবং রয়েছে সকল ধরণের ইনফোটেইনমেন্ট এবং এন্টারটেইনমেন্ট অপশন এর ব্যবস্থা । রাইডিং কমফোর্ট আগের চাইতে অনেক বেশি এবং রয়েছে আধুনিক সকল সেফটি ফিচার সমুহ ।
এর ইঞ্জিন হিসেবে রাখা হয়েছে নতুন অত্যাধুনিক গ্রিন মেশিন ।
৪। স্পোর্টস কারঃ মাজডা এমএক্স – ৫ মিয়াটা Sports Car: Mazda MX-5
ড্রাইভিং প্লেসার এর জন্য যদি আপনি কোন গাড়ি বিশেষ করে স্পোর্টস কার খুঁজে থাকেন তবে অনায়াসে মাজডা এমএক্স ৫ মিয়াটা সিলেক্ট করতে পারেন । ১৯৯০ সাল থেকে এর Alchemical Formula সবকিছুর সেরা হিসেবে প্রমানিত হয়ে আসছে ।
এর মাঝে রয়েছে ফোর সিলিন্ডার ইঞ্জিন , রিয়ার হুইল ড্রাইভ , শার্প হ্যান্ডেলিং , ফিচার সমুহ । মাজডা এমেক্স-৫ মিয়াটা সম্পুর্ন লাইট ওয়েট একটি স্পোর্টস কার । এর মেশিন ড্রাইভার কে অনেক দ্রুত রেসপন্স দিতে সক্ষম আর এটাই এই গাড়ির প্রধান আকর্ষণ ।
এর মাঝে রয়েছে আকর্ষণীয় স্লিক ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম । এর ফুয়েল ইকোনমি রেট ও যথেস্ট ভালো , এর মাইলেজ পাবেন আপনি ৩৪ এম্পিজি ।
৫। মিড-সাইজ সেডানঃ কিয়া অপ্টিমা Mid Size Sedan: Kia optima
মিডসাইজ সেডানের মাঝে অন্যান্য সকল গাড়িকে পেছনে ফেলে আলোচনায় উঠে আসতে সক্ষম হয়েছে কিয়া অপটিমা । যারা একটি আকর্ষণীয় ফ্যামিলি সেডান কার খুঁজছেন , আশা করি তাঁদের পছন্দ হবার মতো সকল কিছুই এর মাঝে রয়েছে । এর ফিচারগুলো হল –
- Steady Ride
- Pleasant Powertrain
- Short Stopping Distance
- Easy to Use Controls
- Roomy Backseat
এর কালার এবং ডিজাইন সত্যি অসাধারণ , আপনি প্রয়োজনে এর একটি টেস্ট ড্রাইভ নিয়ে দেখতে পারেন আপনার নিজস্ব স্যাটিসফেকশনের জন্য ।
৬। লার্জ সেডানঃ শেভ্রলেট ইম্পালা Large Sedan: Chevrolet Impala
ইমপালা এর মাইলেজ পাবেন আপনি ২২ এম্পিজি । সুপার লার্জ সেডান এবং ফার্স্ট ক্লাস সকল ফিচার নিয়ে এসেছে নতুন ডিজাইনের এই আকর্ষণীয় শেভ্রলেট ইমপালা ।
এর মাঝে রয়েছে রুমি সিট স্টাইল , ইজি কনট্রোল , এবং লাক্সারি লুক এবং আকর্ষণীয় সকল কালারের সমাহার । ভেতরে রয়েছে পর্যাপ্ত পরিমানের জায়গা , পেছনের সিটে অনায়াসে তিনজন বসা যাবে এবং পেছনে এম্পল ট্রাংকের মাঝে আপনার সকল ব্যাগ সহ অন্যান্য সকল জিনিস অনায়াসে আপনি বহন করতে পারবেন ।
৭। স্মল এসইউভিঃ সুবারু ফরেস্টার Small SUV: Subaru Forester
স্মল এসইউভি এর সকল স্টান্ডার্ড কোয়ালিটি ফিচার রয়েছে নতুন সুবারু ফরেস্টার এর মাঝে । সুবারু ফরেস্টার এর মাইলেজ পাবেন আপনি ২৬ এম্পিজি । এর ফিচার হিসেবে রয়েছে –
- Roomy Packaging
- Fuel Efficient
- Solid Reliability
- Easy Access
এর বড় উইন্ডো এবং বক্স শেপ এর কারনে এর লুক অনেক সত্যি অসাধারণ স্টাইলিশ । এর ড্রাইভিং অনেক কমফোর্ট প্রদানে সক্ষম এবং কনট্রোল সহজ , এর মাঝে রয়েছে ২.৫ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন । সেফটি ফিচার হিসেবে রয়েছে ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং , অটোম্যাটিক ইমারজেন্সি ব্রেকিং ।
৮। মিডসাইজ এসইউভিঃ টয়োটা হাই ল্যান্ডার Midsize SUV: Toyota Highlander
সম্পূর্ণ ফ্যামিলি ফ্রেন্ডলি একটি মিড সাইজ এসইউভি কার টয়োটা হাইল্যান্ডার । এর ফিচার গুলো হল-
- All-Weather Traction
- Three Row Seating
- Generous Cargo Size
- Light Towing
- Best Fuel Economy
- 25 More HP V6 Engine
- 2 Additional Gear
- Advanced Safety Equipments
টয়োটা হাইল্যান্ডার এর মাইলেজ পাবেন আপনি প্রায় ২০ এম্পিজি ।
৯। লাক্সারি এসইউভিঃ অডি কিউ সেভেন Luxury SUV: Audi Q7
সেভেন পেসেঞ্জার কিউ সেভেন বর্তমান এর সবচাইতে চাহিদা সম্পন্ন এসইউভি । এর লুকিং এবং ডিজাইন সম্পূর্ণ লাক্সারি সেডান ফিল এর । এর ভেতর সম্পূর্ণ সাইলেন্ট এবং রোড ট্রিপ ফ্রেন্ডলি প্রিমিয়াম কোয়ালিটির সিট ।
এর মাঝে রয়েছে ফুল ইনফোটেইনমেন্ট সিস্টেম । এর ব্রেক র্যাপিড স্টপ এর জন্য সেরা । কিউ সেভেন এর মাইলেজ পাবেন ২০ এম্পিজি ।
১০। কমপ্যাক্ট পিক-আপঃ হোন্ডা রিজলাইন Compact Pickup: Honda
হোন্ডা এর রিজলাইন পিক আপ ট্র্যাক হলেও এর ডিজাইন প্রকাশ করে যে ট ট্র্যাক চাইলে হতে পারে রিফাইন্ড এবং ভার্সাটাইল উভয়ই । এটি অন্যান্য স্কল কমপ্যাক্ট অথবা ফুল সাইজ পিক আপের চাইতে বেশি শক্তিশালী এবং দূরের যাত্রা পাড়ি দিতে সক্ষম । এর ফুয়েল ইকনোমি অন্যান্য সকল পিক আপের চাইতে অসাধারণ ।
এর মাইলেজ পাবেন আপনি ২০ এম্পিজি । এর ডিজাইনের মাঝেও রয়েছে নতুনত্ব এবং আকর্ষণীয় স্পোর্টি লুক ।
Join the discussion