আপনার মোটরসাইকেল স্টার্ট হচ্ছেনা ? কি করবেন জেনে নিন

আপনার মোটরসাইকেল স্টার্ট হচ্ছেনা ?কি করবেন জেনে নিন


মোটরসাইকেল আমাদের যোগাযোগের ক্ষেত্রে এবং চলাচলের ক্ষেত্রে দ্রুত সময়ে পৌঁছানোর একটি অন্যতম মাধ্যম । ধরুন আপনি অফিসে কিংবা কোন জরুরী কাজে মোটরসাইকেল এর মাধ্যমে কোথাও যাবেন কিন্তু আপনার মোটরসাইকেলটি ঐ মুহুর্তে স্টার্ট নিচ্ছে না , আমার মনে হয় এর মতো বিরক্তিকর ব্যাপার হয়তো আর কিছুই হতে পারেনা ।

আপনার সবকিছুই ঠিক আছে কিন্তু আপনার মোটরসাইকেল এর হয়েছে যত সমস্যা ঠিক সময়মতো আপনার মোটরসাইকেল স্টার্ট হচ্ছেনা ।

এমন বিব্রতকর অবস্থায় কি করার থাকতে পারে আপনার ? জানতে আমাদের আজকের সম্পুর্ন লেখাটি পরুন , আশা করি এমন পরিস্থিতিতে আপনার কাজে সহায়ক ভুমিকা পালন করবে ।

চলুন তবে দেখে নেই হটাৎ করে মোটরসাইকেল স্টার্ট না নিলে আমরা কি করতে পারি সে সম্পর্কে কিছু তথ্য ।

 

Video: মোটরসাইকেল স্টার্ট না নিলে কি করবেন 

 

এমন অবস্থায় সবার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে কেন মোটরসাইকেল স্টার্ট হচ্ছেনা ? কি হলো হটাৎ করে ? এসব ছাড়াও অনেক কিছু । আবার অনেকের তো মাথা গরম হয়ে যায় ।

এমন অবস্থার সম্মুখীন হলে প্রথমেই আপনার যা করনীয় তা হল মাথা ঠাণ্ডা রেখে কিছু ছোটখাটো চেকআপ করে নেয়া , যেমন ধরুন –

১। আপনার মোটরসাইকেল এর মাঝে পর্যাপ্ত ফুয়েল আছে কিনা

মোটরসাইকেল তো আর এমনি এমনি চলবেনা , তার জন্য প্রয়োজন পরে ফুয়েল এর । আমরা অনেকেই প্রায়শই স্বল্প ফুয়েল থাকলেও কোনমতে বাড়ি চলে এসে মোটরসাইকেলটি রেখে দেই কিন্তু পরে আর মনে থাকেনা যে মোটরসাইকেল এর মাঝে ফুয়েল গতকাল স্বল্প ছিলো , তখন মোটরসাইকেল স্টার্ট না নেয়াটাই স্বাভাবিক ।

তাই ভালো করে আগে চেক করুন আপনার মোটরসাইকেল এর মাঝে স্টার্ট নেয়ার কিংবা চলাচলের জন্য সঠিক ফুয়েল আছে কিনা ।

এছাড়াও আপনার ফুয়েল লাইনের মাঝে কোথাও লিক আছে কিনা অথবা নিডল ভাল্ব এর মাঝে অনেক ময়লা জমে গিয়েছে কিনা এগুলো ভালো করে চেক করে দেখতে পারেন ।

ফুয়েল গজ এর মাঝে অনেক সময় বোঝা যায়না ঠিক কতটা ফুয়েল অবশিষ্ট রয়েছে তাই আপনি একটি সহজ এবং বলতে গেলে পুরনো পন্থা অবলম্বন করতে পারেন ফুয়েল চেক করার জন্য ।

আর সেটা হল আপনার মোটরসাইকেলটি এপাশ ওপাশ করে ঝাঁকি দিয়ে দেখুন । আমার মনে হয় এটা সবাই জানেন আর এটাই হয়তো আপ্নারা প্রয়োগ করেন মোটরসাইকেল এর ফুয়েল চেক করার ক্ষেত্রে , আবার আপনি চাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে আপনার ট্যাংকের মাঝে পর্যাপ্ত ফুয়েল রয়েছে কিনা সেটা চেক করে নিতে পারেন ।

