২০১৭ সালের সেরা ১০ টি এন্ড্রয়েড এপস

২০১৭ সালের সেরা ১০ টি  এন্ড্রয়েড  এপস

Bannar Pic

২০১৭ সাল  প্রায় শেষ পর্যায়ে , বছরের শুরু থেকে এ পর্যন্ত টেকনোলজি জগতে এসেছে অনেক অনেক আপডেট প্রযুক্তির স্মার্টফোন এবং সেসব স্মার্টফোনের জন্য আকর্ষণীয় সকল এপস ।

সাধারণত বেশীরভাগ স্মার্টফোন ইউজার ব্যবহার করে থাকে এন্ড্রয়েড নির্ভর সকল মোবাইল ফোন এবং এসব ফোনের জন্য গুগল প্লে ষ্টোরের মাঝে রয়েছে লাখো পেইড এপস থেকে শুরু করে ফ্রি এন্ড্রয়েড এপস ।

একজন গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যেকোন এপস ডাউনলোড করে নিতে পারে খুব সহজেই । আজ আমরা এ বছরের শীর্ষ স্থানে থাকা কিছু  এন্ড্রয়েড এপস এর কথা আলোচনা করবো , চলুন তবে জেনে নেই এ  বছরের শীর্ষ  ১০ টি এন্ড্রয়েড এপস সম্পর্কে ।

২০১৭ সালের সেরা ১০ টি  এন্ড্রয়েড এপসঃ

১। এক্সপ্রেস ভিপিএন (Express VPN )

 

1. VPN Express

ভিপিএন এর ব্যবহার অনেক কাজেই লাগে । বিশেষ করে পাবলিক ওয়াইফাই এর মাঝে ব্রাউজিং হতে পারে সবচাইতে বিপদজ্জনক , কারণ যেকোন সময়  হ্যাক হবার সম্ভাবনা থাকে আপনার স্মার্টফোন অথবা ম্যালিসিয়াস বিভিন্ন  ম্যালওয়্যার এর কারণে স্মার্টফোন হয়ে পরতে পারে অনেক স্লো আর তাই এ ধরণের সমস্যা এড়াতে প্রয়োজন পরে থাকে ভিপিএন ব্যবহারের ।

এক্সপ্রেস ভিপিএন আপনাকে ফ্রি এবং পেইড দুই রকমের  অপশন প্রদান করে থাকে তবে ফ্রি ট্রায়াল এর মেয়াদ স্বল্প কয়েকদিনের জন্য আপনি এর সর্বোচ্চ সুবিধা পেতে হলে আপনাকে প্রতি মাসে ৮.৩২ ডলার পেইড করতে হবে সার্ভিস চার্জ হিসেবে । এক্সপ্রেস ভিপিএন এর সুবিধাগুলোর মাঝে রয়েছে সুপারফাস্ট ব্রাউজিং স্পীড এবং ১০০ এর বেশি দেশ এর প্রক্সি আইপি ব্যবহারের সুযোগ ।

 DOWNLOAD EXPRESSVPN ON GOOGLE PLAY!

২। ওয়ান ওয়েদার ( 1 Weather )

ওয়ান ওয়েদার বর্তমানে চলমান সকল ওয়েদার এপস এর মাঝে সবচাইতে বেস্ট ওয়েদার এপস হিসেবে পরিচিতি পেতে সক্ষম হয়েছে ।  এর আকর্ষণীয় এবং সহজবোধ্য ইন্টারফেস এর মাঝে আপনি প্রতিদিনের  ওয়েদার ফোরক্যাস্ট সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।  এছারাও এর মাঝে রয়েছে রাডার এবং ফান স্ট্যাটস।

