গোলাপ জল দিয়ে রূপচর্চা-উপকারিতা ও ব্যবহারবিধি

গোলাপ জল দিয়ে রূপচর্চা-উপকারিতা ও ব্যবহারবিধি

গোলাপ জল শুধুমাত্র গন্ধ এবং স্বাদে ব্যবহার হয় না। গোলাপ জল দিয়ে রূপচর্চা প্রাচীন কাল  হতেই ব্যবহার করে আসছে। এর দ্বারা প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ও ত্বকের জন্য নিরামক হিসেবে কাজ করে।  অনেক মানুষ তাদের ত্বকে কি ব্যবহার করবেন তা নিয়ে দুশ্চিন্তা করে। যেমন তৈলাক্ত স্কিন, ময়লা, শুষ্ক স্কিনের জন্য প্রয়োজন অতিরিক্ত যত্ন।

%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be

আজকে আমরা গোলাপ জল তৈরির নিয়ম ও গোলাপ জলের উপকারিতা সাথে গোলাপ জল বানানোর নিয়ম এবং গোলাপ জল ব্যবহারের নিয়ম দেখিয়ে দিব।

১। কিভাবে গোলাপ জল তৈরি করবেন?

%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae

গোলাপ জল গোলাপ ফুলের পাপড়ি থেকে তৈরি করা হয়। কিন্তু এর অপরিহার্য তেল এক্সট্রেকশন কোল্ড প্রেসারের মাধ্যমে সম্পন্ন করা হয়। একটি স্টিম  ডিস্টিলেশন প্রক্রিয়ায় গোলাপের পাপড়ি থেকে তেল ও গোলাপ জল আলাদা করা হয়। গোলাপজল একটি প্রাকৃতিকভাবে প্রক্রিয়ায় তেল থেকে আলাদাকৃত। গোলাপ জলের উপকারিতা অনেক।

গোলাপজল পারফিউম হিসেবে, চকলেট বা মিষ্ট জাতীয় কোন খাবার এবং বিভিন্ন ঔষধ প্রস্তুত করতে ব্যবহার করা হয়।

আপনি আপনার ঘরে বসেই গোলাপ জল তৈরি করার কথা ভাবছেন। আপনি খুব সহজেই ঘরে বসে এটি প্রস্তুত করতে পারেন। এর জন্য আপনার একটি চুলা এবং কিছু টুলস এর প্রয়োজন।

গোলাপজল আসলেই খুব সস্তা। এর এক বোতল দিয়ে অনেক কাজে ব্যবহার করা সম্ভব হয়, এমনকি ত্বক সহ।

২। কোন ধরনের গোলাপ থেকে গোলাপ জল তৈরি করা হয়?

সাধারনত, গোলাপজল ইরান এ প্রস্তুত করা হয়ে থাকে। তারা রোজা ডেমাস্কেনা এর পাপড়ি ব্যবহার করে। যা বুটি রোজ নামে পরিচিত এবং এটি ইরানে জন্মায়। এই গোলাপ একটি পর্ণমোচি গুল্ম যা ২.২ মিটার পর্যন্ত লম্বা হয়ে বৃদ্ধি পায়। এই গোলাপ হালকা গোলাপি রঙ থেকে উজ্জ্বল লাল রঙে পরিনত হয়। এই গোলাপ ফুল গাছের ফুল ছোট এবং একত্রে অনেক গুলো একসাথে জন্মায়।

গোলাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- সামার ডেমাস্ক এবং শরত ডেমাস্ক ইত্যাদি। এই গোলাপ এর উদ্ভব মধ্যপ্রাচ্যে, এখন ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলেও জন্মায়।

%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae

এই গোলাপের একটি সূক্ষ্ম সুবাস রয়েছে এবং প্রায়ই বিভিন্ন ধরনের পারফিউম, সুগন্ধি গুল তৈরি করতে ব্যবহার করা হয়। খাবারের সালাদ ও ভেষজ চা বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আপনি যদি আপনার বাগানে ডেমাস্ক রোজ চাষ করে থাকেন, তবে এটি আপনাকে ঘরে বসেই গোলাপ জল তৈরি করতে সাহায্য করবে। কিন্তু অন্যান্য সুগন্ধি জাত নিয়ে পরীক্ষা করতে ভয় পাবেন না।