২। ফুয়েল ট্যাঙ্ক এর ভেন্ট চেক করাঃ

আপনার মোটরসাইকেল এর ইন্টেক সিস্টেম এর মাঝে অবিরাম ফুয়েল সরবরাহের জন্য আপনার মোটরসাইকেল এর ফুয়েল ট্যাংক এর মাঝে ছোট ভেন্ট সংযুক্ত থাকে ।

ভালো করে চেক করে দেখুন আপনার ট্যাংকের মাঝে থাকা ঐ প্রবেশ পথ অর্থাৎ ভেন্ট গুলো বন্ধ হয়ে গিয়েছে কিনা ।

আপনার মোটরসাইকেল এর মাঝে থাকা এসব ভেন্ট ব্লক হয়ে গেলে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মোটরসাইকেল স্টার্ট নেয়না , তাই প্রয়োজনে সরু কাঠি কিংবা জোরে ফুঁ দিয়ে ভেন্ট গুলো পরিষ্কারের চেস্টা করে দেখতে পারেন ।

৩। ক্ল্যাচ ঠিকমতো এনগেজ না হলেঃ

আপনি যখন আপনার মোটরসাইকেল চালনার জন্য স্টার্ট দিবেন তখন বাইকের ট্রন্সমিশনের মাঝে ক্ল্যাচ লেভার সঠিক ভাবে ব্যবহার না হলে আপনার মোটরসাইকেল সঠিক ভাবে স্টার্ট নিতে সক্ষম হবে না ।

এর জন্য স্টার্ট না হলে প্রথমে আপনার মোটরসাইকেলটির ট্রান্সমিশন নিউট্রাল পজিশনে নিয়ে আসুন তারপর গিয়ার শিফটিং করে আপনার ক্ল্যাচ লেভারের প্রয়োগ সঠিকভাবে করে দেখুন ।

৪। ইনটেক সাইড কিংবা এক্সহোস্ট ব্লক হলেঃ

আপনার মোটরসাইকেল এর এয়ারবক্স কিংবা মাফলার এক্সিট এর কারনে অনেক সময় এ ধরণের সমস্যা হতে পারে ।

তাই ভালো করে স্টার্ট নেবার আগে আপনার মোটরসাইকেল এর এক্সহোস্ট পাইপ এবং এয়ার বক্স গুলো চেক করে দেখুন ।

৫। স্পার্ক প্লাগের ওয়ারিং এর মাঝে সমস্যা হলেঃ

মোটরসাইকেল চালকদের জন্য আমার মনে হয় এটা কোন নতুন সমস্যা নয় । প্রায়শই স্পার্ক প্লাগের তার এর মাঝে সমস্যা হবার কারনে বাইক স্টার্ট নেয়না ।

আর তাই ভালো করে এটি চেক করুন আর এর জন্য কোন মেকানিক এর প্রয়োজন হবেনা আপনি নিজেই এটি একবার আনপ্লাগ এবং রিপ্লাগ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ।

৬। ইঞ্জিন কাট অফ সুইচঃ

স্পার্ক প্লাগের সমস্যার মতোই এটাও একটা অনেক কমন সমস্যা । আমরা প্রায়শই আমাদের মোটরসাইকেল স্টার্ট বন্ধ করার জন্য ইগ্নিশন কি টার্ন অফ করে দেই এবং ইঞ্জিন কিল বা কাট অফ সুইচ ও বন্ধ করে রাখি কিন্তু পরবর্তীতে স্টার্ট দেবার সময় সুইচ অন করতে ভুলে যাই তাই এটিও চেক করে নিন ।

৭। দুর্বল ব্যাটারিঃ

আপনার মোটরসাইকেল এর মাঝে থাকা সকল ইলেকট্রিক্যাল সিস্টেম সঠিক ভাবে চালনা করার জন্যই ব্যাটারি থাকে । আপনার ব্যাটারি দুর্বল হলে আপনার ইলেকট্রিক স্টার্ট সিস্টেম আর কাজ করেনা

এবং

এর ফলে আপনার মোটরসাইকেল এর মাঝে কিক স্টার্ট এর প্রয়োজন পরে আর তাই এটি চেক করে দেখতে পারেন ।

আশা করি উপরের সকল টিপস গুলো আপ্নারদের কাজে আসতে পারে , এর পরেও আপনার মোটরসাইকেল স্টার্ট না হলে কিংবা বড় কোন সমস্যা হলে আপনি মেকানিক এর শরণাপন্ন হতে পারেন ।

Join the discussion

129 thoughts on “আপনার মোটরসাইকেল স্টার্ট হচ্ছেনা ? কি করবেন জেনে নিন

  1. Undeniably imagine that which you stated. Your favourite reason seemed to
    be on the net the easiest thing to take into accout of.
    I say to you, I definitely get irked at the same time as other people consider issues
    that they just don’t recognise about. You managed to hit
    the nail upon the highest and defined out the entire thing with no need side-effects , people can take a signal.

