মোটরসাইকেল চালানোর টিপস- খাটো ব্যাক্তিদের জন্য

মোটরসাইকেল চালানোর টিপসঃ খাটো ব্যাক্তিদের জন্য

আপনি মোটরসাইকেল চালাতে আগ্রহী। কিন্তু দেখলেন যে, আপনি খাটো হওয়ার কারনে মোটরসাইকেল চালাতে পারছেন না। হয়তবা আপনি ভুল কৌশল এর জন্য ভালোভাবে চালাতে পারছেন না।

আমার উচ্চতা ৫.২ ইঞ্চি, এবং আমি প্রায় সব ধরনের বাইক চালাতে পারি। আপনি বাইক চালাতে পারবেন না এমন কথা কেউ বললে কান দিবেন না। সঠিক কৌশল অবলম্বন করলে আপনার ইচ্ছা এবং সাহসই আপনাকে সাহায্য করবে।

 

বাইক চালানোর ক্ষেত্রে যে বিষয় গুলি আপনার মাথায় রাখতে হবেঃ

 

  • মোটরসাইকেল এর সিটের উচ্চতা এবং হ্যান্ডেলবার ও পায়ের কন্ট্রোল। বাইক এর সিটের শেপ এবং বাইকের প্রস্থ উভয়। এছাড়াও ওজন, বাইকের ওজন যত বেশি, হ্যান্ডেল করা ততই কঠিন।
  • প্রথমেই, বাইকের সিটের উচ্চতা দেখুন। বাইক চালানো শুধুমাত্র কমফোর্ট এর জন্য নয়, এর মধ্যে অনেক কন্ট্রোল করাটাও গুরুত্তপুর্ণ। আপনি যদি আপনার বাইক চালানো কন্ট্রোল করতে না পারেন, তবে বাইক চালানো শিখার আগেই আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন।
  • মোটরসাইকেল এর সিট ফোম এর উপর প্লাস্টিক বেস র‍্যাপিং করা থাকে। একেক বাইকের সিটের ধরন এবং ওজন একেক রকম। কোন কোন বাইক এর সিট সামনের দিকে অনেক সরু করা থাকে। এতে বাইকে বসে পা মাটিতে ফেলতে সুবিধা হয়। আবার কোন বাইক সিটের ভিতর হাফ ইঞ্চি এর মত ফোম থাকে।
  • আপনার দু পায়ের ফাক অনুসারে সিট এর প্রস্থ মিলাবেন, যেন আপনি সহজেই মাটি স্পর্শ করতে পারেন। সিট এর উচ্চতা আপনাকে মুখে বলে দিতে হবে না। মোটামুটি প্রস্থ সিট গুলো ২৭ ইঞ্চি এর মত হয়। এছাড়াও পাবেন ৩১ ইঞ্চি সুপার ন্যারো স্যাডেল।
  •  বাইক চালানোর ক্ষেত্রে ইঞ্জিন খুবই গুরুত্বপুর্ণ। চারটি ইনলাইন ট্রান্সভার্স (যা অনেক জাপানি বাইকে রয়েছে) ওয়াইডার বাইকের জন্য। অথবা ভি-টুইন্স এবং সিঙ্গেল সচরাচর স্লিমার হিসেবে ব্যবহৃত হয়। ফোর সিলিন্ডার ওয়াইডার বাইকের থেকেই বেশি প্রস্থের। আবার যখন প্যারামিটার ফ্রেম যোগ করা হবে, তখন প্রস্থ বেড়ে যাবে। কারন এটি ইঞ্জিনকে র‍্যাপিং করে রাখে। এমন ফ্রেম  নিবেন, যার ইঞ্জিন স্লিমার। আপনি সহজেই বাইকে বসতে পারেন এবং সাচ্ছন্দ বোধ করেন।
  • আপনার পায়ের পাতার পজিশন আরেকটি গুরুত্বপুর্ণ বিষয়। অনেকেই বাইক চালাতে চান অনেকটা রেসার এর মত। আবার অনেকেই সম্পুর্ন সোজা হয়ে বাইক চালাতে পছন্দ করেন। সঠিক পজশন হচ্ছে পা সামনের দিকে সোজা রাখা। এতে মোটরসাইকেল কন্ট্রোল করা সহজ হয়। আপনি সচরাচর লক্ষ করবেন, রোড বাম্পস এর উপর দিয়ে বাইক চালানোর সময় রোড বাম্প পায়ের খুব কাছাকাছি দিয়ে যায়। পা হালকা নিচু থাকলে আপনি আঘাত পাবেন। এমনকি পা ভেঙ্গে যেতে পারে।

