২০১৭ সালের সেরা সব ল্যাপটপ থেকে বেছে নিন আপনার ল্যাপটপ

২০১৭ সালের সেরা সব ল্যাপটপ থেকে বেছে নিন আপনার ল্যাপটপ

 

আপনার কি একটি ল্যাপটপ ক্রয় করা প্রয়োজন ? বাজারে এতো সব মডেলের ভিড়ে নিজের পছন্দ ও কাজের সুবিধা , কনফিগারেশন অনুযায়ী পছন্দের ল্যাপটপ খুঁজে পাচ্ছেন না ?

কোন ল্যাপটপ কিনবো কিংবা কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল জানতে হলে দেখুন ল্যাপটপ ২০১৭ সালের বেষ্ট কিছু ল্যাপটপ। এখানে আমরা শুধু ল্যাপটপ কিনতে পরামর্শ দিচ্ছি যেগুলা সবচেয়ে ভালো ।

যদি আপনি এই ধরণের সমস্যায় থাকেন তবে আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাকে আপনার পছন্দের ল্যাপটপ খুঁজে পেতে সহায়তা করবো ।

আশা করি আমাদের আলোচনার মাধ্যমে আপনি আপনার পছন্দ ও কনফিগারেশন অনুযায়ী খুঁজে পাবেন আপনার কাংখিত ল্যাপটপ ।

চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেই ২০১৭ সালের সেরা কিছু ল্যাপটপ এর সম্পর্কে সকল তথ্য ।

১। ডেল এক্সপিএস ১৩ – Dell XPS 13 ( ২০১৭ )

চাকুরীজীবী থেকে শুরু করে স্টুডেন্ট সবার জন্যই ডেল এক্সপিএস ১৩ এর ২০১৭ মডেলটি হতে পারে একটি আদর্শ ল্যাপটপ ।

আকর্ষণীয় স্লিম ডিজাইন , পাওয়ারফুল সব ফিচার , এবং অসাধারণ ব্যাকআপের সমন্বয় রয়েছে ডেল এর এই এক্সপিএস সিরিজের ল্যাপটপের মাঝে ।

ডেল এক্সপিএস ১৩ - Dell XPS 13 ( ২০১৭ )

চলুন দেখে নেই ডেল এক্সপিএস ১৩ এর স্পেসিফিকেশন ও ফিচার সমুহঃ

ডেল এক্সপিএস ১৩ এর প্রধান স্পেসিফিকেশন সমুহঃ
• সিপিইউ – কোর আই থ্রি – কোর আই সেভেন
• গ্রাফিক্স – ইন্টেল এইচডি গ্রাফিক্স – ৬২০ – আইরিস প্লাস গ্রাফিক্স ইউনিট ৬৪০
• র্যা ম – ৪ গিগাবাইট – ১৬ গিগাবাইট
• স্ক্রিন – ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি ১৯২০x১৮০০ পিক্সেল
• স্টোরেজ – ১২৮ গিগাবাইট – ১ টেরাবাইট এসএসডি হার্ডড্রাইভ ।

ডেল এক্সপিএস ১৩ এর দামঃ

বাংলাদেশে আপনি ডেল এক্সপিএস ১৩ ল্যাপটপটি ক্রয় করতে পারবেন ১,৫৬,০০০ টাকার মধ্যে ।
এর রয়েছে দুইটি কনফিগারেশন এর মডেল , একটি কনফিগারেশন কোর আই থ্রি সেভেন জেনারেশন এর প্রসেসর সম্পন্ন অন্যটি কোর আই সেভেন এর প্রসেসর সম্পন্ন । নিচে কোর আই সেভেন প্রসেসর সম্পন্ন ডেল এক্সপিএস ১৩ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন দেয়া হলো ।

ডেল এক্সপিএস ১৩ এর সম্পুর্ন স্পেসিফিকেশনঃ

ব্র্যান্ড Dell
মডেল DELL XPS 13-9360
প্রসেসর Intel Core i7 7500U
ক্লক স্পীড 2.70-3.50GHz
ডিসপ্লে টাইপ FHD INFINITY EDGE LED
ডিসপ্লে সাইজ 13.3″
ডিসপ্লে রেজুলেশন 1920×1080 (WxH) FHD
টাচ সিস্টেম No
র্যা ম টাইপ DDR4
র্যা ম 8GB
স্টোরেজ 256GB SSD
কালার Silver
অপারেটিং সিস্টেম Win-10 Home
ওয়ারেন্টি 2 year (Battery, Adapter 1 year)