৩। গোলাপ জল কেন আপনার স্কিন এর জন্য উপকারীঃ

গোলাপ জল আপনার স্কিন এর জন্য বিভিন্ন পন্থায় উপকার করে থাকে। আপনি আপনার ড্রাই স্কিন এ প্রয়োগ করলে এটি স্কিন ময়েশ্চাইরাইজ বৃদ্ধি করার উপকার করবে। এটি তৈলাক্ত স্কিন এর জন্য খুব উপকার করে থাকে।

তৈলাক্ত স্কিন এর তেল নিঃসরন এর জন্য টোনার হিসেবে কাজ করে থাকে। এটি আপনার স্কিন এর ক্ষতিগ্রস্থ চামড়া ঠিক করে এবং স্কিন এর সংবেদনশীলতা প্রশমিত করে।

পরিশেষে, এটি ব্রণ, ছত্রাক বা অন্যান্য ব্যাকটেরিয়াজনিত সংক্রামণে ত্বকের এন্টিসেপ্টিক এবং ব্যাকটেরিয়ার হাত থেকে স্কিনকে রক্ষা করে।

%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be

গোলাপজল আপনার দেহের যেকোনো অংশে ব্যবহার করতে পারবেন। এটি আপনার চোখের চার পাশে ব্যবহার করতে পারেন, কিন্তু চোখের ভিতরে যেন প্রবেশ না করে। এটি ব্যবহার করার পর দ্রুত শুকিয়ে যায় এবং ত্বকের ময়েশ্চারাইজিং এর বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।

৪। কিভাবে আপনি আপনার ত্বকের জন্য গোলাপ জল প্রস্তুত করবেন?

স্বাভাবিক ভাবেই পারফিউম ইন্ডাস্ট্রি এর জন্য গোলাপ জল প্রস্তুত করা হয়ে থাকে।  আপনি ঘরে বসেও এটি প্রস্তুত করতে পারবেন। এটি বিশেষত উপকারি, যদি আপনার নিজের গোলাপ গাছ থেকে প্রস্তুত করে থাকেন।

Essential Oil for Aromatherapy. Rose Spa
Essential Oil for Aromatherapy. Rose Spa

আপনি যে ধরনের গোলাপ ব্যবহার করবেন তার উপর নির্ভর করে সুবাস সমৃদ্ধ গোলাপ জল প্রস্তুত হবে। এই কৌশল দিয়ে আপনি আপনার গোলাপ জল প্রস্তুত করে মান নিশ্চিত করুন।

৫। গোলাপ জল বানানোর নিয়ম – প্রয়োজনীয় দ্রব্যাদিঃ

বাড়ীতে গোলাপ জল প্রস্তুত করতে নিচের আইটেম গুলো সংগ্রহ করুন।

  • গোলাপের বাগান থেকে ২ বা ৩টি গোলাপের পাপড়ি
  • এক জগ পানি
  • ২-৩টা বরফের টুকরা
  • ছোট ইট
  • ঢাকনা সহ নিল ক্যানিং পাত্র
  • স্টীলের বাটি

৬। গোলাপ জল বানানোর পদ্ধতি

নিচের ধাপ গুলো অনুসরন করে আপনি নিজেই তৈরি করতে পারবেন শুদ্ধ গোলাপ জল।

  • পাত্রের মধ্যে ইট রাখুন।
  • ইটের উপর বোল রাখুন।
  • পাত্রের মধ্যে গোলাপের পাপড়ি রাখুন। বোলের মধ্যে রাখবেন না।
  • পাত্রের মধ্যে ইটের উপর পর্যন্ত গোলাপের পাপড়ি দিন।
  • গোলাপের পাপড়ির উপর পানি ঢালুন।
  • পাত্রের মধ্যে ইট পর্যন্ত পানি দিয়ে পুর্ণ করুন।
  • পাত্রটি ঢাকনা দিয়ে উল্টিয়ে বা একপাশে ঢেকে দিন।
  • চুলাটি জ্বালান এবং ৩/৪ হিট তাপমাত্রায় রাখুন।
  • বাষ্প হওয়া পানি গুলো বোল এ সংরক্ষন করুন।
  • দ্রুত ঢাকনার উপর ২-৩ টা বরফের টুকরা রাখুন।

