ব্রেকিং নিউজঃবাংলাদেশের বাজারে আসছে এপ্রিলিয়া (Aprilia)মোটরসাইকেল!!

বাংলাদেশের বাজারে আসছে এপ্রিলিয়া (Aprilia)মোটরসাইকেল

 

বাংলাদেশের বাজারে শিগ্রই আসছে  সুপার বাইক কোম্পানিগুলির মধ্যে একটি বিখ্যাত কোম্পানি এপ্রিলিয়া এর Aprilia RS4 125 motorcycle & Aprilia SR150  স্কুটার(Aprilia SR150 scooter in Bangladesh.) । এপ্রিলিয়া আরএস ১২৫ একটি স্পোর্টস বাইক  ।

 তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে ,  Dhaka Bike Show 2017 তে Aprilia Motorcycle(Aprilia Motorcycle In Bangladesh)  চলে আসবে। Dhaka Bike Show 2017 অনুষ্ঠিত হবে  মার্চ ২৩-২৫-, ২০১৭ বন্সুন্ধরা কনভেনশান সেন্টারে ।

 এপ্রিলিয়া মূলত ইটালিয়ান কোম্পানি যা অনেক বছর ধরেই  সুপার বাইক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ অংশ গ্রহণ করে আসছে।

Aprilia RS4 125 motorcycle

এপ্রিলিয়া আরএস ১২৫ একটি স্পোর্টস বাইক যার রয়েছে ৪ ভাল্ব সিঙ্গেল সিলিন্ডার ১২৫ সিসি ইঞ্জিন সাথে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশান ও লিকুইড কুলিং। এর শক্তিশালী ইঞ্জিন  ১০.৫০০ আরপিএম তে ১৫ বিএইচপি শক্তি উৎপাদন করে । বাংলাদেশের বাজারে ১২৫০সিসি ইঞ্জিনের মটোর সাইকেল গুলির মধ্যে একটি  অন্যতম শক্তিশালী মোটরসাইকেল ।

এই মোটরসাইকেলটি ১১ এনএম টর্ক বিশিষ্ট।

 

আরএস ১২৫ এ রয়েছে কুইক শিফট যা ক্লাচ এর ব্যবহার না করেই খুব মসৃণভাবে গতি পরিবর্তন করতে পারে। এতে রয়েছে ৪১ মিমি আপ সাইড ডাইন ফ্রন্ট শক সাথে ৩০০ মিমি ডিস্ক ব্রেক ও ৪ পিস্টন যার সাথে পিছনে ২২০ মিমি ডিস্ক। ১০০/৮০ সামনের ও ১৩০/৭০ পিছনের সাপোর্ট করার জন্য  রয়েছে ১৭ ইঞ্চি এলোয় স্পোক রিম ।

 

এখন একটি মাত্র রঙ্গের আসছে – এসবিকে এডিশন।

এর ফুয়েল ট্যাঙ্ক ১৫ লিটার ফুয়েল ধারন করতে সক্ষম আর এর ইঞ্জিন ইউরো৩ এমিশান ইঞ্জিন । মোটরসাইকেলটিতে এনালগ রিভ কাউন্টার এর সাথে  সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটারও রয়েছে।

এপ্রিলিয়া এস আর ১৫০ স্কুটার 

Aprilia SR150

এপ্রিলিয়া এস আর ১৫০ স্কুটার  যা বাংলাদেশে আসছে এপ্রিলিয়া এস আর ১৫০-১৫৫ সিসি ইঞ্জিন স্কুটার এর সাথে । এই ইঞ্জিনগুলি ১০.৪ বিএইচপি ও ১১.৪ এনএম টর্ক সমৃদ্ধ। ট্র্যান্স মিশান স্বয়ংক্রিয়।

উল্লেখযোগ্য ফিচারঃ

 

এপ্রিলিয়া আর এস ১২৫  ও এপ্রিলিয়া এস আর ১৫০ ঃ

 