    Will probably be back to get more. Thank you

  2. Инструкция Характеристики Технические характеристики Хранить в сухом недоступном для детей месте при температуре от 5 до 25°С. для суставов Формула «Ночь»: рекомендуется наносить на чистые ресницы и брови после вечерних гигиенических процедур. Ваш регион: Липецк Стимулятор роста ресниц и бровей: Формулу “Ночь” рекомендуется нанести на чистые ресницы и брови после вечерних гигиенических процедур.Для достижения стойкого результата рекомендуется проводить курсы продолжительностью 1-3 месяца 2 раза в год. При использовании средств избегать попадания на слизистую. Не рекомендуется при индивидуальной непереносимости компонентов. Стимулятор роста ресниц и бровей Alerana Активные компоненты формулы «ДЕНЬ»: церамиды, пантенол и гиалуронат натрия, экстракты крапивы, каштана, миндаля и элеутерококка, таурин. Придумайте пароль для входа Стимулятор роста ресниц и бровей https://blast-wiki.win/index.php?title=Воск_для_коррекции_бровей_купить Формула Карепрост помогает справиться с этой проблемой следующим образом. Благодаря действию биматопроста, быстрое выпадение ресниц прекращается. Ресницы продолжают расти и достигают необходимой привлекательной длины. Кроме того, одного флакона карепрост для роста ресниц хватает на целый курс лечения, Возьмите спонж и держите его горизонтально. Из флакона нанесите на кончик спонжа одну каплю Карепроста. Состояние: Новый Главным достоинством препарата для роста ресниц “Карепрост” отзывы покупателей определили хороший рост и увеличение густоты волосков. Но он не лишен недостатков, которых немало: Красота стоит того, чтоб ее добиваться! И Карепрост для роста ресниц поможет Вам добиться индивидуальности с длинными пушистыми ресничками! Карепрост — это косметическое средство, в результате его использования ресницы становятся длиннее, гуще и темнее. Уже через 28 дней регулярного использования Xlash вы заметите, что ваши ресницы окрепли и стали длиннее, длина ресницы увеличится на 72%, густота – на 33%, цвет станет на один тон темнее. Объем флакона – 3 мл, этого хватит на 3 – 4месяца регулярного применения.

  3. is added to your shopping bag. If you’d like to know more about the new Benefit Cosmetics Cheek Party Mini Blush & Bronzer Set, keep on reading. To reflect the policies of the shipping companies we use and the destination country, orders that weigh more than 2kg will often be split and sent in two or more packages. MAC Powder Kiss Velvet Blur Slim Stick Swatches purchase link: go.skimresources.com?id=166580X1634161&xs=1&url=https%3A%2F%2Fwww.cultbeauty.co.uk%2Fbenefit-cheek-party-mini-blush-bronzer-gift-set.html&xcust=rated Disclaimer: Product ingredient listings are updated periodically. Before using a benefit product, please read the ingredient list on the packaging of your product to be sure that the ingredients are appropriate for your personal use. 29 September 2021 HYPEBAEВ® is a registered trademark of 101 Media Lab Ltd, in the U.S. and Hong Kong. https://sanctumfederal.com/community/profile/henrysteffanoni/ 5 Things Eczema Sufferers Should Carry In Their Bag It was February when Fenty first sneak peeked the Fenty Cheeks Out Freestyle Cream Bronzer range, and whilst they are now showing on the Fenty website, it’s still quite a wait until they launch completely. Spring is here and with it the desire for a fresh, light and super colourful make-up. No sooner said than done! Fenty Beauty has launched the brand new Cheeks Out Collection in cream and we can no longer do without it. But what is it about? Cheeks Out Freestyle Cream Blush & Bronzer, this is the name of the brand new Fenty line, a range of essential products to achieve the perfect make-up in the Fenty style: natural, fresh and healthy as Rihanna commands. Fenty Beauty Cheeks Out Freestyle Cream Bronzers – Teddy According to her on her latest Instagram post, the blushes and bronzers will melt into your makeup to look like skin making it the perfect product for days your bare skin could just use a little glow. These are ideal in our current climate when Zoom and FaceTime calls have become our new normal. Sometimes a just a little glow goes a long way as opposed to a full face!