সুত্রঃ রায়ান্স কম্পিউটার বাংলাদেশ।

 

২। আসুস জেনবুক ইউএক্স ৩১০ ইউএ – Asus Zenbook UX310UA

আসুস জেনবুক আসুসের একটি অল-রাউন্ডার ল্যাপটপ সিরিজ বললেই চলে । এর ওজন এবং ডিজাইনের আকর্ষণীয়তা সত্যি অসাধারণ আর সাথে রয়েছে অবিশ্বাস্য কার্যক্ষমতা ।

আসুস জেনবুক ইউএক্স ৩১০ ইউএ – Asus Zenbook UX310UA

এটি দামে প্রায় ডেল এক্সপিএস ১৩ এর সমপর্যায়ের একটি ল্যাপটপ । রয়েছে সেভেন জেনারেশন এর ক্যাবি লেক প্রসেসর ।

এর ডিসপ্লেও ফুল এইচডি এবং রেজুলেশন ৩২০০x১৮০০ পিক্সেল । চলুন দেখে নেই ল্যাপটপটির প্রধান কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ।

আসুস জেনবুক ইউএক্স ৩১০ ইউএ এর প্রধান স্পেসিফিকেশন সমুহঃ

• সিপিউ – ইন্টেল কোর আই থ্রি – কোর আই ফাইভ
• গ্রাফিক্স ইউনিট- ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০
• র্যা ম – ৮ গিগাবাইট
• স্ক্রিন- ১৩.৩ ইঞ্চি
• স্টোরেজ – ২৫৬ গিগাবাইট এসএসডি

আসুস জেনবুক ইউএক্স ৩১০ ইউএ এর দামঃ

বাংলাদেশে আপনি আসুস জেনবুক এর এই মডেলের ল্যাপটপটি ক্রয় করতে পারবেন ৪১,০০০-৪৩,০০০ টাকার মাঝে । এর মাঝেও রয়েছে দুইটি কনফিগারেশন এর ল্যাপটপ , যার মাঝে একটি ইন্টেল কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এবং অন্যটি কোর আই ফাইভ এর সেভেন জেনারেশন এর প্রসেসর সম্পন্ন ।

চলুন দেখে নেই আকর্ষণীয় এই ল্যাপটপটির সম্পুর্ন স্পেসিফিকেশন ।

আসুস জেনবুক ইউএক্স ৩১০ ইউএ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সমুহঃ

ব্র্যান্ড Asus
মডেল নাম্বার Asus Zenbook UX310UA

প্রসেসর Intel Core i3 7100U

ক্লক স্পীড 2.4GHz

ক্যাশ সিস্টেম 3MB
ডিসপ্লে টাইপ FHD LED
ডিসপ্লে সাইজ 13.3″
ডিসপ্লে রেজুলেশন 1920×1080 (WxH) FHD
টাচ সাপোর্ট No
র্যা ম টাইপ DDR4
র্যা ম 4GB
স্টোরেজ 1TB
গ্রাফিক্স চিপসেট Intel HD Graphics 620
গ্রাফিক্স মেমোরি Shared
ডিসপ্লে পোর্ট HDMI
ব্যাটারি 3 Cell
ওজন 1.4Kg
ওয়ারেন্টি 2 year (Battery, Adapter 1 year)
সুত্রঃ রায়ান্স কম্পিউটার বাংলাদেশ ।

 

৩। লেনোভো ইয়োগা বুক – Lenovo Yoga Book

লেনোভো ইয়োগা একটি সম্পুর্ন ভারসেটাইল টু –ইন – ওয়ান ল্যাপটপ । অন্যান্য সকল ল্যাপটপের চাইতে এটি অনেক বেশি স্লিম , আকর্ষণীয় এবং ওজনের দিক থেকেও পাতলা আর তাই এটি বহনে অনেক সহজ ।

