এন্ড্রয়েড ফোন এর জন্য ১০ টি বেস্ট ফাইল এক্সপ্লোরার এপস

এন্ড্রয়েড ফোন এর জন্য ১০ টি বেস্ট ফাইল এক্সপ্লোরার এপস

ফোনের মাঝে ফাইল এক্স-প্লোরার এর প্রয়োজন পড়ে সুন্দর করে ফোনের সকল ফোল্ডার এবং ডাটা গুছিয়ে রাখার জন্য।

আমার নিজের পার্সোনাল এবং গুরুত্বপূর্ণ এমন তথ্য যা অন্য কারো থেকে লুকিয়ে রাখার প্রয়োজন পড়ে এমন কাজের জন্যও কিন্তু ফাইল এক্সপ্লোরার কিংবা ফাইল ম্যানেজার এপস এর প্রয়োজন পড়ে এন্ড্রয়েড ফোনের মাঝে।

এবং সেখানে আপনি ইচ্ছেমত  পাসওয়ার্ড দিয়ে সক কিছু যথেষ্ট সিকিউরিটির সাথে সেভ করে রাখতে পারবেন।

একেক ধরণের এপস এর মাঝে এরকম অনেক ধরণের ফিচার দেয়া থাকে যা আপনি ইচ্ছে করলেই আপনার এন্ড্রয়েড মোবাইলের মাঝে ইন্সটল করে নিতে পারেন।

চলুন দেখি এন্ড্রয়েড ফোনের জন্য সবচাইতে ভালো মানের ১০  টি ফাইল এক্সপ্লোরার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ফিচারসমূহ-

আমাদের আজকের আলোচনায় আপনি ১০ টি সেরা এন্ড্রয়েড স্মার্টফোনের ফাইল এক্সপ্লোরার এপস সম্পর্কে যা জানতে পারবেন তা  শুরুতেই বলে নেই-

  • গুগল প্লে স্টোর রেটিং
  • ডাউনলোড Link
  • ব্যবহারিক রিভিউ

 

১। Best File Manager Android App :  File Manager

গুগল প্লে স্টোরের মাঝে ৪.৭ রেটিং নিয়ে সবচাইতে বেশি ডাউনলোড সংখ্যার অধিকারী এন্ড্রয়েড ফাইল ম্যানেজার এপস হল [ ফাইল ম্যানেজার File Manager ] 

এই এপসটির সাইজ অনেক স্বল্প তাই আপনার ফোনের অনেজ জায়গা দখল করে ইন্সটলের কোন ঝামেলা নেই বললেই চলে।

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[Download File Manager App ]]

২। File Manager (File transfer)

 

এলিগেন্ট এবং ইফিসিয়েন্ট একটি এপস হল এই ফাইল ম্যানেজার ফাইল ট্রান্সফার এপসটি। এই এন্ড্রয়েড এপস এর মাঝে রয়েছে অসংখ্য অপশন যার মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড ফোনের ডাটাগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন।

এছাড়াও আপনি ওয়াইফাই কানেক্ট এর মাধ্যমে আপনার এন্ড্রয়েড মোবাইল ফোন থেকে ল্যাপটপ কিংবা ডেস্কটপ এর মাঝে ফাইল ট্রান্সফার করতে পারবেন অনেক সহজে।

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[Download File Manager (File transfer) App ]]

৩। ASTRO File Manager

আস্ট্রো ASTRO ফাইলম্যানেজার সবচাইতে ভালো রেন্টিংস এর একটি ফাইল ম্যানেজার এপস।

যা আপনি আপনার যেকোন ধরণের এন্ড্রয়েড ফোন সমস্যা যেগুলো ফাইল ম্যানেজিং সংক্রান্ত সেগুলো থেকে ঠিকঠাক ভাবে মুক্তি পেতে পারেন। এর মাঝে আপনি ফাইল ম্যানাজিং এর পাশাপাশি পাবেন ফাইল ব্যাক-আপ রাখার সুবিধা।

এর মাঝে বিদ্যমান টাস্ক কিলার অপশন দ্বারা আপনি আপনার ফোনের মাঝে চলমান সকল টাস্ক বন্ধ করতে পারবেন কিংবা অনেক সময় অতিরিক্ত কাজের চাপে যখন আপনার ফোন হ্যাং হয়ে যায় এর মাঝে বিদ্যমান বুস্টার অপশন দ্বারা আপনি আপনার স্পীড বুস্ট করে নিতে পারেন এবং কিছুটা মেমোরি খালি করে নিতে পারবেন।

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[ Download ASTRO File Manager App ]]