এডজাস্টেবল লিভার্স আরেকটি গুরুত্বপুর্ণ বিষয়। যদি আপনার মোটরসাইকেল এ এডজাস্টেবল লিভার না থাকে, তবে আফটার মার্কেট থেকে নিয়ে আপনার বাইক আপগ্রেড করে নিন।  এতে আপনার মোটোরসাইকেল এর ক্লাচ এবং ফ্রন্ট ব্রেক কমফোর্টলি ধরতে পারবেন।

আপনার বাইকের সাসপেনশন নিচে নামিয়ে ফেলা বোকামি ছাড়া আর কিছু নয়। সাসপেনশন নিচে নামিয়েও অনেক সময় আপনি 
বাইকে বসে মাটি স্পর্শ করতে পারবেন না। এতে টাকা নষ্ট হয় এবং মোটরসাইকেলের হ্যান্ডেলিং এ সমস্যা হয়। 
আপনি কখনই বাইকের সাসপেনশন নিচে নামানোর চিন্তা করবেন না। এতে বড় ধরনের বাইক দুর্ঘটনা ঘটতে পারে।

 

ডিসক্লাইমারস বা সাবধানতাঃ  

১। বাইক চালানোর সময় প্রয়োজনীয় পোশাক পড়ে নিন। আমি হাতের গ্লোভস পড়ি নাই এবং আমার জিন্স আমাকে নিরাপত্তা দিতে পারবে না। তবে আমি বেশি স্পীড নিয়ে মোটরসাইকেল চালাই না।

২। আপনার প্রথম মোটরসাইকেল হিসেবে কখনই উচু বা বড় মোটরসাইকেল না নেওয়াটাই ভাল। উচু এবং বড় মোটরসাইকেল চালানোর কৌশল জেনে নিন। এতে আপনি হ্যান্ডেলিং সহজে আয়ত্ত করতে পারবেন।

৩। কিভাবে একটি উঁচু মোটরসাইকেল নিচু করবেন তা জানা থাকলে সহজেই উচু বাইক দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সম্ভব হলে মাঠে ঘাসের উপর বাইক চালানো প্র্যাকটিস করুন।

৪। প্রয়োজনে একজন দক্ষ মোটরসাইকেল চালক এর সাহায্য নিয়ে আপনি বাইক চালানো প্র্যাকটিস করতে পারেন।

 

কিভাবে যেকোনো দিকে মোটরসাইকেল চালানো যায়ঃ

মোটরসাইকেল চালানোর জন্য মোটামুটি ভালো দক্ষতার প্রয়োজন। নিরাপদ স্থানে বাইক চালানো প্র্যাকটিস করা সবচেয়ে ভালো উপায়। এতে আপনি সহজেই অনেক ট্রিক্স শিখতে পারবেন।

কিছু বেসিক ট্রিক্সঃ

বাইকের সিটের উপর আপনার বডি নাড়ানো

বাইক চালানোর সময় আপনি যেদিকে আপনার পা নামাবেন সেদিকে আপনার বডি সামান্য ঘুড়ান, এতে আপনি আরও বেশি ভালো ভাবে পা নামাতে পারবেন। এমনকি সমান ভাবেও পা নামাতে পারবেন।

আপনার পায়ের পাতা কোন দিকে খেয়াল রাখুন

এটি খুব গুরুত্তপুর্ণ বিষয়। পায়ের পাতা সেই দিকেই থাকবে, যেদিকে আপনি পা নামাবেন। বাইক টার্ন করা বা বাইক থামানোর ক্ষেত্রে পায়ের পাতা খুব গুরুত্তপুর্ণ ভুমিকা পালন করে। এক্ষেত্রে কিভাবে একটি ভারী মোটরসাইকেল নিয়ন্ত্রন করবেন লক্ষ্য করুন। আপনি খাটো হলে আপনার জন্য খুব কষ্টকর হবে। তবে নিয়মিত প্র্যাকটিস করলে সমস্যা থাকবে না।