ইঞ্জিন- এপ্রিলিয়া আর এস ১২৫  ও এপ্রিলিয়া এস আর ১৫০ দুটোরই  সিঙ্গেল সিলিন্ডার , ৪ স্ট্রোক , ফুয়েল ইঞ্জেকশান  ইঞ্জিন।

 

এপ্রিলিয়া আর এস ১২৫  ও এপ্রিলিয়া এস আর ১৫০ এর ইঞ্জিন ডিপ্লেসমেন্ট  যথাক্রমে ১২৪.২ সিসি ও ১৫৪.৮ সিসি।

 

এপ্রিলিয়া আর এস ১২৫  ও এপ্রিলিয়া এস আর ১৫০ এর সর্বচ্চ শক্তি যথাক্রমে ১৫ এইচপি (১১ কিলোওয়াট) এ ১০.৫০০ আরপিমএম আর ১০.৪ এইচপিএ ৬৭৫০ আরপিমএম এবং সর্বচ্চ টর্ক যথাক্রমে  ১০.৯০ এন এম এতে ৮২৫০ আরপিএম ও ১১.৪ এনএম এতে ৫০০০ আর পিএম ।

 

তবে  এপ্রিলিয়া আর এস ১২৫ এ আছে ৬ স্পীড গিয়ার বক্স আর এপ্রিলিয়া এস আর ১৫০ এ স্বয়ংক্রিয় গিয়ার বক্স।

 

এপ্রিলিয়া আর এস ১২৫ এর সামনে ৪১ মিমি আপ সাইড ডাউন ফরক আর পিছনে হাইড্রোলিক মনোশক এবজরবার। অন্যদিকে এপ্রিলিয়া এস আর ১৫০ এর সামনে হাইড্রোলিক ডাবল টেলিস্কোপ ফরক ও পিছনে হাইড্রোলিক শক এবজরবার।

এদের দুটোরই উল্লেখযোগ্য ফ্রন্ট ব্রেক হল যথাক্রমে স্টেইনলেস ষ্টীল ডিস্ক (৩০০ মিমি)  ৪ পিস্টন রেডিয়াল কেলিপার ও ২২০ মিমি ডিস্ক সাথে ২ পিস্টন কেলিপার।

এপ্রিলিয়া আর এস ১২৫  এর পিছনের ব্রেক হল স্টেইনলেস ষ্টীল ডিস্ক (২১৮ মিমি)সাথে সিঙ্গেল পিস্টন  কেলিপার   ও এপ্রিলিয়া এস আর ১৫০ এর ড্রাম ১৪০ মিমি। দুটোরই টিউবলেস টায়ার।

 

বাংলাদেশের বাজারের জন্য এপ্রিলিয়া মোটরসাইকেল সত্যি একটি বিশাল চমক হিসেবে আসছে। সবাই এটার জন্য অধীর আগ্রহে আছে ।

Join the discussion

809 thoughts on “ব্রেকিং নিউজঃবাংলাদেশের বাজারে আসছে এপ্রিলিয়া (Aprilia)মোটরসাইকেল!!

  1. Thank you so much for providing individuals with an extremely superb possiblity to read articles and blog posts from this web site. It is often so excellent and also packed with amusement for me and my office acquaintances to visit your blog on the least 3 times per week to learn the latest things you have got. Not to mention, we are always happy considering the splendid advice you serve. Some 3 ideas in this post are unequivocally the most impressive we have all had.

  2. Prostadine helps clear out inflammation in the prostate.Prostadine claims the root cause of most prostate issues is due to the accumulation of toxic mineral buildup due to hard water. When unchecked, this toxic buildup leads to inflammation in the prostate and the rest of your urinary tract. This impairs your ability to urinate, ejaculate, and produce hormones needed for your overall health.