লেনোভো ইয়োগা বুক – Lenovo Yoga Book

এটি সহজেই ফোল্ড করা যায় এবং চাইলে আপনি ফোল্ড না করেও ফ্ল্যাট ভাবে ব্যবহার করতে পারবেন ।

এর ডিসপ্লে রেজুলেশন এবং অন্যান্য সকল ফিচারগুলো অসাধারণ । চলুন দেখে নেই এর প্রধান স্পেসিফিকেশনগুলো ।

লেনোভো ইয়োগা বুক এর প্রধান স্পেসিফিকেশন সমুহঃ

• সিপিইউঃ ইন্টেল এটম এক্স ৫ জেড ৮৫৫০
• গ্রাফিক্স ইউনিটঃ ইন্টেল এটম
• র্যা মঃ ৪ গিগাবাইট
• স্ক্রিনঃ ১০.১ ইঞ্চি ফুল এইচডি আইপিএস টাচস্ক্রিন
• স্টোরেজঃ ৬৪ গিগাবাইট এসএসডি হার্ডডিস্ক

লেনোভো ইয়োগা বুক এর দামঃ

বাংলাদেশে আপনি লেনোভো ইয়োগা বুক ক্রয় করতে পারবেন ৫৯,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যে । চলুন দেখে নেই এর বিস্তারিত সকল স্পেস্ফিকেশন ও ফিচার গুলো ।

লেনোভো ইয়োগা বুক এর সম্পুর্ন স্পেসিফিকেশন সমুহঃ

ব্র্যান্ড Lenovo
মডেল Lenovo Yoga Book
প্রসেসর টাইপ Intel Atom X5-Z8550 Quad Core
্প্রসেসর স্পীড 1.44-2.40GHz
র্যা ম 4GB LPDDR3
ইনশ্তারনাল মেমোরি 64GB eMCC
ডিসপ্লে টাইপ IPS FHD LED
ডিসপ্লে সাইজ 10.1″
স্ক্রিন রেজুলেশন 1920 x 1200
কানেক্টিভিটি 4G LTE, WiFi (Dual Chanel 2.4GHz & 5GHz), Hotspot, Bluetooth
এসডি কার্ড স্লট microSD, Supports Up to 128 GB
সিম স্লট micro sim
ফ্রন্ট ক্যামেরা 2MP
রিয়ার ক্যামেরা 8MP, (Vibrator,G-sensor,Ambient Light Sensor, Hall Sensor, GPS)
ব্যাকআপ টাইম Up to 13 Hrs.

 

৫। এপল ম্যাক বুক- Apple Mack book ১২ ইঞ্চি – ২০১৬ মডেল

লেনোভো ইয়োগা এর মতো এপল এর ম্যাকবুক ২০১৬ মডেল ও যথেস্ট স্লিম ডিজাইনের এবং দেখতে অনেক আকর্ষণীয় । বর্তমানে এটি রয়েছে বেস্ট সেলিং ল্যাপটপের মাঝে একদম শীর্ষে । এর নতুন ওএস এক্স এর পারফর্মেন্স ও অনেক অসাধারণ ।

এপল ম্যাক বুক- Apple Mack book

যারা প্রফেশনাল কাজে ব্যবহারের জন্য ল্যাপটপ ক্রয় করতে আগ্রহী তাঁরা ইচ্ছে করলেই কিনে নিতে পারেন ম্যাকবুক ২০১৬ ।

চলুন এর প্রধান স্পেসিফিকেশন গুলো দেখে নেই ।

এপল ম্যাক বুক এর প্রধান স্পেসিফিকেশন সমুহঃ

• সিপিইউ – ইন্টেল কোর এম থ্রি ১.২ গিগাহার্টজ – ইন্টেল কোর আই সেভেন ১.৪ গিগাহার্টজ
• গ্রাফিক্স ইউনিট – ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬১৫
• র্যা ম- ৮ গিগাবাইট – ১৬ গিগাবাইট
• স্ক্রিন – ১২ ইঞ্চি
• স্টোরেজ – ২৫৬ গিগাবাইট – ৫১২ গিগাবাইট এসএসডি ।

