অ্যাপল ম্যাক (Apple -MAC) কি ভাইরাস মুক্ত ?

অ্যাপল ম্যাক কি ভাইরাস মুক্ত ?

 

বর্তমানের সবচাইতে আলোচিত ভাইরাস অ্যাটাক  ওয়ানাক্রাই  সম্পর্কে আশা করি সবাই অবগত হয়েছেন এবং সাবধানতা বজায় রেখেছেন এই ভাইরাস এর অ্যাটাক হতে নিজের পার্সোনাল কম্পিউটার এবং অন্যান্য অনলাইন তথ্য রক্ষা করতে ।

অ্যাপল ম্যাক

যদিও গত মাসে প্রায় সকল দেশের মাঝেই পুরোনো উইন্ডোজ ভার্সন ব্যবহারকারীদের টার্গেট করে ভাইরাসটির অ্যাটাক করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাক ব্যবহারকারীদের জন্য ।

হ্যাকার মানেই হ্যাকার সে মানেনা বাঁধা । আর তাই আমরা কি জানি অ্যাপল এর ম্যাক পিসি ভাইরাস মুক্ত কিনা ? এবং কতটা শক্তিশালী ভাইরাস প্রোটেকশনের জন্য ।

ম্যাক এর মাঝেও কি ভাইরাস অ্যাটাক এর তথ্য পাওয়া গিয়েছে ?

হ্যাঁ অনেক জায়গায় তথ্য পাওয়া গেছে অনলাইনে সাড়া জাগানো এই ভাইরাস এর আক্রমণ ম্যাক ব্যবহারকারীদের কেও টার্গেট করে করা হয়েছে ।

রাশিয়ান হ্যাকারদের মতে , প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় এক্সএজেন্ট নামক ম্যালওয়্যার এর মাধ্যমে ম্যাক এবং আইফোনের মাঝে বিদ্যমান সকল তথ্য চুরি করা হয় ।

এবং তার কিছুদিন পরেই আবার অ্যাটাক করা হয় কির‍্যাঞ্জার নামক ম্যালওয়্যার এর মাধ্যমে ।

এবং এটিই প্রথম রিয়েল ওয়ার্ল্ড র‍্যানসমওয়্যার যা ম্যাক এর জন্য শুধুমাত্র টার্গেট করে তৈরি করা হয় । এছাড়াও এড ওয়্যার ট্রোজান ভাইরাস এর অ্যাটাক ও হয় ২০১৩ এর দিকে এবং ফ্ল্যাশব্যাক এর আক্রমন করা হয় ২০১২ সালে ।

ম্যাক এর মাঝে কেন অ্যাটাক করা হয় ?

প্রশ্নের উত্তরটা অনেক সোজা , বিশ্বের মাঝে প্রায় ম্যাক্সিমাম পিসি ব্যবহারকারী উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ব্যবহার করে থাকে আর যারা ম্যাক ব্যবহার করে থাকে তাঁদের একটা বিরাট অংশই  ভালো স্কিল সম্পন্ন মানুষ এবং বাকিরা  বিত্ত্ববান ।

আর হ্যাকারদের মুল লক্ষ্যই কিন্তু টাকা । এছাড়াও  হ্যাকাররা এসব অ্যাটাকের জন্য বিভিন্ন ম্যালওয়্যার টুলস নিজেই ক্রিয়েট করে আবার কিছু বিগিনার হ্যাকার এই টুলস গুলো কিনে থাকে ।

যদিও উইন্ডোজ অপারেটর এর সংখ্যা বেশি এবং টুলস ও সহজলভ্য তাই সবার নজর এখন ম্যাক এর দিকেই বেশি ঝুঁকে পরেছে ।

কীভাবে প্রটেক্ট করবো ম্যাক পিসি ?

ম্যাক ওএস এর মাঝে রয়েছে দুইটি বিল্ট ইন টুলস যা ভাইরাস থেকে রক্ষার জন্য যথেষ্ট । প্রথমটি হল গেট-কিপার আর দ্বিতীয়টি এক্স প্রোটেক্ট । এগুলো ব্যাকগ্রাউন্ড এর মাঝে কাজ করে এবং হ্যাকিং থেকে রক্ষা করে ।

গেট কিপার আপনাকে ম্যাক এপ স্টোর ব্যাতিত অন্যান্য লোকেশন থেকে কিছু ডাউনলোড করা থেকে বিরত রাখে । নির্দিস্ট আইডি ব্যাতিত অন্যান্য আইডি হলেই এটি আপনাকে নোটিফিকেশন দেখাতে শুরু করবে ।

অ্যাপল ম্যাক (Apple -MAC) কি ভাইরাস মুক্ত

আপনি এর সিস্টেম প্রিফারেন্স থেকে এলার্ট নোটিফিকেশন লেভেল ও পরিবর্তন করে নিতে পারেবেন ।