আপনি ইচ্ছে করলে এপসটির মাঝে থাকা  উইজেট ব্যবহার করতে পারবেন যা সম্পুর্ন কাস্টমাইজেবল । রাডার এর মাধ্যমে আপনি ঝড় এর পুর্বাভাস পেতে সক্ষম হবেন এবং এর ডিজাইন সম্পুর্ন মিনিম্যালিস্টিক ।  এটি ফ্রি ভার্সনে পাওয়া যায় তবে আপনি চাইলে ১.৯৯ ডলার খরচ করে এর ফুল ভার্সন কিনে নিতে পারেন ।

DOWNLOAD ON GOOGLE PLAY

৩। গুগল ড্রাইভ সুইট( Google Drive Suite)

 

গুগল ড্রাইভ একটি  ক্লাউড স্টোরেজ ভিত্তিক সমাধান যা যেকোন এন্ড্রয়েড ইউজার সম্পুর্ন ফ্রি ভাবে ব্যবহার করতে পারে।  সকল নতুন গ্রাহক ১৫ গিগাবাইট ক্লাউড স্টোরেজ সম্পুর্ন বিনামূল্যে পেতে পারে সাইন আপ করার পর । আপনার যদি আরো বেশি স্টোরেজ এর প্রয়োজন পরে তবে আপনি ১৫ গিগাবাইট এর পরে আরো বেশি স্টোরেজ নির্ধারিত মুল্য পরিশোধের  মাধ্যমে ক্রয় করতে পারবেন । গুগল ড্রাইভ সুইট এর মাঝে রয়েছে গুগল ডক , গুগল শিট , গুগল স্লাইড সহ আরো অন্যান্য সকল প্রফেশনাল এবং অত্যান্ত গুরুত্বপূর্ণ সকল এপস । প্রফেশনাল কিংবা পার্সোনাল যেকোন কাজের জন্য গুগল ড্রাইভ সুইট অন্ত্যান্ত উপকারী একটি এপস ।

DOWNLOAD ON GOOGLE PLAY

৪। গুগল ম্যাপ (Google Maps)

আপনার পথচলা আরো সহজ করে দিতে আমার মতে এই এপসের কোন জুড়ি নেই । অপরিচিত জায়গায় কোথায় কি আছে সকল তথ্য এক নিমিষে দেখা নেবার জন্য আপনার প্রয়োজন হবে গুগল ম্যাপ এপস এর ।

আপনি এর মাধ্যমে জিপিএস নেভিগেশন ,  ট্র্যাকিং থেকে শুরু করে ডিরেকশন সকল কিছু পেতে পারেন অনেক সহজে । এর ইন্টারফেস ও সকলের ব্যবহারযোগ্য করে বানানো হয়েছে আর তাই এটি এখন পর্যন্ত সেরা একটি নেভিগেশন এপস হিসেবে তার জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে ।

DOWNLOAD ON GOOGLE PLAY

৫।  গুগল এসিস্ট্যান্ট ( Google Assistant)

গুগল এসিস্ট্যান্ট একটি অত্যান্ত পাওয়ারফুল এন্ড্রয়েড এপস । এটি প্রায় সকল এন্ড্রয়েড স্মার্টফনের মাঝেই সক্রিয় ভাবে কাজ করে থাকে । এটি ব্যবহার করাও অনেক সহজ আপনাকে শুধু এটি ইন্সটল করে প্লে স্টোর থেকে ইনেবল করে রাখতে হবে ।

এর মাধ্যমে আপনি ফোনের লাইট , ব্রাইটনেস কনট্রোল করতে পারবেন এবং এমন ধরণের অনেক কাজ শুধু মাত্র মাইক্রোফোনের মাঝে বলেই করে নিতে পারবেন ।

DOWNLOAD ON GOOGLE PLAY

৬।  লস্ট পাস পাসওয়ার্ড ম্যানেজার (Lost Pass Password Manager )