এপল ম্যাক বুক এর দামঃ

বাংলাদেশে এপল ম্যাকবুক এর দাম ২,২০,০০০ টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন । চলুন দেখে নেই বাংলাদেশে এভেইলেবল এপল এর ম্যাকবুক প্রো রেটিনা ২০১৫ মডেলের বিস্তারিত স্পেসিফিকেশন গুলো ।

এপল ম্যাক বুক প্রো রেটিনা ২০১৫ মডেলের স্পেসিফিকেশনঃ

ব্র্যান্ড Apple

মডেল Apple Macbook Pro Retina

প্রসেসর Intel Core i7
ক্লক স্পীড 2.50GHz
ক্যাশ 6MB
ডিসপ্লে টাইপ IPS LED
ডিসপ্লে সাইজ 15.4″
ডিসপ্লে রেজুলেশন 2880×1800 (WxH)
র্যা ম টাইপ DDR3L
র্যা ম 16GB
স্টোরেজ 512GB SSD

গ্রাফিক্স চিপসেট AMD Radeon R9 M370X

গ্রাফিক্স মেমোরি 2GB
ব্যাকআপ টাইম Up to 9 Hrs.
সুত্রঃ রায়ান্স কম্পিউটার বাংলাদেশ

 

৬। আসুস আরওজি জেফাইরাস জিএক্স৫০১ Asus ROG

যারা গেমিং ল্যাপটপ খুঁজছেন তাঁদের জন্য আসুস এর আরওজি জেফাইরাস হতে পারে নিঃসন্দেহে পছন্দের একটি গেমিং ল্যাপটপ ।

আসুস আরওজি জেফাইরাস জিএক্স৫০১ Asus ROG

স্লিম , পাওয়ারফুল সব ফিচার সম্পন্ন আকর্ষণীয় এই ল্যাপটপ বর্তমানে রয়েছে এপল এর ম্যাকবুক এবং অন্যান্য সকল ল্যাপটপের প্রতিযোগী হিসেবে শীর্ষ স্থানে ।

চলুন দেখে নেই গেমিং ল্যাপটপ আসুস আরওজি এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কে ।

আসুস আরওজি জেফাইরাস জিএক্স৫০১এর স্পেসিফিকেশনঃ

• সিপিউ ইউনিটঃ ইন্টেল কোর আই সেভেন -৭৭৭০ হাই কোয়ালিটি
• গ্রাফিক্স ইউনিটঃ এনভিডিয়া জিটীএক্স ১০৮০ + ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬৩০
• র্যা মঃ ১৬ গিগাবাইট ডিডিআর ফোর
• স্ক্রিনঃ ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি সাপোর্ট
• স্টোরেজঃ ৫১২ গিগাবাইট এসএসডি

আসুস আরওজি জেফাইরাস জিএক্স৫০১এর দামঃ

বাংলাদেশে আসুস আরওজি জেফাইরাস এর দাম হতে পারে ১,৮৫,০০০ টাকার মাঝে । বাংলাদেশে এভেইলেবল আসুস আরওজি জি৭৫২ভিওয়াই এর দাম বর্তমানে রয়েছে ১৮০,১০০টাকা এবং আপনি এটি ক্রয় করতে পারবেন রায়ান্স কম্পিউটার এর যেকোন শাখা থেকে এবং এটিও গেমিং আসুস এর আরওজি গেমিং সিরিজের একটি ল্যাপটপ ।

চলুন তবে দেখে নেই আসুস আরওজি জি৭৫২ভিওয়াই এর সকল স্পেসিফিকেশন গুলো ।

আসুস আরওজি জি৭৫২ভিওয়াই এর স্পেসিফিকেশন সমুহঃ

ব্র্যান্ড Asus
মডেল Asus ROG G752VY

প্রসেসর টাইপ 6th Gen. Intel Core i7 6700HQ

ক্লক স্পীড 2.60GHz
ক্যাশ 6MB
ডিসপ্লে টাইপ FHD LED
ডিসপ্লে সাইজ 17.3″
ডিসপ্লে রেজুলেশন 1920×1080 (WxH) FHD
র্যা ম টাইপ DDR4
র্যা ম 32GB
স্টোরেজ 2TB HDD + 128SSD
গ্রাফিক্স চিপসেট Nvidia GTX 980M

