কিভাবে একটি উঁচু মোটরসাইকেল নিচু করবেন

কিভাবে একটি উঁচু মোটরসাইকেল নিচু করবেন

how-to-lower

চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, কানে বাতাসের শব্দ, বিশাল এক হাইওয়ে রোডে আপনি আপনার ব্র্যান্ড নিউ মোটরসাইকেল চালাচ্ছেন।  এবার চোখ খুলে চিন্তা করলেন, আপনি অনেক খাটো। কিন্তু খুজছেন একটি লম্বা মোটরসাইকেল।

আপনার উচ্চতা ৫.৫ ইঞ্চি এবং বাইক চালানো শুরু করতে চান “কেটিএম সুপার ডূক” বাইক দিয়ে। যার সিটের উচ্চতা ৩২.৯ ইঞ্চি। আপনি মাটি থেকে ২৮ ইঞ্চি উচ্চতা পর্যন্ত বসতে পারবেন। তার মানে, আপনি বাইক চালাতে পারবেন না।

কিন্তু না, এর অবশ্যই পন্থা রয়েছে। আপনি কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনি সহজেই লম্বা বাইক চালাতে পারবেন।

নিচের ভিডিও টি লক্ষ করুন, কিভাবে একটি মোটরসাইকেল নিচু করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন।

খাটো রাইডারদের জন্য মোটরসাইকেল টিপসঃ

 

 

কিভাবে একটি ভারী মোটরসাইকেল নিয়ন্ত্রন করবেন: সেরা ১০ টি টিপস

লম্বাটে হয়ে নয়, স্মার্টলি ড্রাইভ করুনঃ

প্রথমেই, সহজ সাবলীল পদ্ধতি প্রয়োগ করুন, যেন আপনি একজন রাইডার এবং আপনার কমফোর্ট লেভেল তৈরী করুন। যেসব রাইডার অনেক খাটো, তারা অনেক সময় একটি পায়ের উপর ভর দিয়ে দাড়িয়ে থাকে।

এজন্য আপনাকে সমান উচ্চতার হতে হবে। তবে দু পায়ে ভর দিয়ে বাইক দাড় করানো মোটরসাইকেল চালানোর নিয়মের মধ্যেই পড়ে।

আপনি কিভাবে বাইক এর ব্যালেন্স ঠিক রাখবেন বা এক সাইডে কাত করাবেন তা বাইকের সাইজের উপর নির্ভর করে। এটি পরিপুর্ণ পদ্ধতি নয়, তবে কনফিডেন্টস ও নিয়মিত প্র্যাকটিস করলে আপনি অবশ্যই পারবেন।

অনেক রাইডার এই পদ্ধতিতে কমফোর্টেবল নয়। তাদের জন্য ভিন্ন পদ্ধতি- নিচের ভিডিও টি লক্ষ করুন।

মোটরসাইকেল সাসপেনশন- স্যাগ সেটিং করা

বেশির ভাগ বাইক এর সাসপেনশন সেট করা হয় ১৮০ পাউন্ড ভর তোলার জন্য। যদি বাইক আপনার থেকে হেভিয়ার করে সেট করা হয়, তবে লম্বাটে রাইড করতে হবে এবং খাটো রাইডারদের জন্য মাটি স্পর্শ করা কঠিন হয়ে পড়বে। সাসপেনশন স্প্রিং পরিপুর্ণ ভার না পাওয়া পর্যন্ত উপরের দিকে ধাক্কা দিতে থাকে।

আপনি বাইকের যেকোনো পার্টস পরিবর্তনের সময় বাইক এর সাসপেনশন স্যাগ ঠিক করে নিন।

এতে আপনারই বাইক রাইড করতে সুবিধা হবে এবং দুপায়েই মাটি স্পর্শ করতে পারবেন।

মোটরসাইকেল এর সিট নিচু করা

 

বাইক এর সিট নিচু রাখুনঃ

একটি পন্থা যেটি আমি নিজেও পছন্দ করি আপনাদের কাছে শেয়ার করব, আপনার বাইকের সিট নিচু রাখা। এতে রাইডার খুব সহজেই মাটি স্পর্শ করতে পারবে। আপনার কমফোর্ট বৃদ্ধি করবে, আপনি লম্বাটে ভাবে বসতেও পারবেন। অনেক রাইডার কমফোর্ট এর জন্য সিট পরিবর্তন করে থাকে।