লস্ট পাস এন্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের জন্য আরেকটি আকর্ষণীয় এপস । এটি একটি পাসওয়ার্ড ম্যানেজার এপস এর মাধ্যমে আপনি আপনার সকল লগ ইন ক্রেডেনশিয়াল গুলো সেভ করে রাখতে পারবেন অত্যান্ত শক্তিশালী সিকিউরিটি ব্যবস্থার সাথে ।

এটি ক্রস প্ল্যাটফর্ম এপস হবার কারণে আপনি এটিকে আপনার এন্ড্রয়েড ফোন এবং আপনার কম্পিউটার উভয় জায়গায় ব্যবহার করতে পারবেন । যদিও প্লে ষ্টোরের মাঝে এমন অনেক এপস বিদ্যমান রয়েছে তবে এর সুবিধাগুলো অন্যতম এবং ইন্টারফেস ও সিকিউরিটিও অনেক ভালো মানের । আর তাই আপনার পাসওয়ার্ড ম্যানেজড রাখতে আপনি ব্যবহার করতে পারেন লস্ট পাস পাসওয়ার্ড ম্যানেজার এপসটি ।

DOWNLOAD ON GOOGLE PLAY

 

৭।  নোভা লঞ্চার ( Nova Launcher )

যদিও লঞ্চার কোন এপস এর মাঝে থাকাটা অস্বাভাবিক বলে আপনাদের কাছে মনে হতে পারে তবে এই লিস্ট এর মাঝে নোভা লঞ্চার রাখার পেছনে রয়েছে যথেস্ট কারন ।  এটি নরমাল অন্যান্য সকল লঞ্চার থেকে একদম আলাদা রকমের একটি লঞ্চার এপ।

এর মাঝে রয়েছে রিস্টোর এবং ব্যাকআপ অপশন , স্ক্রিন সেট আপ অপশন ,  এছারাও প্রায় টন খানেক কাস্টমাইজেশন ফিচার এবং এপটি সকল সময় আপডেটেড থাকে আর তাই এটি সেরা একটি এন্ড্রয়েড লঞ্চার এপ বলে আমি মনে করি । আপনি এর ফ্রি এবং প্রিমিয়াম দুই রকমের ভার্সন আপনার স্মার্টফোনের মাঝে ব্যবহার করতে পারবেন অনায়াসে আর এর ইন্টারফেস ও একদম মিনিম্যাল ।

DOWNLOAD ON GOOGLE PLAY

৮। সলিড এক্সপ্লোরার ( Solid Explorer)

এন্ড্রয়েড এর মাঝে প্রায় সবাই কিন্তু আমরা একটি না একটি ফাইল এক্সপ্লোরার এপ ব্যবহার করে থাকি ।  ফাইল এক্সপ্লোরার এর ক্ষেত্রে আমার দেখা এ পর্যন্ত সকল এপস এর মাঝে ইএস ফাইল এক্সপ্লোরার এবং সলিড এক্সপ্লোরারই সেরা মনে হয়েছে ।

এর ডিজাইন ম্যাটিরিয়াল টাইপের এবং প্রায় সকল স্মার্টফোনের মাঝেই সাপোর্ট করে থাকে । এর মাঝে আকর্ষণীয় ক্লাউড সার্ভিস সুবিধা রয়েছে । আপনি এর ১৪ দিনের ফ্রি  ট্রায়াল প্যাক ব্যবহার করে দেখতে পারেন আবার চাইলে পরবর্তীতে ভালোলাগলে ১.৯৯ ডলার এর মাধ্যমে এর প্রিমিয়াম সুবিধাগুলো উপভোগ করতে পারেন ।

DOWNLOAD ON GOOGLE PLAY

৯। সুইফট কি বোর্ড ( Suiftkey)

সুইফট কি বোর্ড এখন পর্যন্ত প্লে স্টোরে বিদ্যমান সকল কি বোর্ড এপসের মাঝে সবচাইতে পাওয়ারফুল এবং কাস্টমাইজেবল কি-বোর্ড এপস । এটি একটি সম্পুর্ন থার্ড পার্টি এপস ।