গ্রাফিক্স মেমোরি 8GB
ব্যাকআপ টাইম Up to 4.5 Hrs.
সুত্রঃ রায়ান্স কম্পিউটার বাংলাদেশ।

 

৭। ডেল ইন্সপাইরন ১৫ -৭০০০ গেমিং Dell INSPIRON

বাজেটের ভেতরে সবচাইতে ভালো মানের গেমিং ল্যাপটপ হতে পারে আপনার জন্য ডেল ইন্সপাইরন ১৫ ৭০০০ গেমিং ল্যাপটপ ।

ডেল ইন্সপাইরন ১৫ -৭০০০ গেমিং Dell INSPIRON

এর মাঝে রয়েছে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড এর পাওয়ারফুল কম্বিনেশন যা আপনার গেমিং এক্সপিরিয়েন্স বাড়িয়ে তুলবে আরো দীগুণ ।

চলুন দেখে নেই আকর্ষণীয় এই ল্যাপটপের কিছু প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে ।

ডেল ইন্সপাইরন ১৫ -৭০০০ গেমিং ল্যাপটপ এর প্রধান স্পেসিফিকেশনঃ

• সিপিইউ ইউনিটঃ ইন্টেল কোর আই ফাইভ ৭৩০০ হাই কোয়ালিটি
• গ্রাফিক্স ইউনিটঃ এনভিডিয়া জি ফোর্স জিটিএক্স ১০৫০ টিআই
• র্যা মঃ ৮ গিগাবাইট
• স্ক্রিনঃ ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি সাপোর্ট
• স্টোরেজঃ ২৫৬ গিগাবাইট এসএসডি হার্ডড্রাইভ সাপোর্ট ।

ডেল ইন্সপাইরন ১৫ -৭০০০ গেমিং এর দামঃ

বাংলাদেশে ডেল ইন্সপাইরন ১৫ গেমিং ল্যাপটপ এর দাম হতে পারে ৬০,০০০টাকার মাঝে । বাংলাদেশে এভেলেইবল রয়েছে বর্তমানে ডেল ইন্সপাইরন সিরিজের ল্যাপটপ ডেল ইন্সপাইরন ১৫-৫৫৬৭ সেভেন জেনারেশন । যার বর্তমান মুল্য ৫৪,১০০ টাকা এবং পাবেন রায়ান্স কম্পিউটার এর যেকোন শাখায় ।

চলুন দেখে নেই ডেল ইন্সপাইরন ১৫-৫৫৬৭ এর সকল স্পেসিফিকেশন গুলো –

ডেল ইন্সপাইরন ১৫-৫৫৬৭ এর স্পেসিফিকেশন সমুহঃ

ব্র্যান্ড Dell
মডেল Dell INSPIRON 15-5567

প্রসেসর টাইপ 7th Gen. INTEL Core i5 7200U

ক্লক স্পীড 2.50GHz

ক্যাশ 3MB
ডিসপ্লে টাইপ FHD LED
ডিসপ্লে সাইজ 15.6″
ডিসপ্লে রেজুলেশন 1920×1080 (WxH) FHD
র্যা ম টাইপ DDR4
র্যা ম 4GB
স্টোরেজ 1TB HDD
গ্রাফিক্স চিপসেট AMD RADEON R7 M445

গ্রাফিক্স মেমোরি 2GB
সুত্রঃ রায়ান্স কম্পিউটার বাংলাদেশ

 

৮। মাইক্রোসফট সারফেস প্রো – ৪ Microsoft Surface Pro 4

একইসাথে ট্যাবলেট এবং পিসি এর চাহিদা মেটাতে আপনার পাশে সঙ্গী হতে পারে মাইক্রোসফট এর সারফেস প্রো – ৪ ।

মাইক্রোসফট সারফেস প্রো – ৪ Microsoft Surface Pro 4

অনেকের পছন্দের তালিকায় হয়তো ট্যাবলেট এবং ল্যাপটপ হিসেবে পারফেক্ট একটি ডিভাইস এর চিন্তা ঘুরপাক খাচ্ছে ।