এই পদ্ধতির জন্য আপনি সিটের সামনের দিকের অংশটুক চিকন করে নিতে পারেন। এতেও আপনি বাইকে বসে মাটি স্পর্শ করতে পারবেন। এর মাধ্যমে আপনি অনেকটা কমফোর্ট পেতে পারেন।

কিভাবে মোটরসাইকেল এর ইঞ্জিন গরম করবেন

lower-you-sit

বাইক নিচু করুনঃ

উপরের পদ্ধতির কোনটিও কাজ না করলে, আপনি সর্বশেষ আপনার বাইকের ফ্রন্ট সাসপেনশন নিচু করে ফেলুন। এটি সর্বশেষ পদ্ধতি। মোটরসাইকেল এর সাসপেনশন নিচু বা পরিবর্তন করা সহজ কাজ নয়। বাইক নিচু করার ক্ষেত্রে অনেক বিষয় খেয়াল রাখতে হয়।

হ্যান্ডেলিং পরিবর্তন করা, স্পীড বাম্পস এর জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখতে হয়। নয়ত, বাইকের নিচের পার্টস রাস্তায় ঘর্ষণ করবে।

বাইক হ্যান্ডেলিং ঠিক করার ক্ষেত্রে খুব ভালোভাবে পরিবর্তন করতে হবে। এটি অনেক বিপদজনকও বটে। ড্রাগিং এর ক্ষমতা ঠিক রাখতে হবে। নাহলে এসফাল্ট এর মত আপনিও দুর্ঘটনায় পড়তে পারেন।

আমি কিছু রাইডারদের চিনি, যারা ড্রাগিং পেগস ফল্ট এর কারনে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে।

বেশিরভাগ বাইকের উচ্চতার হার প্রায় একই। যদি কোন বাইকে অন্যরকম হয়ে থাকে, তাতেও সমস্যা নেই। এতে অনেকগুলো শিফট রয়েছে। তাই খুব সাবধানতার সাথে অল্প পরিমাণ পরিবর্তন করুন।

 বেশি পরিবর্তন করতে যাবেন না, এতে আপনিই সমস্যায় পড়বেন। সাসপেনশন রেট পরিবর্তন এর পাশাপাশি এর স্প্রিং রেটও পরিবর্তন হয়। ১০ মিমি. নিচু করলে স্প্রিং এ ২০% কম্প্রেশন সৃষ্টি হয়।

প্রতি বাইক ও রাইডার তার নিজের সুবিধা অনুযায়ী বিভিন্ন সাইজে পরিবর্তন করে থাকে। মনে রাখবেন, এটি শুধুমাত্র কৌশল। এই পদ্ধতি কিভাবে করতে তার জন্য কোন দক্ষ মেকানিক এর সাথে যোগাযোগ করুন।

আরেকটি পদ্ধতি হচ্ছে, পিছনের শক ছোট করা। এই পদ্ধতি অনেক ব্যয়বহুল। কিন্তু এতে আপনি ফ্যাক্টরি স্প্রিং রেট এবং ফ্যাক্টরি লিংকেজ রেট পাবেন। প্রায় ২০০ ডলার এর মত ব্যয়ে আপনি এটি পরিপুর্ণ করতে পারবেন।

আপনি যতবারই সাসপেনশন পরিবর্তন করবেন, তখনি এই খরচ করতে হবে। পিছনের শক ছোট করার সুবিধা হচ্ছে এটি ফ্যাক্টরি রাইড মেইন্টেইন করে।

suspension-lower

যখন আপনি মোটরসাইকেল পিছনের শক (Dog Bone) ছোট করবেন, এর সাথে আপনাকে ফ্রন্ট সাসপেনশনও ম্যাচ করতে হবে। এটি নির্ভর করে আপনি আপনার মোটরসাইকেল কতটুকু নিচু করবেন।

আপনি যদি ফর্ক্স নিচু না করেন, তবে আপনি সম্পুর্ন ওজন ব্যালেন্স পরিবর্তন করতে হবে। এমন কি ফ্রন্ট এন্ড জিওমেট্রি এবং স্টিয়ারিং।

কিভাবে একটি মোটরসাইকেল এর ফ্রন্ট ইন্ড নিচু করবেন

 