বাষ্প হওয়া পানি বরফের কারনে বোল এ সংরক্ষন হবে, তারপর এটা ঘনিভুত হবে। এরপর ঢাকনা একটু একটু করে ঘুরিয়ে ফোঁটা ফোঁটা পানি জমা করতে হবে। আপনি এভাবে জল সংগ্রহ করতে থাকবেন। ২০-২৫ মিনিট পর আপনি গোলাপ জলের কতক অবস্থা সম্পর্কে জানতে হবে।

  • দ্রুত ঢাকনা উঠিয়ে ফেলুন।
  • চামচের মাধ্যমে ১-২ চামচ গোলাপ জল পান করে পরীক্ষা করুন।
  • এরপর একটি বোতলে সংরক্ষন করুন।
  • পরবর্তীতে আপনার আরও গোলাপ জল প্রয়োজন হলে ধাপ গুলো পুনরায় অনুসরন করুন।
  • প্রয়োজনীয় গোলাপ জল পেয়ে গেলে কার্যক্রম বন্ধ করুন।
  • চুলা বন্ধ করুন।
  • ব্যবহৃত গোলাপের পাপড়ি আপনার উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • সব কিছু পরিস্কার করে ফেলুন।

এখন আপনার কাছে ১০০% সঠিক পরিশুদ্ধ গোলাপজল, যার স্বাদ ও গন্ধ উভয়ই রয়েছে।

৭। অপ্টিমাল বেনিফিটস এর জন্য কিভাবে গোলাপ জল ব্যবহার করতে হয়ঃ

যাইহোক, আপনি গোলাপ জল তৈরি করুন অথবা কিনুন, নিশ্চিত হউন যে আপনি গোলাপ জল ব্যবহারের নিয়ম সঠিক ভাবে করছেন। প্রস্তুত করার পদ্ধতি একই রকম, উদ্দেশ্য কোন ব্যাপার না।

আপনি যদি গোলাপ জল টোনার, ময়েশ্চারাইজার অথবা এন্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করেন, তাহলে নিচের ধাপ গুলি অনুসরন করুন।

  • শুধুমাত্র ১০০% বিশুদ্ধ তুলা ব্যবহার করুন।
  • বোতল খুলুন, বোতলের মুখে তুলা লাগিয়ে বোতল্টি সামান্য উল্টিয়ে তুলাটি হালকা ভিজিয়ে নিন।
  • ভেজা তুলাটি দিয়ে আপনার স্কিন এ হালকা ভাবে মেসেজ করুন।
  • বোতল এর মুখ লাগিয়ে দিন।
  • গোলাপ জলের বোতলটি ঠান্ডা স্থানে রাখুন।

আপনি কখনই গোলাপ জল অতিরিক্ত ব্যবহার করবেন না। কিন্তু আপনি যদি অতিরিক্ত ব্যবহার করেন, এটি দ্রুত শেষ হয়ে যাবে। আপনি যদি এটি নিজে তৈরি করে থাকেন, তাহলে আপনার সব কষ্ট বিফলে যাবে।

৮। স্কিন এর উজ্জলতার জন্য সেরা রেসিপি

অনেক মানুষ গরম আবহাওয়ায় বাস করে, তারা তাদের স্কিন এর উজ্জলতার জন্য চেষ্টা করে। এই আবহাওয়ায় অনেকের চেহারা নষ্ট হয়ে যায়। অন্যান্য মানুষের চামড়া সংক্রমন, ব্রণ এর কারনে ত্বক বিবর্নতা রয়েছে। কয়েক শতাব্দী ধরে স্কিন এর জন্য লেবুর রস ব্যবহৃত হয়ে আসছে, কারন এতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য।

লেবু এর মধ্যে রয়েছে  ভিটামিন সি এর প্রাকৃতিক উপাদান। ভিটামিন সি সানবার্ন, সানস্পট এবং এজ স্পট দূর করার ক্ষেত্রে ও ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। এটি স্কিন টোন ও নষ্ট চামড়া দূর করে।