তাঁদের উদ্যেশে বলছি , আপনি চাইলেই মাইক্রোসফট এর সারফেস প্রো ৪ ব্যবহার করে দেখতে পারেন এটি সম্পুর্ন আলাদা রকমের পারফর্মেন্স প্রদানে সক্ষম ।

আপনার কাজকে আরো গতিশীল করতে এবং বিনোদনের শতভাগ পেতে এটি অন্যন্য ।

মাইক্রোসফট সারফেস প্রো – ৪ এর সকল স্পেসিফিকেশন সমুহঃ

ব্র্যান্ড Microsoft

মডেল Microsoft Surface Pro 4

প্রসেসর Intel Core m3 6Y30

ক্লক স্পীড 0.9-2.2GHz
ক্যাশ 4 MB SmartCache
ডিসপ্লে টাইপ Touch
ডিসপ্লে সাইজ 12.3″
ডিসপ্লে রেজুলেশন 2736×1824 (WxH)
টাচ সাপোর্ট Yes
র্যা ম টাইপ Onboard LPDDR3
র্যা ম 4GB
স্টোরেজ 128GB SSD

গ্রাফিক্স চিপসেট Intel HD Graphics 515

গ্রাফিক্স মেমোরি Shared

 

মাইক্রোসফট সারফেস প্রো – ৪ এর দামঃ

বাংলাদেশে আপনি মাইক্রোসফট সারফেস প্রো ৪ ক্রয় করতে পারবেন ৮৪,০০ টাকার মধ্যে ।

 

৯। এসার সুইচ – ৩ Acer Switch

মাইক্রোসফট সারফেস প্রো ৪ এর সাথে পাল্লা দিয়ে চলছে এসার সুইচ ৩ এর কেনাবেচা । দামের খেত্রেও এসার সুইচ ৩ অনেক কম সারফেস প্রো থেকে এবং স্পেসিফিকেশন এর দিক থেকে প্রায় সমান বললেই চলে ।

এসার সুইচ – ৩ Acer Switch

বাংলাদেশে এটি এভেইলেবল হয়েছে হয়তোবা তবে আমাদের জানামতে বাংলাদেশে এভেইলেবল রয়েছে এসার সুইচ ১ এর সকল সিরিজ এর ল্যাপটপ ।

চলুন দেখে নেই এসার সুইচ ৩ এর কিছু স্পেসিফিকেশন এবং এসার সুইচ ১ এর দাম ও বিস্তারিত সকল স্পেসিফিকেশন সমুহ ।

এসার সুইচ – ৩ এর স্পেসিফিকেশন সমুহঃ

• সিপিইউ ইউনিটঃ ১.১০ গিগাহার্টজ ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর – ইন্টেল কোর আই থ্রি সেভেন জেনারেশন
• গ্রাফিক্স ইউনিটঃ ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০৫
• র্যা মঃ ৪ গিগাবাইট
• স্ক্রিনঃ ১২.২ ইঞ্চি – ১৯২০ x১২০০ আইপিএস এলসিডি টাচস্ক্রিন সিস্টেম
• স্টোরেজঃ ৬৪ গিগাবাইট – ১২৮ গিগাবাইট ইএমএমসি

এসার সুইচ – ৩ এর স্পেসিফিকেশন সমুহঃ
ব্র্যান্ড Acer
মডেল Acer Switch SW1-011
প্রসেসর টাইপ Intel Atom X5-Z83002M
ক্লক স্পীড 1.44GHz-1.84GHz
ক্যাশ 2MB
ডিসপ্লে টাইপ LED
ডিসপ্লে সাইজ 10.1″
ডিসপ্লে রেজুলেশন 1280×800 (WxH) WXGA
টাচ সাপোর্ট No
র্যা ম টাইপ 2GB Onboard
র্যা ম DDR3L
স্টোরেজ 32GB eMMC, 500GB
গ্রাফিক্স ইউনিট Intel? HD Graphics
গ্রাফিক্স মেমোরি Shared
ব্যাকআপ টাইম Up to 5.5 hrs backup

 