অনেকেই বলে থাকে, কখনো ফ্রন্ট নিচে নামাবেন না। আবার অনেকেই এটার প্রতি সম্মত। ফ্রন্ট ফেন্ডার এ একটি ছোট এরিয়ার ফ্রন্ট ফর্ক্স এডজাস্টমেন্ট করতে হয়। এটি খুবই বিপদজনক, আবার সহজ বটে। তবে অভিজ্ঞতা ছাড়া সাসপেনশন এর কাজে হাত না দেওয়াই ভালো।

কিভাবে আপনার মোটরসাইকেল এর ট্যাঙ্ক ফিল করবেন

বাইক নিচু করলে কি হতে পারে নিচের ভিডিওটিতে দেখুন

 

[উপরের ভিডিও সমুহ ড্রাগিং করার সেরা উদাহরন নয়। তবে বডি পজিশন, চালানো ঠিক রয়েছে। আপনি আপনার শরীরের ওজন একদিকে কর্ণার এ নিবেন, বাইককে সোজা উপরের দিকে ডান পার্শে রাখার চেষ্টা করবেন। যেকোনো ধরনের বাইক দিয়ে ড্রাগিং করার চেষ্টা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, ফ্রন্ট ফেন্ডারস ড্রাগিং এর জন্য ফ্রন্ট হুইল খুবই বিপদজনক হতে পারে।]

আপনি প্রয়োজনে বিভিন্ন ফোরাম এ যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনার বাইকের প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন।

front-end-suspension

আপনি কি আপনার বাইক নিচু করেছেন? কিভাবে/ কোন পদ্ধতিতে  নিচু করেছেন? আমাদের কমেন্ট লিখে রাখুন।

ছবি- Touratech

 

মোটরসাইকেল এর আরও টিপস দেখুনঃ

Join the discussion

110 thoughts on “কিভাবে একটি উঁচু মোটরসাইকেল নিচু করবেন

  1. Hey would you mind sharing which blog platform you’re working with? I’m looking to start my own blog in the near future but I’m having a tough time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Apologies for getting off-topic but I had to ask!

  2. What i don’t understood is if truth be told how you’re not really a lot more well-favored than you may be now. You are so intelligent. You recognize thus considerably when it comes to this matter, produced me in my opinion consider it from so many various angles. Its like women and men are not involved until it is something to do with Lady gaga! Your personal stuffs outstanding. At all times handle it up!

  3. Excellent goods from you, man. I have understand your stuff previous to and you are just extremely excellent. I actually like what you have acquired here, certainly like what you are saying and the way in which you say it. You make it enjoyable and you still take care of to keep it sensible. I can not wait to read much more from you. This is really a great website.

  4. Thanks for sharing excellent informations. Your web site is very cool. I am impressed by the details that you have on this web site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched all over the place and simply couldn’t come across. What a great web site.

  5. I precisely wanted to thank you so much once more. I’m not certain what I would have achieved in the absence of the entire secrets provided by you on my field. Previously it was a challenging scenario in my position, however , encountering a specialized avenue you treated it took me to jump over joy. Now i’m happy for the help and then trust you comprehend what an amazing job you’re putting in teaching men and women thru your blog post. Most probably you’ve never got to know all of us.

  6. Along with every thing which seems to be building within this specific subject matter, all your perspectives are rather exciting. On the other hand, I beg your pardon, but I can not give credence to your entire theory, all be it radical none the less. It seems to everybody that your commentary are generally not entirely rationalized and in fact you are generally your self not really totally confident of your assertion. In any event I did appreciate looking at it.

  7. Howdy would you mind sharing which blog platform you’re working with? I’m planning to start my own blog in the near future but I’m having a hard time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something unique. P.S My apologies for being off-topic but I had to ask!

  8. Good day! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in trading links or maybe guest authoring a blog post or vice-versa? My blog goes over a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Superb blog by the way!

  9. What Is Sugar Defender? Sugar Defender is a meticulously crafted natural health supplement aimed at helping individuals maintain balanced blood sugar levels. Developed by Jeffrey Mitchell, this liquid formula contains 24 scientifically backed ingredients meticulously chosen to target the root causes of blood sugar imbalances.

  10. What i don’t understood is in fact how you are not actually much more smartly-appreciated than you may be right now. You are so intelligent. You know thus significantly on the subject of this matter, made me individually imagine it from a lot of varied angles. Its like women and men don’t seem to be involved until it is something to accomplish with Girl gaga! Your own stuffs great. Always deal with it up!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।