এটি ফ্রি ডাউনলোড করা যায় এবং রয়েছে অনেক আকর্ষণীয় থিম প্যাক ।  এর মাল্টিপল ল্যাগুয়েজ সাপোর্ট অসাধারণ কাজ করে থাকে । বর্তমানে এই এপসটির স্বত্বাধিকারী মাইক্রোসফট ।

DOWNLOAD ON GOOGLE PLAY

১০। জেজ ( Zedge)

আপনার স্মার্টফনের জন্য আকর্ষণীয় ওয়ালপেপার , রিং টোন , থিম ইত্যাদি খুঁজছেন ? তবে সবচাইতে বেস্ট সমাধান হতে পারে আপনি যদি জেজ এপস টি ডাউনলোড করে নিতে পারেন । এর মাঝে রয়েছে কয়েকটন এইচডি কোয়ালিটির ওয়ালপেপার , টোন , থিম সহ অনেক ফিচার সম্বলিত এপস এর সমাহার ।

আপনার স্মার্টফোনকে নিজের মতো করে কাস্টমাইজ করতে এর থেকে ভালো আর কিছু নেই । সকল সময় আপনি পাবেন আপডেট সব ডাউনলোড লিস্ট ।  এর মাঝে কোন ধরণের বাগ কিংবা বিরক্তিকর এড শো করবেনা ।  প্রয়োজনীয় টোন , ওয়ালপেপার ইত্যাদি সকল কিছু ডাউনলোড করার ক্ষেত্রে আজই আপনি এটি ব্যবহার করতে পারেন ।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। আবার এই অ্যান্ড্রয়েড ফোন এর জন্য আন্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয়। অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা অনেক ধারনা প্রয়োজন। এন্ড্রয়েড টিউটোরিয়াল দেখে আপনি এন্ড্রয়েড সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড সাজেশন তৈরি করতে পারবেন।

অ্যান্ড্রয়েড সাজেশন কিম্বা android tips and tricks bangla বা মোবাইল টিপস এন্ড ট্রিকস (android tips)পেতে হলে আমদের সাথেই থাকুন। এন্ড্রয়েড সফটওয়্যার ও এন্ড্রয়েড টিউটোরিয়াল (android in bangla),অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড রুট নিয়ে ও আমরা শীঘ্রই আসছি। সাথে নুতুন পর্বে আছে সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল টিপস।

এন্ড্রয়েড মোবাইলের টিপস দিয়ে আপনি এন্ড্রয়েড স্মার্টফোন এর উপযুক্ত ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড রুট এর মাধ্যমে আপনার ডিভাইস এর প্যানেল ব্রেক করতে পারবেন। এন্ড্রয়েড সমস্যার জন্য আপনি অ্যান্ড্রয়েড টিপস ফলো করতে পারেন। অ্যান্ড্রয়েড সাজেশন (android suggestions) বা এন্ড্রয়েড মোবাইল টিপস্ কিম্বা এন্ড্রয়েড এপস এর আপডেট এর খবরাখবর জানতে productreviewbd.com/ এর সাথেই থাকুন।

Summary
২০১৭ সালের সেরা ১০ টি  এন্ড্রয়েড  এপস
Article Name
২০১৭ সালের সেরা ১০ টি এন্ড্রয়েড এপস
Description
সাধারণত বেশীরভাগ স্মার্টফোন ইউজার ব্যবহার করে থাকে এন্ড্রয়েড নির্ভর সকল মোবাইল ফোন এবং এসব ফোনের জন্য গুগল প্লে ষ্টোরের মাঝে রয়েছে লাখো পেইড এপস থেকে শুরু করে ফ্রি এন্ড্রয়েড এপস ।একজন গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যেকোন এপস ডাউনলোড করে নিতে পারে খুব সহজেই । আজ আমরা এ বছরের শীর্ষ স্থানে থাকা কিছু এন্ড্রয়েড এপস এর কথা আলোচনা করবো , চলুন তবে জেনে নেই এ বছরের শীর্ষ ১০ টি এন্ড্রয়েড এপস সম্পর্কে ।