এসার সুইচ – ১ এবং এসার সুইচ – ৩ এর দামঃ

বাংলাদেশে এভেইলেবল এসার সুইচ -১ এর দাম বর্তমানে রয়েছে ৩৩,৭৫০ টাকা এবং এসার সুইচ ৩ এর দাম হতে পারে ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যেই । আপনি এসার সুইচ ১ ক্রয় করতে পারবেন রায়ান্স কম্পিউটার কিংবা অন্যান্য কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠান হতে ।

 

১০। এইচপি স্পেক্টর ১৩-ভি১১৪টিইউ HP Spectre 13-V114TU

এইচপির আল্ট্রা থিন স্টাইল এর ল্যাপটপ এর মাঝে স্পেক্টর সিরিজ সেরা । এটি সম্পুর্ন টু-ইন – ওয়ান ফ্যাসিলিটীর একটি ল্যাপটপ ।

এইচপি স্পেক্টর ১৩-ভি১১৪টিইউ HP Spectre 13-V114TU

অসাধারণ পারফর্মেন্স এবং আকর্ষণীয় ব্যাটারি ব্যাকআপ আপনার কাজের গতিতে আনতে সক্ষম হবে দীগুণ স্পীড ও সুবিধা ।

রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন সিস্টেম এবং সম্পুর্ন এইচডি সাপোর্ট ডিসপ্লে ফিচার ।

চলুন দেখে নেই এর দাম এবং স্পেসিফিকেশন গুলো ।

এইচপি স্পেক্টর ১৩-ভি১১৪টিইউ এর দাম ও স্পেসিফিকেশনঃ

ব্র্যান্ড HP
মডেল HP Spectre 13-V114TU
প্রসেসর টাইপ Intel Core i7 7500U
ক্লক স্পীড 2.7-3.5GHz
ক্যাশ 4MB
ডিসপ্লে টাইপ IPS FHD LED
ডিসপ্লে সাইজ 13.3″
ডিসপ্লে রেজুলেশন 1920×1080 (WxH) FHD
র্যা ম টাইপ LPDDR3 1866MHz On-Board
র্যা ম 8GB
স্টোরেজ 512GB PCIe M.2 SSD
গ্রাফিক্স চিপসেট Intel HD Graphics 620
গ্রাফিক্স মেমোরি Shared
ব্যাকআপ টাইম Up to 4.5 Hrs.

এইচপি স্পেক্টর এর দাম বাংলাদেশে পরবে ১,৪৬,০০০ টাকার মধ্যে ।
আশা করি আমাদের ২০১৭ সালের সেরা সকল ল্যাপটপ থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ল্যাপটপটি বেছে নিতে পারবেন খুব সহজেই ।

Join the discussion

84 thoughts on “২০১৭ সালের সেরা সব ল্যাপটপ থেকে বেছে নিন আপনার ল্যাপটপ

  1. An impressive share, I just given this onto a colleague who was doing a little analysis on this. And he in fact bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love reading more on this topic. If possible, as you become expertise, would you mind updating your blog with more details? It is highly helpful for me. Big thumb up for this blog post!

  2. hey there and thank you for your info – I’ve certainly picked up anything new from right here. I did however expertise some technical issues using this site, since I experienced to reload the web site a lot of times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I’m complaining, but sluggish loading instances times will sometimes affect your placement in google and can damage your quality score if advertising and marketing with Adwords. Anyway I am adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective exciting content. Ensure that you update this again soon..

  3. Hi! I know this is kind of off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting sick and tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at options for another platform. I would be fantastic if you could point me in the direction of a good platform.

  4. Fantastic items from you, man. I have take note your stuff previous to and you are just too wonderful. I actually like what you’ve received right here, certainly like what you are saying and the way wherein you assert it. You make it entertaining and you continue to care for to stay it smart. I can not wait to read much more from you. This is actually a wonderful web site.

  5. What i do not understood is actually how you are not really much more well-liked than you may be right now. You are so intelligent. You realize thus considerably relating to this subject, produced me personally consider it from numerous varied angles. Its like men and women aren’t fascinated unless it’s one thing to accomplish with Lady gaga! Your own stuffs excellent. Always maintain it up!

