হুয়াই মোবাইল বাজারে আনলো হুয়াই ফোন জিআর থ্রি (GR3)

অ্যান্ড্রয়েড স্মার্টফোন হুয়াই মোবাইল আবার একটি অতি আকর্ষণীয় জি লাইনের স্মার্টফোন নিয়ে বাজারে আসলো। বাংলাদেশ বাজারে চীনের মোবাইল ফোন নির্মাতা হুয়াই তাদের হুয়াই জিআর ফাইভ (GR5) এবং ম্যাট আট (Mate 8) স্মার্টফোন এর পরে এবার তারা বাজারে আনলো হুয়াই মোবাইল জিআর থ্রি (GR3)। নুতন হুয়াই জিআর থ্রি (GR3) একটি মধ্যম মানের স্মার্টফোন হ্যান্ড সেট। কিন্তু এটা সত্য যে, জিআর ফাইভ হল অধিক উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এছাড়াও দাম একটু বেশি। নুতন হুয়াই ম্যাট আট এর রিভিউ সম্পর্কে জানতে আপনি এই সাইটে পড়তে পারেন-The new Huawei Mate 8 reviewহুয়াই বাংলাদেশে তাদের জনপ্রিয় দুটি স্মার্টফোন জি প্লে মিনি ,হুয়াই জি৭ প্লাস বিশ্বের তাদের সর্বশেষ স্মার্টফোন হুয়াই  উন্মুক্ত করেছিল।

হুয়াই জিআর থ্রি (GR3)এর বিভিন্ন color মডেল

হুয়াই এর হ্যান্ডসেট গুলি গোল্ড, সিলভার আর গ্রে এই তিনটি রঙে বাজারে এসেছে।

Huawei-GR3-color-bangladesh

হুয়াই জিআর থ্রি মোবাইলের সাইজঃ

সাইজঃ উচ্চতাঃ ১৪৩.৫ মিমি.

চওড়াঃ ৭১ মিমি.

পুরুত্তঃ ৭.৬ মিমি.

ওজনঃ প্রায় ১৩৫ গ্রাম।

Huawei-GR3-specification

 

বাংলাদেশ বাজারে হুয়াই GR3 ফোনের মূল্য-

বাংলাদেশে এই মোবাইলটির মূল্য ১৯,৯৯০.০০ টাকা । এর সাথে রয়েছে ফ্রী ১৩০০০ এমএএইচ হুয়াই পাওয়ারব্যাংক।

হুয়াই জিআর থ্রি মোবাইলের এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য-

 মডেল -হুয়াই জিআর থ্রি

 সিপিইউ-অকটা কোর ১.৫ গিগা হার্জ , কর্টেক্স -এ ৫৩৬৪ বিট

 চিপ সেট -মিডিয়া টেকএমটিকে ৬৭৫৩টি

 ক্যামেরা-১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে লিড ফ্ল্যাশ । আরও রয়েছে সামনের দিকে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 রেম-২ জিবি ,রম- ১৬ জিবি এর সাথে ৬৪ জিবি মাইক্রো এসডি মেমোরি আর দ্বৈত সিম স্লট।

 ডিসপ্লে স্ক্রিন -৫ ইঞ্ছি ।

 ব্যাটারি- ২২০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি যা সরানো যাবে না ।

 দ্বৈত সিম সাথে রয়েছে মাইক্রো সিম

 নেটওয়ার্ক উপযোগিতা -২ জি/ ৩ জি / ৪ জি নেটওয়ার্ক

 সেন্সর-গ্রাভিটি,এক্সিলেরোমিটার , লাইট সেন্সর

 রং-গোল্ডেন, সিলভার আর গ্রে

 অপারেটিং সিস্টেম -অ্যান্ড্রয়েড ৫.১ ললি পপ

  বক্সে যা আছে- হ্যান্ডসেট, চার্জার ,ইউএসবি ক্যাবল, ম্যানুয়াল বা কুইক স্টার্ট গাইড ।

হুয়াই জিআর থ্রি স্মার্ট ফোনের বিবরণ-

এটির পুরো বডি হল মেটাল বডি ।

Huawei-GR3-design

হুয়াই জিআর থ্রি ফোনের রয়েছে ১৬ জিবি আভ্যন্তরীণ মেমোরি সহ ২ জিবি রেম সাথে  ডুয়েল সিম স্লট( মাইক্রো আর ন্যানো স্ট্যান্ড বাই) হুয়াই ফোনটির প্রসেসর অক টা -কোর ১.৫ গিগা হার্জ সমৃদ্ধ কর্টেক্স-এ৫৩ ৬৪ বিট সিপিইউ সাথে -মিডিয়া টেকএমটিকে ৬৭৫৩টি চিপ সেট।

হুয়াই জিআর থ্রি তে আছে হাইডেফিনেশান ৫ ইঞ্ছি ডিসপ্লে , আইপিএস ক্যাপাসিটির টাচস্ক্রিন যাতে রয়েছে ১৬ মিলিয়ন কালার। ডিসপ্লে এর রেজুলেসান হল ৭২০ বাই ১২৮০ পিক্সেল। এটির রয়েছে মাল্টিটাচ এর সাথে স্ক্রিন সুরক্ষা। এটি চলবে জিএসএম/ এইচএসপিএ / এলটিই ( ২ জি, ৩ জি এবং ৪ জি ) নেটওয়ার্ক এ।