Join the discussion

20 thoughts on “২০১৭ সালের সেরা ১০ টি এন্ড্রয়েড এপস

  1. Concept Profy Touch — это полноценный профессиональный набор для окрашивания бровей и ресниц. Крем-краска обеспечивает равномерный, стойкий цвет. В набор входит все необходимое: краска коричневого цвета, оксидант, кисточка и стаканчик для смешивания. Брови для круглого типа лица. Самый подходящий вариант – это небольшой излом классических бровей. Такая маленькая детально преобразит ваше лицо по-новому. Делая брови для такого типа лица нужно запомнить несколько нюансов: Тонированный гель для бровей изготавливается в домашних условиях аналогично прозрачному. Единственный другой ингредиент в рецепте, который добавляется в конце, — это пигмент. Такая смесь сделает арки яркими, оттенок добавит насыщенности. Краска заполнит места, где волосы не растут, они будут визуально казаться гуще. Гель для укладки бровей выпускается в форме туши, карандашей, кремов и маркеров. Карандаш удобен в использовании и содержит водостойкую формулу, благодаря чему обеспечивает долгосрочный результат. В состав маркеров нередко входит хна, что приводит к эффекту татуажа. Кремы придают волоскам оттенок и надежно фиксируют, а с помощью туши проще моделировать форму. https://givethatfanacontract.com/forum/profile/bettyfhw2094413/ Красивые брови – мечта каждой женщины. Умение их создавать – мечта каждого бьюти-мастера. Вы хотите быть именно таким мастером? Бровистом, который может оформить идеальную бровь на любом лице? Если да, то вы должны знать, что такое Brow Paste. по наращиванию ресниц Купить пасту для бровей с доставкой по Беларуси можно в интернет-магазине 21vek.by. В нашем каталоге вы найдете лучшую декоративную и уходувую косметику известных мировых брендов по доступной цене. Поддерживает здоровое состояние кожи. Пинцеты для моделирования бровей Краска для бровей Результат от работы мастера иногда может не устраивать. К тому же процедура не всегда проходит… Артикул: 041007Производитель: ИндияОбъем: 100 мл. — приємні відчуття від впливу натуральних масел на шкіру; — експрес-догляд для брів; — сучасні ефективні методи роботи з використанням екологічних косметичних засобів; — вигідне співвідношення ціна-якість.

  2. For the second step in the double cleanse, I’ve been using and obsessing over the Sulfate Free Facial Cleanser from Bolden. Y’all, this thang is all the way official. It gets the skin really clean without stripping away all of the natural oils. I’ve used some cleansers in the past that got my skin a little too clean and ended up causing it to over produce oil and create acne. Raise your hand if you want your cleanser to create more skin issues for you? Not me, girl! Interested in Korean beauty, but don’t know where to start? Read on for our beginner’s guide to the K-beauty skincare regimen. (And don’t worry, you don’t have to do all 10 steps.) Designed with tea tree oil extract and BHA, it helps to maintain the pH value of the skin. The gentle cleanser makes sure not to strip the face of its natural oils which may lead to irritation and redness. It is also great for acne-prone skin and … https://delta-wiki.win/index.php?title=The_best_drugstore_lengthening_mascara Super easy to apply, Stylo Yeux Waterproof trace a  full of color line for a intense and seductive look. 3) …that Tom Ford eyeliner you mentioned above has been on my wish list for Forever. I swear it’s got the best reviews on the interwebs & I’ve been wanting it for soooo long. One day, dear Tom Ford eyeliner pen, you’ll be mine! And I won’t feel bad about selling my birthright to own you because you cost so much dayum (makeup) money. I’ll look good & have a banging super crisp cat liner flick. Yeah, it’s that serious. Super easy to apply, Stylo Yeux Waterproof trace a  full of color line for a intense and seductive look. Suffering from hair shedding after Covid? You’re not alone in this battle. Learn how to improve your hair with supplements and hair healing products.