  6. Vielen Dank, dass Sie Ihr Wissen über Roll- und Schiebetüren vermitteln.Sie sind im Thema gut besucht.Ihre Erklärungen sind sehr gründlich und kristallklar, was ist besonders konstruiert erstaunlich .Sie machen kompliziert Themen verständlich und sichtbar , die ist insbesondere vorteilhaft für diejenigen von uns, die gerade beginnen.

  7. Vielen Dank, dass Sie Ihr Wissen über Roll- und Schiebetüren vermitteln.Sie sind im Thema gut besucht.Ihre Erklärungen sind sehr gründlich und kristallklar, was ist insbesondere hervorragend .Sie machen schwierig-Themen verständlich und erhältlich , die ist insbesondere vorteilhaft für diejenigen von uns, die gerade dieses Feld beginnen. https://bergertech.s3.us-east-1.wasabisys.com/raffstore/index.html

  8. I was just looking for this information for a while. After 6 hours of continuous Googleing, finally I got it in your website. I wonder what is the lack of Google strategy that do not rank this kind of informative websites in top of the list. Usually the top websites are full of garbage.

  9. Dziękuję za analizę pracy kierowcy Ubera.Ci, którzy rozważają tę ścieżkę kariery docenią twoją dogłębną wiedzę o polu.Twoje wyjaśnienia dotyczące zarobków, godzin pracy i interakcji z klientami dają czytelnikom dobry pomysł na pracę kierowcy Uber, co doceniam.Wpis jest ceniony bardziej przez własne doświadczenia.Twoja wiedza i doświadczenie są bardzo znaczące, i bez wątpienia pomogą kilku osobom w dokonaniu świadomego wyboru, aby zostać kierowcą Google.Doceniam, że jeszcze raz podzieliłeś się swoim doświadczeniem i wiedzą.Na twoim blogu przewiduję więcej tych postów. https://uber-and-work.s3.eu-south-1.amazonaws.com/kierowca-ubera-praca-bez-szefa.html

  10. I precisely needed to thank you very much again. I am not sure what I would’ve done without the entire solutions shown by you about my industry. It has been the frightening difficulty in my opinion, but looking at the well-written avenue you solved it took me to leap over gladness. I’m grateful for this guidance and hope that you comprehend what a great job that you are accomplishing training men and women through a site. Most probably you’ve never met any of us.

  11. Jeżeli szukasz elastycznej roboty z dobrą stawką godzinową, zdecydowanie zalecam pracę jako kierowca Uber. Sam ustalasz sobie godziny robocie, więc idealnie dopasuje się to do jednostek, które chcą wiązać różne zajęcia lub mają inne zobowiązania. Co więcej, to znakomita opcja dla tych, którzy lubią objeżdżać samochodem i dysponować kontakt z różnymi ludźmi na co dzień. Zarobki są naprawdę konkursowe, a możliwość dostosowania pracy do swojego grafiku jest bardzo dużym plusem. Gorąco polecam https://s3.eu-west-2.wasabisys.com/job-uber/uber-zarabiaj-jexdxac-po-miescie.html

  12. Robota w Glovo wówczas naprawdę świetne praktykę. Jako kurier Glovo mam możliwość swobodnego ustalania godzin, jak daje mi wielką elastyczność. Praca Glovo pozwala mi też na niezłe zarobki, zwłaszcza jeśli cenisz być aktywny i w ruchu. Za pomocą pracy w Glovo mogę poznawać nowe miejsca w miasteczku, a jednocześnie radować się świeżym powietrzem. Jeśli szukasz zajęcia, jakie daje wolność jak i również dobre wynagrodzenie, robota Glovo jest rzeczywiście godna polecenia. https://glovo-praca.s3.eu-north-1.amazonaws.com/index.html

  13. Praca jako dostawca po Uber Eats to świetne doświadczenie! Dobrobyt, jaką oferuje Uber Eats, pozwala mnie idealnie dopasować godziny pracy do naszego grafiku. Dodatkowo, profity w Uber Eats są naprawdę zadowalające, zwłaszcza jeśli kochasz być w obrotu i chcesz samemu dorobić. Polecam fuchę w Uber Eats każdemu, kto wyszukuje swobody i rzetelnego wynagrodzenia. https://chmura.blob.core.windows.net/uber-eats/index.html

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।