উচ্চ গতির ক্ষমতা সম্পন্ন সিপিইউ আর জিপিইউ এর সাথে হুয়াই জিআর থ্রি এরঅপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড ৫.১ ললি পপ ।

এটির অত্যাধুনিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল সমৃদ্ধ আর সামনের দিকের সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল সমৃদ্ধ। হুয়াই মোবাইল এর প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে এলইডি ফ্ল্যাশ ও অটোফোকাস সমৃদ্ধ  ১৩ এমপি ক্যামেরা ও সেলফি তোলার জন্য আছে ৫ এমপি ক্যামেরা।

Huawei-GR3-design-productreviewbd

ক্যামেরাটির আকর্ষণীয় বৈশিষ্ট্য হল জিও-ট্যাঁ গিং , টাচ ফোকাস , ফেইস নিরুপন, এইচ ডি আর । প্যাঁ নো রমা  option এর সাথে আরও অনেক কিছু। রয়েছে ১০৯০ পি@৩০ এফ পি এস ভিডিও রেকর্ডিং ক্ষমতা।এর সাউন্ড সিস্টেম ভাইভ্রেসান সহযোগী এবং সাথে সাথে এমপিথ্রি , ডাবলুএ ভি রিংটোন আর লাউড স্পিকার সমৃদ্ধ। হেড ফোনের জন্য রয়েছে ৩.৫ মিমি. জ্যাক । এটি মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াই ফাই দুই টেকনোলজিতেই চলবে। হুয়াই ফোনটি হটস্পট, ব্লু টুথ এবং জিপিএস টেকনোলজি সম্পূর্ণ ভাবে সাপোর্ট করে।

হুয়াই জিআর থ্রি এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো গ্রাভিটি, এক্সিলেরোমিটার , লাইট সেন্সর, বিভিন্ন ম্যাসেজিং অপশান, এসএমএস, এমএমএস, ইমেইল, পুশ মেইল, আইএম, ইত্যাদি। জিআর থ্রি এর ব্যাটারিটি ২২০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি যা সংযোজিত করা যাবে না ।

শীঘ্রই আমরা হুয়াই জিআর থ্রি এর রিভিউ নিয়ে হাজির হব । আরও তথ্যের জন্য আপনি Huawei Mobile Bangladesh  এই FB সাইটটি ভিজিট করতে পারেন ।

Join the discussion

63 thoughts on “হুয়াই মোবাইল বাজারে আনলো হুয়াই ফোন জিআর থ্রি (GR3)

  1. Good post. I be taught something tougher on totally different blogs everyday. It would at all times be stimulating to learn content from different writers and practice a little bit something from their store. I’d prefer to make use of some with the content material on my weblog whether or not you don’t mind. Natually I’ll provide you with a link on your web blog. Thanks for sharing.

  2. A powerful share, I simply given this onto a colleague who was doing a little analysis on this. And he the truth is bought me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! However yeah Thnkx for spending the time to debate this, I really feel strongly about it and love studying extra on this topic. If potential, as you become expertise, would you mind updating your blog with more particulars? It is highly useful for me. Massive thumb up for this weblog put up!

  3. My wife and i got so excited that Ervin managed to finish off his investigations with the ideas he grabbed from your own site. It is now and again perplexing just to possibly be giving for free tactics that many other folks might have been making money from. We really understand we have the writer to appreciate for this. The entire illustrations you made, the straightforward blog menu, the friendships you will make it easier to instill – it’s mostly exceptional, and it’s really aiding our son and us do think the concept is exciting, and that is quite mandatory. Many thanks for all!

  4. I simply wanted to appreciate you yet again. I’m not certain the things that I might have implemented in the absence of the actual tips documented by you about that theme. It became the alarming concern in my opinion, however , viewing your well-written manner you managed it made me to jump with gladness. I’m just happy for your help and in addition wish you are aware of a powerful job you are always carrying out training some other people via a site. I am sure you have never got to know any of us.

  5. I have been browsing online more than 3 hours lately, yet I never found any interesting article like yours. It?¦s pretty value enough for me. In my opinion, if all website owners and bloggers made just right content material as you probably did, the web will probably be much more helpful than ever before.

  6. What i do not realize is actually how you’re not actually much more well-liked than you may be right now. You are very intelligent. You realize thus significantly relating to this subject, made me personally consider it from so many varied angles. Its like men and women aren’t fascinated unless it is one thing to accomplish with Lady gaga! Your own stuffs great. Always maintain it up!

  7. I definitely wanted to develop a quick note in order to thank you for those unique solutions you are giving out on this site. My incredibly long internet search has at the end of the day been compensated with wonderful details to talk about with my relatives. I ‘d assume that most of us visitors are very lucky to dwell in a great community with very many marvellous professionals with insightful ideas. I feel pretty privileged to have seen the web pages and look forward to plenty of more thrilling times reading here. Thanks again for all the details.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।