 এডভান্স স্কিল

যখন আপনি বেসিক ট্রিক্স গুলো রপ্ত করতে পারবেন, তখন এই ট্রিক্স গুলো অনুসরন করুন।

স্ট্যান্ডঃ যখন আপনি বাইক থামাবেন, তখন আপনার সম্পুর্ন ওজন আস্তে আস্তে একদিকে হেলিয়ে দিন এবং যে দিকে হেলবেন সে পা নিচে নামিয়ে দিন। এতে পুরোপুরি মোটরসাইকেল থামাতে পারবেন। আপনার এক পা সমতল অবস্থায় মাটিতে দাঁড়ানো, অন্য পা বাইকের রেয়ার ব্রেকের উপর ৯০-ডিগ্রী এঙ্গেল এ বাঁকানো অবস্থায় থাকবে।

টিরেইন ব্যবহারঃ একটু চিন্তা করুন, আপনি বাইক চালিয়ে চারদিকে গোল হয়ে ঘুড়ছেন। ব্যাপারটা অনেক মজাদার, কিন্তু কস্টও অনেক। এর জন্য অনেক বেশী প্র্যাকটিস এর প্রয়োজন।

আপনি যদি সত্যিই বাইক চালাতে চান, তবে আপনাকে প্রথমেই বাইক চালানোর সঠিক পোশাক পরিধান করতে হবে, আপনার উচ্চতা যাই হোক। আপনার কাছে যখন এগুলো ভালো লাগতে থাকবে, তখন আপনি সবসময় মোটরসাইকেল চালাতে চাইবেন। তবে সব সময় মোটরসাইকেল চালানোর সময় সব ধরনের নিয়ম কানুন মেনে চলুন। নিরাপদের সাথে মোটরসাইকেল চালানো প্র্যাকটিস করুন। অসতর্ক বা অন্যমনস্ক হয়ে মোটরসাইকেল চালাবেন না।

 

 

মোটরসাইকেল চালানোর জন্য আরও কিছু বাইক টিপসঃ

 

Join the discussion

50 thoughts on “মোটরসাইকেল চালানোর টিপস- খাটো ব্যাক্তিদের জন্য

  1. Fantastic goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too great. I actually like what you’ve acquired here, certainly like what you are saying and the way in which you say it. You make it enjoyable and you still take care of to keep it smart. I can’t wait to read much more from you. This is actually a tremendous site.

  2. Grapefruit has substances that slow down the breakdown of sildenafil in the body, raising the risk of side effects, including some of the worst side effects cialis buy online usa In MASH 1 newborns, c RET gene expression was absent in the noradrenergic nuclei A2, A5, A6, A7 that contribute to modulate respiratory frequency and in scattered cells of the rostral ventrolateral medulla

  3. During this 16th Euro Football Championship, you’ll be able to follow all the scores in the tournament in real time. Not a pay-TV subscriber? Unable to watch TV, or simply too busy to follow an entire match? Our special Euro 2020 Livescore service will be your precious ally. Wherever you are – alone or with friends – you’ll never be in the dark about Euro scores. Get ready to rock the tournament with Sportytrader! That’s all we have for tonight. Hope you have enjoyed our coverage of this sensational semi-final. What a turnaround by Roberto Mancini who took charge of this Italian side after they touched the depths in 2018, failing to qualify for the World Cup. Now, they are one step away from the European glory. Spanish players gave it all but they should’ve done better when it came to converting their chances. 
    http://www.girlscolor.com/bbs/board.php?bo_table=free&wr_id=24121
    For more information about our products and services please Click here Football fans want to have the scores of their favorite matches ready to be reviewed at any time. This has resulted in a plethora of different platforms that have emerged attempting to satisfy this need. Every platform has had different degrees of success. Our app is now available on Google Play. Our FKF Premier League Live tool is available for you to follow the football matches on each day of the league with many features. For example, you will be able to see the calendar, the team rankings, the latest results and the team composition for each match. Statistics on the matches will also be available. Need to know who is dominating the match? Does the score reflect the mood of the match? You’ll find it all on this page! Our tool shows you for example the number of shots attempted during the match, the scorers, possession, corners, cards, changes, etc. All this information and statistics will be a great help for you to master the competition. Don’t miss out!