  3. What makes Sumatra Slim Belly Tonic even more unique is its inspiration from the beautiful Indonesian island of Sumatra. This supplement incorporates ingredients that are indigenous to this stunning island, including the exotic blue spirulina. How amazing is that? By harnessing the power of these rare and natural ingredients, Sumatra Slim Belly Tonic provides you with a weight loss solution that is both effective and enchanting.

  4. I¦ve been exploring for a little bit for any high quality articles or blog posts in this sort of area . Exploring in Yahoo I finally stumbled upon this web site. Studying this information So i¦m satisfied to convey that I have an incredibly excellent uncanny feeling I found out exactly what I needed. I such a lot surely will make certain to don¦t forget this site and give it a glance regularly.

  5. You could certainly see your skills in the paintings you write. The sector hopes for even more passionate writers like you who are not afraid to mention how they believe. At all times go after your heart. “If the grass is greener in the other fellow’s yard – let him worry about cutting it.” by Fred Allen.

  6. Yangın kapıları, binalarda güvenliğin ve acil durumlarda insanların tahliyesinin sağlanması için hayati öneme sahip olan yapısal unsurlardır. Yangın kapıları, yangın anında kullanılan güvenli kaçış yollarını belirlemek için önemli bir işlev görürler. Bu kapılar, yangın sırasında insanların hızlı ve güvenli bir şekilde binayı terk etmelerini sağlayarak hayat kurtarır.

  7. Yangın kapıları, yangın merdiveni kapıları ve yangın çıkış kapıları, yangın güvenliği açısından hayati öneme sahip olup, insanların hayatlarını korumak için tasarlanmıştır. Bu kapılar, yangın sırasında panikleme riskini azaltmak ve tahliyeyi hızlandırmak için stratejik olarak yerleştirilmiştir. Ayrıca, bu kapılar yangının yayılmasını engelleyerek, yangın hasarını ve kayıplarını minimize etmeye yardımcı olur.

  8. Yangın kapıları, yangın anında insanların güvenli bir şekilde binayı terk etmelerini sağlayan hayati bir unsur olarak kabul edilir. Yangın kapıları, yangın esnasında insanların güvenli bir şekilde tahliyesini sağlamak amacıyla tasarlanan özel kapılardır. Bu kapılar, yangına dayanıklı malzemelerden üretilir ve yangının yayılmasını engellemek için özel o

  9. Great blog! Do you have any helpful hints for aspiring writers? I’m planning to start my own blog soon but I’m a little lost on everything. Would you suggest starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m completely confused .. Any recommendations? Many thanks!

  10. An impressive share, I just given this onto a colleague who was doing a little analysis on this. And he in fact bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love reading more on this topic. If possible, as you become expertise, would you mind updating your blog with more details? It is highly helpful for me. Big thumb up for this blog post!

  11. Just desire to say your article is as surprising. The clarity to your submit is just excellent and that i can assume you are an expert on this subject. Fine together with your permission let me to grab your feed to keep updated with approaching post. Thank you one million and please continue the gratifying work.

  12. Dziękuję za analizę pracy kierowcy Ubera.Ci, którzy rozważają tę ścieżkę kariery docenią twoją dogłębną wiedzę o tej dziedzinie.Twoje wyjaśnienia dotyczące zarobków, godzin pracy i interakcji z klientami dają czytelnikom dobry obraz roli, jaką odgrywa kierowca Uber, co doceniam.Wpis jest wzmocniony przez indywidualne doświadczenie.Twoja wiedza i doświadczenie są bardzo znaczące, i bez wątpienia pomogą kilku osobom w dokonaniu świadomego wyboru, aby zostać kierowcą Google.Jeszcze raz dziękuję za wgląd i wiedzę.Na twoim blogu, czekam na więcej tych postów. https://poland-uber.ams3.digitaloceanspaces.com/zarabiaj-z-uberem-na-wlasnych-zasadach.html

  13. I would like to thank you for the efforts you have put in writing this web site. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing skills has encouraged me to get my own blog now. Actually the blogging is spreading its wings fast. Your write up is a great example of it.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।