অ্যাপল ম্যাক (Apple -MAC)-productreviewbd

এক্স প্রোটেক্ট ম্যালওয়্যার প্রোটেকশন এর জন্য কাজ করে থাকে । ম্যাক এর মাঝে কোন ম্যালিসিয়াস কার্যক্রম লক্ষ্য করার সাথে সাথেই এটি কাজ প্রোটেকশন দেয়া শুরু করে দেয় ।

গেট কিপার এবং এক্সপ্রোটেক্ট এর ভালো কাজের মান এর জন্য আপনার কিছুদিন পর পর এগুলো আপডেট করতে হবে । আপনি ম্যাক স্টোর থেকেই প্রয়োজনে এগুলো আপডেট করে নিতে পারবেন ।

অ্যাপল ম্যাক (Apple -MAC)

এগুলো ব্যবহারের পর আশা করি ম্যালওয়্যার থেকে আপনি সুরক্ষা পাবেন । তারপরেও প্রয়োজনে আপনি অতিরিক্ত এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন অনলাইন এবং অফলাইন শক্তিশালী সিকিউরিটির জন্য ।

তবে মনে রাখবেন , ফিশিং স্ক্যাম এর কাছে এসব এন্টিভাইরাস কিছুই না আর তাই, বিনা প্রয়োজনে অযথা লিংক এর মাঝে ক্লিক করা থেকে বিরত থাকুন ।

বিভিন্ন স্প্যাম ইমেইল সমুহ এড়িয়ে যাবার চেস্টা করুন ।

পরিচিত কাওকে ছাড়া অনলাইনে কোন পার্সোনাল ইনফরমেশন ভুলেও শেয়ার করবেন না । যথাসম্ভব সকল গুরুত্বপূর্ণ একাউন্ট এবং তথ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখুন । একই পাসওয়ার্ড সকল জায়গায় প্রয়োগ না করাই ভালো ।

আশা করি আপনি ম্যালওয়্যার এবং র‍্যানসমওয়্যার থেকে নিরাপদ থাকবেন ।

Summary
অ্যাপল ম্যাক কি ভাইরাস মুক্ত ?
Article Name
অ্যাপল ম্যাক কি ভাইরাস মুক্ত ?
Description
অ্যাপল ম্যাক কি ভাইরাস মুক্ত ? বর্তমানের সবচাইতে আলোচিত ভাইরাস অ্যাটাক ওয়ানাক্রাই সম্পর্কে আশা করি সবাই অবগত হয়েছেন এবং সাবধানতা বজায় রেখেছেন এই ভাইরাস এর অ্যাটাক হতে নিজের পার্সোনাল কম্পিউটার এবং অন্যান্য অনলাইন তথ্য রক্ষা করতে । যদিও গত মাসে প্রায় সকল দেশের মাঝেই পুরোনো উইন্ডোজ ভার্সন ব্যবহারকারীদের টার্গেট করে ভাইরাসটির অ্যাটাক করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাক ব্যবহারকারীদের জন্য ।
Author
Publisher Name
http://productreviewbd.com/

Join the discussion

92 thoughts on “অ্যাপল ম্যাক (Apple -MAC) কি ভাইরাস মুক্ত ?

  1. I have been surfing on-line more than three hours as of late, but I never discovered any attention-grabbing article like yours. It¦s lovely value enough for me. Personally, if all site owners and bloggers made good content as you probably did, the internet shall be a lot more helpful than ever before.

  2. What i do not understood is actually how you are not actually much more well-liked than you might be right now. You’re so intelligent. You realize thus significantly relating to this subject, made me personally consider it from a lot of varied angles. Its like women and men aren’t fascinated unless it is one thing to do with Lady gaga! Your own stuffs nice. Always maintain it up!

  3. I have to point out my appreciation for your kindness for persons that actually need help with in this concern. Your personal commitment to getting the message all around became amazingly significant and have specifically allowed ladies much like me to attain their objectives. The interesting facts entails much to me and especially to my fellow workers. Many thanks; from each one of us.

  4. The core of your writing whilst appearing reasonable at first, did not really settle properly with me after some time. Somewhere throughout the paragraphs you were able to make me a believer but only for a very short while. I nevertheless have a problem with your jumps in logic and one would do well to fill in all those breaks. In the event that you can accomplish that, I will undoubtedly be amazed.

  5. I simply wanted to make a brief word to say thanks to you for these splendid tips you are placing at this site. My prolonged internet research has at the end been rewarded with excellent details to go over with my relatives. I ‘d claim that most of us visitors are very fortunate to live in a superb community with many marvellous professionals with interesting solutions. I feel pretty privileged to have come across the webpage and look forward to so many more thrilling moments reading here. Thanks once more for everything.

  6. Great V I should certainly pronounce, impressed with your site. I had no trouble navigating through all tabs and related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your customer to communicate. Excellent task..

  7. Good – I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all tabs as well as related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, web site theme . a tones way for your customer to communicate. Excellent task.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।