 

৪। ES File Explorer File Manager

ES File Explorer File Manager ইএস ফাইল এক্সপ্লোরার অনেক পুরোনো একটি ভালো মানের ফাইল ম্যানেজার এপস।

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু হবার পর থেকেই এই ফাইল ম্যানেজার এপসটি গুগল প্লে স্টোরের মাঝে জায়গা করে নিয়েছে। প্রায় ৩০০ মিলিয়ন  গ্রাহক সংখার এই এপসের মাঝে আছে অনেক অপশন।

এর রেটিং আছে ৪.৫ গুগল প্লে-স্টোরের মাঝে। এবং এখন পর্যন্ত কোন ধরণের সমস্যা জনিত রিভিউ এর কথা আমরা গ্রাহকের কমেন্টের মাঝে দেখতে পাইনি।

এর অসাধারণ কিছু ফিচার হলঃ

১। বিল্ট ইন জিপ/র‍্যার ফাইল সাপোর্টেড তাই আপনি যেকোন ফাইল চাইলেই এর মাধ্যমে কম্প্রেস এবং এক্সট্র্যাক্ট করতে পারবেন।

২। বিল্ট ইন ইমেজ ভিউয়ার এবং মিউজিক প্লেয়ার

৩। মাল্টি ল্যাংগুয়েজ সাপোর্টেড

৪। টাস্ক কিলার অপশন ।

৫। বিল্ট ইন ক্যাশ ক্লিনার

৬। রুট ডিভাইসের জন্য আছে রুট এক্সপ্লোরার

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[ Download ES File Explorer File Manager App ]]     

৫। Solid Explorer File Manager

এই ফাইল ম্যানেজার এপসটিও একটি টপ কোয়ালিটি ফাইল ম্যানেজার এপস। এটা প্রায় ৫০ বারের মত গুগল প্লে স্টোরের মাঝে ফিচারড ফাইল ম্যানেজার এপস হিসেবে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

এর মাঝে আইকন, ব্যাক-গ্রাউন্ড ইত্যাদি পরিবর্তন করার অপশন দেয়া আছে। এটিও ফাইল কমপ্রেস করতে সক্ষম, এবং রুটকৃত ডিভাইস এর জন্য রয়েছে রুট এক্সপ্লোরার।

তবে সম্ভবত রুট এক্সপ্লোরার অপশনটি সম্পূর্ণ ফ্রি নয় তার জন্য এই এপস এর পেইড ভার্সন ব্যবহার করার প্রয়োজন পরে।

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[ Download Solid Explorer File Manager App ]]

                       

৬। X-plore File Manager

X-plore File Manager বর্তমানে সবচাইতে বেশি ডাউনলোড হয়েছে এর মাঝে  বিদ্যমান অনেক অপশন এর জন্য। তবে আগেই বলে রাখা ভালো এর ব্যবহার এবং অপশন গুলো একটু দক্ষ লোকের জন্য ।

চলুন দেখি এর ফিচার গুলোঃ

  • মাল্টি টাস্কিং এর জন্য ডুয়েল প্যান উইন্ডোজ সিস্টেম
  • ডিস্ক ম্যাপ অপশন
  • ক্লাউড স্টোরেজ সুবিধা
  • ডিরেক্ট ওয়াইফাই ফাইল শেয়ারিং সিস্টেম

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[ Download X-plore File Manager App ]]

 

৭। Total Commander – file manager

টোটাল কমান্ডার ফাইল ম্যানেজারও একটি অনেক পুরোনো ফাইল ম্যানেজার এন্ড্রয়েড এপস। এর গ্রাহক সংখ্যা প্রায় ৩ লাখের উপরে। এবং  রেটিংস ৪.৫ স্টার।

এর মাঝে অপশন আছে যার মাধ্যমে আপনি আপনার যেকোন ফাইল কিংবা ফোল্ডার আলাদাভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবেন।

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[Download Total Commander – file manager App]]

৮। File explorer file Manager

যারা এন্ড্রয়েড এপস এর মাঝে একটু সহজ ইন্টারফেস এর যেগুলো দিয়ে সহজে কাজ করা যায় এবং অপশন সবাই বুঝতে পারে এমন কিছু খুঁজছেন তারা এটা ইন্সটল করে দেখতে পারেন।

File explorer file Manager এর ফিচারঃ

  • কুইক এন্ড ইজি কাট /কপি/ পেস্ট সিস্টেম
  • সার্চ অপশনের সুবিধা
  • এপস ইন্সটল এবং আন-ইন্সটল করা যায় সহজে
  • ডিস্ক অ্যানালাইজার অপশন