  3. Your browser is out of date or some of its features are disabled, it may not display this website or some of its parts correctly. Olesport TV is currently the website live football free HD is most popular at the moment. The proof is that every day, tens of thousands of people access Ole Sport TV to find and watch the football match they like. Most people watching live soccer scores at Olesport TV are extremely satisfied with the quality here. Step 11: Enter the URL 1m.freestreams-live1.com OR livetv.sx/enx and click Go © 2023 777score.co.uk As you know that most soccer TV apps are paid and users need to subscribe to premium packages to stream live matches. But this app is free to download and use. You don’t need to pay any money to stream live matches.
    http://www.botticelli.kr/bbs/board.php?bo_table=free&wr_id=9884
    Result, live score and game progress are provided by our Livescore technology «SportyTrader». News It provides match schedules along with multi-platform broadcast listings. And it also includes the latest news from the football world: match stats and events, live scores, news, and analysis. With the link to watch live soccer score at Olesport TV Live Football, you will enjoy your favorite football match with impeccable quality. From the fact that the image in the game is always extremely high resolution, so it is quite sharp, the sound is realistic and there is never a mute state as well as the standard size screen. Plus, we use the most up-to-date streaming technology, so issues like lag, stuttering, or freezes never occur. Lee Mack from Southport, apparently no longer part of England’s borders has scored the winner against his home nation.

  4. В следующем видео официальный визажист марки Maybelline New York в России Юрий Столяров преподаст несколько бьюти-уроков с использованием подводки EyeStudio Lasting Drama Gel Eyeliner: У меня 01 черный…по мне так она слишком суховата для гелевой подводки,за пол года я приловчилась ею пользоваться.но все равно хочется более мягкую текстуру плюс на мой вгляд ей не хватет цвета(как жидким)…поэтому 2 раз ее не возьму точно…. Что-то у Мейбеллин с фиолетовыми никак не дружится.Купила тени Колортату Endless Purple- полное разочарование (помнится, у Вас также не вышло с ними любви). Пыталась применять их в виде подводки. Вот что-то похожее на Ultra Violet и получилось. А жаль- я люблю такие оттенки, они так вытягивают зелень из радужки. Свотчи,как всегда, очень информативные, только хотелось бы кисть поближе рассмотреть Гелевая подводка может остаться в прекрасном состоянии даже при плохих погодных условиях – в сильную жару или при попадании под дождь. Если вы не будете тереть глаза или пытаться скорректировать стрелки руками, то красивая форма продержится столько, сколько вам будет нужно. При растушевке «родной» кистью средство не размазывается и не забивается в мелкие складочки на веках.
    https://israelcbzw629630.sharebyblog.com/18133136/черная-или-коричневая-подводка-для-глаз
    При проведении праздничной программы стоит помнить о важности музыкального сопровождения. которое подчеркнет веселую атмосферу праздника. Представляем вашему вниманию сценарий для мероприятия посвященному празднику 8 Марта: «Ах, какие женщины» для женщин в сельском клубе с конкурсами. На новогоднем столе в корзинке лежат мандарины (много, более двух десятков). Гости пытаются угадать, сколько конкретно фруктов там находится — каждый высказывает своё предположение. Побеждает тот, кто скажет самое близкое к правильному результату число. Нотку «ЛЯ» споем «стоккато» – Праздник зародился в эпоху династии Тан и занимает важное место в китайском календаре — это день поклонения богу Луны. Выходные длятся три дня. По традиции в день праздника китайцы едят особые сладкие пирожки и читают стихи при свете луны, которая в этот день считается самой круглой и самой яркой.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।