  4. John s Wort have liver problems have kidney problems have heart problems have or had seizures or convulsions have bipolar disorder or mania have low sodium levels in your blood have a history of a stroke have high blood pressure have or had bleeding problems are pregnant or plan to become pregnant lasix loop diuretic As a result, several nonhormonal therapies have been tested in randomized placebo controlled trials and shown to be effective, such as paroxetine, venlafaxine, desvenlafaxine, fluoxetine, citalopram, gabapentin, and pregabalin

  5. Непривычное славянским девушкам масло усьмы, которое получают из листьев одноименного растения, в последнее время становится все более популярным. А вот в арабских и среднеазиатских странах оно давно завоевало любовь и уважение женщин, которые в отзывах называют это масло лучшим для укрепления и восстановления ресниц и бровей, для увеличения их густоты. Как почти все предыдущие продукты, этот помещен в прозрачный флакон со щеточкой и дополнительной мини-расческой. По отзывам, средство и правда заметно подращивает ресницы, делает их гуще, улучшает внешний вид. Если другими маслами советуют пользоваться раз в день, то это лучше наносить 2-3 раза в неделю. Эффект появится, ресницы не перегрузятся питательными веществами. Хотите узнать, как правильно выбрать масло для роста бровей и ресниц? Читайте наш блог! А какое масло для ресниц применяете вы?
    https://wiki-canyon.win/index.php?title=Стойкий_гель_для_бровей
    Смесь из масел оливкового и усьмы сделает ресницы длиннее и пышнее. Для приготовления состава нужно подогреть оливковое нерафинированное масло и добавить к нему масло усьмы. Подогревать его не нужно. На 10 мл оливкового приходится 5 капель второго масла. Время выдержки составляет 10-15 минут – Касторовое обладает сильным оздоравливающим эффектом, поэтому просто необходимо любительницам плотного макияжа; Комплекс из семи ценных масел. Повышает микроциркуляцию, вызывает рост волос, питает волосяные луковички, укрепляет и увлажняет волосы, устраняет сухость и восстанавливает после процедуры наращивания и татуажа. Специалисты утверждают, что любое, без исключения, масло будет полезно для роста и укрепления ресниц. Однако некоторые эфирные масла, все же, обладают более выраженными свойствами. В основе состава — растительный глицерин и гиалуроновая кислота для увлажнения, пантенол для эластичности волосков, аминокислота аргинин и аллантоин для блеска. Мягкая кисть Pedex из гладких закругленных волокон разной длины позволяет нанести средство равномерно.

  6. May I just say what a comfort to uncover somebody who truly understands what they’re discussing online.
    You certainly know how to bring an issue to
    light and make it important. More people really need to look at this and understand this side
    of your story. I was surprised that you aren’t more
    popular because you certainly possess the gift.

  7. Throughout the great pattern of things you actually receive a B+ just for effort and hard work. Exactly where you actually misplaced me personally was first in the specifics. You know, it is said, the devil is in the details… And that couldn’t be more accurate in this article. Having said that, let me say to you what did work. The writing can be highly persuasive and this is possibly why I am making the effort to comment. I do not really make it a regular habit of doing that. 2nd, while I can certainly see the jumps in reasoning you make, I am definitely not convinced of exactly how you seem to unite your details which produce the actual final result. For now I will, no doubt yield to your issue but wish in the foreseeable future you connect your dots much better.

  8. PBN sites
    We shall create a structure of self-owned blog network sites!

    Merits of our PBN network:

    We carry out everything so google doesn’t comprehend that THIS IS A self-owned blog network!!!

    1- We purchase domain names from various registrars

    2- The primary site is hosted on a VPS hosting (Virtual Private Server is rapid hosting)

    3- Additional sites are on distinct hostings

    4- We allocate a unique Google account to each site with confirmation in Search Console.

    5- We develop websites on WordPress, we don’t use plugins with the help of which malware penetrate and through which pages on your websites are generated.

    6- We never reiterate templates and employ only distinct text and pictures

    We don’t work with website design; the client, if desired, can then edit the websites to suit his wishes

  9. Thanks for sharing superb informations. Your site is so cool. I’m impressed by the details that you have on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found simply the info I already searched all over the place and just could not come across. What a perfect web-site.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।