এর ব্যবহারকারি প্রায় ৫ লাখের মত এবং রেটিং ৪.৪ স্টার

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[Download File explorer file Manager App]

 

৯। File Commander – File Manager

File Commander – File Manager দ্বারা আপনি নিরাপদে আপনার সকল ফাইল এনক্রিপ্ট করে রাখতে পারবেন।

এর ইন্টারফেস ও অনেজ সহজ এবং সকলের ব্যবহার উপযোগী । File Commander – File Manager এর ফিচারঃ

  • ফাস্ট ফাইল ম্যানেজমেন্ট
  • হোম স্ক্রিন এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তনীয়
  • কাট/কপি/পেস্ট টুল বিদ্যমান আছে
  • ক্লাউড সাপোর্ট
  • কোন প্রকার বিজ্ঞাপন দেখায় না এপস চলাকালীন।

 

এন্ড্রয়েড মোবাইলের কিংবা এন্ড্রয়েড ট্যাব এর জন্য এখনি চাইলে ডাউনলোড লিংক থেকে এপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক- [[Download File Commander – File Manager App]]

 

১০। ALZip – File Manager & Unzip

ALZip এটি একটি কমপ্লিট সলিউশন এন্ড্রয়েড ফোন সফটওয়্যার আমার মতে। এখানে আমি সকল ধরণের সুবিধা পাবেন ফাইল জিপ/আনজিপ করা থেকে শুরু করে অন্যান্য সকল এপসের সুবিধা এর মাঝে আপনি পাবেন।

আবার চাইলে ফাইল কমপ্রেস এবং এক্সট্র্যাক্ট ও করতে পারবেন।আছে টাস্ক কিলার অপশন , মাল্টি টাস্কিং এর সুবিধা। বিল্ট ইন ইন্সটলার এবং আন ইন্সটলার ।

ডাউনলোড লিংক- [[Download ALZip – File Manager & Unzip App]]


অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। আবার এই অ্যান্ড্রয়েড ফোন এর জন্য আন্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয়। অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা অনেক ধারনা প্রয়োজন। এন্ড্রয়েড টিউটোরিয়াল দেখে আপনি এন্ড্রয়েড সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড সাজেশন তৈরি করতে পারবেন।

অ্যান্ড্রয়েড সাজেশন কিম্বা android tips and tricks bangla বা মোবাইল টিপস এন্ড ট্রিকস (android tips)পেতে হলে আমদের সাথেই থাকুন। এন্ড্রয়েড সফটওয়্যার ও এন্ড্রয়েড টিউটোরিয়াল (android in bangla),অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড রুট নিয়ে ও আমরা  শীঘ্রই আসছি। সাথে নুতুন পর্বে আছে সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল টিপস।

এন্ড্রয়েড মোবাইলের টিপস দিয়ে আপনি এন্ড্রয়েড স্মার্টফোন এর উপযুক্ত ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড রুট এর মাধ্যমে আপনার ডিভাইস এর প্যানেল ব্রেক করতে পারবেন। এন্ড্রয়েড সমস্যার জন্য আপনি অ্যান্ড্রয়েড টিপস ফলো করতে পারেন। অ্যান্ড্রয়েড সাজেশন (android suggestions) বা এন্ড্রয়েড মোবাইল টিপস্ কিম্বা এন্ড্রয়েড এপস এর আপডেট এর খবরাখবর জানতে productreviewbd.com/ এর সাথেই থাকুন।

Summary
এন্ড্রয়েড ফোন এর জন্য ১০ টি বেস্ট ফাইল এক্সপ্লোরার এপস
Article Name
এন্ড্রয়েড ফোন এর জন্য ১০ টি বেস্ট ফাইল এক্সপ্লোরার এপস
Description
চলুন দেখি এন্ড্রয়েড ফোনের জন্য সবচাইতে ভালো মানের ১০ টি ফাইল এক্সপ্লোরার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ফিচারসমূহ- আমাদের আজকের আলোচনায় আপনি ১০ টি সেরা এন্ড্রয়েড স্মার্টফোনের ফাইল এক্সপ্লোরার এপস সম্পর্কে যা জানতে পারবেন তা শুরুতেই বলে নেই- গুগল প্লে স্টোর রেটিং ডাউনলোড Link ব্যবহারিক রিভিউ
Author
Publisher Name
productreviewbd.com

Join the discussion

8 thoughts on “এন্ড্রয়েড ফোন এর জন্য ১০ টি বেস্ট ফাইল এক্সপ্লোরার এপস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।