লেবুর রস ও গোলাপজল একত্রে স্কিন এর উজ্জলতার জন্য দ্রুত কার্যকরি। গোলাপজল ও লেবুর রস মিশ্রনে কোন জ্বালাময় হবে না।

৯। স্কিন এর যত্নের জন্য লেবুর রস ও গোলাপজলের মাধ্যমে মিশ্রনের উপকরনঃ

আপনার হাতে তৈরি লেবুর রস এবং গোলাপ জল আপনার স্কিন লাইটেনিং এর টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন।

  • ১টি সতেজ লেবু
  • গোলাপজল
  • এক বোতল পানি
  • প্লাস্টিকের ঢাকনা সহ বোতল (ছোট সাইজের)

১০। স্কিন লাইটেনিং টোনার এর সেরা পদ্ধতিঃ

নিচের ধাপ গুলি অনুসরন করে লেবু ও গোলাপ জলের স্কিন লাইটেনিং টোনার তৈরি করুন।

  • লেবুর জুস তৈরি করুন।
  • জুস এর মধ্যে লেবুর কোন খোসা বা বিচি পরে থাকলে তা তুলে ফেলুন।
  • যে পরিমান লেবুর জুস বানাবেন, ঠিক তার অর্ধেক পরিমান গোলাপ জল জুসের মধ্যে মিশ্রিত করুন।
  • তারপর পরিমান মত পানি ঢালুন।
  • প্লাস্টিক বোতলে মুখ লাগিয়ে মিশ্রন করুন।

গোলাপজল এর ব্যবহারবিধির মতই এটিও একই ভাবে ব্যবহার করুন। স্কিন এর যেখানে যেখানে সেখানে ব্যবহার করুন।

গোলাপজল কিনার আগে অবশ্যই পরীক্ষা করে নিন আসল গোলাপের পাপড়ি থেকে প্রস্তুত করা কিংবা কৃত্রিম যৌগ থেকে প্রস্তুত করা হয়েছে কিনা। অনেকে নকল ফ্লেবার বা গন্ধ দিয়ে গোলাপ জল প্রস্তুত করে। আপনি নিশ্চিত হউন যে ১০০% সঠিক ফর্ম কিনেছেন।

Join the discussion

46 thoughts on “গোলাপ জল দিয়ে রূপচর্চা-উপকারিতা ও ব্যবহারবিধি

  1. Hello jestem znany pod imieniem Nikodem. konsolidacja chwilowek online kompletnie odmieni Twoje finanse, napisz do mnie. W tej chwili moim miejscem przebywania jest zachwycające miasto Kórnik. konsolidacja chwilówek bez dochodu w Polsce- najświeższe wyroki sądowe gdzie konsolidacja chwilówek w Polsce- ranking ogłoszeń kosztowych pełnomocników.

  2. What i don’t understood is in fact how you are now not actually much more neatly-appreciated than you may be now. You are so intelligent. You recognize therefore significantly with regards to this subject, made me in my opinion consider it from numerous various angles. Its like men and women aren’t interested unless it¦s something to do with Lady gaga! Your own stuffs nice. All the time deal with it up!

  3. PBN sites
    We build a network of self-owned blog network sites!

    Advantages of our privately-owned blog network:

    We perform everything so Google does not realize THAT THIS IS A privately-owned blog network!!!

    1- We acquire domains from various registrars

    2- The primary site is hosted on a VPS server (Virtual Private Server is rapid hosting)

    3- Other sites are on various hostings

    4- We assign a unique Google profile to each site with confirmation in Search Console.

    5- We make websites on WP, we don’t use plugins with the help of which malware penetrate and through which pages on your websites are produced.

    6- We do not reproduce templates and employ only distinct text and pictures

    We do not work with website design; the client, if wished, can then edit the websites to suit his wishes

  4. Woah! I’m really enjoying the template/theme of this blog. It’s simple, yet effective. A lot of times it’s tough to get that “perfect balance” between usability and visual appearance. I must say you have done a very good job with this. Also, the blog loads very quick for me on Safari. Outstanding Blog!

  5. Good day I am so delighted I found your blog, I really found you by error, while I was looking on Aol for something else, Nonetheless I am here now and would just like to say thank you for a fantastic post and a all round exciting blog (I also love the theme/design), I don’t have time to look over it all at the minute but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the great job.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।