  4. Смазывать ресницы и брови чистыми эфирными маслами нельзя: это может привести к ожогам или аллергии. Можно ли использовать восстанавливающее масло для волос Moroccanoil Treatment Light в сочетании с другими продуктами марки? Мужчины также могут использовать эфирные масла для ухода за растительностью на лице. Инструкция, как находить товары, в составе которых есть указанный ингредиент. Для прекрасного солнечного утра – прекрасный завтрак и заряд энергии на весь день В кашку добавим немного льняных семечек и настоящего кунжутного масла холодного отжима. Вприкуску с яблочком – очень полезно! Этот товар недоступен. Пожалуйста, выберите другую комбинацию. Этот товар недоступен. Пожалуйста, выберите другую комбинацию. Как именно действует тушь Lash Paradise? Щеточка аккуратно прочесывает ресницы, создавая заметное удлинение и эффект подкручивания. Питательная формула оставляет ресницы мягкими и пушистыми, они не выглядят жесткими и «окаменелыми».
    https://codysenb123467.loginblogin.com/23110251/средство-для-роста-ресниц-квинлаш
    На ресницы оливковое масло действует так же магически, как и на волосы. Оно укрепляет волосяные фолликулы, увлажняет, питает волоски и способствует их росту. С регулярным применением масла в течение трех месяцев ресницы значительно удлинятся и увеличатся в объеме. По текстуре различают гели, масла, сыворотки. Удлинение ресниц. В первую очередь вы заметите визуальный эффект — кончики ресниц темнеют и как бы удлиняются. При длительном использовании касторки зрительный эффект перейдет в реальный — ресницы дольше находятся в фазе роста и дорастают до максимально возможной длины. Москва, Зеленоград, пл. Юности, дом 3 Предыдущие средства были для наружного применения, витамины нужно принимать внутрь. Для роста ресниц подойдёт любой комплекс, в котором содержатся: Средство держите на ресницах не более получаса, после чего осторожно смойте его средством для удаления макияжа. Заметного результата удастся добиться лишь спустя месяц. Касторовое масло необходимо использовать полноценными курсами для достижения максимального результата.

  5. 愛知県名古屋エリアには「バイアグラ」や「バイアグラジェネリック」を処方し… 勃起は外部からの性的刺激や興奮を感じることでNO(一酸化窒素)が放出され、局部の細胞内にⅽGMP(環状グアノシン一リン酸)という物質が増加し、血管を拡張させることで起こります。レビトラの有効成分「バルデナフィル」は勃起の持続に必要なⅽGMPを壊すPDE5(ホスホジエステラーゼの5型)をブロックする作用があり、陰茎海綿体への血液の流れがスムーズになります。その結果、勃起をしやすくさせる効果が得られると共に勃起そのものの硬さが得られ、途中で萎えにくくなる効果も期待できます。 料金のお支払いは、以下のお支払い方法よりお選びいただけます。
    https://notabug.org/topingintno1970
    ED(勃起不全)とは 2度目の購入です。私にはとても良いです。バイアグラと比較しても効果は高く、コスパ最高です。バイアグラより動悸や倦怠感は少ないです。多少の飲酒やつまみ程度の食事なら問題なく効きます。試す価値ありありです。 様々なバイアグラを試した中でも 2023年8月19、20日の土日、長野県の上田薬剤師会が主催の「薬剤レビュー・ワークショップ」が開催されました。私も参加してきましたので、今回はその概要とその感想をお伝えしたいと思います。 もっとも、完全にふにゃふにゃ状態では装着することすら困難と思われるので、最初のひと勃ちのためにバイアグラ系のカマグラや、長時間作用系のタダリスSX と併用するのがよいかもですね。

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।